
4z | 184.145.***.*** | ৩১ জুলাই ২০২১ ১৯:০০734792collegestreet.net ছাড়া আর কোথাও থেকে কি পাওয়া যাচ্ছে? বা ই-বুক ভার্সন?
ইবুক ভার্সান আসবে। অপেক্ষাও।
dc | 27.62.***.*** | ৩১ জুলাই ২০২১ ২১:০৩734805ইবই বেরোলে চট করে কিনে নেবো।
4z | 184.145.***.*** | ৩১ জুলাই ২০২১ ২১:১৮734806ইবইয়ের জন্য ইঁট পেতে রাখলাম।
Abhyu | 47.39.***.*** | ৩১ জুলাই ২০২১ ২১:২২734807বই বেরোনোর পরে গ্রামের রিয়্যাকশন, গ্রামের কালীচরণ পুস্তকালয়ে এর বিক্রিবাটা, নিমো মাধ্যমিক বিদ্যায়তনে ক্লাস নাইনের ফার্স্ট বয়কে বইটা প্রাইজ দেওয়া, নিমো গ্রামের সেই মাসি যিনি বইয়ে জায়গা পেয়েছেন তাঁর পাঠপ্রতিক্রিয়া, প্ল্যানচেটে মাস্টারমশাইয়ের ঝাড় - এই সব কবে আসবে?
সুকি | 165.225.***.*** | ১০ আগস্ট ২০২১ ১০:৫৩734832অবশেষে হাতে এল ছাপা বই - তাই ভাবলাম শেয়ার করি ছবি কিছু
আমার এক বান্ধবী ০৮/০৮/২০০৮ দিনে বিয়ে করবে বলে তিনবছর অপেক্ষা করেছিল কারণ ওদের সংস্কৃতি এবং বিশ্বাসে ওই দিনটি নাকি চরম শুভ! আগষ্ট মাস ঠিক ওই ভাবে আমার কাছে ধরা না দিলেও, আমাকে আগষ্ট ছুঁয়েছে অন্যভাবে। তাই চেয়েছিলাম কাজ যখন শুরুই হয়েছিল, ‘নিমো গ্রামের গল্প’ প্রকাশ আগষ্টের প্রথম সপ্তাহেই হয়ে যাক।
ধন্যবাদ জ্ঞাপন অনেক সময় কেবল নিয়ম মাফিক হয়, নিজেও যে তেমন কিছু করি না এমন নয়। কিন্তু এই বই প্রকাশের জন্য, ক্লিশে মনে হলেও আমাকে ধন্যবাদ দিতেই হবে গুরুচন্ডালি কর্তৃপক্ষ এবং বিশেষ করে ঈপ্সিতা-কে। নিমোর সব গল্প একজায়গায় করার আইডিয়াও প্রথমে তার মাথাতেই আসে এবং এই নিয়ে বই বের করার ইচ্ছেও। নিজের সব কাজ (যেটা খুবই জটিল এবং স্ট্রেসফুল) সামলে এই বইয়ের সব দিক দেখা – প্রুফ, পেজ সেটিং, প্রিন্টিং ইত্যাদি নিয়ে অনেক ব্যস্ততা গেছে তার। ছাপা সংক্রান্ত নানাবিধ আবদার তার কাছেই করেছি এবং সানন্দেই সে মেনে নিয়েছে সবকিছুই।
যাঁরা বাংলা প্রকাশনার এখনকার হালহকিকত নিয়ে তেমন খোঁজ খবর রাখেন তাঁদেরও না বুঝতে পারার কথা নয় যে বই ব্যবসার হাল খুব একটা সুবিধার নয় এই মুহুর্তে। আমার মতন ‘অনামী’ লেখকের বই প্রকাশ তাই বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য তাঁরা নিশ্চিত করেন নি বরং নিমো গ্রামের গল্প ভালোবেসে, সেই গল্প আরো অনেকের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।
পাঠক সমাজে যদি এই বই আদৃত হয় তাহলে খুবই ভালো লাগবে – নিজের এবং প্রকাশক উভয়ের জন্যই। লেখকের তরফে প্রতিশ্রুতি – ল্যাবরেটরিতে টেষ্টিং করে যতটা গ্যারান্টিড রেজাল্ট আমি দিতে পারি, তার থেকেও বেশী জোর দিয়ে দাবী করতে পারি, নিমোর গল্প ভালো না বেসে উপায় নেই। একবার পড়তে শুরু করলেই আসক্তি এবং নেশা চড়ে যাবে তা নিশ্চিত, কেবল সেই নেশা এল এস ডি নাকি মারিজুয়ানা নাকি দেশীয় গাঁজা বা ব্ল্যাক কফি/দুধ-চা – ঠিক কার মত, সেটাই যা তর্কসাপেক্ষ।
বইয়ের নামঃ নিমো গ্রামের গল্প
লেখকঃ সুকান্ত ঘোষ
প্রকাশকঃ গুরুচন্ডালি
পৃষ্ঠা সংখ্যাঃ ৩০০
মুদ্রিত মূল্যঃ ৩৩০ টাকা
অন লাইনে বইটি অর্ডার করা যাবে এখান থেকেঃ
https://www.collegestreet.net/Nimo_Graamer_Golpo



