এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • test | 172.68.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৫430650
  • বাছাই করা
  • অপু | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫১430649
  • বা ংলাদেশ থেকে এদেশে প্রবেশ করা মানুষের ( তাদের যে নাম দিন )সঠিক তথ্য কারোর কাছে আছে কি? তাহলে
    " লাখ লাখ " র বদলে সেটা বসিয়ে দেবো । সেক্ষেত্রে মনে হয় সবাই ( ইনক্লুডিং আমি ) স্বস্তি পাবে
  • অপু | 172.69.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৬430648
  • রৌহিন, তুমি মেনে নিয়েছো আমার বলা 1- 5 সত্যি। আর আমি আমার বৃত্তের বাইরে কী করে যাবো? আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি সিদ্ধান্ত নেবো। যেমন তুমি নেবো তোমার দেখা থেকে। কাজেই তুমি তোমার জায়গায় ঠিক। আমি আমার জায়গায়।
  • অপু | 172.69.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৯430647
  • হমমম। যা বুঝলাম। SFI র CPM কোন সম্পর্ক নেই। আর আমার বিদ্যামন্দিরে পড়া সমস্যা মূল।

    কিলিয়ার :)))
  • PT | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৩430646
  • "তার আগে বিদ্যামন্দিরের পড়েছি ছাত্র রাজনীতি কী সত্যি ই জানতাম না।"
    সমস্যা সেটাই!! আমরা জানতাম কৈশোর থেকেই । কাজেই কোনো লোকাল ছাত্রনেতার ছাগলামোর সঙ্গে দল বা সরকারের "নীতি" গুলিয়ে ফেলতে হয়নি !!
  • সে | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৮430645
  • যে সব দেশে যুদ্ধ বা সিভিলওয়ার বা জেনোসাইড হচ্ছে না সেসব দেশ থেকে যে পদ্ধতিতেই আসুক না কেন তাদের উদ্বাস্তু ট্যাগ দেয় না ইয়োরোপে। অ্যামেরিকার কথা জানি না। ইয়োরোপে দেয় না। জমিজমা বিক্রি করে দালালকে টাকা দিয়ে ভিসা পাসপোর্ট নিয়ে বা না নিয়ে ঢুকে পড়লেও যদি যুদ্ধ বিদ্ধস্ত বা উপরিউক্ত কারণ ছাড়া ঢোকে তাহলে উদ্বাস্তু নয়। ইদানীং বাংলাদেশ থেকে রাজনৈতিক কারণ দেখিয়ে উদ্বাস্তু আসছে, আগেও আসত, এদের অ্যাসাইলাম নাকচ করে দেওয়া হয়। তা সত্ত্বেও তারা থেকে যায় অন্য পদ্ধতিতে।
    সবটাই ইয়োরোপের কথা বললাম। এমনকি ডিঙিতে করে যারা আসছে, তাদেরও সকলে পায় না রিফিউজি স্টেটাস।
  • S | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৫430644
  • ভারতের জনসংখ্যা বৃদ্ধি আগে যা ভাবা হয়েছিল, তার অনেক আগেই থমকে যাবে বলে দেখা যাচ্ছে। অ্যাভারেজ বার্থ রেট এখন ২,২। সেটা ২,১ হলেই জনসংখ্যা আর বাড়েনা। আগে ধরা হয়েছিল যে সেই রেটে আসতে অনেক বেশি সময় লাগবে। কিন্তু এখন তো মনে হচ্ছে আর এক সেনসাশেই সেই রেটে চলে আসবে। তাছাড়া এখনও ভারত থেকে অনেক বেশি লোক অন্য দেশে যায়। এইবছর প্রথম বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যত লোক এসেছে, তার থেকেও অনেক বেশি বাংলাদেশে চলে গেছে। কারণ বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো করছে। খুব শীঘ্রই বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ভারতকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অতেব।
  • | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:১৬430643
  • সত্যি কি বহু বাঙালি অনুপ্রবেশকারী?? Census কি বলে?? যদি পশ্চিমবঙ্গে গত ৩-৪দশক ধরে কোটি কোটি লোকজন ঢুকে কার্ড পেয়ে বসবাস শুরু করে থাকেন তাহলে এই রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার (population growth rate) সারা দেশের তুলনায় বেশি হত, তাই তো?

    চলুন দেখা যাকঃ-
    পশ্চিম বঙ্গ জনসংখ্যা:
    1981: 54580647.
    1991: 68077965
    2001: 80176197
    2011: 91276115
    বৃদ্ধির হার:
    (1981-91) : 24.7%; (1991-2001) :17.8%; (2001-2011) :13.8%.
    হার দিব্বি কমছে গত তিন দশক ধরে...

    আচ্ছা , বাঙালি হিন্দুরা? তাদের জনসংখ্যা কেমন?
    1981: 42005266
    1991: 50866624
    2001:58104835
    2011: 64385546

    বাঙালি হিন্দুর বৃদ্ধির হার কেমন?
    (1981-91) 21.1%;
    (1991-2001) 14.2% ; (2001-2011) 10.8 %.
    আবার দেখুন। কমছে গত তিন দশক ধরে....

    মুসলমানগুলোর দেখি। জনসংখ্যা
    1981: 11740297
    1991: 16075836
    2001: 20240543
    2011: 24654825
    বাঙালি মুসলমানের বৃদ্ধির হার?
    (1981-91) 36.9%;
    (1991-2001) 25.9% ; (2001-2011) 21.8 %.
    এও কমছে! 36 থেকে 21শে নেমেছে।

    এবার এর পাশে সারা দেশের হিসেব ফেলুন। জাতীয় স্তরে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার।
    1981 (24.1%), 1991 (22.7%), 2001 (19.9%), 2011 (16.8%)
    মুসলমানের জনসংখ্যা বৃদ্ধির হার।
    1981 (30.9%), 1991 (32.9%), 2001 (29.5%), 2011 (22.6%)

    কি দাঁড়াল ব্যাপারটা? ওরা যতই বলুক,

    ১. গত ৩০-৪০ বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার নিশ্চিতভাবে কমছে। কোন সন্দেহ নেই।

    ২. গত ৩০-৪০ বছরে পশ্চিমবঙ্গ'র জনসংখ্যা বৃদ্ধির হার সর্বভারতীয় গড়ের থেকেও বেশি কমেছে।

    ৩. বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান দুজনেই জাতীয় গড়ের থেকে কম। উত্তর ভারতের অনেক লোকের থেকে বাঙালি ঘরে কম ছেলেমেয়ে হয়।

    ৪. কোটি কোটি লোক বর্ডার পার করে এলে ফলাফল যে অন্য রকম হত বুঝতেই পারছেন।

    ৫. পশ্চিমবঙ্গের গড় মহিলার total fertility rate (TFR) গোটা দেশের মধ্যে সবচেয়ে কম।
    পাশাপাশি পঃবঃ, কেরলা আর উত্তর প্রদেশ দেখুন।
    হিন্দু TFR: wb (1.64), up (2.67), kerala (1.42), India (2.13)
    মুসলমান: wb (2.08), up (3.10), kerala ( 1.86), India (2.61)।
    দেখুন, বাঙালি মুসলমান মহিলার চেয়ে বেশি বাচ্ছা হয় UP হিন্দু মহিলার !!

    ৬. তাহলে ব্যাপারটা ধর্মভিত্তিক নয়। রাজ্য ভিত্তিক।

    ৭. তার মানে কি এই যে কেউ আসেনি? নিশ্চয়ই এসেছেন। পেটের দায়ে এসেছেন । আত্মীয়স্বজন ডেকেছেন চলে এসেছেন। আর বাঙালি তো দুবার দেশভাগ-ভোগা জাত, এই কষ্ট আর কে বুঝবে?? কিন্তু, যাবতীয় সমীক্ষা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে এমন বিশাল সংখ্যায় কেউ আসেননি যে পশ্চিমবঙ্গের জনমানচিত্র আমূল পাল্টে যাবে। ওটা ভোটের জন্যে ঢপ!

    Source: INDIAN CENSUS Report 2011
    লিখছেন প্রফেসর Silanjan Bhattacharyya... প্রফেসর ভট্টাচার্য ইকলজি এবং পপুলেশন জেনেটিক্সের বিশেষজ্ঞ...
  • g | 14.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:১১430642
  • সেকুলার , সাম্প্রদায়িক দু টিমেই, বাঙ্গাল ঘটি নতুন করে হয়ে গেলো মাইরি। এই মোটামুটি বিজেপির দান। :-) ব্যাক টু ৭১ :-)
  • | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:১০430641
  • যারা ভাল থাকার জন্য জাহাজের খোলে লুকিয়ে বা ট্রাকের ভেতরে দমবন্ধ হয়ে পাড়ি দেয় তাদের উদবাস্তুই বলা হবে না? তারা ঠিক লিগ্যালি ভিসা নিয়ে যায় নি কিন্তু গেছে ভাল কাজের আশায় রোজগারের আশায়।
  • একলহমা | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৫430640
  • উদ্বাস্তু আর অভিবাসী আলাদা শব্দ - অবশ্যই। কিন্তু উভয়েই সিস্টেমটার বাইরে থেকে ঢুকে এসে সিস্টেমের দয়া-করুণা-অনুগ্রহ-মানবিকতা-প্রয়োজন এই পথটা ধরে, দীর্ঘ জীবন সংগ্রাম চালিয়ে সিস্টেমে জায়গা করে নেয়। আর সিস্টেমের মধ্যে যারা আগে থেকেই আছে তারা উভয়কেই ঐ শ্রয়েডিঙ্গারের বেড়াল-এর মত করেই দেখে।
  • g | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৩430639
  • কুইন্ট কে দেবা ইনটারভিউ।
  • | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৮430634
  • যোগেন্দ্র মেনে নিয়েছে না উনি থাকলে হয়তো কেজরিওয়াল জিততে পারত না, কারণ কাশ্মীর নিয়ে চুপ করে থাকা সম্ভব হত না।
  • | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৮430635
  • যোগেন্দ্র মেনে নিয়েছে না উনি থাকলে হয়তো কেজরিওয়াল জিততে পারত না, কারণ কাশ্মীর নিয়ে চুপ করে থাকা সম্ভব হত না।
  • | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৮430636
  • যোগেন্দ্র মেনে নিয়েছে না উনি থাকলে হয়তো কেজরিওয়াল জিততে পারত না, কারণ কাশ্মীর নিয়ে চুপ করে থাকা সম্ভব হত না।
  • | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৮430637
  • ,
  • | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৮430638
  • যোগেন্দ্র মেনে নিয়েছে না উনি থাকলে হয়তো কেজরিওয়াল জিততে পারত না, কারণ কাশ্মীর নিয়ে চুপ করে থাকা সম্ভব হত না।
  • pi | 172.69.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪০430633
  • উদ্বাস্তু আর অভিবাসী আলাদা শব্দ না? প্রাণের দায় যেখানে নেই, শুধুই ভাল থাকার হাতছানি ( লোভ শব্দটা) বাদই দিলাম, তাঁদের ও উদ্বাস্তু বলা হবে নাকি? সেই কথা অনুযায়ী তাহলে তো এই এখানে যাঁরা ইউরোপ আম্রিগায় গেছেন আছেন, তাঁ্রা 'ভাল থাকার লোভে উদ্বাস্তু'?

    দমদির পোস্টে ক।

    তবে হ্যাঁ উদ্বাস্তুর ও শ্রেণিবিভাগ অবশ্যই হয়। প্রাণের ভয়ে আসা বর্ণহিন্দু আর নম:শূদ্রদের অবস্থা এক হয়নি। দুই শ্রেণিকেই প্রচুর ঝড়ঝাপ্টা সামলাতে হলেও একজনের জন্য যদিও বা কলোনির খড়কুটো জুটেছিল, অন্যদের দণ্ডকারণ্য বা মরিচঝাঁপি। সেদিন মনোরঞ্জন ব্যাপারী স্টলে এসেছিলেন। কল্লোলদার কলোনি নিয়ে এসব কথাই হচ্ছিল, আগেও হয়েছিল। ইনফ্যাক্ট ইতিবৃত্তে চণ্ডাল জীবন পড়তে গিয়ে এই জায়গাটা এত স্ট্রাইক করে!
  • রৌহিন | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৫430632
  • এই "লাখ লাখ উদবাস্তু" (হাজার হাজার ডঃ হাজরা মনে পড়ে গেল) সেন্সাস রিপোর্ট থেকে হাওয়া হয়ে যায় কিভাবে সেটাই আশ্চর্য

  • সে | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৬430631
  • উদ্বাস্তু যদি শ্রয়েডিঙ্গারের বেড়াল হয়, তাহলে ইয়োরোপে "বিদেশি"রাও তাই; একটু বড়ো সেট। সেই বিদেশিরা অল্প পয়সায় কাজ করে স্থানীয়দের চাকরি খেয়ে নিচ্ছে, বিদেশিরা "সোশ্যাল হেল্প" নিয়ে ট্যাক্সপেয়ারদের পয়সায় খায় দায় সন্তান পয়দা করে। দুটো ই সত্যি। তার কারণ এই "বিদেশি" নামক সেটের মধ্যে প্রচুর সাবসেট আছে। আবার শিক্ষিত বিদেশি, স্থানীয়দের বিয়ে করে নেওয়া বিদেশি, এসমস্ত সেটও থাকে।
    হিসেব অত সরলরৈখিক নয়, কিন্তু প্রত্যেকটাই সত্যি, ট্রাম্প-্মোদি-মমতা-পুতিন-্কেজরি-বোজো-ইত্যাদি যে ই বলুক না কেন, বিদেশি বা উদ্বাস্তুদের একটা সেট হিসেবে দেখলে ভুল হবে। তেমনি "বিদেশ" কোনও "একটা" দেশ নয়, সেটাও বোঝে না অনেকে।
    উদ্বাস্তুও বিবিধ। কেউ সিরিয়ার থেকে আসছে, কেউ আফগানিস্তান থেকে তো কেউ বাংলাদেশ কি ইন্ডিয়া কি পাকিস্তান থেকে। কেউ প্রাণের দায়ে, কেউ আরেকটু ভালো থাকবার লোভে।
  • pi | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৪430630
  • ১২ থেকে কমে ৯ দিন হয়েছে। কিন্তু তাতেই বা কী! ১ দিনও হচ্ছে কেন!

    যাহোক, মামুকে হ্যাপ্পি বার্নিডে!
  • একলহমা | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৩430629
  • "উদ্বাস্তু বা রিফিউজি হল গিয়ে শ্রডিংগারের উদ্বাস্তু। সে একইসাথে অলস, ট্যাক্সের টাকায় খায় এবং অত্যন্ত সস্তায় প্রচুর কাজ করে আমাকে চাকরি থেকে আউট করে দেয়।
    বল্লে হবে হুঁ হুঁ বাবা!" - এক্কেবারে ঠিক কথা। আর আমার এখানে এইটাই ইমিগ্রান্ট-দের নিয়ে বাস্তব। খুব চমৎকার ভাবে বলেছেন।
  • b | 172.69.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৮430628
  • "ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করার জন্যে ওপার বাংলার লাখ লাখ লোক কে রেশন কার্ড পাইয়ে দেবার ব্যাপার টা বলা যাবে? মমতার দল এই কাজ টাকে আরো বেশী বেশী করেছে।"

    একদম, একশোবার বলা যাবে । এটাই তো দিলীপজী , রাহুলজী, লকেটজি , দুধকুমারজি কবে থেকেই বলে আসছেন ।
  • রঞ্জন | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫২430627
  • কেজরির স্ট্যান্ড নিয়ে কিছু ফ্যাক্টঃ

    • আম আদমি পার্টির এমপিরা ৩৭০ এর সমর্থনে ভোট দিয়েছে,আবার এনারসি/ক্যা'র বিরুদ্ধে দিয়েছে ।
    • আম আদমি পার্টির হোম ডিপার্টমেন্ট সিডিশন চালাবার অনুমতি দেয়নি বলেই কানহাইয়ারা  আজও দিল্লিতে জেলের বাইরে । নইলে সুধা ভরদ্বাজ বা সুরেন্দ্র গ্যাডলিং, ভারভারা রাওদের মত সিডিশন কেসে জেলে থাকত। 
    • কেজরি বলেছে  (আমি খুব মন দিয়ে দশবার শুনেছি) ভারতমাতা কী জয় , ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম।
    • উপ মুখ্যমন্ত্রী শিশোদিয়া স্টেটমেন্ট দিয়েছিল শাহীনবাগের সমর্থনে, যেটা নিয়ে বিজেপি ক্যাম্পেন করেছে।
    •  ওরা কেউ জমায়েতে যায়নি, বলেছে আমাদের স্ট্যান্ড পার্লামেন্টে ক্লিয়ার। আরও বলেছে-- শাহীনবাগের আন্দোলন কেন্দ্রীয় আইন পাল্টানোর জন্যে । আমরা গিয়ে কি করব? অমিত শাহ যান না ! গিয়ে কথা বলুন। এই দাবি নিয়ে কিছু করা আম্মাদের হাতে নেইতো!
    •  শাহীনবাগ আন্দোলন আপের পয়সায় এবং বিরিয়ানি খাওয়ানোয় চলছে এবং রাস্তা অবরোধ নিয়ে কেজরি কিছু করছেনা ক্যাম্পেনে কেজরি বলেছেন-- আমাদের হাতে কি পুলিশ? থাকলে দু'ঘন্টায় রাস্তা সাফ হত । এটা বিজেপি ইচ্ছে করে টিকিয়ে রেখে হাওয়া দিচ্ছে ইলেকশনে কাজে লাগাতে।
    • কেজরিওয়াল এবং শিশোদিয়া স্পষ্ট করে বলছেন-- আমরা দেশপ্রেম মানে বুঝি দেশের লোকের স্বাস্থ্য-শিক্ষা-বাসস্থান এবং উন্নত জীবনস্তরের জন্যে কাজ করা --এটাই প্রকৃত দেশপ্রেম বলে জানি , হেট স্পীচ নয় । তাই আমরা 'দেশপ্রেম' নিইয়ে কোর্স চালু করব।
    • আতিশী মার্লেনা যিনি শিক্ষাস্তরে উন্নতির জন্যে দায়িত্বপ্রাপ্ত আসলে পাঞ্জাবী মেয়ে । মা-বাবা মার্ক্সিস্ট দর্শনে আস্থাশীল, তাই মার্লেনা নাম নিয়েছেন (মার্ক্স + লেনিন) থেকে উদ্বুদ্ধ হয়ে ।
    • আজ আপ দলের একজন বিধায়কের জীপে গুলি চলেছে তাতে একজন কর্মী মারা গেছেন, আর একজন হাসপাতালে। বাকি কথা পরে ।
  • রঞ্জন | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৮430626
  • তিনদিন পরে আজ ল্যাপি খুলে দেখি কী কান্ড !

    সৈকত ও সব্যসাচী (এস এম?) পুলিশের লাঠি খেয়েছেন! আমি ছত্তিশগড়ে বসেই সহমর্মিতা ( অরিন যেমন বলেছেন ) অনুভব করছি। আবার গর্বিত হচ্ছি, গুরু'র প্ল্যাটফর্মের প্রতিবাদের সংস্কৃতির জন্যেও ।

    একটা কথা বলি। বিজেপি সরকার হটানো আল্টিমেট নয় । এ নিয়ে কোন মোহ বা ভ্রম নেই । কিন্তু এটাই ইম্মিডিয়েট প্রোগ্রাম। আপনারা যারা কোলকাতায় আছেন তাঁরা তফাত বুঝতে পারবেন না । যাঁরা এমার্জেন্সির পর জনতা -খিচুড়ি সরকার দেখেছেন তাঁরা বুঝবেন। (মমতার পুলিশের বইমেলায় লাঠিচার্জ সত্ত্বেও)। ছত্তিশগড়ে এবং গুরুগ্রামে থাকার ফলে হাড়ে হাড়ে টের পাচ্ছি। ব্যাপারটা খালি সরকারের নয় , হেট-স্পীচ এবং অন্ধ বিকৃত প্রচারের সপক্ষে যদি সরকারের পুলিশ এবং গুন্ডাবাহিনী থাকে তাহলে যেমন দমবন্ধ অবস্থা হয় । আমার পরের প্রজন্ম সত্তর -আশির দশকের কিছু সাহিত্য পড়ে দেখতে পারেন। যেমন শারদীয় দেশে সমরেশ বসুর একটি উপন্যাস ( নামটা ভুলে গেছি, যাতে এই লাইনগুলো ছিল " বাঁজা খেলে খোজা হবে, খোজা হলে খাসি হবি, খাসি হলে কেটে খাব") এবং নাজি'৭৪ বা কোলকাতার হ্যামলেট নাটক।

    এখন ছত্তিশগড়ে কংগ্রেসি সরকার। তাতে আমরা যেমন 'লোকতান্ত্রিক অধিকার মঞ্চ , ভিলাই' সমবেত হয়ে এন অ্যার সি, ক্যা নিয়ে আলোচনা এবং নিন্দা প্রস্তাব ( কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের  এন এস এ লাগিয়ে আটকে রাখার বিরুদ্ধে) পাস করে প্রেস স্টেটমেন্ট দিতে পারছি । স্থানীয় মিনি শাহীনবাগ জমায়েতে উঁকি দিতে পারছি । জনসমর্থন বিশেষ নেই । কিছু লোকে কটুক্তি করে চলে যাচ্ছে। দু'বছর আগে হলে অসম্ভব ছিল , হয় ঠ্যাঙানি বা গারদ, বা দুটোই। এবারে আমার ফোরকাস্ট দেখুন। এরও আগে এস এমের পোস্টের উত্তরে লিখেছিলাম-- আপ হবে ৬১ , এনি টেকার?

    • রঞ্জন | 141.101.107.203 | ০৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৯
    • কেজরির পার্টি এবার ৬০+ হবে। মঙ্গলবারে মিলিয়ে নেবেন। 

       আগামীতে বিহার ও বাঙলা। বিজেপি এবার দাঁতে দাঁত চেপে লড়বে, অভীষ্ট বঙ্গবিজয়।

      একই মডেল সব জায়গায় চলতে পারে না । কিন্তু কিছু ব্যাপার কেজরির থিঙ্ক ট্যাংকের থেকে (যেমন আতিশী মারলেনা, শিশোদিয়া ও সত্যেন্দ্র) শেখার আছে । হিন্দিবলয়ে থাকা এবং কিছু গণতান্ত্রিক মোর্চার সঙ্গে যুক্ত থাকার সুবাদে বলছি ।

  • রৌহিন | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৩430625
  • ব্রতীনবাবু `যা যা বললেন, সেগুলোর কোনোটিই পার্টির 'নীতিগত সিদ্ধান্ত' কি? এই অভিযোগগুলো খুব কমন, অসত্যও নয় - কিন্তু আপনার ১ ২ ৩ ৪ ৫ যখনই এই লাইনে যাচ্ছেন, আপনি মূলতঃ ব্যাড / পুওর গভর্ন্যান্সের সমালোচনা করছেন - পার্টির "ভ্রান্ত নীতি"র নয়। নীতিগত সিদ্ধান্ত যদি বলেন, খেয়াল করে দেখবেন, ৩৪ বছরে কিন্তু হিন্দু-মুসলমান ন্যারেটিভ, রামনবমীর মিছিল হ্যান ত্যান এসব নিয়ে কেউ ত্যানা প্যাঁচানোর কথা ভাবেনি - ডিসকোর্সের অভিমুখটা আলাদা ছিল। যেটা গত ন'দশ বছরে পালটে গেছে একটু একটু করে। এখন কে কোন পক্ষে সেটা বড় কথা নয়, আলটিমেটলি ডিসকোর্সটা হিন্দু-মুসলমান, ঘটি-বাঙালের অঙ্কে পৌঁছে যাচ্ছে - এটা ভাবার।

    আর আপনার ১ ২ ৩ ৪ ৫ নিয়ে - আবার বলি, এগুলো কোনটিই অসত্য নয় - কিন্তু আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। আপনি আপনার অভিজ্ঞতা লিখেছেন, আপনার সমমনস্ক বা আশেপাশের কিছু মানুষ যাদের আপনি চেনেন তাদের প্রতিক্রিয়াও হয়তো লিখেছেন - তবুও ঘটনা হল একটা বড় অংশের মানুষ আপনার বৃত্তের বাইরে রয়ে গেছে। এবং সেটা একাধিক সম্পূর্ণ আলাদা সেট। There is your truth and there is my truth, as long as eternal truth is concerned, it does not exist

  • | 172.69.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৮430624
  • উদ্বাস্তু বা রিফিউজি হল গিয়ে শ্রডিংগারের উদ্বাস্তু। সে একইসাথে অলস, ট্যাক্সের টাকায় খায় এবং অত্যন্ত সস্তায় প্রচুর কাজ করে আমাকে চাকরি থেকে আউট করে দেয়।
    বল্লে হবে হুঁ হুঁ বাবা!
  • r2h | 172.69.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৮430623
  • ব্রতীনদা, এর কোনটাই কিন্তু ঠিক 'নীতি' নয়, মানে ধরো সরকারী পলিসি টলিসি, ওরকম নয়। ঐসব আপদ ছিল, পাড়ায় পাড়ায় মস্তান, হেঁশেলে ও শোয়ার ঘরে নাক গলানো, রেখে ঢেকে তোলাবাজি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসবকে তো নীতি বলে না। নীতি বলতে আমি বুঝি, ধরো বিধানসভায় তর্ক বিতর্ক করে কিছু একটা বিল পাশ হলো, কি কোন সার্কুলার বেরুলো ওসব।

    আর ট্রেড ইউনিয়নের জন্যে শিল্প গেছে ওটা অত্যন্ত ভুল কথা, নতুন করে লিখে লাভ নেই, গুরুতেও অনেকে অনেক বার লিখেছে।

    ওপার বাংলার লাখ লাখ লোক রেশন কার্ড? লে হালুয়া। সিএএ করতে চাও নাকি?! কোন স্ট্যাট আছে?
  • অর্জুন | 172.69.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪১430622
  • আমি শুনলাম ১২ দিনের জেল হেফাজত এবং তিনটে চার্জ আনবেলেবেল।
  • আপডেট | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০৮430621
  • ১৪ দিনের জেল কাস্টডি। ৯ টা ধারা। ৭ টা জামিন অযোগ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত