বিজেপিকে বরণ করে নিতে মোটামুটি আপনারা বেশ প্রস্তুতি নিয়ে ফেলেছেন। হমম।
অর্থনীতি নিয়ে ক্রমাগত কনভার্সেশন চালাতে ডেডিকেটেড ফোর্স চাই যারা নিজেরা অন্তত বেসিকটুকু বোঝে। এই মুহুর্তে সেই ফোর্স আমাদের নেই, ওদের আছে। আমরা শাইনিং মধ্যবিত্তদের আমাদের সম্ভাব্য ফোর্স ভেবে নিয়ে তেলাতে গেছিলাম। তারা সুন্দর করে ল্যাং মেরে দিয়েছে।
এখন রাজনীতি= গণশত্রু !
কানহাইয়া, উমর, অনির্বাণের মধ্যে অনির্বাণ একদম চুপচাপ থাকে। কয়েকটা অনলাইনে ইন্টার্ভিউ পাওয়া যায় মোটে ।
বড়েস, আসল কথা হল এসব চাপা দেবার জন্যই তো এতকিছু। কিছুতেই, কোনমতেই এরা ডিসকোর্সটাকে অর্থনীতির দিকে আসতে দেবে না - তার জন্য যা করতে হয় করবে - পুলওয়ামা থেকে অশোকনগর। যতবার কেউ আর্থনীতি নিয়ে কথা বলতে যাবে ততবার কিছু না কিছু ঘটিয়ে, কিছু ঘটাতে না পারলে আরবিট ভাট বকে নজর অন্যদিকে ঘোরাবেই
কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে সেডিশন মামলার অনুমোদন দিল কেজরিয়ালের আপ সরকার।
ও, মাফ করবেন। আমি প্রচণ্ড সন্ত্রস্ত ও হতাশ। এই মুহূর্তে কিছু লেখার ইচ্ছেই করছে না। ফালতু আশাবাদের কথা আমি লিখতে অপারগ। কাগজ খুললেই আমার চোখে চাপ চাপ রক্ত ভাসছে।
https://thewire.in/government/delhi-govt-kanhaiya-kumar-sedition