এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দোবরু পান্না | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২৩:৪৮433950
  • এলেবেলের এই ২৩ঃ২৪ এর মন্তব্যে আদ্যন্ত সমর্থন রইল।

  • হখগ | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২৩:৪৮433951
  • o | 108.162.***.*** | ০৭ মার্চ ২০২০ ২৩:৪২433949
  • এলেবেলে | 162.158.227.55 | ০৭ মার্চ ২০২০ ২৩:২৪
    একমত, তবে কিছু কিছু এক্সেপশন আছে। যেমন তারাশংকর।
  • শালিখ | 172.68.***.*** | ০৭ মার্চ ২০২০ ২৩:৩৭433948
  • এমনকি এই ক্লাইমেট চেঞ্জ সচেতনতা, এনজিও এসবও পাশ্চাত্য প্রভাবিত।
  • এলেবেলে | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২৩:২৪433947
  • বড়েস, আমিও যে সাহিত্য খুব একটা পড়েছি তা নয় কিন্তু বাংলা সাহিত্য যে অতি মাত্রায় ইংরেজি সাহিত্য (পাশ্চাত্য সাহিত্য আরেকটু বড় ব্যাপার) প্রভাবিত সে কথা বর্ণে বর্ণে সত্যি। এবং এটাও হচ্ছে আমাদের ঔপনিবেশিক মানসিকতার ফসল। এই যে অর্জুন লিখেছে ইংরেজরা অত্যন্ত শিক্ষিত, সংস্কৃতিসম্পন্ন জাতি সেখানেও ওই উপনিবেশবাদ ঘাপটি মেরে লুকিয়ে থাকে কোথাও।

    আগেকার দিনে মধুসূদনকে বাংলার মিলটন, বঙ্কিমকে বাংলার স্কট, রবীন্দ্রনাথকে বাংলার শেলি ইত্যাদি প্রভৃতি অভিধায় ভূষিত না করতে পারলে বাঙালির ভাতঘুম সম্পূর্ণ হত না। এখন ওসব বলা ঘুচেছে ঠিকই কিন্তু ধারাটা রয়েই গেছে। প্লাস তিরিশের পঞ্চপাণ্ডব মানে অমিয়-বুদ্ধদেব-সুধীন-বিষ্ণু-জীবনানন্দ বা অমিয়কে বাদ দিলে সমর সেন - এঁরা প্রত্যেকে ইংরেজি সাহিত্যের ছাত্র বা অধ্যাপক। ফলে সেই ধারাটি এখনও বহমান। আমাদের সাহিত্যের যে জঁর সেটাও ইংরেজি সাহিত্য প্রভাবিত। অথচ দেখুন কৃত্তিবাসী রামায়ণ, একাধিক মঙ্গলকাব্য, চৈতন্যজীবনী সাহিত্য, রামপ্রসাদ এমনকি হুতোমের সাহিত্যকে কেমন আমরা 'মধ্যযুগীয়' বলি অবলীলায়!

    একই মানসিকতা থেকেই ইতালির রেনেসাঁসকে টুকতে গিয়ে বাংলাতেও একটি রেনেসাঁসের আমদানি করতে হয় যা কাকজ্যোৎস্না বই অন্য কিচ্ছু নয়। অথচ আমাদের মাথায় গজালের মতো গেঁথে যায় ইংরেজ আসিবার পূর্বে আমরা মধ্যযুগের অন্ধকারে ছিলাম, বাবুরা আসিলেন বলিয়াই আলোকপ্রাপ্ত হইলাম!

  • হখগ | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২৩:২১433946
  • **ফ্রোজেন ইন দ্যাট টাইম
  • হখগ | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২৩:২০433945
  • অর্জুনের কথা অনেকটাই আমার বড়মাসির মত, কোন সামাজিক অনুষ্ঠানে যাবার সময়ে বড় মেসোর খাটের উপরে রাখা আদ্দির পাঞ্জাবি নিঃশব্দে তসরের টি দিয়ে বদলে যেত, আর একটা রঙিন রুমাল উপস্থিত ড়ত, গন্ধ সহ, আবার আশ্রমের বা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষ্ঠানে যাবার সময়ে পাঞ্জাবি টি খদ্দরের হয়ে যেত, সঙ্গে থাকত সকাল হলে একটু কম ঢোলা কিন্তু আলিগড়ি না পাজামা আর ভোর বা সন্ধ্যা হলে ধুতি, সঙ্গে শ্রীনিকেতনি শিল্পসদনের সাদা খদ্দরের রুমাল। এর অন্যথা হতনা। তীব্র ও টনটনে সেন্স অফ অকেশন, প্রেসবিটারিয়ান অসটেয়ার রুচি র এক্সটেনশন টু কলকেতে আসপিরেশনাল রুচি, সামান্য অন্যথা হবার যো নেই, আর ওভার অল ব্রাহ্ম পরিমিতি। এটা কাউন্টার কালচারের আগের জেনারেশন, বিংশ শতকের তিরিশ থেকে পঞ্চাশের দশকের ফ্রেমে বাঁধা। প্রায় কিউবান ক্যাডিলাকের মত, ফ্রোজেন গন দ্যাট টাইম।
  • pi | 172.68.***.*** | ০৭ মার্চ ২০২০ ২৩:১৫433944
  • ঃ)

    ওদিকে লোকজনও বলিহারি। কোথা থেকে কোন এনারয়াই ললনার পিঠে মোদী ট্রাম্পের ছবি আঁকা হাউডি মোদী খুঁজে বের করেছে, মামু দেখলাম মোদী শাহর চিত্ত যেথা ভয়শূন্য, দুনিয়া মোদীর পোসটারটা দিয়েছে!
  • হখগ | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২২:৫৬433943
  • শর্ত এম্ফাসিস বিইং অন তদুপরি:-)))
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২২:৫০433942
  • 'সামনে তখন অন্য দুটি চোখ'- এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। দশ বছর আগে হলে এক্ষুনি একটা প্রেমের পদ্য লিখে ফেলতাম।
  • হখগ | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২২:৩৮433941
  • **দাম দাম শব্দে গান বন্ধ
  • হখগ | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২২:৩৬433940
  • আমার ভাই এই নানা কেত্তনের মধ্যে গানটা খুব মজার লেগেছে।
    আর অর্জুনের প্রতিক্রিয়া দেখে আমাদের স্কুলের হস্টেল ওয়ার্ডেন দের কথা মনে হচ্ছিল। ইনভ্যারিয়েবলি কিছু ভালো মানুষ কিন্তু শিক্ষক হিসেবে তেমন কিসু নন, আর হস্টেল ওয়ার্ডেন দের উপরে প্রতিষ্ঠান এর দৈনন্দিন বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব পড়ত। তাঁরা বেশ পাওয়ার ফুল ছিলেন। মজাটা হল অশ্লীলতা করে পার পাওয়া গেলেও পোলিটিকাল দুষ্টুমি করে ছাড় পাওয়া কঠিন হত। যেমন ধরুন অন্য প্রতিবাদ না হলে জে এন ইউ তে নিশ্চয়ই কন্ডোমের স়ংখ্যা নিয়ে কথা তেমন হত না। তো একবার একটা মেয়ে , সা়ংঘাতিক সর্ব অর্থে ভালো মেয়ে বলে পরিচিত, দাগহীন রেকর্ড, সে হঠাৎ কোন এক বর্ষার পরের কিন্তু পুজোর আগের রাতে, গান ধরলো , ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, বলা বাহুল্য, তার অসামান্য সুর আর দরদ , চাঁদ ও তারার চিহ্ন মাত্রের অপেক্ষা রাখেনি, আমিও হোস্টেলের বেড়ার বাইরে, যেকোনো প্রকৃত প্রেমিকের মতো ই সম্পূর্ন অন্য কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে থেকে তাকে একটু লজ্জা দিতে দিতেও প্রকৃত ইম্পারশিয়াল রসগ্রাহীর মত সুরে কান রাখছিলাম , ইতিমধ্যে হঠাৎ একটা কমোশন এব়ং দাম দাম শব্দে গান বিস্ময়ে বন্ধ, জানা গেল ওয়ার্ডেন দিদি প্রিন্সিপাল কে কলকাতায় ট্রাঙ্ক কল করে বর্ধমান অব্দি গলার আবাদ কে এগিয়ে দিতে দিতেই বলছেন, জানেন ঐ মেয়েটি কিন্তু আজ দুপুর থেকে ভীষণ রোমান্টিক সিনেমার গান গাইছে , আমি কিন্তু জানিনা, মেয়েরা এবার চঞ্চল হয়ে উঠবে, এমনিতেই তো বড়দের দেখে সব রাত করে বেড়া পেরিয়ে ঢোকে। আমি কিন্তু ইত্যাদি। তো তাঁর ডিনানশিয়েশনের উত্তেজনায় ঘর্মাক্ত কপালে তোলা চশমা না দেখলেও গলাটা মনে হয় মনে আছে, যদিও পরের গসিপারোপিত স্মৃতি বলেই মনে হয়, কারণ বেড়ার বাইরে থেকে কতটা শুনতে পাবার কথা না, তদুপরি সামনে তখন অন্য দুটি চোখ।
    অর্জুন এর আর্তনাদে এসব মনে পড়লো, যদিও সবটা বক্তব্য ফেলনা নয়।:---))))))
  • S | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২২:৩৬433939
  • @o এবং @এলেবেলে, এই কথাগুলো বলে আমি খুব অপ্রিয় হয়ে যাই। লোকে তখন বলে কতটুকু পড়েছো। সত্যিই আমার পড়াশুনার পরিসর বড্ড কম। আর যেটুকু পড়েছি, সময়মতন সেটুকুও ছাই মনে পড়েনা।

    প্রায় পুরো বাংলা সাহিত্যের মধ্যেই পাশ্চাত্যের মারাত্মক প্রভাব। ফলে এখন যখন লারেলাপ্পা গান শুনে কেউ বলে যে এইসব পাশ্চাত্য সংস্কৃতির নকলে, তখন হাসা ছাড়া কিছুই করার থাকেনা।

    আমিও বাংলা সাহিত্য পড়ে ভাবতাম বুঝি সব অরিজিনাল কন্টেন্ট। পরে ইংরেজি সিনেমা-সিরিয়াল একটু মন দিয়ে দেখার পর বুঝলাম যে সেসবই পস্চিমী কায়দায় লেখা। রোম্যান্টিসিজম, জনরা, লেখার স্টাইল, প্লট সবই খুব পশ্চিমী। এখন বাংলা কিছু পড়তে গেলেই মনে হয় যে লেখক বোধয় প্রচুর ইংরেজি লেখা পড়ার পরেই নিজের লেখা লিখতে শুরু করেছেন। ইন্ডকট্রিনেশান। অনেকটা ফ্লিপকার্টের বিজনেস মডেল দেখে অ্যামাজনের কথা মনে পড়ার মতন হয়ে যায়।
  • S | 108.162.***.*** | ০৭ মার্চ ২০২০ ২২:২২433938
  • আচ্ছা এই কারণেই কি বড় বড় ইন্জিনিয়ারিং আর এম্বিএ স্কুলের ছাত্ররা সব দেশ ছেড়ে চলে যায়?
  • S | 108.162.***.*** | ০৭ মার্চ ২০২০ ২১:৫৭433937
  • গালাগালির জন্য নাগরিকত্ব যাবে? তাইলে তো, যাগ্গে।
  • Du | 172.69.***.*** | ০৭ মার্চ ২০২০ ২১:১৮433936
  • এবং ইউপিতে ফটো লাগিয়েছে রাস্তায় । বুদ্ধের দেশকে সরকারী ভাবে খুনীদের দেশ করে তুলছে।
  • Du | 172.69.***.*** | ০৭ মার্চ ২০২০ ২১:১৪433935
  • মেঘালয়ে পুলিশ এনজিও দিয়ে সব্জীওয়ালি, লেবার এদের ধরছে। মহান হোম মিনিস্টার অবৈধ অনুপ্রবেশকারী ধরতে পুলিশ ও এনজিও পাঠিয়েছে ভিডিও দেখলাম।
  • একলহমা | ০৭ মার্চ ২০২০ ২১:১২433934
  • pi | 162.158.165.249 | ০৭ মার্চ ২০২০ ২০:৫৪

    হাহাপগে। দাড়িবুড়োর উল্লাস কল্পনা করে আবার হাহাগগ।
  • T | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:৫৮433933
  • হ্যা হ্যা হ্যা হ্যা.. মিষ্টি ছাগলগুলি :)))

  • pi | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:৫৪433932
  • এটা যাতা হয়েছে!

    "এদিকে হয়েছে কি, কিছু দুষ্ট লোক এই লেখাটা পোস্টাতে শুরু করেছে।

    " রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে, বুড়ো ওয়ার্ডসওয়ার্থ এর নকল করে ভদ্রলোক অতি অন্যায়রকম বেঁচে আছে। যম বাতি নিভিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাশ পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাতা আঁকড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা"

    সাথে সাথে আরবিইউ কান্ডে তীব্র প্রতিবাদ জানানো ঝাঁকে ঝাঁকে দাদুচাড্ডি এসে উপরোক্ত বক্তব্যের লেখকের বিরুদ্ধে তীব্র ঘৃণাবর্ষণ করেই চলেছেন।"
  • একলহমা | ০৭ মার্চ ২০২০ ২০:৫১433931
  • @এলেবেলে
    আপনার লেখাটা পড়েছি, ভাল লেগেছে। প্রত‍্যাশা আরো বেশী ছিল, কি আর করা যাবে! :)
  • pi | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:৪৯433930
  • আরে এখনকার ছেলেপুলেদের অনেকেই এখন নানা কিচছু করছে দেখছি। এই গাছ লাগানো, গাছ কাটা আটকানো, পুকুর সাফ থেকে শুরু ক্রে নানাবিধ মুভমেন্ট। আমাদের গুরুর স্টলের পাভেল, যাকে বইমেলায় পুলিশ ধরে নিয়ে গেল, ও আর ওদের গ্রুপই এরকম। গ্রেটা থুনবার্গের ফ্রাইডে মুভমেন্টের সংগে আছে। পরিবেশ নিয়ে নয়মিত কাজ করে। আবার পার্কসার্কাসেও খুবই ইনভলভড।

    এই রবীন্স্রবগারতী বা মালদার কাণ্ডে ফুটেজ তো দিল নীতিপুলিশ ও পুলিশেরা! ভাইরাল তো হল আহা কী দারুণ বিপ্লব বলে নয়, ছিছিক্কার আর হাহাকার চিতকার ম্যাতকারে।
  • শালিখ | 173.245.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:৪১433929
  • কেউ কি ভেবে দেখেছেন, রোদ্দুরে করোনাভাইরাস মরে যায়?
  • এলেবেলে | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:৩৭433928
  • অনেক দিন আগেই পড়েছি। তাপস দাশ লিঙ্ক দিয়েছিলেন।

  • এলেবেলে | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:৩৫433927
  • আরেকটু বেশি বিখ্যাত/কুখ্যাত হলেন তো বটেই এই কাণ্ডের পরে।

  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:৩৪433926
  • ওঁর ইন্টারভিউটা পড়েছেন কেউ? পাই লিঙ্ক দিয়েছিল।
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:৩২433925
  • রোদ্দুর রায় এই কাণ্ডে বিখ্যাত হলেন নাকি? উনি তো অনেকদিন থেকেই বিখ্যাত/ কুখ্যাত!
  • এলেবেলে | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:২৬433924
  • "কিন্তু এই ছেলে-মেয়েগুলো কি সেই প্রাতিষ্ঠানিকতাকে ভাঙার জন্য এই কান্ড ঘটালো? নাকি সেরেফ ছাগলামি করে বিনা পয়সায় অন্ধকার রায়কে বিখ্যাত করে দিল?
    আর অন্ধকার রায় নিজেই একটা প্রতিষ্ঠানে পরিণত হয়নি তো?"

    দেখুন প্রতিষ্ঠান-বিরোধিতা যথেষ্ট শ্রমসাধ্য বিষয়। তার জন্য সবার আগে প্রতিষ্ঠান নামক বিষয়টিকে আদ্যোপান্ত বুঝতে হয়, তার পরে তাকে ভেঙেচুরে দুমড়িয়ে-মুচড়িয়ে প্রতিস্পর্ধী বিষয়টাকে প্রতিষ্ঠা করতে হয়। এখন যাদের প্রতিষ্ঠানবিরোধী হওয়ার শখ ১৬ আনার ওপর ১৮ আনা অথচ শ্রমবিমুখ, তাদের শর্টকাট রাস্তা বেছে নেওয়া ছাড়া উপায় নেই। এবং ছেলেমেয়েগুলো ঠিক সে রাস্তাটাই বেছে নিয়েছে। কিন্তু তাই বলে মেয়েগুলোকে পুলিশের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা উপাচার্য করেছিলেন, তাকে কোনও অবস্থাতেই সমর্থন করি না।

    রোদ্দুর রায় এই কাণ্ডে বিখ্যাত হলেন কিন্তু পরোক্ষে। তিনি কাউকে গানটি গাওয়ার জন্য প্ররোচিতও করেননি, পিঠে লেখানোর জন্যও। সর্বোপরি তার ছবি তুলে ফেসবুকে ছড়ানোর জন্যও। আর  স্রেফ গিমিকবাজি করে অন্ধকার রায় যে বেশিদিন 'বিখ্যাত' থাকতে পারবেন না, সে কথা আগেই বলেছি।

    হ্যাঁ, অন্ধকার রায় নিজেই প্রতিষ্ঠানে পরিণত। প্রতিষ্ঠান-বিরোধিতাও যে ক্রমে প্রতিষ্ঠানে পরিণত হয় সে কথা আগেই বলেছেন শঙ্খ ঘোষ (নাকি অরুণেশ ঘোষ?)।

    @Ramit Chatterjee , আমার লেখাটা ওই দিন জেলার পাতায় প্রকাশিত হয়েছে তাই হয়তো দেখতে পাননি। 

  • aka | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:১২433923
  • হ্যা সেটা তো ভালো কাজ।

    ন্যান আপনারা তক্কো করেন, আজ শনিবার রান্নাঘরে কাটানোর দিন।
  • pi | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ২০:১০433922
  • আকাদার উত্তরটা পেলাম না। পেলে কিছু বলতাম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত