এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 172.68.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১৪:২৭429360
  • চিনে ভাষায় বোধ হয় ভারতকে বলে ইন্দু।
    তবে? সিন্ধু নদী মশাই। ওর নাম পাল্টান।
  • | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১২:৫৬429359
  • ইগনোর মাডি।
  • | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১২:৫৩429358
  • ছেলেটি আবৃত্তি করছিলো, আর আমরা রীতি অনুযায়ী রিফ্রেন করছিলাম, আবার একটা রোগা পটকা ছেলের ইকবাল স্মরণ আর প্রায় ওবামা -সুলভ পজ দেবার আদাকারি দেখে হাঁ হয়েও যাচ্ছিলাম, তার ছোট বেলার বন্ধু দের চোখে সপ্রশংস দৃষ্টি ছলকে উঠছিলো আবার একটা লজ্জাও যেন ছিল। কিছুক্সণ আগেই হয়তো ক্রিকেট খেলতে গিয়ে, বা লুকিয়ে সিগারেট খেতে গিয়ে খুনসুটি ঝগড়া করেছে যারা। যেমন করে এই বয়সী রা।

    সারে জহা সে আচ্ছা
    হিন্দু স্থান হামারা,
    সারে জহা সে আচ্ছা
    হিন্দু স্থান হমারা ।
    মুশকিল বহত হ্যায় লেকিন
    জিনা য়হা হমারা।
    মুশকিল বহত হ্যায় লেকিন
    জিনা য়হা হমারা।

    পর্বত উওহ সব সে উঁচা ,
    হামসায়া আসমা কা,
    পর্বত উওহ সব সে উঁচা,
    গম সে পিগল রহা হায়,
    মালুম হায় উসে ভি
    দর্দ -এ -নিহান হামারা।
    সারে জাহান সে আচ্ছা
    হিন্দুস্তান হামারা ।
  • র২হ | 172.69.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১২:২৮429357
  • ,
    , ,
  • r2h | 172.69.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১২:১৮429356
  • মেয়ে সেদিন গজগজ করছিল, যখনই কেউ জানে তুমি ইন্ডিয়ান, দে টেক ইউ ফর হিন্দু অ্যান্ড সে নমস্তে। তো বোঝালাম, ওরে ওটা হিন্দু না হিন্দি।

    তবে হরে দরে একই আরকি।

    সেদিন এক বাংলাদেশি অরিজিনের প্রবীনার কাছে গল্প শুনছিলাম, সত্তরের দশকে কখনো লন্ডনে হেমন্ত গেছেন গান গাইতে, সব বাংলাদেশি ছাত্র ছাত্রীরা মহা উত্তেজনায় গেছে, কোন ভারতীয় গোষ্ঠী আয়োজন করেছে অনুষ্ঠানের। অনুষ্ঠান এগোয়, হেমন্ত আর কোন বাংলা গান গান না, খালি হিন্দি। একটু হৈচৈ করাতে নাকি হেমন্ত বলেন একটু মানিয়ে নিন। শেষে ওঁরা অনুষ্ঠান ছেড়ে চলে আসেন।
  • অর্জুন | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১২:১০429355
  • ১৮৬৭ সালে স্বদেশীয়ানা জাগরণের জন্যে যখন একটি জাতীয় মেলার আয়োজন করা হল, তার নাম দেওয়া হল 'হিন্দুমেলা'। মেলাটার উদ্যোক্তারা কিন্তু সকলেই দীক্ষিত ব্রাহ্ম। রাজনারায়ণ বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। যারা কিনা রিফর্মড হিন্দু। 'ব্রাহ্ম'দের তখন শিক্ষিত, অশিক্ষিত হিন্দুরা খৃষ্টান মনে করত। প্লাস কমিউনিটিটা খুব ছোট। দল ভারী করতে হবে। হিন্দুদের লাগবে। উদ্দেশ্যই যখন স্বদেশীয়ানা তখন নাম 'স্বদেশী মেলা' নাম দেওয়া যেত না?

    কাজেই আদি অনন্তকাল থেকেই অ্যানিথিং ভারতীয় = হিন্দু
  • b | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১২:০৯429354
  • ই কি রে? নানাবিধ ব্ট এসে (আইটি সেলের ভাইটি?) নানারকম ভ্যাকেশনের পোস্ট করে যাচ্ছে।
  • একক | 14.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১১:৫৬429353
  • উদয়শনকর যখন গেস্লেন বা রবিশংকর ট্রাভেল করছেন, তখন স্কলার রা রেফার করছেন হিন্ডু মিউজিক বলে, নট ইন্ডিয়ান ক্লাসিক্যাল।

    ইংরেজরা হিন্ডু ভারত ছেড়ে গেছিল, আমরা ইন্ডিয়া বানানোর প্রসেসে আছি। অনেক সময় লাগবে পারসেপশন চেঞ্জ হতে।
  • একক | 14.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১১:৫০429352
  • মানসিকতা আকাশ থেকে পড়েনি। শয়ে শয়ে বছর ধরে ইন্ডিয়ান কালচার মানে "হিনডু কালচার", বিদেশি দের কাছে। হিনডু মিউজিক - হিনডু ফিলসফি - হিনডু মেন এন্ড উইমেন, ব্যাস। পসচিমের চোখ এ ভারত।

    "ইন্ডিয়ান" অস্ত্বিত্বের বয়েস বেশি না। সময় লাগবে।
  • অর্জুন | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১১:৪৯429351
  • সাভারকরের উত্তরসুরীরা সেই জন্যে সফল। সাভারকরের কাছে ভারতীয় identity মানেই ছিল হিন্দু identity । তবে এ বোধ অনেকেরই ছিল। জিন্না অ্যাকচ্যুয়েলি এটাই বক্তব্য ছিল।
  • S | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১১:৩৩429350
  • এদের বেশিরভাগই হিন্দুত্বকেই ভারতীয় মনে করে। এইসব করে করেই তো আজ এই অবস্থা।
  • অর্জুন | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১১:২৪429349
  • @মানিক ২১ জানুয়ারি ২০২০ ০৮:২৬

    আপনার এই মন্তব্যের একসঙ্গে একদম এক মত। এন আর আই'দের এই বাগাড়ম্বর গ্রুপগুলোয় তো অলমোস্ট ১০০% হিন্দু। কজন মুসলমান বা ভারতীয় খৃষ্টান সেখানে আছে? কাজেই খুব স্বাভাবিক ভাবেই এরা সাম্প্রদায়িক।

    জি আর ই পরীক্ষার সময় কলকাতা ও দিল্লীর ইউ এস আই এসে হাতে গোনা কজন মুসলমান অ্যাপ্লিকেন্ট দেখেছি। মনে আছে, তাদের নাম জেনে টেবিলে বসে থাকা অন্যজন অম্লান বদনে হেসে বলে জাচ্ছে 'ভাই, তোমার ভিসা সমস্যা হবে। সাবধান। দেশে অপশান রেখো।' নাইন ইলেভেনের ২-৪ বছর বাদের কথা। কারো রিলিজিয়ান নিয়ে এসব বলতে লজ্জাও করল না!

    আমার আজকাল নিজেকে হিন্দু বলতে ভাবতে সমস্যা লাগে। আই মিন আই বিলং টু আ হিন্দু ফ্যামিলি।

    এক বাঙালী ভদ্রলোক ফেবুতে চমৎকার পোস্ট লিখেছিলেন বছর দুয়েক আগে কি ভাবে তিনি তার সন্তানদের মধ্যে জাতে কোনো প্রকার সাম্প্রদায়িক বোধ না জন্মায় তার জন্যে সচেষ্ট। উনি মনে করেন এটা প্রাথমিক শিক্ষার একটা অংশ। ভদ্রলোক চাকরি সূত্রে বিদেশে ছিলেন সেখানে এন আর আই'দের মধ্যে সাম্প্রদায়িক বোধ দেখে শঙ্কিত হয়েছিলেন।
  • S | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১০:৫৫429348
  • সেনেটার নয়। কঙ্গ্রেসম্যান।
  • মানিক | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১০:৫৫429347
  • বোয়িংয়ের কেসটা কি দাঁড়াবে? এয়ারবাস তো এর মধ্যেই ক্ষীর খেতে শুরু করেছে। এরপর চীনেরাও না ঢুকে পড়ে।
  • S | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১০:৪৭429346
  • ট্রাম্প ভক্ত এবং রিপাব্লিকানরা সিলিকন ভ্যালিকে দুচক্ষে দেখতে পারেনা। নইলে রিপাব্লিকান সেনেটার সুন্দর পিচাইকে অ্যাপেলের ফোন নিয়ে জেরা করে? এবং বহু আম্রিগানরাই মনে করে যে ইন্ডিয়ানরা ইনেফিশিয়েন্ট এবং ইনকম্পিটেন্ট। শুধু সস্তা বলেই কাজ পাচ্ছে। যেকোনও কনজার্ভেটিভ সাইটের কমেন্ট সেকশানটা পড়বেন।
  • মানিক | 108.162.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১০:৪২429345
  • বিরক্ত তো এর মধ্যেই শুরু করেছে। এইচ ফোরদের কাজ করতে দেবে না। ন্যাচারালাইজড সিটিজেনদের ফাইল রিওপেন করছে। ন্যাচারালাইজেশন আর গ্রীন কার্ড অনন্তকাল লাগাচ্ছে। এইচ ওয়ান অ্যাপ্রুভাল নিয়ে ঝামেলা করছে। বিগ বিজনেস কি করছে বা করতে পারছে?

    সিলিকন ভ্যালি নিয়ে ট্রাম্পের মাথা ব্যাথা নেই। ওর চিন্তা ট্রাডিশনাল ইন্ডাস্ট্রি, ব্যাংক, ইনসিওরেন্স, গাড়ী, ফোন এইসব নিয়ে। সিলিকন ভ্যালি চুলোয় গেলে ও খুশীই হবে। তাতে সারভাইল্যান্স স্টেটের অসুবিধা হবে। কিন্তু সে নিয়ে ওর চিন্তা নেই। ওসব কায়দা করে সারভাইল্যান্স না করেও ওর চলবে। পাতি ফ্যাসিস্ট কায়দায় সোজাসুজি সারভাইল্যান্স চালাবে।
  • S | 108.162.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১০:২৪429344
  • তাড়াবে না, বিরক্ত করবে। যাতে সবাই নিজে থেকেই পাত্তারি গুটিয়ে ফিরে যায়। আর বিরক্ত করার অন্তত দুই হাজার উপায় আমিই জানি। প্রচুর ইরানিয়ান- ইজিপশিয়ান-্টার্করাও ভালো পজিশানে আছে। আমরা সেসব খোঁজ রাখিনা, তাই। ইনফ্যাক্ট সৌদির দিকে তাকিয়ে মুসলমানদেরও খুবেকটা ঘাঁটাবে না ট্রাম্প। কিন্তু ইন্ডিয়ানরা সফ্ট টার্গেট। সেটা মাথামোটা হাম্বরা আইটি ভাইটির ইন্ডিয়ানরা বোঝে না। নিজেরাই নিজেদের কুলীন ভেবে বসে আছে।
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০২০ ১০:১৬429343
  • না, ব্যাপারটা তা নয়। ভারতীয়রা আইটি ইন্ডাস্ট্রির এমন আনাচে-কানাচে ঢুকে গেছে, ভারতীয়দের তাড়াতে গেলে বিগ বিজনেস প্রচুর হ্যাঙ্গামা করবে। তবে ট্রাম্পের সিলিকন ভ্যালির ওপর রাগ আছে। ট্রাম্পের ঠিক নয় স্টিভ বেননদের। সিলিকন ভ্যালি আর ট্রাম্পের বেস সম্পূর্ণ অর্থোগোনাল। কাজেই কাঠি করতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভারতীয়দের কাঠি করতেই পারে।

  • মানিক | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১০:১২429342
  • :-)

    হ্যাঁ, সেটা ঠিক। ভাবটা খানিক, আমরাও আর্য্য, সাহেবরাও তাই। ভাইকে তাড়াবে কেন?

    সেই দক্ষিণ আফ্রিকার গান্ধী টাইপ হাবভাব।
  • S | 108.162.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ১০:০২429341
  • হ্যাঁ সেটা ছিল বটে; আমিই একজনকে চিনতাম। সে নিজে বলেছিল যে মুসলমানদের একদম দুচক্ষে দেখতে পারেনা। তবে এদের বেশিরভাগেরই ইন্ডিপেন্ডেন্ট পলিটিকাল চিন্তাভাবনার ক্ষমতা সীমিত। এরা সাধারণতঃ কোনো একজন আম্রিগানের দ্বারা ইনফ্লুয়েন্সড। বেশিক্ষন তর্ক- আলোচনা চালাতে পারেনা। বলে যে ট্রাম্প এসে সব মুসলমানদের তাড়াবে, কিন্তু ইন্ডিয়ানদের তাড়াতে পারবে না। কোনো যুক্তি নেই।
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০২০ ১০:০০429340
  • এই কোস্টাল স্টেটগুলোতে, বিশেষতঃ বড় শহরে যেসব ভারতীয়রা থাকে, তারা আম্রিগানদের ঠিকমতন চেনেও না।

    এইটা হক কথা। ক'দিন আগে একটা কাজে পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গের কাছে একটা ছোট টাউনে মিটিং করতে গেছিলাম। সারাদিনে পঁচিশ-তিরিশজনের সঙ্গে কথা বললাম। আমি বাদে সব সাদা। শুধু যে আর বাদামী নেই, তা নয়, কালোও নেই। আমার অভিজ্ঞতায় এই প্রথম। আজ থেকে পঁচিশ বছর আগে আইওয়াতে একটা কোম্পানিতে গেছিলাম, সেখানের পরে এই প্রথম এরকম অভিজ্ঞতা।

  • S | 108.162.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:৫৮429339
  • ট্রাম্প আপাতত এই ইলেকশান অবধি সিটিজেন ইমিগ্র‌্যান্টদের আর ঘাঁটাবে না। কারণ টেক্সাস, মিশিগান, পেনসিলভানিয়া, ফ্লোরিডাতে কাজে লাগবে। ইলেকশানে একবার জিতে গেলে স্টিফেন মিলার আবার পুরোদমে কাজ শুরু করবে। অবশ্যি বহু ইমিগ্র‌্যান্টরাই চায়্না যে আর কেউ আসুক।
  • মানিক | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:৫৭429338
  • মোদীভক্তদের মধ্যে কিন্তু প্রচুর ট্রাম্প ভক্তও ছিল। প্রধানতঃ ট্রাম্পের মুসলমান বিদ্বেষের জন্য।
  • | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:৫০429337
  • হেবি মজা হবে যদি এখন ট্রাম্বাবু আর বোজোবাবু বলেন যে ১৯৭৫-১৯৮০ র পরে যারা জিসি পিয়ার ইত্যাদি পেয়েছে সব ভুল সব বাদ আবার নতুন করে স্ক্রিনিং হবে।
    হে হে হে হে তখন সব NRI ভক্তদের দেখতে হবে।
  • S | 108.162.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:৫০429336
  • বিশ্বযুদ্ধ হারার পর। যুদ্ধে জিতলে ফুরার কত মহান, আর নাজি-ফ্যাসিরা কত সঠিক সেসব বইয়ে পড়তাম। আমরা কন্সেন্ট্রেশান ক্যাম্পের কথা জানতামও না, জানলেও সব এক্সপার্টরা সেটাকে লেজিটিমেসি দিয়ে দিত। তখন বৃটিশ- আম্রিগানরা কত অত্যাচার করেছে (সত্যিই করেছে), সেই নিয়ে লোকে বই লিখ্ত, চর্চা করতো, সিনেমা করে অস্কার পেত। সক্কলে জিআরি দিয়ে জার্মানী যেতাম।
  • | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:৪৪429335
  • টি, ও ওটা বাঘ নয় রে বাঘরোল। লামার ভাষায় আসলে ছিনাথ বউরূপী বাগের রোল পকে করছে তাই নাম বাঘরোল।

    CAA, নিয়ে বিকেল বা সন্ধ্যেয় লিখছি যদি না ততক্ষণে অন্য কেউ লিখে দেয় বুঝিয়ে। আপাতত আপিসের দমুদ্র সফেন।

    নিজের পশ্চাতে না ঢোকা পর্যন্ত অনেকেই বোঝে না ইটা S একদম হক কতা কইছেন। কিছুদিন আগে সদা লিখেছিল যে জার্মানরা একটা আস্ত বিশ্বযুদ্ধ নিজেদের পশ্চাতে নেবার পরে বুঝেছিল নাজিরা ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট আদতে কি ভয়ংকর। ভারতীয়রা কতরকম বাঁশ নিয়ে তারপর বোঝে দেখা যাক।
  • S | 108.162.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:৩৮429334
  • ও আরেকটা কথা। এই কোস্টাল স্টেটগুলোতে, বিশেষতঃ বড় শহরে যেসব ভারতীয়রা থাকে, তারা আম্রিগানদের ঠিকমতন চেনেও না।
  • S | 108.162.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:৩২429333
  • আম্রিগাতে ইরাক যুদ্ধের আগে মুসলিমরা ব্লকে রিপাব্লিকানদের ভোট দিত। আসল জায়্গা দিয়ে আঁছোলা বাশ না ঢুকলে জনগণের দেখেছি ঘুম ভাঙে না।

    এনারাইদের সত্যিই প্রচুর মোদিভক্তি। কিন্তু এরা প্রধাণতঃ ট্রাম্প বিরোধী ছিল। কারণ বুঝছিল যে গরম হাওয়া যেকোনওদিন এদেরও ছুঁতে পারে। হাউডিতে মোদি বলে যাওয়ার পর এরা হঠাত ট্রাম্প ভক্ত হয়ে উঠেছে। রিপাব্লিকানরাও আপাতত ইল্লিগাল-্লিগাল ইমিগ্রেশন নিয়ে ডিভাইডিং পলিসি খেলছে।

    তবে ট্রাম্প এসে একটা কাজের কাজ হয়েছে। যেসব এনারাইরা আম্রিগান হয়ে গেছি বলে খুব আকাশে উড়ত, এক লাথি মেরে সবকটাকে মাটিতে নামিয়েছে। বুঝিয়ে দিয়েছে যে তোরা চিরকালই এদেশের ইমিগ্র‌্যান্ট থাকবি। যেকোনওদিন কলার ধরে বেড় করে দিতে পারে। সেইজন্য হঠাত ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে খুব মেতে উঠেছে। কারণ আপাতত এদেশে কোনঠাসা।

    আর লিবারেটেরিয়ান হওয়ার যোগ্যতাও বেশিরভাগ ইমিগ্র‌্যান্ট ভারতীয়দের নেই। ওদের আইডিওলজিই কেউ বোঝেনা। অনেকেই আশেপাশে আম্রিগান কোলিগ বন্ধুবান্ধবদের হুজুগে মেতেছে।
  • S | 162.158.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:১৩429332
  • বহু ভারতীয়রা আম্রিগায় কয়েক দশক থাকার পরও হাতির ঐটাতে হাত দিয়েই বসে আছে। সেসব তাদের লেখাপত্তর দেখলেই বোঝা যায়।
  • b | 172.69.***.*** | ২১ জানুয়ারি ২০২০ ০৯:০৭429331
  • হাতির ইয়েতে হাত দিলে কি হত তাই ভাবছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত