এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:৩১434431
  • পিটিদা আপনার মনে হয় যে একটি ছেলে মেয়েটিকে না জানিয়ে বা জোড় করে তার পিঠে এরকম একটি শব্দ লিখেছে? এবং তাকে না জানিয়ে বা জোড় করে ঐ লাইনে দাঁড় করিয়ে ছবি তুলেছে? সিরিয়াসলি? ছেলেটাকে ধরা হয়নি, কারণ তাহলে অনেকেই সাক্ষী দিতে চলে আসত যে মেয়েটিকে সবকিছু জানিয়েই করা হয়েছে বা হয়তো মেয়েটি নিজেই বলেছিল। মেয়েরা এত ইনোসেন্ট, এই ভাবনাটা কবে যাবে?

    এতকিছুর থেকে এইসব ছেলেমেয়েগুলোকে লাইব্রেরি বই গুছিয়ে রাখার শাস্তি দিয়ে দিলেই কাজ হয়।
  • র২হ | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:৩০434430
  • একটা ছেলে একটা মেয়ের পিঠে কিছু লিখেছে, সম্মতিক্রমে, বন্ধুবান্ধব, মজা, ক্যাও, নাইভিটি।

    তা নিয়ে মামলা মোকদ্দমা থানা পুলিশ জাতিসঙ্ঘ রাজ্যপাল, উফ।

  • ন্যাড়া | ০৯ মার্চ ২০২০ ১১:৩০434429
  • "রবিঠাকুরকে বাদ দিলে ঠাকুর বাড়ি জাস্ট অ্যানাদার এলিট ফ্যামিলি হিসাবেই পরিচিত হত। তাঁর সাহিত্য কীর্তি, বিশ্বভারতী, এবং সর্বোপরি নোবেল ঠাকুরবাড়িকে সেই আলাদা এজটা দেয়।"

    - এ কথা বোধহয় ্টহিক নয়। রবি ঠাকুর বাদ দিলেও দ্বীপেরন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ - এঁরা সবাই অত্যন্ত ট্যালেন্টেড ও ক্রিয়েটিভ লোক ছিলেন। রবীন্দ্রনাথ অবশ্যই উজ্জ্বলতম। কিন্তু ওনাকে বাদ দিয়েও ঠাকুর-পরিবারে ট্যাকেন্টেড লোকের অভাব ছিল না।
  • Amit | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:২৯434428
  • আচ্ছা , এই রোদ্দুর রায় এর প্রসঙ্গে দ্বারকানাথ ঠাকুরের জীবনী জেনে কি লাভ হবে ? যদি উনি খারাপ লোক ও হয়ে থাকেন, তার দায় তো তার নাতির নয়।

    হ্যা, সেই ছেলে মেয়ে গুলোকে গালাগাল দিতে গিয়ে কেও যদি তাদের রেপ করার কথা বলে থাকে কোনোভাবে, সেটা- ও অত্যন্ত বাজে কাজ হয়েছে। ইন ফ্যাক্ট, সেটা সরাসরি থ্রেট বা হেট্ স্পিচ বলা ই যায়। এরা যেটা করেছে, সেটা পাতি নুইসেন্স। অনেক বেশি ফুটেজ দেওয়া হচ্ছে এবং সেটার ফ্রি পাবলিসিটি দেওয়া হচ্ছে।

    ইন ফ্যাক্ট, আমি ই রোদ্দুর রায়ের গান আগে শুনিনি, এখানে এতো বাওয়াল দেখে ইউটুবে এ শুনে এলুম, অতি থার্ড কেলাস। আর দ্বিতীয় বার শোনার কোনো ইচ্ছে নেই। তবে ওনাকে মাঠে ঘাটে দেখলেই কেলাতে বলছি না। এসব ভাট যত ইগ্নরনো যায়, ততই কানের পক্ষে ভালো।
  • র২হ | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:২৮434427
  • এটাও খুঁজে পড়ে নেবেনঃ
    "No one can touch a woman without her consent: Delhi court"' - এই প্রসঙ্গে প্রয়োজন দেখি না। সম্মতি নিয়ে প্রশ্ন নেই, শুধু কন্টেন্ট নিয়ে।

    @পিটিদা

  • aranya | 108.162.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:২৭434426
  • জানি ঈশান ভুল বুঝবে না, তাও লিখি, দুটো গানই ভাল লেগেছে। স্যাটায়ারে তোমার ক্ষমতা প্রশ্নাতীত।
    আমার প্রশ্ন-্টা একেবারেই একাডেমিক - কোথায় লাইন টানা হবে তা নিয়ে
  • র২হ | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:২৬434425
  • Nadine Strossen says that while efforts to censor hate speech have the goal of protecting the most vulnerable, these efforts are ineffective and may have the opposite effect. Disadvantaged and ethnic minorities are sometimes the ones charged with violating laws against hate speech

    @অরণ্যদা

  • S | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:২৪434424
  • রবিঠাকুরকে বাদ দিলে ঠাকুর বাড়ি জাস্ট অ্যানাদার এলিট ফ্যামিলি হিসাবেই পরিচিত হত। তাঁর সাহিত্য কীর্তি, বিশ্বভারতী, এবং সর্বোপরি নোবেল ঠাকুরবাড়িকে সেই আলাদা এজটা দেয়।
  • b | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:২৩434423
  • পোস্তর খোসা দিয়ে নেশা করা হয় নি। ঃ(। জীবনে দুঃহ রয়ে গেলো।
  • PT | 14.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:১৮434422
  • @"বাঙালির রেপ ফ্যান্টাসিরব ব্যাপ্তি দেখে হাঁ হয়ে গেলাম!!"
    @"কিন্তু মেয়েরা সেক্সুয়ালি এক্সপ্লিসিট কিছু করলেই 'এই জন্যই রেপ হয়' টেনে আনা, আমি এতে ক্লান্ত।"
    @"অন্যদিকে পিটিদা পিঠে লেখাকে ধর্ষনের সঙ্গে এক করে দিয়েছেন।"
    নাঃ করিনি। আমাদের প্রতিদিন এই নিয়ম মেনে ও আরো অনেক অলিখিত (subject to interpretation) মেনে চলতে হয়।
    One or more of the following unwelcome acts or behavior (whether directly or by implication) namely:
    #Physical contact or advances; or
    #A demand or request for sexual favours; or
    #Making sexually coloured remarks; or
    #Showing pornography; or
    Any other unwelcome physical, verbal or non-verbal conduct of sexual nature.

    অভিযোগ এলেই প্রথমেই প্রায় ক্ষেত্রেই অভিযুক্তকে সাসপেন্সানের নোটিশ ধরানো হয়। তারপরে আইনি কার্যকলাপ শুরু হয়। যারা এখানে ঘটনাটিকে বাচ্চামো বলে চালাচ্ছে তাদের এইসব আইনের কঠোরতা সম্পর্কে কোনই ধারণাই নেই। যে ছেলেটি পিঠে লিখেছিল তার কপাল ভাল যে মেয়েটি তাকে (এখনো) আইনের রাস্তা দেখায়নি।

    এটাও খুঁজে পড়ে নেবেনঃ
    "No one can touch a woman without her consent: Delhi court"
  • aranya | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:১৬434421
  • ডিসি, তুমি আবার লিখছ, তাতে আমি খুবই খুশী হয়েছি। তোমার পোস্টের প্রসঙ্গ-্টা উদাহরণ হিসাবে আনা - ব্যক্তি তুমি নিমিত্তমাত্র

    পাই, আগেই লিখেছি, লীলেনের টই-য়ে পোস্ট-্টা হেটস্পীচ, আমার মতে। হেট স্পীচ সরিয়ে দেওয়া হবে, এটাই কি তাহলে গুরুর নিয়ম?
    ঈশান যখন বিজেপি - আরএসএস মেম্বার, সমর্থক-্দের চাড্ডি সম্বোধন করছে এবং তাদের চাড্ডি খুলে নিতে বলছে বা মোটার ভুঁড়ি লিক করতে বলছে - এসব কেও তো হেট স্পীচ আখ্যা দেওয়া যায়, উস্কানিমূলক বলা যায়। এসবও তাহলে গুরু থেকে সরানো হোক।
  • o | 108.162.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:১৫434420
  • যাক, বোঝা গেল রতন টাটার জায়গায় দ্বারকানাথ থাকলে সিঙ্গুরে বাওয়াল হত না। :-)
  • hakhaga | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:১২434419
  • কঠিন হেজে গেলাম।
  • এলেবেলে | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:১০434418
  • দ্বারকা ঠাকুর হাড়হারামি ছিলেন। আফিং-নীলের ব্যবসা, চিরস্থায়ী বন্দোবস্তের সুবাদে বিস্তর অর্থ, কলকাতার বুকে ৪৩ খানা বেশ্যালয়ের মালিকানা এবং ইংরেজ প্রভুদের মোসাহেবগিরি। এখন কেউ যদি কৃষ্ণ কৃপালনী পড়ে দ্বারকা ঠাকুরকে বুঝতে চায় তো মহা কেলো। আর তাঁর বিখ্যাততম নাতিটি তাঁর জন্য ইহজীবনে একটি শব্দও ব্যয় করেননি।
  • sm | 108.162.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:১০434417
  • নেশার দ্রব্যের ব্যবসার মতো লাভজনক ব্যবসা আর দুটি হয় না।কিন্তু ব্যবসা সম্পর্কিত ধারণা কিছু দশক অন্তর পাল্টে যায়।
    মদের ব্যবসা বাঙালি সমাজের কাছে অত্যন্ত গর্হিত জিনিষ ছিলো।
    বর্তমানে বিজয় মালিয়া,এই ব্যবসা টির কৌলীন্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন।
    আফিঙ দ্বারকানাথ এর আমলে বোধ হয় অতোটা গর্হিত জিনিষ ছিলো না।
    দ্বারকানাথ এর মনোভাব ছিল মোটামুটি এরকম।আমি ইংরেজি জানি,শিক্ষিত,ধনী।
    আমি ইংরাজ দের চালাকি গুলো সম্পর্কে অবহিত।
    এদের সঙ্গে চোখে চোখ রেখে চলতে গেলে ধনী হতে হবে, ইংরেজি জানতে হবে ও এঁদের টেকনোলজি রপ্ত করতে হবে এবং সর্বোপরি এদের দেশের কর্তা ব্যক্তি দের এক অংশে প্রভাব বিস্তর করতে হবে।
    অনেকটা এরকম ব্যাপার।ভারতে যা সব শোষণ ও অত্যাচার চলছে,রাণীমা হয়তো পুরোটা অবহিত নন।উনি ভালো লোক।জানতে পারলে নিশ্চয় কিছু একটা বিহিত করবেন।
    ভদ্রলোক মোটের ওপর স্বদেশী ছিলেন।
    হার্টলেস ব্যবসায়ী ছিলেন না।
  • S | 108.162.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:০৫434416
  • ওপিয়াম ট্রেডের জন্য কতগুলো যুদ্ধ হয়েছিল না? সেইসময় ওপিয়াম ট্রেডের থেকে ইংল্যন্ডে বসবাসকারী একটা বিশাল বড় এলিট সমাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভবান হয়েছে। ভারতেও শুধু টেগোর ফ্যামিলি কেন অনেক বড় ব্যব্সায়ীরাও তো ঐভাবেই ব্যবসা শুরু করেছিল।
  • অরিন | 198.4.***.*** | ০৯ মার্চ ২০২০ ১১:০৫434415
  • "প্রভুত্ব কারী বা সাম্রাজ্য বাদীরা এরকম ভাবেই অধিকার বিস্তর করে থাকে। "
    একদম!
    উনবিংশ শতকের ইংরেজ ঔপনিবেশিক সাংঘাতিক জিনিস। মে দেশে ঢুকেছে সর্বনাশ করে ছেড়েছে। মাওরিদের সঙ্গে কম ঝামেলা হয়েছে? গোটা ট্রিটি অফ ওয়াইটাঙ্গি, যেখানে মাওরি ইংরেজ শান্তি চুক্তি করে থাকবে ঠিক করেছিল সহ আদ্যন্ত জালি! আজও মাওরিরা তার কুফল ভোগ করছে।
  • ন্যাড়া | ০৯ মার্চ ২০২০ ১১:০০434414
  • ইস্ট ইন্ডিয়া কম্পানি ওপিয়াম ট্রেড বন্ধ করতে চেয়েছিল। কিন্তু স্টড়ং ওপিয়াম লবির কাছে হার মানে। লবির অনেক হমড়া-চোমড়াই EIC-র শেয়ারহোল্ডার ছিলেন এবং হাউসের সদস্য ছিলেন। কাজেই।
  • অরিন | 198.4.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৫৯434413
  • তবে আমার মনে হয়না অর্জুন এত সব বিবেচনা করে লিখেছে। জুনিয়র ছেলে, ছেড়ে দিন। এমনিতে ভদ্র, ভালো ছেলে।
  • sm | 14.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৫৭434412
  • প্রভুত্ব কারী বা সাম্রাজ্য বাদীরা এরকম ভাবেই অধিকার বিস্তর করে থাকে।আদিম ব্যবসা গুলোর দিকেই ঝোঁক বেশি থাকে।রাজত্ব চালাতেও সুবিধে হয়।নির্বিচারে গণহত্যার চাইতে বেটার আউট কাম পাওয়া যায়। কোনটা বেশি সিনিস্টার বলা মুশকিল।
    এবার দ্বারকানাথ ছিলেন জাস্ট একজন বুদ্ধিমান এজেন্ট।
    প্রভাবশালী, ইংরেজী জানা,টেকনোলজি সম্পর্কে জ্ঞান
    জ্ঞানওআলা ব্যক্তি। তো তাঁকে ইংরাজ প্রভুরা ব্যবহার করতেই পারে।
    পরবর্তী কালে বিড়লারা এ কাজে যুক্ত হয়েছে,শোনা যায়।
  • অরিন | 198.4.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৫৫434411
  • Carr, Tagore, and Company হবে।
  • দ্রি | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৫৪434410
  • হংকং এ টার্ময়েলের পর তো শুনছি সেই ব্যাঙ্কে একটু ঝামেলা চলছে।
  • দ্রি | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৫৩434409
  • ইয়েস।

    *Carr, ...
  • S | 108.162.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৫৩434408
  • ওপিয়াম ট্রেডের ফলে আজকের একটা বিশাল বড় ব্যান্ক বেঁচে বর্তে রয়েছে।
  • অরিন | 198.4.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৫৩434407
  • "ওপিয়াম ট্রেড একটা অত্যন্ত সিনিস্টার পোলিটিকাল মুভ বায় ইস্ট ইন্ডিয়া কোম্পানী।"
    শুধু তাই নয়, ব্যবসাটা চীনে illegal ছিল, ইংরেজরা জবরদস্তি করে আফিং স্মাগল করত, এবং এই কাজটায় তাদের ভারতীয় অংশীদার ছিল Care, Tagore, and Company।
  • দ্রি | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৪৯434406
  • "প্রব্যবলি ইংরাজ প্রভুর এজেনট হিসাবে উনি কাজ করতেন।"

    দিস ইজ দা পয়েন্ট। হুইচ ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম

    "বিলেতে গিয়ে ইংল্যান্ডের সর্বচ্চো মহলে মিশে বুঝিয়ে দিয়েছিলেন ভারতবাসী শুধু ক্রীতদাস নয়।"
  • দ্রি | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৪৬434405
  • ওপিয়াম ট্রেড একটা অত্যন্ত সিনিস্টার পোলিটিকাল মুভ বায় ইস্ট ইন্ডিয়া কোম্পানী। এর সাথে নেশার বস্তুকে আমি কেমন চোখে দেখি, তার কোন সম্পর্ক নেই। একটা দেশের একটা বড় অংশকে নেশাগ্রস্ত করে চীনের সাথে ট্রেড ডেফিসিটকে ট্রেড সারপ্লাসে কনভার্ট করেছিল ইআইসি।
  • অরিন | 198.4.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৪৪434404
  • পাই: " ওটি নেহাত খিস্তি না, হেটপোস্ট। হেটপোস্ট আর খিস্তিও আলাদা। "
    শুধু তাই নয়, ওটা একটা টারগেটেড হেট পোস্ট, দুমদাম করে টইটাতে ঢুকে লিখে দিয়ে গেছে মাহবুব দিলেন এবং আর তাঁরা কমেন্ট করছিলেন, তাঁদের প্রতি। মাঝখান থেকে ঐ আলোচনার ফ্লো টাই নষ্ট হয়ে গেল তারপর, অথচ লেখাটা ভাল ছিল। ওইদিন আরো একটা লেখায় একই কমেন্ট ছিল। এই ধরণের উৎপাত অগ্রাহ্য করাটা মনে হয় সাইট এডমিনদের পক্ষে চাপের।
  • | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৪২434403
  • "হেটপোস্ট আর খিস্তিও আলাদা। কোন খিস্তি না দিয়েও হেটপোস্ট হয়। আর সেটা শুধু ধর্ম কেন, জাতির জন্যেও হয়, ব্যক্তির জন্যেও হয়। "
    একদম ক'য়ে ক্ক।

    এইটা কয়েকজন গুলিয়ে দিচ্ছেন জেনেবুঝেই
  • sm | 14.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৪১434402
  • তখনকার দিনে আফিং কে কিন্তু এতো খারাপ চোখে দেখা হতো না। বয়ষ্কো লোকজন অনেকে খেতেন ,মূলত ঔষধ হিসাবে।
    যেটা বলতে চাইছি,তখনকার দিনে মদ কে আফিং এর চাইতে সোশ্যালি নিকৃষ্ট নেশার দ্রব্য মানা হতো।
    এনিওয়ে, নেশার বস্তু সাপ্লাই করা সর্বদাই গর্হিত কাজ।প্রব্যবলি ইংরাজ প্রভুর এজেনট হিসাবে উনি কাজ করতেন।কোন সয়ম্ভু ব্যবসায়ী ছিলেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত