@π - টইতে ভাটিয়ালি আমিও পাচ্ছি - কিন্তু নোটি আসছে না তো! দেখতে হবে
পিটিস্যার খবরটা পেলে খুশি হবেন। এতদিন চাকরির পরীক্ষায় OMR শিট ফাঁকা রাখাই ছিল চাকরি পাওয়ার দস্তুর। কাল পিএসসি-র ক্লার্কশিপের পরীক্ষা ছিল। সেখানে এবার রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ফাঁকা OMR শিটগুলো আলাদা একটা প্যাকেটে রাখতে! পূরণ করা শিটগুলো বোধহয় আগুনে পুড়িয়ে ফেলা হবে! অকাজের জিনিস রেখেই বা কী লাভ!!
ওহো, পাঁচ কিলোমিটার রেডিয়াসের মধ্যে। আর ইয়ে, আমি সিপিএম ও নাগরিক কমিটির থেকে সর্বদা ৭ কিলোমিটার দূরত্ব বজায় রাখি!
একটা সামান্য কাজের জন্য আপনারা এমন ঢালাও প্রশংসা করেছেন যে, তাতে বড়ই বিব্রত বোধ করছি। আসলে দীর্ঘদিন শিক্ষকতার সুবাদে চারিদিকে প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী আছে। তারাই তাদের অঞ্চলে আমাদের প্রচার করার মূল উদ্যোক্তা। আর আমরা যে শহরটায় থাকি তার ৫ কিলোমিটারের মধ্যেই আছেন পূর্ববঙ্গের উদ্বাস্তু, স্থানীয় ঘোষ ও মুসলমানেরা। ফলে এই কাজটা করতে তেমন একটা পরিশ্রমও হচ্ছে না। বাইক বা সাইকেলে চেপে পৌঁছে যাচ্ছি তাঁদের কাছে, তাঁদের বলতে জনা বিশেক কি তিরিশেক মানুষের কাছে এবং সেখানে মহিলারাও থাকছেন। সেখানে প্রথমে বিষয়টা বুঝিয়ে বলা, লিফলেট দেওয়া আর সামান্য চা-বিস্কুট। খুবই ছোট মাপের উদ্যোগ এবং পুরোটাই স্বেচ্ছাশ্রম।
লিফলেট বলতেও যে বিশাল কিছু ব্যাপার তা নয়। একটা এ৪ কাগজের দু পিঠে প্রিন্ট করে অর্ধেক করলেই দুটো লিফলেট হয়ে যাচ্ছে। একটা সভায় বড়জোর ৩০-৪০টা লিফলেট আমরা বিলি করছি। অনেকেই সেটা এখানে দেওয়ার অনুরোধ করেছেন। তাই এখানে দিচ্ছি। প্রসঙ্গত যদি আপনারা মনে করেন যে লিফলেটটায় কিছু সংশোধন-সংযোজনের প্রয়োজন আছে, তাহলে সেটা নির্দ্বিধায় জানাবেন। পরবর্তীতে শুধরে নিতে পারব।
আর এইটা হচ্ছে এ বিষয়ে বিজেপি-র পুস্তিকা