dc | 223.226.***.*** | ১০ আগস্ট ২০২১ ১১:৩১734833সুকিবাবুকে অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন, এটার ই-বই কি বিক্রি করার ব্যবস্থা করবেন? কারন আমার পিডিএফ পড়তে বেশী সুবিধে হয়, ছাপা বই এর থেকে। যদি বলেন ই বুক বার করার প্ল্যান নেই তো এটাই কিনে নেবো।
সুকি | 165.225.***.*** | ১০ আগস্ট ২০২১ ১২:০৯734834dc, ই-বুকের প্ল্যান আছে। পাই বলছিল এবং দমু-দি হেল্প করবে বলেছে আলরেডী। টাইম লাইন ঠিক হয় নি এখনো, তবে হয়ে যাবে আচিরেই আশা করি
সে | 2001:171b:c9a7:d3d1:95b2:e648:c8a2:***:*** | ১০ আগস্ট ২০২১ ১২:১১734835জ্জিও সুকি! কনগ্র্যাটস।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.14.***.*** | ১০ আগস্ট ২০২১ ১২:৪০734836অভিনন্দন সুকি তোমার অনেক ভালো হোক ভাই। আরো অনেক বই হোক। কবিতার বই ও যেন হয়।
সুকি | 165.225.***.*** | ১০ আগস্ট ২০২১ ১৩:৪৬734837সে-দি, অনেক ধন্যবাদ, নিমোর গল্পে তোমার উৎসাহ প্রথম থেকে মনে আছে, কৃতজ্ঞতা সেই জন্যও।
বোধিদা - নিমোর গল্পে তোমারও ভালোবাসা পেয়েছি। কবিতার বই হবে হয়ত কোনদিন। দেখা যাক - আগের থেকে অনেক কম লেখা হয় কবিতা।
Guruchandali | ২০ আগস্ট ২০২১ ২৩:২০734883পাঠকদের অবগতির জন্যে:
সদ্য প্রকাশিত নিমো গ্রামের গল্প বইটির বিপুল চাহিদা, কিন্তু সরবরাহ কম। গুরুচণ্ডা৯র আইএসবিএন অ্যাকাউন্টটি পণবন্দী হিসেবে অপহৃত হওয়ায় একটু অসুবিধের সৃষ্টি হয়েছে - আইএসবিএন সহ অথবা ব্যতীত কত বই ছাপা হবে, কীভাবে ডিস্ট্রিবিউশন হবে, অন্য বিক্রেতারা বইটি কীভাবে ক্যাটালগ করবেন, সেই সব নিয়ে খুব ধীরে এগোতে হচ্ছে।
এই অসুবিধের জন্যে আমরা মার্জনাপ্রার্থী। বিকল্পের সন্ধানে কাজ অনেকদূর এগিয়েছে; আশা করি তাড়াতাড়ি সেটা স্থির করে নেওয়া যাবে।
ধন্যবাদ!
aranya | 2601:84:4600:5410:5175:ba72:6f79:***:*** | ২০ আগস্ট ২০২১ ২৩:৩২734884পণবন্দী এখনও মুক্তি পায় নি ! :-(
এহ বক্তব্যটা কিরকম ধোঁয়াটে। পণবন্দীর তো ফেরার সম্ভাবনা ছিলও না ফেরেও নি। উটি কবরস্থ।
নতুন হয়েছে। তো পণবন্দীজনিত দেরীর ফলে সম্ভবত অ্যাডিমিনিস্ট্রেটিভ ব্যপারটা কিঞ্চিৎ ঘেঁটে থাকবে।
r2h | 2405:201:8005:9078:cc9d:1886:2845:***:*** | ১৮ সেপ্টেম্বর ২০২১ ১০:১০734938
সুকি | 49.207.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪২734943
সুকি | 49.207.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৪734944
সুকি | 49.207.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৭734945
সুকি | 49.207.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৯734946
সুকি | 49.207.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫০734947
সুকি | 49.207.***.*** | ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৩734948
aranya | 2601:84:4600:5410:bf:20c7:75f3:***:*** | ১৯ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫৭734952
সুকি | 49.207.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৫734953
সুকি | 49.207.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৬734954
সুকি | 49.207.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৭734955
সুকি | 49.207.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৮734956
সুকি | 49.207.***.*** | ১৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:১০734957