এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  প্রশ্ন

  • মহাভারত কুইজ-১

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    প্রশ্ন | ০৯ জুন ২০২৫ | ৯৬১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মহাভারত কুইজ-১

    প্রশ্নমালাঃ

    ১) সত্যজিতের বিখ্যাত সাপের গল্পে আমরা খগম ঋষির নাম শুনেছি। এই ঋষির উপাখ্যান কোন পুরাণে আছে? কোন পর্বে?

    ২) "অহিংসা পরমোধর্মঃ" - এই মহাবাণী মহাভারতে কতবার বলা হয়েছে? কোন পর্বে? কোন উপাখ্যানে?

    ৩) সমুদ্রমন্থনে দড়ি আর মন্থনদণ্ড কী ছিল?

    ৪) পৃথিবীর ভার বহনকারী মহানাগের তিনটে নাম বলুন।

    ৫) শিবের এক নাম নীলকণ্ঠ; কেন?

    ৬) বিষ্ণুর বাহন গরুড়ের মাতাপিতার নাম? ওরা কয় ভাই?

    ৭) আজকাল অনেকের নাম রাখা হয় সুপর্ণ। এর মানে কী? পুরাণে এই উপাধি কাকে দেয়া হয়েছিল?

    ৮) সত্যবতীর পালক পিতা ধীবররাজ। আসল পিতামাতা কারা?

    ৯) সত্যবতীর নাম প্রথমে মৎসগন্ধা ছিল। পরে পরাশর মুনি যৌন সংগমে খুশি হয়ে বর দিলে গা থেকে মাছের আঁশটে গন্ধ দূর হল, উনি পদ্মগন্ধা এবং সত্যবতী হলেন। পরে লোকমুখে তাঁর আরও দুটো নাম হল। সেগুলো কী?

    ১০) মহাভারত রচয়িতা বেদব্যাসের পিতামাতা কারা? তাঁর জন্মসূত্রে প্রাপ্ত নাম কী? পরে বেদব্যাস নাম কেন হল?

    * উত্তরমালা আসবে দু'সপ্তাহ পরে। বিশে জুন তারিখে। ইতিমধ্যে আপনারা এই টইয়েই উত্তর লিখে পোস্ট করতে থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • কালনিমে | 103.244.***.*** | ০৯ জুন ২০২৫ ১৭:২৮745008
  • ৬) কাশ‍্যপ ও বিনতা । গরুড় এর এক দাদা ছিল -অরুণ জাতীয় কি যেন নাম তার যাকে তার মা সময়ের আগেই হ‍্যাচ করে মুশকিল বাধিয়েছিলেন।
    ১০)পরাশর ও সত‍্যবতী । দ্বীপে জন্মেছেন বলে দ্বৈপায়ন।
    ৩) মন্দার পর্বত ও শেষনাগ / অনন্তনাগ বিষ্ণুর
    ৫) সমুদ্র মন্থনে হলাহল ধারণ করে কণ্ঠ নীল হয়েছিল।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ জুন ২০২৫ ১৮:৩৪745009
  • ১) খগম মুনির অভিশাপের গল্প রুরু প্রমদ্বরার গল্পের সাথে কানেক্টেড। ধরে নিচ্ছি তাই ভার্গব পুরাণ হবে। মহাভারতের আদি পর্ব।

    ২)

    ৩) দড়ি হচ্ছে বাসুকি। মন্থন দন্ড মন্দার পর্বত

    ৪) শেষনাগ, অনন্ত, আদিশেষ

    ৫) সমুদ্র মন্থন থেকে ওঠা মহাবিষ হলাহল গলায় ধারণ করে।

    ৬) কাশ্যপ ও বিনতা। গরুড়ের বড়ো ভাই অরুণ। 

    ৭) সুপর্ণ মানে সুন্দর ডানা যার। এই উপাধি গরুড়ের।

    ৮) সত্যবতীর বাবা উপরিচর বসু, মা এক অপ্সরা

    ৯) সত্যবতীর অন্য নাম, যোজনগন্ধা, গন্ধবতী

    ১০) ব্যাসদেব এর বাবা মা - পরাশর ও সত্যবতী। জন্মসূত্রে প্রাপ্ত নাম কৃষ্ণ।

    বেদ বিভাগ করেছিলেন, তাই নাম বেদব্যাস।
  • kk | 172.56.***.*** | ০৯ জুন ২০২৫ ১৮:৪০745010
  • বাঃ, খুব ভালো টই হয়েছে। চলুক চলুক।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ জুন ২০২৫ ২০:৫৯745012
  • হ্যাঁ টই খুব ভালো হয়েছে। তবে জবাবের জন্য কুড়ি তারিখ অব্দি হাপিত্যেস করে বসে থাকতে হবে এটা খুব মুশকিল। 
    তবে এই ধরণের প্রশ্নের জন্য সার্ভে মাঙ্কি বা গুগল ফর্ম ধরণের ফর্ম বানালে মনে হয় উত্তর জমা দিতে সুবিধা হবে। বলে দেওয়া হল যে এই দুদিন সময় দেওয়া হল উত্তর জমা দিতে। 
     
    তবে ভাটে রঞ্জনদা বোধয় বলছিলেন মহাভারতের বিভিন্ন ঘটনার ফিলসফিকাল দিক নিয়ে আলোচনা হবে। আমি সেটাতে আরো বেশি আগ্রহী। 
  • :|: | 2607:fb90:bdc2:f34:a575:69be:78e3:***:*** | ০৯ জুন ২০২৫ ২১:১১745013
  • দশনং-এর উত্তরে জানতুম কালো গায়ের রং বলে কৃষ্ণ নাম। দেখতে বীভৎস ছিলেন বলেই তো ধৃতরাষ্ট্রের মা চোখ বুজে ফেলেছিলেন ভয়ে। 
    আর চারনং সম্পর্কে বাসুকি নামটিও কি আসার কথা নয়? 
    আদি, বন, এবং অনুশাসন তিন পর্বেই আছে অহিংসা ইত্যাদি। এই প্রশ্নের উত্তর গুগলিয়ে পুরোটাই পেয়েছি। কিন্তু  টুকলি কি গ্রাহ্য হবে?  
  • Ranjan Roy | ০৯ জুন ২০২৫ ২১:১৯745014
  • চলবে l
     
    ঠিক আছে l
    উত্তর মালা পরশু l বুধ বার 
  • ফেলু | 2401:4900:5d96:b6f1:f0fd:3bff:fe64:***:*** | ০৯ জুন ২০২৫ ২২:০৩745015
  • ‘জয়দ্রথ কে ছিল?’
     
    ‘দুর্যোধনের বোন দুঃশলার স্বামী।’
     
    ‘আর জরাসন্ধ?’
     
    ‘মগধের রাজা।’
     
    ‘ধৃষ্টদ্যুম্ন?’
     
    ‘দ্রৌপদীর দাদা।’
     
    ‘অর্জুন আর যুধিষ্ঠিরের শাঁখের নাম কী?’
     
    ‘অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠিরের অনন্তবিজয়।’
     
    ‘কোন অস্ত্র ছুঁড়লে শত্রুরা মাথা গুলিয়ে সেমসাইড করে বসে?’
     
    ‘ত্বাষ্ট্র।’
  • কালনিমে | 103.244.***.*** | ০৯ জুন ২০২৫ ২২:০৯745016
  • তবে Indian mythology, including ramayan, mahabharat wikipedia তে বেশ ভালো ভাবেই আছে- কিন্তু বই বা টিকা হিসেবে নেই যদিও । নৃসিংহ প্রসাদ ভাদুরীর ফিলসফিকাল ইন্টারপ্রিটেশন গুলো বেশ ভালোই ।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ জুন ২০২৫ ২২:৫৮745018
  • চতুর্ভুজ, আমি দ্বৈপায়ন আর কৃষ্ণ দুটো নাম নিয়েই ভাবছিলাম। শেষমেষ কৃষ্ণটা মনে হল, আমি নিশ্চিত নই, ভুল হতে পারে।
     
    কিন্তু শেষনাগের নাম বাসুকি হবে কেন? 
  • :|: | 2607:fb90:bdc2:f34:1d14:90ff:def9:***:*** | ১০ জুন ২০২৫ ০৫:১৬745020
  • শেষনাগের নাম বাসুকি নয় তো। সাপেদের রাজা বাসুকি। তিনিই ভলান্টিয়ার হয়েছিলেন সমুদ্রমন্থন প্রোজেক্টে। রিসেন্টলি তো পড়িনি ছোটো বেলার শোনা বা পড়া থেকে মনে করে বলছি। বাসুকীর মাথায় পৃথিবী রাখা আছে। মাঝে তো ওনার মাথা চুলকায়। তখন উনি মাথা নাড়লেই ভূমিকম্প হয়। আর উনিই বসুদেবের মাথায় ফণা দিয়ে ছাতা ধরেচিলেন কৃষ্ণ জন্মের পর যমুনা পার হবার সময়। 
    আদি শেষ বা শেষনাগ বা অনন্তনাগের উপর বিষ্ণু শুয়ে থাকেন। সে ভলান্টারি দড়িবাজি করতে গেলে চলবে কেন? বিষ্ণু ভগবান কি ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন? 
    তো এইসব বিচার বিবেচনা করে আমার সামহাউ বাসুকীর নামটিই মনে থেকে গেছে মন্থনের দড়ি হিসেবে।  
  • :|: | 2607:fb90:bdc2:f34:1d14:90ff:def9:***:*** | ১০ জুন ২০২৫ ০৫:১৯745021
  • নয়নং প্রশ্নের উত্তর যোজনগন্ধা আর পদ্মগন্ধা। গন্ধবতী শুনি নাই। 
    হঠাৎ মনে পড়লো একটি উপন্যাসের নাইকার নাম ছিল যোজনগন্ধা জোয়ারদার। এতো ভালো লাগতো নামটি! 
  • :|: | 2607:fb90:bdc2:f34:1d14:90ff:def9:***:*** | ১০ জুন ২০২৫ ০৫:২৬745022
  • যেহেতু টইকত্তা দেখে লেখায় সম্মতি দিয়েছেন তাই দুইনং-এর উত্তরে এই লিংটিই পোস্টাই 
  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২৫ ০৫:২৭745023
  • তখন উনি শুয়ে ছিলেন না । কূর্ম অবতার  হয়ে  মন্দর পর্বতকে পিঠে রেখেছিলেন , নইলে  নিচে  কাদায়  মন্থন দণ্ড রূপী মন্দর আটকে যাচ্ছিল 
  • :|: | 2607:fb90:bdc2:f34:1d14:90ff:def9:***:*** | ১০ জুন ২০২৫ ০৫:৩৭745024
  • ২২টা ৫৮- কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসই তো ওনার জন্ম নাম ছিল। তারপর বেদবিন্যাস করার পর কর্ম নাম হলো বেদব্যাস। 
    তিনি আষাঢ় ​​​​​​​মাসের ​​​​​​​পূর্ণিমাতে জন্মেছিলেন। ​​​​​​​প্রচুর শিষ্যটিশ্য ছিলো। নইলে বেদের প্রোজেক্টই বলুন বা মহাভারত বা ভাগবত -- এতো পাবলিকেশন জাস্ট ইম্পসিবল। সে গণেশের মতো স্টেনোগ্রাফার পেলেও খুবই কঠিন ব্যাপার। তারপর আবার ব্রহ্মসূত্র লেখা! গুরুদেব মানুষ। তাঁর ​​​​​​​জন্মতিথিতেই ​​​​​​​হিন্দুদের ​​​​​​​গুরুপূর্ণিমা পালন ​​​​​​​হয়ে আসছে ​​​​​​​যুগযুগ ​​​​​​​ধরে। 
    ব্যাস ... এইটুকুই। 
  • :|: | 2607:fb90:bdc2:f34:1d14:90ff:def9:***:*** | ১০ জুন ২০২৫ ০৫:৪১745025
  • পাঁচটা সাতাশের কথায় যুক্তি হ্যাজ। 
    কিন্তু ... কিন্তু তিনি যদি তখন কূর্ম অবতারেই থাকেন তবে মন্থনের সময় যেই মালক্ষ্মী উঠে এলেন তখন তাঁকে বিয়ে করলেন কী করে? 
  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২৫ ০৫:৪৬745026
  • একটা জিনিস খেয়াল করলেন? পরাশর ছোট্টো দ্বৈপায়নকে সঙ্গে নিয়ে গিয়ে সম্পূর্ণ সিঙ্গল ফাদার হিসেবে তাকে পালন করলেন। সত্যবতীকে সন্তানপালনের কোনো দায়িত্ব দেন নি, সেই ব্যাপারে কোনোরকম প্রস্তাব পর্যন্ত দেন নি। সত্যবতী অনেকটা সারোগেট মাদারের মতন শুধুমাত্র গর্ভধারণ ও জন্মদান করেন। ( হয়তো শর্ত সেইরকমই ছিল। অপ্সরারাও সন্তান পালন করতেন না, মুনিঋষিরাই হয় নিজেরা সিঙ্গল ফাদার হয়ে করতেন, নয়তো দত্তক দিতেন। )
  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২৫ ০৫:৪৮745027
  • মন্থন তখন শেষ হয়ে গিয়েছিল না? লক্ষ্মী যখন উঠলেন?
  • :|: | 2607:fb90:bdc2:f34:1d14:90ff:def9:***:*** | ১০ জুন ২০২৫ ০৫:৫১745028
  • না মনে হয়। অমৃত উঠলে পরে মন্থন শেষ হবার কথা। অমৃত তো সব শেষে উঠেছিলো বলে মনে হচ্ছিলো। এখন আর গুগলাতে ইচ্ছে করছে না। 
  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২৫ ০৫:৫৬745029
  • বেদ বিভাজন করে বেদব্যাস হলেন। ব্যাস কথাটা ওই বিভাজন থেকেই। আগে নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। ( ডাকনাম কালুয়া। ঃ-) )
  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২৫ ০৫:৫৯745030
  • অমৃত কলস নিয়ে লক্ষ্মী উঠলেন না ? নাকি অন্য কেউ? ধন্বন্তরি ? (যাই হোক,  কূর্ম থেকে মোহিনীও হয়ে গেলেনউনি  )
  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২৫ ০৬:০২745031
  • বিষ্ণু একই সঙ্গে বিভিন্ন অবতার রূপে থাকতে পারেন বলেই মনে হয়। পরশুরাম আর রামচন্দ্র যেমন। দেখাও হয়েছিল ওঁদের। রামচন্দ্র যখন বাকী তিন ভাইকে নিয়ে ( চার ভাইয়েরই সঙ্গে সদ্যবিবাহিতা পত্নীরা ) অযোধ্যায় ফিরছেন মিথিলা থেকে।
  • kk | 172.56.***.*** | ১০ জুন ২০২৫ ০৬:০৬745032
  • অমৃত ওঠার পরেও মন্থন চলেছিলো না? হলাহল তো তখনই উঠলো। নয়? অমৃত তো ধন্বন্তরীই নিয়ে উঠেছিলেন মনে হয়।
    এই টইতে প্রশ্ন কি শুধু রঞ্জনদাই করতে পারবেন? না হলে আমার একটা প্রশ্ন রইলো -- বাসুকির দাদার নাম কি ছিলো?
  • অরিন | 119.224.***.*** | ১০ জুন ২০২৫ ০৬:০৯745033
  • আদিপর্ব দিয়ে শুরু করেছেন ভালো লাগলো।
     
    খগম ঋষির কাহিনী আদিপর্বের পঞ্চম অধ্যায়ে রুরু প্রমদ্বরা ডুন্ডুভ আখ্যানে লিখেছেন, যেখানে ঋষি সহস্রপাত খগম ঋষির সঙ্গে খুনসুটি করতে গিয়ে বেচারা ঢোঁড়া সাপে পরিণত হন এবং সেই অবস্থা থেকে রুরু তাঁকে উদ্ধার করেন। 
    মোটামুটি সব উত্তরই দেখছি রমিত দিয়ে দিয়েছে, ২ নম্বর প্রশ্নের  উত্তর, অহিংসা পরমধর্ম এই উপদেশ ও আদিপর্বে প্রথম দেখা যাচ্ছে, সহস্রপাত ঋষি রুরুকে নিজের পূর্বরূপ ফিরে পেয়ে দিয়েছিলেন। মন্দার পর্বত মন্থনদণ্ড এবং নাগরাজ বাসুকি বা অনন্তনাগ ছিলেন তার দড়ি। পৃথিবীর ভার বহনকারী মহানাগ একজনই - তাঁরই তিনটি nam: অনন্ত (নাগ), বাসুকি, শেষনাগ আদিপর্বের অষ্টম পরিচ্ছেদে রয়েছে (পৃষ্ঠা ১৯)। 
  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২৫ ০৭:২৮745035
  • একটা আখ্যানে পড়েছিলাম বাসুকির দাদা অর্থাৎ কিনা জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন মহা ন্যায়বান পুন্যবান বিবেকবান শেষ নাগ ( এঁরই কি অন্য নাম আদি নাগ? লোকে তাই কনফিউজড হয়ে বলে আদি না শেষ? নাকি অনন্ত নাগ? ঃ-) )। এই শেষনাগ দাদা নিজের ভ্রাতাদের (সবাই না, সম্ভবত বাসুকি আর অন্যান্য ক'জন বাদ )নানাবিধ অত্যাচার ও অন্যায় কর্মকান্ডে খুব রেগে গিয়ে বাড়িঘর ছেড়ে তপস্যা করতে চলে যান, তপস্যায় ব্রহ্মা (অথবা অমনই কেউ) এসে বর দিতে চাইলে মৃত্যুরূপে মুক্তি চান আর বলেন পরলোকেও অন্যায়কারী ভাইদের সঙ্গে থাকতে চান না। তাকে যেন অন্যত্র রাখা হয়। ব্রহ্মা বর দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই, অন্যায়কারী ভ্রাতাদের সঙ্গে থাকতে হবে না। শেষনাগ পাতালে চলে গিয়ে গিয়ে চঞ্চল বসুন্ধরাকে নিজের শিরে ধারণ করে স্টেবল করে রাখবে।
    ( ভালো ভাইগুলো বেশিরভাগই সর্পযজ্ঞে আগুনে গেল, কেউ কেউ বেঁচে গিয়েছিল কারণ আস্তিক এসে পড়ে তিষ্ঠ বলে যজ্ঞ থামিয়ে দিল। আর যে নাগ ভাইরা অন্যায় করেছিল? তারা তো আর শাপগ্রস্ত হয় নি, তাই তারা আগুনে পড়ে নি। কিন্তু কী হল তাদের? )
  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২৫ ০৭:৩৮745036
  • অনেকেই কাশ্যপ বলছেন, কিন্তু সেই লোকের নাম কশ্যপ। কশ্যপ আর বিনতার পুত্র গরুড়। আগে আর একটি পুত্র হয়েছিল, তবে সে সম্পূর্ণ তৈরী হয় নি, তাই চলে গেল। তার নাম অরুণ, সে সূর্যের সারথী।
    কশ্যপ আর কদ্রুর সন্তান হল নাগগণ। শত শত সন্তান।
    (একই কশ্যপের এত অজস্র স্ত্রী, আর অগণ্য নানা জাতীয় সন্তান! কশ্যপ আর অদিতির সন্তানরা আদিত্য, কশ্যপ আর দিতির সন্তানরা দৈত্য। )
  • kk | 172.58.***.*** | ১০ জুন ২০২৫ ০৭:৫০745037
  • বাসুকির আরেক দাদা ছিলেন বাসুনেমি। ইনি খুব শিল্পবোধ সম্পন্ন সাপ ছিলেন। রাজা উদয়নকে স্পেশ্যাল এক বীনা, কখনো শুকোয়না এমন ফুলের মালা এইসব দিয়েছিলেন।
  • :|: | 2607:fb90:bdc2:f34:1d14:90ff:def9:***:*** | ১০ জুন ২০২৫ ০৮:০৫745038
  • কশ্যপ স্পার্ম ডোনার টাইপ ছিলেন মনে হয়। কৃষ্ণ দ্বৈপায়ণ যেমন বই পয়দা করতেন ইনি তেমন সন্তান জন্ম দিতেন। লোকবল জ্ঞানবল সব রকমই তো দরকার নাকি! 
    বাসুনেমি সম্পর্কে জান্তুমনা। ধন্যবাদ ৭টা ৫০। 
  • &/ | 107.77.***.*** | ১০ জুন ২০২৫ ০৮:৪০745039
  • বাসু নেমির  কথা  প্রথম  শুনলাম , এটা কোথায়  আছে ?  উদয়ন  মানে  কি  বৎস রাজ  উদয়ন ?
  • Ranjan Roy | ১০ জুন ২০২৫ ০৮:৪৪745040
  • জমে গেছে। জমে গেছে।  ঠিক যেমনটি চাইছিলাম। 
     
    কেকে 
    দেখুন, ভাটে আমার প্রস্তাবনায় স্পষ্ট করে দিয়েছি যে আমি কোন হনু নই। অন্য সবাই প্রশ্ন করতে পারেন।
     
    কুইজ খালি আলোচনা এবং বিতর্ক উস্কে দেয়ার মাধ্যম, উপলক্ষ মাত্র, শেষ কথা নয়।
    আমি খালি রাজশেখর বসুর  'সারানুবাদ' অবলম্বন করে হাল ধরে গলুইয়ে বসে থাকব।
    অন্যেরা বৈঠা না ধরলে, দাঁড় না বাইলে নৌকো এগোবে না।
     
    এমনকি আমার উত্তরমালা পোস্ট হওয়ার পরেও কথা চলতে পারে। তাই প্রত্যেক বার আলাদা টই।
     
    আমার তো অল্পে মন ভরে না। কম সে কম কুড়িটি টই করব।
     
    চতুর্ভুজ, 
    ভাল লিংক দিয়েছেন।
    এই প্রশ্নে একটা গ্রুপ প্রচার চালাচ্ছে যে মহাভারতে এবং গীতাতে নাকি বলা আছে যে অহিংসা পরমো ধর্ম বটে, কিন্ত ধর্মরক্ষার জন্য  হিংসা আরও বড়।
    জনৈক স্বামী নিত্যানন্দ আবার একটি কাল্পনিক সংস্কৃত শ্লোকও কোট করছেন।
    যথারীতি অধ্যায় ও শ্লোক সংখ্যা বলা নেই। 
     
    কারণ, পুরোটাই ফ্রড।
    এ নিয়ে উত্তর মালায় আলোচনা করব।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন