ট্রাম্প যা মেস করে যাচ্ছে, সে পরিস্কার করা অনেক শতাব্দীর মনীষীর কাজ। দেশে ও বিদেশে।
ট্রাম্প আসছেই। কোন বাপের ব্যাটা কিচ্ছু করতে পারবে না। এক যদি বার্নির নমিনেশনে দলে দলে ইয়াং ভোটাররা ভোট দতে আসে। কোস্টাল স্টেটগুলোর সিসিড করা ছাড়া আর কোন উপায় দেখছি না। গম আর ভুট্টাটা আমদানি করে নিলেই ক্যালিফোর্নিয়ার চলে যাবে।
গড়িয়া মোড় দিয়ে কিষাণ মার্চ এগিয়ে যাচ্ছে। একটা ছোট পার্থক্য লক্ষ্য করলাম। সবাই খিস্তি করছে না। কেউ কেউ শুনছেও কী বক্তব্য
হে হে
চাকরি যাওয়া, কল কারখানা বন্ধ, বেকারত্ব সবই হয়েছে।
তবে তার জন্য দলের নীতিকে দোষারোপ করার আগে পটভূমিকাটা দেখা প্রয়োজন। দেশভাগ, মাসুল সমীকরন - একশো আটটা কারন আছে। ওগুলো বাদ দিয়ে শুধু বামপন্থার ওপর দায় চাপালে তার কোন মানে থাকেনা তো।
আর এমনও নয় যে আগে পরে অন্যান্য দল এর থেকে খুব ভালো কিছু করতে পেরেছে।
@দ্যুতিদি ১৫:২২, এখানে বেশিরভাগেরই এই পাতার বাইরে ব্যক্তিগত পরিচয় বা যোগাযোগ নেই।
চেনাশোনা হয়ে যাবে এখানেই।
লেখা খুব ভালো লাগলো!
আহা হাসি পাবার জন্য তথ্যের প্রয়োজন হয় নাকি? কবি বলেছেন "হাসছি দেখে চাঁদের কলা, জোলার মাকু, জেলের দাঁড় / নৌকা মানুষ পিঁপড়ে ফানুস রেলের গাড়ি তেলের ভাঁড়"
হাসতেও দেবেননা নাকি আপনারা সেকুমাকুর দল?