@অপু,
"আমাদের স্তিমিত চোখের সামনে আজ তোমার আবির্ভাব হল
স্বপ্নের মত চোখ, সুন্দর শুভ্র বুক,
রক্তিম ঠোঁট যেন শরীরের প্রথম প্রেম
আর সমস্ত দেহে কামনার নির্ভীক আভাস
আমাদের কলুষিত দেহে, আমাদের দুর্বল ভীরু অন্তরে
সে উজ্বল বাসনা যেন তীক্ষ্ণ প্রহার"। --সমর সেন
অমন 'শরীরী' কবিকে তোমার মহা-আঁতেল মনে হল?
আমার ব্যক্তিগত উপলব্ধিতে 'বনলতা সেন' যেন মৃত্যুচেতনার কবিতা। বনলতার রূপবর্ণনায় এবং যেভাবে কবিকে বনলতা আবাহন করেন যেন দু'জনের দেখা হল ক্লান্ত জীবনের সমুদ্র পেরিয়ে অন্তিম নীড়ের অন্ধকারের জগতে। দান্তে বিয়াত্রিচের কথা সহজেই মনে আসে। কবিতার বহুপাঠ হতে পারে , তবু 'ও'র মন্তব্য আমার মত অনাতেল হরিদাস পালের ভালো লেগেছে।
বনলতা চেনা নিক থেকে লিখতে কি খুবই অসুবিধা?
ও, সুধীন দত্তর কথা বাদ দিন। আজীবন জীবনানন্দকে তৃতীয় শ্রেণির গ্রাম্য কবি ঠাউরিয়েছেন।
ট্রান্স না, সুধীন্দ্রনাথ বলেছিলেন লোকটা এত কাটাকুটি করেও এত খারাপ লেখে কিভাবে! :-)
অর্জুন, ট্রান্স! মানে অলোকরঞ্জন বলেছেন বলে সেটা মেনে নিতে হবে? ইয়েটস বহু আগে কবিতা লেখাকে 'স্টিচিং অ্যান্ড আনস্টিচিং' বলেছিলেন তাঁর এক কবিতায়। তো তারপরেও জীবনানন্দ ঘোরের মধ্যে থেকে কবিতা লিখে যাচ্ছেন, লিখেই যাচ্ছেন! হবে হয়তো!!
@আকা,
আপনার উল্লিখিত "কামিনী কলঙ্ক" কোথায় পাব? কিনতে বা পিডিএফ এ? কার্ডে পেমেন্ট।
'trance' শব্দটির ওপর জোর দিয়ে অনেককিছু বলেছিলেন অলোকরঞ্জন দাশগুপ্ত।