এই "লাখ লাখ উদবাস্তু" (হাজার হাজার ডঃ হাজরা মনে পড়ে গেল) সেন্সাস রিপোর্ট থেকে হাওয়া হয়ে যায় কিভাবে সেটাই আশ্চর্য
কেজরির স্ট্যান্ড নিয়ে কিছু ফ্যাক্টঃ
তিনদিন পরে আজ ল্যাপি খুলে দেখি কী কান্ড !
সৈকত ও সব্যসাচী (এস এম?) পুলিশের লাঠি খেয়েছেন! আমি ছত্তিশগড়ে বসেই সহমর্মিতা ( অরিন যেমন বলেছেন ) অনুভব করছি। আবার গর্বিত হচ্ছি, গুরু'র প্ল্যাটফর্মের প্রতিবাদের সংস্কৃতির জন্যেও ।
একটা কথা বলি। বিজেপি সরকার হটানো আল্টিমেট নয় । এ নিয়ে কোন মোহ বা ভ্রম নেই । কিন্তু এটাই ইম্মিডিয়েট প্রোগ্রাম। আপনারা যারা কোলকাতায় আছেন তাঁরা তফাত বুঝতে পারবেন না । যাঁরা এমার্জেন্সির পর জনতা -খিচুড়ি সরকার দেখেছেন তাঁরা বুঝবেন। (মমতার পুলিশের বইমেলায় লাঠিচার্জ সত্ত্বেও)। ছত্তিশগড়ে এবং গুরুগ্রামে থাকার ফলে হাড়ে হাড়ে টের পাচ্ছি। ব্যাপারটা খালি সরকারের নয় , হেট-স্পীচ এবং অন্ধ বিকৃত প্রচারের সপক্ষে যদি সরকারের পুলিশ এবং গুন্ডাবাহিনী থাকে তাহলে যেমন দমবন্ধ অবস্থা হয় । আমার পরের প্রজন্ম সত্তর -আশির দশকের কিছু সাহিত্য পড়ে দেখতে পারেন। যেমন শারদীয় দেশে সমরেশ বসুর একটি উপন্যাস ( নামটা ভুলে গেছি, যাতে এই লাইনগুলো ছিল " বাঁজা খেলে খোজা হবে, খোজা হলে খাসি হবি, খাসি হলে কেটে খাব") এবং নাজি'৭৪ বা কোলকাতার হ্যামলেট নাটক।
এখন ছত্তিশগড়ে কংগ্রেসি সরকার। তাতে আমরা যেমন 'লোকতান্ত্রিক অধিকার মঞ্চ , ভিলাই' সমবেত হয়ে এন অ্যার সি, ক্যা নিয়ে আলোচনা এবং নিন্দা প্রস্তাব ( কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের এন এস এ লাগিয়ে আটকে রাখার বিরুদ্ধে) পাস করে প্রেস স্টেটমেন্ট দিতে পারছি । স্থানীয় মিনি শাহীনবাগ জমায়েতে উঁকি দিতে পারছি । জনসমর্থন বিশেষ নেই । কিছু লোকে কটুক্তি করে চলে যাচ্ছে। দু'বছর আগে হলে অসম্ভব ছিল , হয় ঠ্যাঙানি বা গারদ, বা দুটোই। এবারে আমার ফোরকাস্ট দেখুন। এরও আগে এস এমের পোস্টের উত্তরে লিখেছিলাম-- আপ হবে ৬১ , এনি টেকার?
কেজরির পার্টি এবার ৬০+ হবে। মঙ্গলবারে মিলিয়ে নেবেন।
আগামীতে বিহার ও বাঙলা। বিজেপি এবার দাঁতে দাঁত চেপে লড়বে, অভীষ্ট বঙ্গবিজয়।
একই মডেল সব জায়গায় চলতে পারে না । কিন্তু কিছু ব্যাপার কেজরির থিঙ্ক ট্যাংকের থেকে (যেমন আতিশী মারলেনা, শিশোদিয়া ও সত্যেন্দ্র) শেখার আছে । হিন্দিবলয়ে থাকা এবং কিছু গণতান্ত্রিক মোর্চার সঙ্গে যুক্ত থাকার সুবাদে বলছি ।
ব্রতীনবাবু `যা যা বললেন, সেগুলোর কোনোটিই পার্টির 'নীতিগত সিদ্ধান্ত' কি? এই অভিযোগগুলো খুব কমন, অসত্যও নয় - কিন্তু আপনার ১ ২ ৩ ৪ ৫ যখনই এই লাইনে যাচ্ছেন, আপনি মূলতঃ ব্যাড / পুওর গভর্ন্যান্সের সমালোচনা করছেন - পার্টির "ভ্রান্ত নীতি"র নয়। নীতিগত সিদ্ধান্ত যদি বলেন, খেয়াল করে দেখবেন, ৩৪ বছরে কিন্তু হিন্দু-মুসলমান ন্যারেটিভ, রামনবমীর মিছিল হ্যান ত্যান এসব নিয়ে কেউ ত্যানা প্যাঁচানোর কথা ভাবেনি - ডিসকোর্সের অভিমুখটা আলাদা ছিল। যেটা গত ন'দশ বছরে পালটে গেছে একটু একটু করে। এখন কে কোন পক্ষে সেটা বড় কথা নয়, আলটিমেটলি ডিসকোর্সটা হিন্দু-মুসলমান, ঘটি-বাঙালের অঙ্কে পৌঁছে যাচ্ছে - এটা ভাবার।
আর আপনার ১ ২ ৩ ৪ ৫ নিয়ে - আবার বলি, এগুলো কোনটিই অসত্য নয় - কিন্তু আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। আপনি আপনার অভিজ্ঞতা লিখেছেন, আপনার সমমনস্ক বা আশেপাশের কিছু মানুষ যাদের আপনি চেনেন তাদের প্রতিক্রিয়াও হয়তো লিখেছেন - তবুও ঘটনা হল একটা বড় অংশের মানুষ আপনার বৃত্তের বাইরে রয়ে গেছে। এবং সেটা একাধিক সম্পূর্ণ আলাদা সেট। There is your truth and there is my truth, as long as eternal truth is concerned, it does not exist