এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মারাঠা নিম্ন বর্ণের মানুষ কেন শম্ভাজি মহারাজের ফ্যান

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১০ মার্চ ২০২৫ | ৫৭৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • কাল আনন্দবাজারে শম্ভাজিকে নিয়ে লেখাটা আমার ভালো লাগে নি। শিবাজি যে সামাজিক পরিস্থিতির ফসল তার কোন প্রতিফলন নেই। আর শম্ভাজিকে নিয়ে একান্ত ভাবে মারাঠা ব্রাহ্মণ ন্যারেটিভ নির্ভর। ওই ন্যারেটিভের সম্পূর্ণ বিপরীত একাধিক জনপ্রিয় নিম্নবর্ণের ন্যারেটিভ আছে। শিবাজির আদর্শায়িত প্রতিরূপ সর্বজনমান্য কিন্তু শম্ভাজিকে নিয়ে বিতর্ক আর তাঁর খ্রিস্টসুলভ রেসারেকশন এই দুই বিপরীত ন্যারেটিভের ফসল। মাহার-দলিত বা ওবিসি ন্যারেটিভ বলে তাদের স্ব স্ব প্রতিনিধিরা ব্রাক্ষ্মণ ষড়যন্ত্রে ধরা পড়া ও টুকরো করে কাটা শম্ভাজির দেহটাকে জুড়ে দাহ করেছিল। আসলি দাবীদার কে সে নিয়ে মাহার আর শিভালে পাতিলদের মধ্য দাঙ্গা লেগে যায়। তাই ব্রাহ্মণ ন্যারেটিভের বিপ্রতীপে মহারাষ্ট্রের আম আদমির সমাজ মনস্তত্ত্বে শম্ভাজির রেসারেকশন যুগে যুগে হয়ে চলবে। তারা সেই রেসারেকশনের সঙ্গে নিজেদের অস্তিত্বকে আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছে যে । এই লেখায় তার একটা ছোট্ট উল্লেখ আছে বটে কিন্তু ব্রাক্ষ্মণ ন্যারেটিভ তাড়িত আনন্দবাজারের লেখা কিছুতে এর মর্ম বুঝতে পারেনি। মারাঠা অস্মিতা এখনও বাংলায় বর্গী হানার স্মৃতি জাগরুক এক উপাদান হয়েই থেকে গেল। আম মারাঠির শম্ভাজি উন্মাদনা বুঝতে কমেন্টের এই লেখাটা পড়তে পারেন ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PRABIRJIT SARKAR | ১০ মার্চ ২০২৫ ০৮:২৩541575
  • আনন্দ বাজারের লেখাটার লিঙ্ক দিলে ভাল হয়।
  • MP | 2409:4060:2d04:cdd8:5b4d:d99e:5ef7:***:*** | ১০ মার্চ ২০২৫ ০৯:২০541577
  • @উপল বাবু , অনেক ধন্যবাদ আপনাকে l তবে আপনি মারাঠি অস্মিতা আর বাংলায় বর্গী আক্রমণ ব্যাপারটা তুলে বর্গী আক্রমণকে নিযে কি বোঝাতে চাইছেন বুঝতে পারলামনা l একটু বিস্তার করে বলবেন প্লিজ l 
  • upal mukhopadhyay | ১০ মার্চ ২০২৫ ০৯:৩৬541578
  • @MP বর্গী  আক্রমণে র  স্মৃতিতাড়িত  বাঙালি  শম্ভাজিকে  বদখদ  দেখানোর  ব্রাহ্মণ  ন্যারেটিভে  বিশ্বাস  করে  মনেপ্রানে । উদাহরণ  যদুনাথ  সরকারের  শম্ভা জি  মূল্যায়ন ।
  • MP | 2409:4060:2d04:cdd8:5b4d:d99e:5ef7:***:*** | ১০ মার্চ ২০২৫ ১০:১১541580
  • @উপল বাবু , খুবই ইন্টারেষ্টিং l কিন্তু বর্গী আক্রমণ তো পেশোয়া আমলে হয়েছিলো l আমার ধারণাতে মারাঠী সাম্রাজ্য কয়েকটা পিরিয়ডে বিভক্ত l প্রথমে শিবাজী আর তার দুই সন্তান সম্ভাজি আর রাজারাম যেটি ১৭০০ সালে শেষ হোচ্ছে রাজারামের মৃত্যু দিয়ে l তারপরে গৃহযুদ্ধ পিরিয়ড যেখানে শিবাজি পুত্রবধূ তারা বাই আর শিবাজীর নাতি সাহাজির ছত্রপতি গদীর জন্যে গৃহযুদ্ধ ও সবশেষে চিতপাওয়ান ব্রাহ্মণ বালাজী বিশ্বনাথের হাতে ছত্রপতি বংশ গদিচ্যুত হয়ে ব্রাহ্মণ পেশোয়ার হাতেই ক্ষমতা চলে যায় l বর্গী আক্রমণ তো পেশোয়া আমলেই হয়েছিলো l কাজেই আমরা বাঙালীরা কি তাহলে শূদ্র ছত্রপতি বংশ কে দোষ না দিয়ে বর্গী আক্রমণের দোষ ব্রাহ্মণ পেশোয়াদের দেব ? কি বলেন ? 
  • MP | 2409:4060:2d04:cdd8:5b4d:d99e:5ef7:***:*** | ১০ মার্চ ২০২৫ ১০:৩২541581
  • @উপলবাবু ,  মারাঠা শাসকদের নিয়ে আরো একটা বিষয় আমার ভীষণ ফাস্সিনেটিং লাগে l শিবাজী সম্ভাজি রাজারাম এমনকি পেশোয়ারাও যেমন বাজিরাও নানাসাহেব মাধব রাও সবাই খুব কম বয়সেই মারা গেছেন এবং প্রায় সবাই ক্ষয়রোগে ! অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আলমগীর প্রায় ৯১ বছর বেঁচে থাকলেন l এর কারণ কি ? মারাঠা শাসকেরা সবই টপাটপ খসে গেলেন আর আলমগীর কি করে কোন লাইফস্টাইল নিয়ে এত বছর বেঁচে গেলেন ? আপনি এক্সপার্ট আপনি কি বলেন ?
  • upalm61@gmail.comu | 150.107.***.*** | ১০ মার্চ ২০২৫ ১৪:২০541584
  • surprise
  • PRABIRJIT SARKAR | ১০ মার্চ ২০২৫ ১৬:০৫541585
  • আপনার আগের লেখাটি ও পড়েছি। বর্গী আক্রমণ নিয়ে অল্প শুনেছিলাম। আপনার লেখা পড়ে পুরো ব্যাপারটা সুস্পষ্ট হল।
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৫ ০১:১৫541594
  • একানব্বই বছর? বাপরে!!!! এ তো বিরাট দীর্ঘজীবী! পিকক থ্রোনের বইটায় আছে আওরঙ্গজেব নাকি বলতেন, "আরে এইসব রাজত্বে টাজত্বে আমার কিছু আসে যায় না। আমি তো ফকীর! দরকার হলে ঝোলা উঠিয়ে কালই রওনা দেব তীর্থে। নেহাৎ ন্যায়ত ধর্মত রাজ্যপালন করতে হবে তাই আছি। নইলে আমার টুপি সেলাই করেই অন্নসংস্থান হয়ে যায়।" অর্থাৎ ষড়যন্ত্রসংকুল গেম অব থ্রোনের একদম ভিতরে থেকেও লোকটা ছিলেন কুল! ঠান্ডা মাথা।
  • MP | 2401:4900:733a:d7ea:d9f9:a8e4:29c2:***:*** | ১১ মার্চ ২০২৫ ০১:৩৭541597
  • @&/, আলমগীর শুধু মুঘল বা মারাঠা শাসকদের মধ্যেই সবথেকে বেশী দিন বাঁচেননি , মধ্যযুগের এশিয়ার যে তিনটি বৃহৎ সাম্রাজ্য ছিলো অর্থাৎ দক্ষিণ এশিয়ার মুঘল , পারস্যের সাফাভি এবং তুর্কি অটোমান তাদের শাসকদের থেকেও আলমগীর দীর্ঘজীবী ছিলেন l উনিই যাকে বলে একেবারে আল্টিমেট সারভাইভার l এটা আমার ভীষণ অদ্ভুত ব্যাপার লাগে l 
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৫ ০২:২৬541599
  • ছোটোবেলা যখন শাহজাহানের চার ছেলের নাম শুনেছিলাম দারা সুজা মুরাদ আওরঙ্গজেব, তখন আর কিছু না শুনেও মনে হয়েছিল আরে নামগুলো শুনেই তো বোঝা যায় কে বসবে গদীতে। ভারিক্কী নাম বলতে তো একটাই। ঃ-) (তবে সম্ভব্ত রাজ্যাভিষেকের পর সিরিয়াস কোনো নাম নিতেন এঁরা, আওরঙ্গজেব যেমন আলমগীর নাম নেন। দারা রাজত্ব পেলে হয়ত নাম নিতেন ওরকম কোনো কিছু)
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৫ ০২:৩৭541600
  • মুঘলদের যা গেমস অব থ্রোন তা নিয়ে সত্যি সত্যি সেরকম সেরকম সিরিয়াল তৈরী হলে তার তুলনায় ওই জন স্নো ইত্যাদিদের গল্প পানসা লাগবে। তবে ভালো লেখক ও চিত্রনাট্যকার দরকার, ইতিহাসের নানা আকরগ্রন্থ নিয়ে কাজ করতে হবে আর সঙ্গে সঙ্গে সেইসময়কার বাকী দুনিয়ায় কী চলছিল, সেইসবও হিসেবে রাখতে হবে।
  • upal mukhopadhyay | ১১ মার্চ ২০২৫ ০৮:৫৫541604
  • @&সিরিয়াল বলতে আমার চোখে ভাসছে শাহজাহানের মধ্য এশিয়া অভিযানের কথা। প্রথমে মুরাদকে পাঠানো হলো। তারপর জিতেও তিনি ওখান থেকে পালিয়ে আসেন। তারপর ঔরঙ্গজেবকে পাঠানো হয়। তিনি অনেক লড়াই জিতেও উজবেগদের গেরিলা আক্রমণের সামনেওদের সঙ্গে জোড়া তাপ্পি দিয়ে চুক্তি করে স্ট্র্যাটেজিক রিট্রিট করছেন। শীত আসছে। হিন্দুকুশের ঠাণ্ডা। ঔরঙ্গজেবের আগুয়ান বাহিনী কাবুল চলে এলো। মাঝে বাহাদুর খান ইত্যাদিরা পার হচ্ছেন। শেষের দিকে হাজার হাজার সেনার বেশ কিছু গিরিবর্ত্মের পথেই ঘোড়া উট হাতি নিয়ে ঠাণ্ডায় জমে পড়ে রইল। এসব যুদ্ধের বর্ণনা যদুনাথের হিস্ট্রি অফ ঔরঙ্গজেবে ,যা মূলত ফার্সি সোর্স নির্ভর , ব্যাপক আছে। পাঁচ খণ্ডের বই। কিনে ফেলুন। 
  • upal mukhopadhyay | ১১ মার্চ ২০২৫ ০৯:০৫541606
  • @উপল বাবু , তা আম মারাঠী অস্মিতা এই প্রাচীন স্থাপত্য ভাঙার ব্যাপারে কি বোলে ?
    মারাঠি অস্মিতা হিন্দুত্বের  হাতে  ছিনতাই  হচ্ছে ।তাবলে  মারাঠি  অস্মিতার  গোটাটাই  ত্যাজ্য  হতে  পারে  না ।কারণ  মারাঠি  অস্মিতার  কোরে  আছে  নিম্ন  বর্গের  উত্থানের  গাঁথা ।সেটা  বাদ  দিলে  ব্রাহ্মণ্যবাদী  খোলসটাই  পড়ে  থাকে  বিজেপি  সেটাই  চায় ।শিবাজী  কে  , তিনি  কাদের  এটাই  মূল  প্রশ্ন ।
  • upal mukhopadhyay | ১১ মার্চ ২০২৫ ১২:১৮541613
  • এখানেই মহাত্মা ফুলে বা শহীদ গোবিন্দ পানসারের গুরুত্ব ।গোবিন্দ পানসারের বই- শিবাজী কে  ? সকলের কাছে আবেদন বইটা পড়ুন ও পড়ান ।
  • অয়নেশ | 2402:3a80:4300:73cf:178:5634:1232:***:*** | ১১ মার্চ ২০২৫ ১৩:৪২541614
  • আবাপের লেখা পড়িনি। পানসারের লেখা পড়েছি। তবে উপলবাবুর কাছে অন্যভাবে প্রাসঙ্গিক একটা প্রশ্ন রয়েছে। ১৭৭০ এর দুর্ভিক্ষে সম্ভবত সবচেয়ে বড় সংখ্যায় জন্যসংখ্যার যে অংশটি ধ্বংস হয়েছিলেন তাঁরা হলেন বাংলা বিহারের নিম্নবর্গ। তাঁদের মধ্যে আবার সবচেয়ে উল্লেখযোগ্য সুতোকাটুনি ও তাঁতিরা। তার একটা বড় কারণ তাঁদের রিজার্ভের অভাব। আবার মাত্র বিশ বছর আগের বর্গী হানার সময় বড় অংশে যাঁরা ধ্বংস হয়েছিলেন তাঁরাও এঁরাই। এই বর্গী হানা আর ১৭৭০এর মধ্যে কতটা যোগাযোগ রয়েছে এ ব্যাপারে উপলবাবু আলোকপাত করলে ভালো হয়। 
  • MP | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৫ ১৫:৫৫541617
  • পুরোনো টই কে অনেক ধন্যবাদ |
     
    অয়নেশ আপনার এরোন বুশনেলের উপরে লেখাটা ভালো হয়েছিলো খুব | আরো লিখলেন কিছু এর মধ্যে ? আচ্ছা বাংলার এই যে দুর্ভিক্ষের কথা বলছেন এটাই কি সেই কুখ্যাত ছিয়াত্তরের মন্বন্তর ? এর কথাই কি লেখা আছে বঙ্কিমের আনন্দমঠে ? 
     
  • MP | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৫ ১৬:০৪541619
  • @উপল বাবু , আপনার মুঘলদের মধ্য এশিয়া আক্রমণের পরিকল্পনার যে ছবিটা এঁকেছেন সেটা OTT সিরিয়াল হলে অসাধারণ হবে | আচ্ছা একটা কথা জাহাঙ্গীর আর শাহজাহান কান্দাহার আর মধ্য এশিয়া কেন দখল করতে গেলেন ? হুমায়ুনের আমলে তো পারস্যের সাফাভী বংশের সঙ্গে মুঘলদের বেশ ভালোই সম্পর্ক ছিলো | তাহলে সাফাভীদের থেকে  কান্দাহার আর মধ্য এশিয়া দখলের ইচ্ছা কেন হলো ? ওই আক্রমণ করতে গিয়েই তো কোষাগার শূন্য হয়ে গেলো যেটা আলমগীর সারা জীবন যুদ্ধ করেও ভরতে পারলেননা !
     
    আলমগীরের জীবনটা পুরোটাই নিয়ে সিনেমা বা OTT তৈরী হতে পারে | আলমগীর আর দারা পাশাপাশি বড় হচ্ছে একসঙ্গে সেখান থেকে তাদের যুদ্ধ এটাও দেখতে চাই | দুই ভাইকে জাহাঙ্গীরের কাছে একসাথে শাহজাহান জিম্মি রাখছেন সেখান থেকে আলমগীরের গদীতে বসা একটা সিসন | আলমগীরের গদীতে বসবার পর থেকে মৃত্যু পর্যন্ত আরেকটা সিজন | 
     
     
  • MP | 115.187.***.*** | ১১ মার্চ ২০২৫ ১৬:১৪541620
  • @উপল আরেকটা ব্যাপার বলুন তো | আকবর জিজিয়া কর তুলে নিয়েছিলেন কিন্তু ফিরিয়ে এনেছিলেন প্রথমে কে ?শাহজাহান নাকি আলমগীর ?
  • Upalm61@gmail.com | 116.193.***.*** | ১১ মার্চ ২০২৫ ২১:১৭541623
  • @পুরোনো টই 
    শিবাজীর  চিঠিতে  অনেক  তথ্যগত  বিভ্রান্তি  আছে  যেমন  জিজিয়ার  ব্যাপারে  বলা  হয়েছে  তা  ব্রাহ্মণদের  কাছ  থেকে  তোলা  হতো ।কথাটা  ঠিক  নয়  ।. তুকারামের  আভাঙে  ব্রাহ্মণদের  মোঘল  আর  বিজাপুর  কোর্টের  পেয়ারের  লোক  বলে  গাল  পাড়া  আছে ।সেটা  শাজাহানের  সময় ।আর  জাহাঙ্গীর  তো  হাবশি সহ  মারাঠাদের  প্ৰতি  জাতি  বিদ্বেষী  ছিলেন ।বরং  আলমগীর  নিজে  ছোটবেলা  থেকে  মারাঠা  সঙ্গ  বা  হাবশি  সঙ্গ  করেছেন ।তাঁর  মহলের  গুরুদায়িত্বে  ছিলেন  জনৈক  আহমদনগরের হাবশি জেনারেল   যাঁকে  হাবশ খান  উপাধি  দেওয়া  হয় ।এটা  জাহাঙ্গীরের  আমলে অকল্পনীয়  ছিল ।সত্যি  বলতে  শিবাজীর  মারাঠা  রাষ্ট্র  আর  মারাঠা হাবশি সিদ্দি বা  নায়েকদের  মতো  সব  ধরণের  দাখানি  সামরিক  শক্তির  সঙ্গে আঁতাত  করতে   দক্ষ  আলমগীরের  লড়াই আর  বিজাপুর  গোলকোন্ডার সঙ্গে  দুপক্ষেরই  অম্ল মধুর  সম্পর্ক  সময়ের জটিল রাজনৈতিক বিন্যাসের  মূল  ব্যাপার ।  খুবই  জটিল  ও  ডায়নামিক ।
  • Upalm61@gmail.com | 116.193.***.*** | ১১ মার্চ ২০২৫ ২১:২৭541624
  • সেই  প্রক্রিয়ায়  কখনো  মোঘল  মারাঠা  সহ  আঁতাতের  সব  ধরণের  পারমুটেশন  কম্বিনেশন  দেখা  যায়  ১৬৮০ শেষ  দিক  অবধি ।তারপর  মোঘল  আর  মারাঠা  বাইনারি  হয়ে  যায় ।এখনকার  হিন্দুত্ববাদী  প্রোপাগান্ডা  মুভি  দেখলে  মনে   প্রথম  থেকেই  বাইনারিটা   ছিল  যা  গুল  গাপ্পা ।
  • upal mukhopadhyay | ১১ মার্চ ২০২৫ ২২:২৬541627
  • আচ্ছা একটা কথা জাহাঙ্গীর আর শাহজাহান কান্দাহার আর মধ্য এশিয়া কেন দখল করতে গেলেন ?
    শাজাহানের  জন্ম  ১৫৯২  আর  সেটাই  ইসলামী  সহস্রাব্দের  শুরু ।সে  সময়  অনেক  রাজাই  নতুন  সহস্রাব্দের  মসিহা  হতে  চাইছেন ।আকবর  আগেই  খলিফা বলে  নিজেকে  ঘষোণা  করছেন ।তারিখ  এ  ইলাহী  নতুন  ক্যালেন্ডার  চালু  করলেন ।আর  শাজাহান  নিজেকে  মসিহা  বলে  ঘোষণার  তাড়নায়  নিজেকে  দ্বিতীয়  তৈমুর  বলে  নিজেকে  কিরান  থানি  গ্রহযোগের  দ্বিতীয়  সম্রাট  উপাধি  নিলেন ।তারপর  থেকে  তাঁর  মাথায়  পূর্বপুরুষের   ভিটে দখলের উদ্ভট  খেলায়  ঢোকে  আর সেরা জেনারেল  ঔরঙ্গজেব -জয়সিংহকে ,   একজন  ৭৫  শতাংশ রাজপুত  আর  অন্যজন ১০০ রাজপুতকে  ২৫০০  কিলোমিটার দূরে মধ্য   এশিয়ায়  প্রতিকূল আবহাওয়ায় যুদ্ধ করতে   পাঠালেন ।ওসব  অভিযান  ব্যর্থ  হয় ।
  • upal mukhopadhyay | ১১ মার্চ ২০২৫ ২২:২৭541628
  • সাহিব ই  কিরান  থানি 
  • অয়নেশ | 2402:3a80:1cd2:9eb6:378:5634:1232:***:*** | ১২ মার্চ ২০২৫ ১২:২৪541638
  • উপলবাবু আমার প্রশ্নটাকে কি পাত্তা দিলেন না?
  • upal mukhopadhyay | ১৩ মার্চ ২০২৫ ০০:৫৬541648
  • @অয়নেশ  ওই পিরিয়ডের ওপর পড়িনি।  আপনার জানা থাকলে বলুন।  তবে মারাঠারা তাদের কায়দায় লুটমার করে কেটে পড়েছিল যা তারা করত। মোঘল দরবার তাদের বাংলার চৌথ দিতে প্রতিশ্রুত ছিল। আলীবর্দীর কাছ থেকে  সেটা না পেয়ে তারা  আদায় করতে আসে। এই আক্রমণের সঙ্গে কোম্পানির সৃষ্টি করা ভয়াবহ কৃষি তথা অর্থ সংকটের তুলনা হয় কি ?   
  • MP | 2401:4900:314c:7f48:a1f0:e017:1557:***:*** | ১৩ মার্চ ২০২৫ ১০:২১541653
  • @উপলবাবু , আকবর কোন সালে এবং ঠিক কেন নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করলেন বলুন তো ? ১৫১৭ সালে নাগাদ অটোমান সুলতান সেলিম ইয়াভূজ মিশরের মামলুকদের হারিয়ে হিজাজ অর্থাৎ বর্তমান সৌদি আরব এবং জেরুসালেম জয় করে নিজেকে প্রথম তুর্কি খলিফা হিসাবে ঘোষণা করেন l তাহলে আকবর কিভাবে এর প্রায় ৫০ বছরের বাদে নিজেকে খলিফা ঘোষণা করতে পারেন যখন অটোমানরাই তখনকার সময়ে একমাত্র খলিফা ?
  • upal mukhopadhyay | ১৪ মার্চ ২০২৫ ২৩:৩৪541698
  • আকবর ১৫৭৯ তে নিজেকে খালিফা ঘোষণা করিয়েছিলেন তবে সেটা সর্বজনীন খলিফা না উলেমাদের ওপর ছড়ি ঘোরানোর কায়দা কোন অর্থে সে নিয়ে গবেষণা চলছে । তাই এর উত্তর আপাতত নেই ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন