এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 173.245.***.*** | ০৪ মার্চ ২০২০ ২০:৪৮433261
  • কথা হল বার্ণি কাল খারাপ করেছে সে ঠিক আছে। কিন্তু মিডিয়া ইনক্লুডিং এনপিআরের মতন মিডিয়াও কি করে বার্ণির পেছনে পড়ে গেল। রীতিমতন গ্যাংগিং আপ।

    বার্ণির উচিত ইমিডিয়েটলিঃ

    ১) ব্রোদের সামলানো
    ২) নিজের ক্যামপেইনের টোন ডাউন করা, শুধু রাগ দেখিয়ে, রাগ করে হয় না ওতে পোলারাইজেশন বাড়ে, লাভ নেই।
    ৩) মিডিয়া করসপনডেন্ট ঠিক করে মিডিয়া রিলেশনশিপ ঠিক করা।
    ৪) নিজের প্ল্যানগুলোর বোধহয় আরও বেশি ওয়ার্কেবল সলিউশন বার করার চেষ্টা করা।
  • T | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ২০:৪৫433260
  • আরে অ্যাত চাপের কীইই আছে বুঝি না। বি দা রসিকতা করেছেন মাত্র। সেই নিয়ে সব খেপে গ্যালো একেবারে। উফফ।
  • aka | 172.69.***.*** | ০৪ মার্চ ২০২০ ২০:৪২433259
  • শোনেন মশাই, এই ভাটে মাঝে মাঝে কিছু জিনিষ আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে। কদিন আগে যেমন বিবেকানন্দ, রামকেষ্ট ইত্যাদি। কথা হল সব আলোচনাতেই সবাই ইনক্লুডেড হবে এমন কোন কথা নেই, হবার কথাও নয়। এক্সক্লুডেড ফিল করলে খারাপ লাগে, বোর লাগে, সেক্ষেত্রে রিকোয়েস্টও করা যেতে পারে। কিন্তু ট্রোল করার চেষ্টা করলে খুব সুবিধা হবে না। কারণ ন্যাচারাল ফ্লোতে যে ডিসকাসান হচ্ছে তা ট্রোল করে কি করবেন?

    ট্রোল করলে বা করার চেষ্টা করলে আমিও বলব বেশ করছি, করুন কি করবেন।
  • S | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ২০:৩০433257
  • ব্লুমবার্গ সড়ে গেলেন রেস থেকে।
  • Sarbani | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৯:৫৮433256
  • সেই কে যেন বলেছিলেন না মানুষের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। সেদিন দিল্লির দাঙ্গাপীড়িতদের জন্যে জিনিস পৌঁছতে গিয়ে তাই মনে হল। এত দিক থেকে এত লোকের সাহায্য আসছে, জিনিসপত্র উপছে পড়ছে, অনেকেই টাকাও পাঠাচ্ছেন। শেষমেশ এত জিনিস যে জামিয়া থেকে কিছুদিন পাঠাতে বারণ করে দিয়েছে শুনলাম। আর এগুলো যে শুধু যারা অর্থনৈতিকভাবে বেশী সক্ষম তারাই করছে তা না, দিল্লির আশেপাশের সাধারণ লোকেও যে যে ভাবে পারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং এগুলো দেখেশুনে একটা শিক্ষা হল যে ভার্চুয়াল পৃথিবী বা সোশ্যাল মিডিয়ার খবর বা প্রচার দিয়ে রিয়্যালিটি বোঝার চেষ্টা করাটা একেবারেই বেকার ! সব মানুষের ভালো খারাপের মত দল ইত্যাদিরও আছে এবং টুইটার ফেসবুক বা মিডিয়ায় না দিয়েও অনেকে অনেক কিছু করে। যেমন আপের আতিশী আর রাঘব চাড্ডা শুনলাম সাহায্য ত্রাণের ব্যাপারটা দেখছে। এবং অনেক জায়গাতেই লোক্যাল লীডাররা কংগ্রেস বা বিজেপিরও দরকার মত সাহায্য করছে।
  • Ramit Chatterjee | ০৪ মার্চ ২০২০ ১৯:৩১433254
  • এই ভিডিও টা দেখলে প্রাইমারি, ককাস, ডেলিগেট, সুপার ডেলিগেট সব ক্লিয়ার হয়ে যাবে।
  • pi | 172.68.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৯:০৪433252
  • ওদিকে আমাদের দু'জন সায়েন্টিস্টকে তেহেরানে পাঠান হল, ওখানে ল্যাব সেটাপ করে টেস্ট করে সেইমত লোকজন ফেরত পাঠাবেন।
  • pi | 172.68.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৯:০৩433251
  • এরকম টই ছিল তো। কিন্তু আমি সার্চ করে পাচ্ছিনা। +ডেলিগেট +আমেরিকা +ইলেকশন দিলে কীকরে কিছু না এসে পারে!
  • Ramit Chatterjee | ০৪ মার্চ ২০২০ ১৮:৫৭433250
  • আচ্চা ভাইরাসের ইতিহাস বা ঐতিহাসিক ভাইরাসদের নিয়ে কোন বৈ আচে?

    একটা ফিকশন বই এর কথা বলতে পারি, এখন কার এই করোনা ভাইরাসের আমলে পড়তে বেশ ভালোই লাগবে, খুবই রিসার্চ করে আর বাস্তবের কাছাকাছি লেখা।
    মাইকেল ক্রিকটন এর "এন্ড্রোমিডা স্ট্রেন "
  • এলেবেলে | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৮:৫২433249
  • খ, বলি আপনি কোথায় কী নিয়ে ভাটাবেন সে ব্যাপারে পূর্ণ স্বাধীনতা আপনার আছে। কিন্তু আপনার চৈতন্যের প্রেক্ষিতে আমি যে অতগুলো প্যারা লিখলাম, তো তাতে আপনি কিসুই বললেন না মাইরি? অন্তত এটা তো বলতেই পারতেন, আমার কথাগুলো কিসুই না কিংবা কোনও মনোযোগই দাবি করে না। এভাবে অবহেলা!

  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৮:৫০433248
  • হ্যাঁ এইটা একটা কাজের কাজ হতো।
    যদিও এরকম কিছু ছিল বলে মনে হচ্ছে কেমন।
  • মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশানের সহজপাঠ | 173.245.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৮:৪৫433247
  • মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশানের সহজপাঠ - এই টপিকের কোন টই নেই? তাহলে দিব্যি চট করে বুঝে নেওআ যেত ডেলিগেট - ইলেক্টোরাল কলেজ আর পপুলার ভোটিং এর তফাত! লোকজন তো 'ডেমক্রেসি নয়, উহা রিপাব্লিক' - বলেই খালাস! টই নেহাতই না থাকলে একটা খুল্লেও পারে তো! তাতে লোকশিক্ষেও হয় আর লোকে চট করে ধর্তে পারে কি ভাটান হচ্ছে। যদি নেহাতই তবুও ট্রোল করে তখন টইএর লিন্ক হাতে ধরিয়ে দেওয়া
  • অপু | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৭:৫২433246
  • ওসব কাটাও বোধি দা। চলো এক দিন গুছিয়ে ভাট মারি আর মাল খাই। বহু দিন বসা হয় নি ।
  • দোবরু পান্না | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৬:৩৬433245
  • মার্কিন দেশ সম্বন্ধে সবকিছুই আমার বেশ নিষিদ্ধ আনন্দের মতই লাগে। চুপিচুপি পড়ি। খালি এট্টা জিনিষ বুঝায়ে দেন কেউ - এই ডেলিগেট পেলেও ভোট পাবে না (নাকি ভোট পেলেও ডেলিগেট পাবে না?) যদি মেন্টর না থাকে (নাকি স্পনসর না থাকে?) - এটা কী ব্যপার? মানে সংখ্যাগরিষ্ঠ হলেই যথেষ্ট হবে না?

  • | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৬:২৮433244
  • ব্রতীন, ভাট এ কি বলব যেমন জিজ্ঞেস করাটা বোকাবোকা তেমনই কি পড়বি কোন পোস্সট পড়বি, সম্পূর্ন তোর ব্যাপার , সব কিছুতে কি করে ইন্টারেস্ট পাবি। আর সোজা কঠিন এগুলো বাজে কথা। স্ট্যাট এ পি এইচ ডি করা একটা লোক চারটে ভাট বোঝে না এটা হতে পারে না। আর ফাইনালি কোন বিষয় ই ততটা জানলে সহজ করে বলা যায় তা তো জানি না, তা ই হয়তো অপরিষ্কার থাকে। কিন্তু জেনেরালি সাহিত্য বা সোশাল সায়েন্সের একটা ব্যাপারে সায়েন্সের সাথে একদম এক। কেউ বাংলা র পাখি পড়ে তেমন জুওলজিস্ট হতে পারে না বা ক্লাস টুয়েলভ এ অঙ্কে ফুল মার্কস পেলে বা কমপিটিশন ক্র্যাক করলেই ম্যাথমেটিশিয়ান হয় না ঠিক তেয়নি এই সাবজেক্ট গুলো তেও কনটেম্পোরারি কাজের খবর না রাখলে তাকে একটা আর্গুমেন্টে সিরিয়াস লি নেবা কঠিন, বা ইনসুলারিটির এভিডেন্স হিসেবেই না দেখাটা কঠিন। এবার সমস্যা হল সোশাল সায়েন্সে আলাদা যেটা সেটা হল এর থেকে ভ্যালু সিস্টেম বা ব্যক্তি মানুশটাকে আলাদা করা একটা ম্যাচিওরিটি বা অভ্যাস না থাকলে কঠিন। কারণ এগুলো ল্যাব সাবজেক্ট না। এমপেরিসিজম টা জীবনের বাইরে না বা পোলিটিকাল কালচার এর বাইরে খুব না। ইত্যাদি। এবার এই বিষয় টা কে , বা আমার পোস্ট গুলো কে ইগনোর করে তো তোর কোন ক্ষতি হচ্ছে না। উল্টে লাভ ই হচ্ছে। খামোখা চাপ নিবি ই বা কেন, কোন নিষিদ্ধ আনন্দের মজা তো কিসু লুকিয়ে নেই, পানু ও না:--))))
  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৪:৩৪433243
  • তাও ঠিক, তাই আড়ালে বকার জন্যে আছে ঢাকাঢুকি আড্ডাঃ)
  • b | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৪:২৯433242
  • ওঃফ। রুমালটা কই গেলো?
    যাগ্গে। আর টু এইচ কে কাউন্টার করিঃ

    "যখনি যা চাই, তখুনি তা চাই
    তা যদি না হবে, তাহলে বাঁচাই
    মিথ্যে। আমার সকল আশায়
    নিয়মেরা যদি নিয়ম শাসায়
    বিশ্বাস নেই। সে জীবনে ছাই"
  • Arin | 198.4.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৪:২৪433241
  • না না, আমি গ কে আমার মধ্যে চাই না। অরিনবাবু প্লিজ। একটা কোনো ভাবে মূল্য ধরে পাশ কাটিয়ে দিন।
    Done ।
    ধরে নিন কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে ।
    ওম শান্তি
    ;-)
  • b | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৪:১৯433240
  • "আপনার আলাদা করে কোন অস্তিত্ব নেই, কোন সেপারেট সেলফ নেই। আপনি সকলের মধ্যে সকলে আপনার মধ্যে ।"
    না না, আমি গ কে আমার মধ্যে চাই না। অরিনবাবু প্লিজ। একটা কোনো ভাবে মূল্য ধরে পাশ কাটিয়ে দিন।
  • Arin | 198.4.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৪:১৫433239
  • আচ্চা ভাইরাসের ইতিহাস বা ঐতিহাসিক ভাইরাসদের নিয়ে কোন বৈ আচে?

    বই তো বেশ কিছু আছে । তবে আমার পছন্দের দু একটা বইয়ের কথা বলবো । প্রথমটা ঠিক ভাইরাস হয়তো নয়, তবে এই ব্যাপার নিয়ে উৎসাহ থাকলে পরে দেখতে পারেন, স্টিভেন জনসন এর লেখা "The Ghost Map " বলে একটি বই । বইটি জন স্নো কে নিয়ে লেখা কলেরা নিয়ে, যাঁরা পাবলিক হেলথ নিয়ে পড়েন, এই কেসটি তাঁদের অবশ্যপাঠ্য । দ্বিতীয় বইটা লরি গ্যারেটের লেখা "Coming Plague " । খুব পুরোনো বই, ১৯৯৬ সালে প্রকাশিত, কিন্তু অসাধারণ গল্প বলা গোটা ছবি তাকে ভদ্রমহিলা নিপুন হাতে এঁকেছেন । রিচার্ড প্রেস্টন এর Hot Zone আরেকটা অসাধারণ বই, ইবোলা ভাইরাস এর ইনভেস্টিগেশন নিয়ে লেখা, অবশ্যই পড়বেন (যদি না পড়ে থাকেন ) ।
  • অপু | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৫৬433238
  • / নেহাত ই ছাপোষা মানুষ। তার উপরে সিপিএম নই :)))
  • Arin | 198.4.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৫২433237
  • সুপার!!
    কেয়া বাত!
  • অপু | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৫১433236
  • যাই হোক বোধি দার সাথে আমার খুব ভালো সম্পর্ক । তাই সাহস করে লিখলাম। অন্য কেউ হলে লিখতাম না
  • একক | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৫১433235
  • আচ্চা ভাইরাসের ইতিহাস বা ঐতিহাসিক ভাইরাসদের নিয়ে কোন বৈ আচে?

    শোশাল আনটাচেবিলিটির সঙ্গে তার্পর জাকে বলে একেক ডেমোগ্রফিতে একেকরকম মোড অফ গ্রিটিঙ্গ, কেও পেক অন দ্য চিক, কেও হাত ধরা কেও শুধুই হাত তুলে নম, এর সঙ্গে কন্টাজিঅস ডিজিজের ঐতিহাসিক কোন যোগসুত্র আছে কি না ঘেঁটে দেখতে চাই আর কী! কারো কিচু পড়া বা চিন্তাভাবনা থাকলে প্লীজ অঙ্গশগ্রহ ঃ)
  • r2h | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৫০433234
  • '...
    যেথা-সেথা ধাই, যাহা-তাহা পাই--
    ছাড়ি নেকো ভাই, ছাড়ি নে।
    তাই ব'লে কিছু কাড়াকাড়ি ক'রে
    কাড়ি নে।
    যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি,
    বকি নে কারেও, শুনি নে কাহারো বকুনি--
    কথা যত আছে মনের তলায় তলিয়ে
    ভুলেও কখনো সহসা তাদের
    নাড়ি নে।
    যেথা-সেথা ধাই, যাহা-তাহা পাই--
    ছাড়ি নেকো ভাই, ছাড়ি নে।
    তাই ব'লে কিছু তাড়াতাড়ি ক'রে
    কাড়ি নে।
    ...'

    ফোমোর উল্টো নিয়ে ফেসবুকে চমৎকার একটা লেখা পড়েছিলাম, এই কবিতাটা রেফার করে।
  • Arin | 198.4.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৪২433233
  • "আসোলে বিষয় টা হলো, ভাটা নো টাকেও অনেক সময় অজান্তেই প্রতিযোগিতা মূলক হিসেবে দেখে। এটা খুব ই স্যাড। একটা টপিকে আর্গুমেন্ট এক জিনিস, অমুক ক বিষয়ে বলছে, ও বাবা কেউ কেউ সাড়া দিচ্ছে, তাইলে আমি খ বিষয়ে বোলে দেখি, বেশি সাড়া পাই কিনা, এটা খুব ই বোকা বোকা হোলেও এটা থেকে অন্তত তোমার বা আমার অনুরোধে এটা থেকে কেউ বেরো বে না, খামোখা বেরোবেই বা ক্যানো। এটার একটা ইনোসেন্স ও আছে, আবার অকারণে অ্যাটেনশন সিকিঙ্গ ও আছে বা হঠাত ইরেলিভ্যান্ট হবার ভয় ও আছে। মোনে রাখতে হোবে, ইরেলিভ্যান্ট হবার ভয় মানুষ সেখানে পায়, সে স্পেস টা মানুষ ভালো বাসে। হুইচ ইস অ্যামেজিঙ্গ এনিওয়ে। দিস ইজ কমন। আমরা কেউ ই উর্ধে নৈ, কোনো একটা মোমেন্টে হয়তো একটু কম বেশি টলারেন্ট বিহেভ কোরলাম। আবার কখনো আপিসে বা বৌ এর কাছে বা ট্রোল দের কাছে ট্রোল হোয়ে বোন্ধু দের সঙ্গে খারাপ ব্যবহার কোরে ফেল্লাম। ইট ইজ ওকে, ডোন্ট গিভ পাত্তা।"

    গ বাবু , এই কথাগুলো লিখলেন বলে বলছি, একটা ব্যাপার খেয়ালে রাখতে পারেন - তাবৎ জাগতিক অস্তিত্বের তিনটি লক্ষণ দেখা যায় ("ত্রিলক্ষন") -
    (১) কোনো কিছু চিরদিন থাকে না, সবটাই অনিত্য, আপনাদের ভাটিয়ালির ভাটএর ক্ষেত্রে ব্যাপারটা বিশেষ করে প্রযোজ্য । আজ কিছু লিখলেন ঘন্টা দুয়েক পরে হুশ করে উড়ে গেলো, অন্য কারা আরো কি সব লিখতে শুরু করে দিল। এবার ব্যাপারটা বুঝে জীবন চালানো এক রকম, আপনি হ্যাপি গো লাকি পাত্তা দেন না, কাজ চুকে গেল। কোনো চাপ নেই । কিন্তু এই জীবনের অনিত্য ব্যাপারটাকে অস্বীকার করে জীবন কাটানো সাংঘাতিক চাপের ব্যাপার ।

    (২) আপনার আলাদা করে কোন অস্তিত্ব নেই, কোন সেপারেট সেলফ নেই। আপনি সকলের মধ্যে সকলে আপনার মধ্যে । এই বোধটা যেদিন মানুষের যেদিন হয়, সেদিন থেকে সে একটা মুক্ত, এম্প্যাথেটিক, অথচ চাপহীন জীবন কাটাতে শুরু করে । কিন্তু দেখবেন এই বোধটা বেশির ভাগ মানুষের হয় না, তাতে কোনো অসুবিধে নেই, বেশির ভাগ মানুষ এইরকম ই, অনেকে আবার দেখবেন দারুন আত্মসচেতন । এই যে লিখলেন ,

    > "ও বাবা কেউ কেউ সাড়া দিচ্ছে, তাইলে আমি খ বিষয়ে বোলে দেখি, বেশি সাড়া পাই কিনা, এটা খুব ই বোকা বোকা হোলেও এটা থেকে অন্তত তোমার বা আমার অনুরোধে এটা থেকে কেউ বেরো বে না, খামোখা বেরোবেই বা ক্যানো। এটার একটা ইনোসেন্স ও আছে, আবার অকারণে অ্যাটেনশন সিকিঙ্গ ও আছে বা হঠাত ইরেলিভ্যান্ট হবার ভয় ও আছে।",

    এই ব্যাপারটা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মানুষের লেখালিখির প্যাটার্ন দেখলে দেখবেন , বহু লোক সাংঘাতিক রকমের আত্মসচেতন হয়ে পড়েন। পুরো ব্যাপারটাই শূন্য, কিন্তু সেটা চট করে ওভাবে লোকে দেখতে পায় না। Attention seeking এবং FOMO র ক্ষেত্রে এই ব্যাপারগুলো চলতে থাকে । "ঠিক কে ইররেলেভান্ট ?" এই প্রশ্নের কোনো সঙ্গত উত্তর নেই, কারণ, অস্তিত্ব একটা মস্ত শূন্য, কিন্তু আমরা অনেকেই ওভাবে জীবন কে দেখতে শিখি না । তখন স্পটলাইট তা নিজের ওপর পড়ে ।

    (৩) ১ আর ২ ব্যাপারটা যাঁরা ঘেঁটে ফেলেন বা অস্বীকার করেন, বুঝতে পারেন না, তাঁরা ফেঁসে যান, তারপর দুঃখ পেতে থাকেন । কারণ এক ধরণের ক্রেভিং তৈরী হয়, একটা তৃষ্ণা যেটাকে মেটানো প্রায় অসম্ভব । হয় বলেই,
    "ইরেলিভ্যান্ট হবার ভয় মানুষ সেখানে পায়, সে স্পেস টা মানুষ ভালো বাসে। হুইচ ইস অ্যামেজিঙ্গ এনিওয়ে। দিস ইজ কমন।"
    ভালোবাসা না attachment নাকি infatuation এর তফাৎ তা খুব সূক্ষ্ম ।

    সেই জায়গাটা থেকে দেখবেন একটা irritation তৈরী হয় যে আমি যেভাবে দেখতে চাই, আমি যা চাই, আমি সেটা পাচ্ছি না, আবার যেটা পাচ্ছি সেটা চাইছি না । এইটা যতটা material world এ, ততটাই ভার্চুয়াল জগতে দেখতে পাবেন । খারাপ ব্যবহারএর উৎসে দেখবেন প্রায় এই ব্যাপারগুলো থাকে ।
  • T | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ১৩:৩৭433232
  • পায়রা নিয়ে হুতোদার সঙ্গে একমত। কারা যে এইগুলিকে শান্তির দূত বানিয়েচে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত