এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভারত বর্ষের প্রায় ৪ হাজার বছরের রাজত্ব

    Bhaskar Ghosh লেখকের গ্রাহক হোন
    ১৬ জুলাই ২০২৫ | ৪২৩ বার পঠিত
  • মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী রাজাদের তালিকা ||
    ইন্দ্রপ্রস্থের শেষ রাজা যশপাল।

    যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত ১২৪ জন রাজা রাজত্ব করেছিলেন মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন।

    এরই মধ্যে রাজা যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করে। 
    ০১। রাজা যুধিষ্ঠির = ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।
    ০২। রাজা পরীক্ষিত = ৬০ বছর ৮ মাস ২৫ দিন।
    ০৩। রাজা জনমেজয় = ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।
    ০৪। রাজা অশ্বমেধ = ৮২ বছর ৮ মাস ৩২ দিন।
    ০৫। দ্বিতীয় রাম = ৮৮ বছর ২ মাস ৮ দিন।
    ০৬। ছত্রমল = ৮১ বছর ১১ মাস ২৭ দিন।
    ০৭। চিত্ররথ = ৭৫ বছর ৩ মাস ১৮ দিন।
    ০৮। দুষ্টশৈল্য = ৭৫ বছর ১০ মাস ২৪ দিন।
    ০৯। রাজাউগ্র সেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
    ১০। শূরসেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
    ১১। ভুবনপতি = ৬৯ বছর ৫ মাস ৫ দিন।
    ১২। রণজিৎ = ৬৫ বছর ১০ মাস ৪ দিন।
    ১৩। ঋক্ষক = ৬৪ বছর ৭ মাস ৪ দিন।
    ১৪। সুখদেব = ৬২ বছর ০ মাস ২৪ দিন।
    ১৫। নরহরিদেব = ৫১ বছর ১০ মাস ০২ দিন।
    ১৬। সুচিরথ = ৪২ বছর ১১ মাস ০২ দিন।
    ১৭। শূরসেন (২য়) = ৫৮ বছর ১০ মাস ০৮ দিন।
    ১৮। পর্বতসেন = ৫৫ বছর ০৮ মাস ১০ দিন।
    ১৯। মেধাবী = ৫২ বছর ১০ মাস ১০ দিন।
    ২০। সোনচীর = ৫০ বছর ০৮ মাস ২১ দিন।
    ২১। ভীমদেব = ৪৭ বছর ০৯ মাস ২০ দিন।
    ২২। নৃহরিদেব = ৪৫ বছর ১১ মাস ২৩ দিন।
    ২৩। পূর্ণমল = ৪৪ বছর ০৮ মাস ০৭ দিন।
    ২৪। করদবী = ৮৮ বছর ১০ মাস ০৮ দিন।
    ২৫। অলংমিক = ৫০ বছর ১১ মাস ০৮ দিন।
    ২৬। উদয়পাল = ৩৮ বছর ০৯ মাস ০ দিন।
    ২৭। দুবনমল = ৪০ বছর ১০ মাস ২৬ দিন।
    ২৮। দমাত = ৩২ বছর ০ মাস ০ দিন।
    ২৯। ভীমপাল = ৫৮ বছর ০৫ মাস ০৮ দিন।
    ৩০। ক্ষেমক = ৪৮ বছর ১১ মাস ২১ দিন।

    পাণ্ড বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়। রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা, ক্ষেমক রাজাকে নিহত করে সিংহাসন অধিকার করে |
    পরবর্তীতে তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর ৩ মাস ১৭ দিন রাজত্ব করে।
    ১। বিশ্রবা = ১৭ বছর ০৩ মাস ২৯ দিন।
    ২। পুরসেনী = ৪২ বছর ০৮ মাস ২১ দিন।
    ৩। বীরসেনী = ৫২ বছর ১০ মাস ০৭ দিন।
    ৪। ফবঙ্গশায়ী = ৪৭ বছর ০৮ মাস ২৩ দিন।
    ৫। হরিজিৎ = ৩৫ বছর ০৯ মাস ১৭ দিন।
    ৬। পরমসেনী = ৪৪ বছর ০২ মাস ২৩ দিন।
    ৭। সুখপাতাল = ৩০ বছর ০২ মাস ২১ দিন।
    ৮। কদ্রুত = ৪২ বছর ০৯ মাস ২৪ দিন।
    ৯। সজ্জ = ৩২ বছর ০২ মাস ১৪ দিন।
    ১০। ফমরচূড় = ২৭ বছর ০৩ মাস ১৬ দিন।
    ১১। অমীপাল = ২২ বছর ১১ মাস ২৫ দিন।
    ১২। দশরথ = ২৫ বছর ০৪ মাস ১২ দিন।
    ১৩। বীরসাল = ৩১ বছর ০৮ মাস ১১ দিন।
    ১৪। বীরসাল সেন = ৪১ বছর ০০ মাস ১৪ দিন।

    রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে হত্যা করে রাজ্যাধিকার করে।
    তাঁর বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর ৫ মাস ৩ দিন রাজত্ব করে।
    ১। রাজা বীরমহা = ৩৫ বছর ১০ মাস ০৮ দিন।
    ২। অজিত সিংহ = ২৭ বছর ০৭ মাস ১৯ দিন।
    ৩। সর্বদত্ত = ২৮ বছর ০৩ মাস ১০ দিন।
    ৪। ভুবনপতি = ১৫ বছর ০৪ মাস ১০ দিন।
    ৫। বীরসেন (প্রথম) = ২১ বছর ০২ মাস ১৩ দিন।
    ৬। মহীপাল = ৪০ বছর ০৮ মাস ০৭ দিন।
    ৭। শত্রুশাল = ২৬ বছর ০৪ মাস ০৩ দিন।
    ৮। সঙ্গরাজ = ১৭ বছর ০২ মাস ১০ দিন।
    ৯। তেজপাল = ২৮ বছর ১১ মাস ১০ দিন।
    ১০। মানিক চাঁদ = ৩৭ বছর ০৭ মাস ২১ দিন।
    ১১। কামসেনী = ৪২ বছর ০৫ মাস ১০ দিন।
    ১২। শত্রুমর্দন = ০৮ বছর ১১ মাস ১৩ দিন।
    ১৩। জীবনলোক = ২৮ বছর ০৯ মাস ১৭ দিন।
    ১৪। হরিরাও = ২৬ বছর ১০ মাস ২৯ দিন।
    ১৫। বীরসেন (২য়) = ৩৫ বছর ০২ মাস ২০ দিন।
    ১৬। আদিত্যকেতু = ২৩ বছর ১১ মাস ১৩ দিন।

    প্রয়োগের রাজা ‘ধন্ধব’ মগধদেশের রাজা আদিত্য কেতুকে হত্যা করে রাজ্যাধিকার করে।
    তাঁহার বংশ ৯ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করে। 
    ১। রাজা ধন্ধর = ৪২ বছর ০৭ মাস ২৪ দিন।
    ২। মহর্ষি = ৪১ বছর ০২ মাস ২৯ দিন।
    ৩। সনরচ্চী = ৫০ বছর ১০ মাস ১৯ দিন।
    ৪। মহাযুদ্ধ = ২০ বছর ০৩ মাস ০৮ দিন।
    ৫। দূরনাথ = ২৮ বছর ০৫ মাস ২৫ দিন।
    ৬। জীবনরাজ = ৪৫ বছর ০২ মাস ০৫ দিন।
    ৭। রুদ্রসেন = ৪৭ বছর ০৪ মাস ২৮ দিন।
    ৮। অরীলক = ৫২ বছর ১০ মাস ০৮ দিন।
    ৯। রাজপাল = ৩৬ বছর ০০ মাস ০০ দিন।

    সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজ্যাধিকার করে।
    সামন্ত মহান পালের ১ পুরুষ ১৪ বছর রাজত্ব করেছেন ও তাঁর কোন বৃদ্ধি নেই।
     
    এরপর রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) হইতে আক্রমণ চালাইয়া রাজা মহানপালকে হত্যা করে রাজ্যাধীকার করেন।
    তাঁহার বংশ ১ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন। তাঁহারও কোন বৃদ্ধি নাই।
     
    শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজ্যাধিকার করেন |
    তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, ৪ মাস ২৭ দিন রাজত্ব করেন। 
    ১। সমুদ্রপাল = ৫৪ বছর ০২ মাস ২০ দিন।
    ২। চন্দ্রপাল = ৩৬ বছর ০৫ মাস ০৪ দিন।
    ৩। সাহায়পাল = ১১ বছর ০৪ মাস ১১ দিন।
    ৪। দেবপাল = ২৭ বছর ০১ মাস ১৭ দিন।
    ৫। নরসিংহপাল = ১৮ বছর ০০ মাস ২০ দিন।
    ৬। সামপাল = ২৭ বছর ০১ মাস ১৭ দিন।
    ৭। রঘুপাল = ২২ বছর ০৩ মাস ২৫ দিন।
    ৮। গোবিন্দপাল = ২৭ বছর ০১ মাস ১৭ দিন।
    ৯। অমৃতপাল = ৩৬ বছর ১০ মাস ১৩ দিন।
    ১০। বলীপাল = ১৩ বছর ০৮ মাস ০৪ দিন।
    ১১। মহীপাল = ১৩ বছর ০৮ মাস ০৪ দিন।

    রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যার্থে বনে গমন করেন। ইহা শুনিয়া বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে আসিয়া নিজে রাজত্ব করেন।
    তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস ২ দিন রাজত্ব করে। 
    ১। রাজা আধীসেন = ১৮ বছর ০৫ মাস ২১ দিন।
    ২। বিলাবলসেন = ১২ বছর ০৪ মাস ০২ দিন।
    ৩। কেশবসেন = ১৫ বছর ০৭ মাস ১২ দিন।
    ৪। মাধবসেন = ১২ বছর ০৪ মাস ০২ দিন।
    ৫। ময়ূরসেন = ২০ বছর ১১ মাস ২৭ দিন।
    ৬। ভীমসেন = ০৫ বছর ১০ মাস ০৯ দিন।
    ৭। কল্যানসেন = ০৪ বছর ০৮ মাস ২১ দিন।
    ৮। হরিসেন = ১২ বছর ০০ মাস ২৫ দিন।
    ৯। ক্ষেমসেন = ০৮ বছর ১১ মাস ১৫ দিন।
    ১০। নারায়ণসেন = ০২ বছর ০২ মাস ২৯ দিন।
    ১১। লক্ষ্মীসেন = ২৬ বছর ১০ মাস ০০ দিন।
    ১২। দামোদর সেন = ১১ বছর ০৫ মাস ১৯ দিন।

    রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন।
    এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করে ও তাঁকে যুদ্ধে নিহত করে স্বয়ং রাজত্ব করেন |
    তাঁহার বংশ ৬ পুরুষ, ১০৭ বৎসর ৬ মাস ২ দিন রাজত্ব করে। 
    ১। দীপসিংহ = ১৭ বছর ০১ মাস ১৬ দিন।
    ২। রাজসিংহ = ১৪ বছর ০৫ মাস ০০ দিন।
    ৩। রণসিংহ = ০৯ বছর ০৮ মাস ১১ দিন।
    ৪। নরসিংহ = ১৩ বছর ০২ মাস ২৯ দিন।
    ৬। জীবনসিংহ = ০৮ বছর ০০ মাস ০১ দিন।

    কোন কারণ বশতঃ রাজা জীবনসিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন।
    বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবনসিংহকে আক্রমণ করেন এবং তাঁহাকে যুদ্ধে নিহত করিয়া ইন্দ্রপ্রস্থে রাজত্ব করেন |
    তাঁর বংশ ৫ পুরুষ, ৮৬ বৎসর ০ মাস ২০ দিন রাজত্ব করেছেন। 
    ১। পৃথ্বীরাজ = ১২ বছর ০২ মাস ১৯ দিন।
    ২। অভয়পাল = ১৪ বছর ০৫ মাস ১৭ দিন।
    ৩। দুর্জ্জব পাল = ১১ বছর ০৪ মাস ১৪ দিন।
    ৪। উদয়পাল = ১১ বছর ০৭ মাস ০৩ দিন।
    ৫। যশপাল = ৩৬ বছর ০৪ মাস ২৭ দিন।

    ১২৪৯ সালে গজনীর দুর্গ হতে সুলতান শাহাবুদ্দিন ঘোরী যশপালকে আক্রমণ করে তাঁকে প্রয়োগের দুর্গে বন্ধী করে |
    অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইদ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করিতে আরম্ভ করে।
    তাঁর বংশ ৫৩ বৎসর, ১ মাস ও ১৭ দিন রাজত্ব করেছে। 

    ইন্দ্রপ্রস্ত তথা আর্যাবর্তের সকল রাজাদের ধারাবাহিক পরিচিতি ও রাজত্ব কালের পরিচয় প্রথম বারের মতো তুলে ধরেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী।
    মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই তথ্য সংগ্রহ করেছিলেন রাজপুতনার অন্তর্গত উদয়পুর মেদার রাজ্যের রাজধানী, চিতোরগড়ের শ্রিনাথদ্বার হতে প্রকাশিত ও বিদ্যার্থী সম্মিলিত হরিশ্চন্দ্র চন্দ্রিকা এবং মোহঞ্চন্দ্রিকা নামক পাক্ষিক পত্রিকা হতে। উক্ত পত্রিকাদ্বয়ের সম্পাদক মহাশয় ১৭৮২ বিক্রমাব্দে লিখিত একখানি গ্রন্থ তাহার কোন বন্ধুর নিকট হতে প্রাপ্ত হয়ে তা থেকে সংগ্রহ করে প্রচলিত ১৯৩৯ সালে মুদ্রন করেন।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Apu | 14.194.***.*** | ১৬ জুলাই ২০২৫ ১৪:১০732445
  • এই পোস্ট বহু জায়গা য় দেখেছি ।এর কি কোন রেফেরেন্স আছে? 
  • Kuntala | ১৭ জুলাই ২০২৫ ০৭:৫৬732463
  • কিরকম যেন গন্ধ গন্ধ লাগছে 
  • lcm | ১৭ জুলাই ২০২৫ ০৯:২২732469
  • কিন্তু, এই ম্যাপটা তো ভারতবর্ষের ম্যাপ নয়। এটা তো উত্তরপ্রদেশের মনে হচ্ছে।
    লেখাটার টাইটেলে রয়েছে - "ভারতবর্ষের প্রায় ৪ হাজার বছরের রাজত্ব" ... এটা হওয়া উচিত - " উত্তরপ্রদেশের প্রায় ৪ হাজার বছরের রাজত্ব" ...
  • রমিত চট্টোপাধ্যায় | ১৭ জুলাই ২০২৫ ১১:৪২732473
  • জন্মেজয় রাজার ডায়েট প্ল্যানটা আমার জানার খুব ইচ্ছে। কত বছর বয়সে রাজা হয়েছিলেন জানা নেই,  84 বছর চুটিয়ে রাজত্ব করেছেন এমন সময়ে যখন লাইফ এক্সপেকটেন্সি বেশ কম ছিল অল ওভার দা ওয়ার্ল্ড। সাপের মাংসের স্ট্যু করে খেতেন বোধহয়। নইলে অন্য কোনো কারণে তাঁর তো সর্প যজ্ঞ করার দরকার হতো না। 
     
    আমরা মহাভারত সূত্র ধরে জনি যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অশ্বত্থামার ছোঁড়া অস্ত্রের সাইড এফেক্টে জন্মানোর আগেই পরীক্ষিত এর মৃত্যু ঘটে। উত্তরার কান্নায় ব্যাকুল হয়ে কৃষ্ণ আবার বাঁচিয়ে দেন তাকে বা উত্তরার হয়তো কিছু চিকিৎসা করেন। ধরে নিচ্ছি এর 1 বছরের মধ্যেই পরীক্ষিত ভূমিষ্ঠ হন। এবার এখানে দেওয়া হিসেব অনুযায়ী যুদ্ধ শেষে যুধিষ্ঠির রাজত্ব করেছেন 36 বছর। তার পর পরীক্ষিত রাজা হয়েছেন ও রাজত্ব করেছেন 60 বছর। তাহলে সরল হিসেবে মৃত্যুর সময়ে পরীক্ষিতের বয়স 35 + 60 = 95 বছর। তো আধুনিক চিকিৎসা হীন সময়ে সেই অতিবৃদ্ধ বয়সে রাজা পরীক্ষিত, মুনির অভিশাপে সাপের কামড়ে মারা গেলেন আর সেই 'অকাল মৃত্যু' ওরফে গুপ্ত হত্যায় অথবা পোকা ওয়ালা আপেল খেয়ে পেট খারাপ হয়ে মৃত্যু হওয়ায় জন্মেজয় এত ক্ষেপে গেলেন যে দুনিয়ার সাপ মারতে যজ্ঞ বসিয়ে দিলেন! 
     
    প্রথমত যদি তর্কের খাতিরে ধরে নিই ক্ষেপে গেছেন, ওঁর উচিত ছিল সর্প যজ্ঞ না করে আপেল পোকা যজ্ঞ করার। বা ফলের পোকা। 
     
    আর নইলে একটা কূট থিওরি আছে, অত দিন ধরে সিংহাসন এর জন্য ওয়েট করতে করতে জন্মেজয় শেষ পর্যন্ত খুব ক্ষেপে গিয়ে ঔরঙ্গজেব এর পন্থা নিয়ে নেন, তবে জন্মেজয়র তো আর আগ্রা ফোর্ট ছিল না তাই বাধ্য হয়ে তক্ষক, গুপ্তঘাতক ইত্যাদি আরকি। আর তারপর রাজ্য জুড়ে মুনির অভিশাপ ইত্যাদি প্রচার করতে হলো, আর বদল নয় বদলা চাই হিসেবে সাপের ওপর বদলা। 
     
    পুনশ্চ: খেয়াল রাখবেন দূত ও থিওরি লেখক টেকনিক্যালি অবধ্য। :-)
     
  • Apu | 14.194.***.*** | ১৭ জুলাই ২০২৫ ১৩:১৮732484
  • winksmiley
  • Ranjan Roy | ১৭ জুলাই ২০২৫ ২২:২৩732495
  • এসব ছেড়ে 18th पुराण Bhabishya पुराण পড়ুন l
    তার তৃতীয় খণ্ডে প্রতিসর্গ  পর্ব পড়ুন l তাতে ভারতের ইতিহাস বর্ণনা করা হয়েছে
    রাজবংশের বর্ণনা  উপরের সঙ্গে পুরো মেলেনি l তাতে কী!
    Bhabishya पुराण দেশের ফিউচার নিয়ে forecast করেছে l ইংরেজ शासन হবে  সেটাও বলা আছে l
    এটাও বলা হয়েছে  যে ওরা ফাল্গুন মাস কে फरवरी বলবে,  রবিবার কে Sunday. 
    माता पिता ভ্রাতা কে মাদার ফাদার ব্রাদার বলবে l
     
    এটা নাকি বেদ ব্যাস  5000 বছর আগে লিখে গেছেন l
    হাসেন ক্যান?
     
    Savarkar তাঁর हिन्दुत्व বইয়ে এটাকে শাস্ত্রের হিন্দু শব্দের উল্লেখ্ থাকার অকাট্য প্রমাণ বলে দাবি করেছেন l
     
    Bhabishya Puran কলেজ স্ট্রিটের নববর্ষ publishers নতুন করে বাংলা  অনুবাদ সমেত বের করেছে l
     
    স্বামী परमात्मा নন্দ গিরি মহারাজ বাংলা করেছেন l তবে ভূমিকা তে প্রকারান্তরে स्वीकार করেছেন যে এই উদাহরণ গুলো অসুবিধা জনক l
  • &/ | 107.77.***.*** | ১৭ জুলাই ২০২৫ ২৩:০৯732497
  • কিন্তু  কমেন্টে কীভাবে  আসছে  দেবনাগরী  হরফ ?
  • জয় | ১৮ জুলাই ২০২৫ ০১:১৭732504
  • ম্যাপটা র সংগে গুল্পটার কি সম্পর্ক? 
  • জয় | ১৮ জুলাই ২০২৫ ০১:৩২732507
  • অ‍্যাভারেজ ৩৩.৫ বছর করে রাজত্ব! গাঁজায় দম? এক একজন ৭৫-৮০ বছর করে রাজত্ব করছে ব‍্যাক টু ব‍্যাক? তাহলে দাদুর পর নাতি রাজা হচ্ছে বাপকে স্কিপ করে? কোন রাজা যদি ৮০ বছর রাজত্ব করেন মরার সময় (ধরে নিচ্ছি মরেই রাজপাট শেষ করছে) বয়স অ‍্যাটলিস্ট ৮০। খুব বেশি বয়সে বাচ্চা হলেও রাজপুত্রের বয়স ৪০ যখন রাজা পটল তোলেন। এই রাজপুত্র ৪০ বছর বয়সে রাজা হয়ে আবার ৭০ বছর টেনে দিচ্ছে! মৃত‍্‍্যুকালে বয়স মাত্র ১১০ বছর। খ‍্যাল করুন রাজত্বের সময় গুলো ৩ থেকে ১৪ সব লম্বা লম্বা ইনিংস ৬৫-৮৫!!! বাত খুছ হজম নেহি হুয়া। 
  • . | ১৮ জুলাই ২০২৫ ০১:৩৮732508
  • এটা টোটাল ঢপ শুধু নয়, পেছনে হিডেন এজেন্ডা আছে। 
    এ আই দিয়ে বানানোও হতি পারে। কপি পেস্ট মনে হচ্ছে। এবং যিনি এটি পোস্ট করেছেন তিনি কোনও প্রশ্নের উত্তর দিতে আসবেন না গ‍্যারান্টি।
  • &/ | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২৫ ০২:২১732512
  • জন্মেজয়ের কি কোনো ভাই টাই বা বোন টোন ছিল ? মানে রাজত্বের কোনো দাবীদার টাবীদার এর ব্যাপার থাকলে মানে ভাগীদার কেস হলে ...
  • পতিতপাবন সমাদ্দার, বোস্টন | 79.127.***.*** | ১৮ জুলাই ২০২৫ ০৪:৪০732516
  • কিছু লোকের ভারতবর্ষের গৌরবগাথা দেখলেই গাত্রদাহন হয়। এরা ভারতবিদ্বেষী কমুনিস্ট।
     
    দীর্ঘ আয়ু প্রসঙ্গে বলি। এই ভারতবর্ষে এককালে একশ কেন, সুব্রাহ্মণরা অক্লেশে হাজার বছর বেঁচেছেন। আমার ঠাকুর্দা ১৯২৫ সালে উত্তরাখণ্ডের এক সরাইখানায় অশ্বত্থামাকে দেখেছিলেন। দীর্ঘকায় সেই পুরুষ সারারাত অসুখে কাতর ছিলেন। ঠাকুর্দা তাঁকে আয়ুর্বেদিক ওষুধ দিতে চাইলে তিনি হেসে পরদিন ভোরে নিরুদ্দেশ হয়ে যান।
     
    মহাভারতের যুগ থেকে এঁরা পুণ্যভূমি ভারতবর্ষের বুকে জীবিত আছেন। অমর হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের বলে অবশ্য লাভ নেই নির্বোধের দল!
     
  • lcm | ১৮ জুলাই ২০২৫ ০৪:৪৬732517
  • এসবের সোর্স নিশ্চয়ই জোৎস্না। বেদ-এর মেয়ে জোৎস্না - সব জানে। 
  • জয় | ১৮ জুলাই ২০২৫ ০৫:২৭732518
  • আমার ঠাকুমা এক নিয়েন্ডালথ‍্যালের সঙ্গে হ‍্যান্ডসেক করেছিলেন। অবশ‍্যই উত্তরাখন্ডে। সেই অতিকায় নিয়েন্ডারথ‍্যাল অবশ‍্য তাঁকে কুব্রাহ্মণ  কমিউনিস্ট বলে ঈষৎ ভর্ৎসনা করেন। হেসে বলেন তোরা বড় ঢপ মারিস। বলে দেওয়ালের ক‍্যালেন্ডারের মধ‍্যে বিলীন হয়ে যান। 
  • . | ১৮ জুলাই ২০২৫ ০৬:১০732519
  • তেইশ নম্বর রাজার নামের অর্থ কী?
  • kk | 2607:fb91:1027:4e3c:b05a:312f:68b6:***:*** | ১৮ জুলাই ২০২৫ ০৬:৫৯732522
  • আপনাদের সবেতে বড় খুঁত ধরা স্বভাব! কী সুন্দর নামগুলি দিয়েছে সেটা অন্তত দেখুন? আমার তো অলংমিক নামটা দারুণ পছন্দ হয়ে গেছে। এছাড়াও ফবঙ্গশায়ী, ফমরচূড়, সনরচ্চী...আর কোথাও দেখেছেন এসব নাম?
  • &/ | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২৫ ০৭:০৪732523
  • ফঙ্গবেনে যখন বঙ্গদেশে শয়ন করেন, তখন সংক্ষেপে বলা হয় ফবঙ্গশায়ী। ঃ-)
  • . | ১৮ জুলাই ২০২৫ ০৭:৩২732524
  • আরেক রিমার্কেবল রিজেম্বলেন্স ধরা পড়ার মতো —বঙ্গদেশের রাজাদের ক্রনোলজি এখানেও রয়েছে। পালবংশের ঠিক পরেই সেনবংশ!
  • . | ১৮ জুলাই ২০২৫ ০৭:৩৬732525
  • পুরো লেখাটায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ সর্বত্র। সেই সঙ্গে বানান।
  • Ranjan Roy | ১৮ জুলাই ২০২৫ ১৬:০৫732541
  • ইতিহাস চর্চায় তথ্যসূত্র দেয়া এবং ক্রস চেক করা স্বীকৃত পদ্ধতি। নইলে যে যা বলবে সেটাই ইতিহাস।
    অমুকে শুনেছে, তমুকে দেখছে--তার মধ্যে কোন যুক্তি পরম্পরা নেই।
    তখন অনেক কিছু হত। গান্ধারীর একশ সন্তান হাঁড়ির মধ্যে চোখ ফুটে বেরোল।
     
    আমার পতিতপাবন বাবুকে দুটো প্রশ্নঃ
    ১ সমস্ত পুরাণে এবং প্রাচীন ইতিহাসে সবার হাতে মশাল, ঘরে মশাল আর কুলুংগীতে প্রদীপ জ্বলে।
    কিন্তু বাহন বলতে ঘোড়া আর হাতি। আর গাড়ি বলতে বলদে টানা শকট এবং ঘোড়ায় টানা রথ।
     
    --ইলেকট্রিসিটি এবং জ্বালানী তেলের ব্যবহার নেই কেন?
    ২ সূর্য পুবে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়! পৃথিবীটা যে চ্যাপ্টা নয় সেটা ওনারা জানতেন না?
    সুর্য এবং চন্দ্র গ্রহণে যে কোন রাহু কেতু নেই সেটা জানতেন না? রাহু ও কেতু নামে কোন গ্রহ নেই জানতেন না?  তাঁদের স্তোত্র পাঠ করে প্রসন্ন করতে হবে? 
     
    আর আপনার পূর্বপুরুষ কী দেখে কাউকে অশ্বত্থামাকে শনাক্ত করলেন? কোন যাত্রাদলের রঙমাখা কাউকে বলে থাকবেন তাই তিনি উত্তর না দিয়ে মুচকি হেসে কেটে পড়লেন। আচ্ছা, তখন তো ইংরেজ রাজত্ব; মহাবীর অশ্বত্থামা কী করছিলেন? 
     
    নিজের সন্তানদেরও এইসব শেখান নাকি? 
  • r2h | 165.***.*** | ১৮ জুলাই ২০২৫ ২১:১৭732548
  • ইয়ে, রঞ্জনদা, পতিতবাবুর মন্তব্যটা অনুমান করি ঈষৎ গালে জিহ্বা মূলক।
     
    • kk | ১৮ জুলাই ২০২৫ ০৬:৫৯
    • ...কী সুন্দর নামগুলি দিয়েছে সেটা অন্তত দেখুন? 
     
    তাই তো! এই ফরম্যাট খাবারের দোকানের মেনুর মত, তাই ডান দিকটাই মন দিয়ে পড়েছি, নামগুলো তত খেয়াল করিনি!
  • kk | 2607:fb91:1027:4e3c:2cea:dc9b:8918:***:*** | ১৮ জুলাই ২০২৫ ২১:৩৯732549
  • হুতো :-)
    আমি তো আবার যেসব দোকানে কোনোদিন খেতেও যাবোনা সেসব দোকানের মেনুরও ডানদিক গুলো খুব মন দিয়ে পড়ি। এসব হলো এক আলাদা ঘরানার সাহিত্য। কোনো খাবারের নাম পড়ে রোমাঞ্চে বুক দুরুদুরু করে, কোন নাম পড়ে চোখে জল আসবো আসবো করে, কোনো নাম পুলকের হিল্লোল জাগায়। বলে কিনা জগতে সাহিত্যের অভাব নেই, পড়তে জানতে হয় :-)
  • kk | 2607:fb91:1027:4e3c:2cea:dc9b:8918:***:*** | ১৮ জুলাই ২০২৫ ২১:৪৮732550
  • অ্যাঃ, বাঁ দিকগুলো মন দিয়ে পড়ি। মিসটেক মিসটেক!
  • &/ | 151.14.***.*** | ১৯ জুলাই ২০২৫ ০১:০৯732556
  • একবার দুর্বাসাকেও দেখা গিয়েছিল, তাঁর জটাপড়া দাড়ির গহন গভীর জটিলতার ভেতরে ভরতের ঝুমঝুমি রয়ে গিয়েছিল। ভরত কে বুঝলেন তো? দুষ্মন্ত আর শকুন্তলার পুত্র! দিদিমা মেনকা এই ঝুমঝুমিটা নাতির অন্নপ্রাশনের উপহার হিসেবে পাঠিয়েছিলেন দুর্বাসার হাতে! (তিনি নিজে ইন্দ্রসভায় নাচের অ্যাসাইন্মেন্টে ছিলেন, নাচের অনুষ্ঠান শেষ হতে হতে নাতি ষাট বছরের বুড়ো হয়ে যাবে, সময়ের গতি ওখানে আলাদা কিনা! )
  • হিজি-বিজ-বিজ  | 149.142.***.*** | ১৯ জুলাই ২০২৫ ০৫:০৪732557
  • রঞ্জন দা ,  সমাদ্দার বাবু সার্কাজম ই করলেন তো।  আরেকটা জিনিস লক্ষ্য  করার মত। দু দুখান পালবংশ আর একটি সেন বংশ রাজত্ব করেছে তাও খোদ উত্তরপ্রদেশে। এ হল মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী'র ঢপবাজী।  
  • হিজি-বিজ-বিজ  | 149.142.***.*** | ১৯ জুলাই ২০২৫ ০৫:১০732558
  • "ইন্দ্রসভায় নাচের অ্যাসাইন্মেন্টে ছিলেন, নাচের অনুষ্ঠান শেষ হতে হতে নাতি ষাট বছরের বুড়ো হয়ে যাবে, সময়ের গতি ওখানে আলাদা কিনা!"- মানে টাইম ডায়েলেশন ---তবে ?বললে হবে ?আইনস্টাইন শিখলে কোথা থেকে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন