এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ঘোষিতভাবে বিজেপিবিরোধিতা না করলে কোনও উদ্যোক্তার কোনও মিছিলে যাব না

    Bhutanoya লেখকের গ্রাহক হোন
    ০২ সেপ্টেম্বর ২০২৪ | ১৮৩৪ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • ১লা সেপ্টেম্বর আর জি করের ঘটনায় জাস্টিসের দাবিতে 'নাগরিক উদ্যোগে' একটি মহামিছিল ছিল কলেজস্ট্রিট থেকে ধর্মতলা। ধর্মতলায় যখন মিছিল ঢুকছে, তখন দেখা গেল ধর্মতলায় বিজেপির ধর্ণামঞ্চ, বিজেপি মাইকে তারস্বরে 'উই ওয়ান্ট জাস্টিস', 'একটাই দাবি - পদত্যাগ' ইত্যাদি বলে চ্যাঁচাচ্ছে।
     
    এমতাবস্থায় মিছিলের কী করণীয়? নিশ্চয়ই বিজেপিবিরোধী স্লোগান দেওয়া? মাইক হাতে উদ্যোক্তারা ঠিক করলেন, একদমই নয়। মিছিলের একাংশ বিজেপির স্লোগানেই গলা মেলালো, পরে শুনলাম আরেক অংশ বিজেপিবিরোধী স্লোগান দিতে গিয়ে উদ্যোক্তাদের থেকে ধাতানি খেয়েছে।
     
    উদ্যোক্তারা জানতেন না, বিজেপি ধর্মতলায় মাচা বেঁধেছে, এ বিশ্বাসযোগ্য নয়। সেখানে এত জায়গা থাকতে কেন ধর্মতলা বাছা হল, বা আগে বাছা হয়ে থাকলেও তারপর কেন মিছিলের রাস্তা বদলানো হল না, এ প্রশ্নের সন্তোষজনক উত্তর নেই। খুব সম্ভবত এটা ইচ্ছাকৃত।
     
    বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সংগঠিত শক্তি, শাসকদলের ঠিক পরেই। এই শক্তি যাতে পশ্চিমবঙ্গের আন্দোলন থেকে ফায়দা না তুলতে পারে, তার ন্যূনতম পূর্বশর্ত আন্দোলনের ঘোষিতভাবে বিজেপিবিরোধী হওয়া। বাংলাদেশ থেকে এটুকু শিক্ষা নিন, বি এন পি - জামাতিদের নিয়ে নীরব থেকে ওই ছাত্র আন্দোলন ঠিক কাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে দেখুন।
     
    এর ওপরে গোদের ওপর বিষফোড়ার মত আছেন কিছু ফেসবুকীয় বাণীবাজ, যাঁদের বিবেচনার অভাব থাকলেও আবেগের বিন্দুমাত্র ঘাটতি নেই। তাঁরা ডুবতে ডুবতেও সমুদ্র নিয়ে কবিতা লিখবেন। মানুষের ঢল দেখে তাঁদের চোখ ছলছল করবে, সেই মানুষের ঢলে যতই "ধর্ষকদের গলা কাট" স্লোগান উঠুক না কেন। অন্য কেউ আশু বিপদ নিয়ে সতর্ক করার চেষ্টা করলে তাঁরা ককিয়ে উঠবেন, এত অবিশ্বাস কেন মানুষের ওপর? এই বিষাক্ত প্রজাতিটিকেও স্পষ্ট করে চেনার আছে। এরা হুজুগ আর ফুটেজ ছাড়া কারও বন্ধু নয়। এদের থেকে দূরে থাকুন, বিজেপিকে বাংলা থেকে দূরে রাখুন, আন্দোলনে থাকুন।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিত্র | 103.77.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৩537171
  • ওহ ওপরের ১৩:৫৯ মন্তব্য অয়নেশকে নয়, তার আগের পুরো আলোচনাটার প্রেক্ষিতে। অয়নেশের মন্তব্য দেখি পারলে পরে পড়ে উত্তর দেব।
  • @অরিত্র | 2a03:e600:100::***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৪537172
  • বিজেপির জমানায় কর্নাটকের হাল তৃণমূলের পশ্চিমবঙ্গের চেয়ে অনেক খারাপ।
  • dc | 2402:e280:2141:1e8:1153:8356:26c6:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৫537173
  • "সামাজিক আন্দোলনের বর্ষামুখ যদি মনুবাদের বিরুদ্ধে থাকে তাহলে রাজনৈতিক ভাবে তা বিজেপির বিরুদ্ধে সোচ্চারে থাকতেই হবে।"
     
    এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আরেসেস / বিজেপির আইডিওলজি হিন্দুত্ব হলো বাই ডেফিনিশান মনুবাদী আইডিওলজি। মেয়েদের সমানাধিকার আদায়ের আন্দোলনে তাদেরকে সাথে নেওয়া যায় কি করে?  
  • Bhutanoya | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫২537174
  • একটা জিনিস খেয়াল করুন, যাঁরা বলছেন বিজেপি এখানে দোষী নয়, বিজেপির কথা তোলা এখানে অপ্রাসঙ্গিক, তাঁরা কেউ এটুকু জোর দিয়ে বলতে পারছেন না যে বাংলাকে বিজেপির হাতে তুলে দেবার আশঙ্কাটা অমূলক, তাঁরা শুধু বলছেন ওসব নিয়ে না ভাবতে। বেসিক্যালি বলছেন, অদূরদর্শী হও, বেশী ভেবো না। অথচ, বিজেপিকে আন্দোলনে ঢুকতে না দেবার মাধ্যমেই যে বিজেপির হাত শক্ত করার আশঙ্কাটাকে দূর করা যায়, এই ব্যাপারটা কিছুতেই বোঝানো যাচ্ছে না।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৮537175
  • Bhutanoya | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫২
    ওনারা বলবেন না। ওনাদের কথা - আগে ত বর্তমান শাসক যাক, তাতে যদি বিজেপি এসেই যায়, যাবে, সে তখন দেখা যাবে। এই আন্দোলনের ফলে যদি সেই কিছুতেই না হয়ে ওঠা কাজটি সম্পন্ন করে ফেলা যায়, ওনাদের কাছে সেইটিই হবে আসল প্রাপ্তি। 
  • dc | 2401:4900:232b:f3f9:a0af:6b8:591b:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:১০537177
  • যে বিজেপি (আসলে আরেসেস) এই মুভমেন্ট হাইজ্যাক করে নিজেরা ক্ষমতায় আসতে চাইছে, উইমেন্স রাইটসের ব্যাপারে তাদের ট্র‌্যাক রেকর্ড কেমন? কুখ্যাত ব্রিজ ভূষন সিং এর এগেন্সটে সুপ্রিম কোর্টের ধমক খাওয়ার পর দিল্লি পুলিশ কেস রেজিস্টার করেছিল। সেই কেসের কোন প্রোগ্রেস হয়নি, ফলে এখন ব্রিজ ভূষন দিল্লি হাইকোর্টে আবেদন করেছে যাতে মামলা খারিজ করে দেয়। এই হলো অবস্থা।  
  • Bhutanoya | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪২537178
  • @dc
    উন্নাওতে ভিক্টিম শুদ্ধু প্রায় পুরো পরিবারটাকে খুন করে দিল। প্রজ্জ্বল রেভান্নার কীর্তিও সবাই জানে। আসিফার ধর্ষকদের সমর্থনে মিছিল বার করে। উত্তরপ্রদেশে লোকজনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয় ইচ্ছামত। এদের বিরোধিতাকে যদি একটা গোড়ার শর্ত করা হয় তাহলে সমস্যা, যেখানে এরা বাংলার প্রধান বিরোধী আর কেন্দ্রে বসে আছে, আন্দোলনে ঢুকে আছে? আর এস এসের ওই তারানাথ তান্ত্রিক টাইপ লোকটাকে সবাই মিলে প্রায় হিরো বানিয়ে দিল জলকামানে চান করেছে বলে। আজ শুনলাম 'নারীবাদী প্রগতিশীল' দামিনী বেণী বসু নাকি স্মৃতি ইরানীর হাত থেকে আদানি-স্পনসরড 'দেবী' পুরষ্কার নিয়েছেন, আর স্মৃতি ইরানীর সাথে মিলে আর জি কর নিয়ে শপথটপথও নিয়েছেন। এইরকম বিভিন্ন ঘটনার মধ্যের পলিটিক্যাল হাওয়া কোন দিকে বইছে সেটা দেখেও চুপ করে থাকতে হবে কার স্বার্থে?
  • dc | 2401:4900:232b:f3f9:79c9:e0b4:c3a5:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫২537179
  • আর বিলকিস বানো! গুজরাট সরকার রীতিমতো উদ্যোগ নিয়ে ওনার রেপিস্টদের জেল থেকে ছাড়িয়েছিল, আর ছাড়া পাওয়ার পর লোকাল আরেসেস তাদের ফুল মিষ্টি দিয়ে ওয়েলকাম করেছিল। এরকম আরও কতো কেস আছে! এই হলো আরেসেস, যারা পবতে রেজিম চেঞ্জ করতে নেমে পড়েছে। 
  • | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৪537180
  • হাথরাসে ধর্ষিত নিহত মেয়েটির বাড়ির বাইরে আজও পাহারা মোতায়েন করা।  যে কোন মানুষ সেই বাড়িতে যেতে চাইলে ফোট আইডি কার্ড দেখিয়ে অনুমতি পেলে তবেই বাড়িতে ঢকা যায়। হাথরাস অভিযুক্তেরা অবশ্যই সবাই মুক্ত। তাদের চলাফেরা বা তাদের বাড়িতে কারো যাওয়ায় কোন রেস্ট্রিকশান নেই। 
     
    মণিপুরে ২৭ জনকে ধর্ষণ করে নগ্ন করে ঘোরানো হয়েছিল। সেসবের বোধহয় ১ বছর হতে চলল। বিচার ফিচার কিস্যু হয় নি।
     
    বিজেপী  ফ্যাসিস্ট এবং ধর্ষকবন্ধু ধর্ষক মানসিকতার।  তাকে যারা কোল দিতে চায় সন্দেহ করি তাদের। 
  • অরিত্র | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৭537182
  • অয়নেশ,

    আন্দোলনটা খুব নির্দিষ্ট ভাবে একটি জঘন্য অপরাধের "বিচারের" দাবিতে এবং পুলিশ প্রশাসনের ভূমিকার (তদন্তে গাফিলতি ও ধামাচাপা অভিযোগের) বিরুদ্ধে বিক্ষোভের, যার সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত হয়েছে তৃণমূলের দীর্ঘসময়ের অপশাসনের বিরুদ্ধে ক্ষোভটিও। হ্যাঁ, আন্দোলনটা প্রথম দিন থেকেই রাজনৈতিক, যখন পুলিশ প্রশাসনের ন্যাক্কারজনক ভূমিকা সামনে আসে। নারী সুরক্ষার একটি সমান্তরাল দাবি আছে (যদিও তিলোত্তমা যদি ছেলে হত তাহলে এমনটা ঘটতো না এটা নিশ্চিতভাবে বলার মতো তথ্য আমাদের নেই), কিন্তু এই মুহূর্তে প্রধান দাবি বিচারের।

    আর আশাবাদের বিরুদ্ধে যেটা হচ্ছে সেটা আশংকাবাদ, বা জুজু নির্মাণ কার্য, খুব পরিকল্পিতভাবে যার দ্বারা সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এই অপশাসন দীর্ঘায়িত করার স্বার্থে, আপনি খেয়াল করলেই বুঝবেন। বিজেপির যেমন দেশদ্রোহী-চীন-পাকিস্তানে, তেমনি তৃণমূলের ক্ষমতায় অ্যাকাউন্টেবিলিটি-ফ্রী অকুপেশনের জন্য ব্যবহার করে এই বিজেপি জুজু ও এখন ফিকে হয়ে যাওয়া ৩৪ বছরের ওপর। ক্ষমতাসীনকে প্রশ্ন করা যে গণতন্ত্রের ভিত্তি, সেটা ভুলে আমরা অনেক বড় ক্ষতি করছি। আর আগেও লিখলাম, তৃণমূল এটা জানে বলেই তারা বিজেপিকে রাজ্যে প্রধান বিরোধীর জায়গা ধরে রাখতে সাহায্য করবে – যেমন ৫০০-৭০০ জনের নবান্ন অভিযানে বোধহয় হাজার দুয়েক পুলিস এবং অনর্থক তিন ঘন্টার সার্কাস (ওয়াটার গেম) তৈরী করে।

    আগেই লিখলাম যে এদের সংগঠন প্রকারান্তরে একটি যৌথ/যুক্ত সংগঠন। তৃণমূল পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি তৈরী করেছে, প্রথমে অনর্থক মুসলমানদের সভায় মাথায় কাপড় ইত্যাদি দিয়ে সাম্প্রদায়িক দৃশ্যমানতা, অন্যদিকে আরএসএস এর কেন্দ্রের সংখ্যা তিনশো থেকে প্রায় চার হাজারের বেশিতে নিয়ে যেতে দেওয়া, আর পরে জগন্নাথ মন্দির, গঙ্গা আরতি থেকে বিজেপির থেকেও বেশি ঘটা করে রামনবমী যাত্রা করা। তৃণমূল শাসন দীর্ঘায়িত হওয়া মানে আসন্ন বিজেপি শাসনের জুজু এবং সাম্প্রদায়িক রাজনীতির আবহাওয়া আরও গভীরে গেঁড়ে বসা এবং চিরস্থায়ী জায়গা করে নেওয়া। নির্দিষ্ট ভাবে লাইন ধরে ধরে উত্তর না দিলেও মনে হয় আপনার পোস্টার বক্তব্যকে অ্যাড্রেস করেছি।
  • অরিত্র | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৭537183
  • আরও..
     
    আমি নির্দিষ্ট ভাবে মনে করি পশ্চিমবঙ্গে বিজেপি তার পিক পেরিয়ে গেছে একুশেই, আমরা যদি এই তৃণমূল টানার মতো পায়ে কুড়ুল না মারি, তাহলে ওদের আসার সম্ভাবনা নেই, বরং যে বিরাট অংশ শুধু তৃণমূলের প্রতি তিতিবিরক্ত হয়ে ওদের একমাত্র বিকল্প ভেবে ওদিকে ভোট দিয়েছে তারা ফেরত আসবে, বিজেপির প্রকৃত ভোট পঁচিশ শতাংশের নিচে, সম্ভবত কুড়িরও বেশ নিচে, তবে ডেমোগ্রাফি বদলেছে বলে বলতে পারছি না। 

    এবার, এই ভুতনয়ার দাবি মেনে, যে ঘটনায় বিজেপি যুক্ত নয়, কাঠগড়ায় রাজ্য সরকারের দুর্নীতি ও অপকর্ম সেখানেও যদি পরিষ্কার গলায় রাজ্য সরকারের ও ক্ষমতাসীন দলের বিরোধিতা না করতে পারি বিজেপি টেনে আনি তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে এই আন্দোলনের ভাবমূর্তির এবং আমাদের। বিজেপি পরিস্কার অভিযোগ করবে এইসব আন্দোলন আসলে লোকদেখানো এরা সব তৃণপন্থী (কারণ বিজেপি চাইবে না মানুষ অন্য বিকল্পের কথা জানুক) এবং তার ফলে যারা ফেরার তারা তো ফিরবেই না, উল্টে এই আন্দোলনের সমর্থক আরও কিছু ঐদিকে চলে যাবে বীতশ্রদ্ধ হয়ে। 

    এই আন্দোলন দেখিয়েছে বিজেপি ছাড়াও তৃণমূল বিরোধী শক্তি রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, আন্দোলনকে গুলিয়ে দিলে অসম্ভব ক্ষতি হবে। আমি তার সঙ্গে মনে করি, রাজ্যের নির্বাচনে (যেটা ছাব্বিশের আরও অনেক আগেই হওয়ার প্রভূত সম্ভাবনা) নারী স্বাধীনতা ও নারী সুরক্ষার ইস্যুকে প্রচণ্ড আগ্রাসী ভাবে সামনে তুলে ধরা উচিত ও প্রধান নির্বাচনী ইস্যু করা উচিত ইস্তেহারেও, বিজেপি কিছুতেই এটির মোকাবিলা করতে পারবে না, যেমন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারছে না, আর তার ফলে মহিলা ভোট পুরোটাই হারাবে, মুসলমান ভোট এমনিতেও প্রায় কিছুই পায় না। স্রেফ ধুলো হয়ে যাবে।
  • Bhutanoya | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫537184
  • @অরিত্র
     
    আবারও, পরিষ্কারভাবে, অপরিষ্কারভাবে, যেমন খুশি তৃণমূল বিরোধিতা করুন। সেটা নিয়ে আমি একবারও আপত্তি তুলিনি। আপনি আপত্তি তুলেছেন বিজেপি বিরোধিতাকে এর সাথে জুড়তে।
     
  • অরিত্র | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২537185
  • ভুতনয়া, খুব জোর দিয়ে বলছি তৃণমূল শাসনের অবসান প্রধান জরুরি বিষয়, জোর দিয়ে বলছি সেটা নাহলে তৃণমূলের সহায়তায় বিজেপি চিরস্থায়ী জায়গা পেয়ে যাবে, এবং আগেই লিখেছি, খুব জোরের সাথে বিশ্বাস করি পশ্চিমবঙ্গে মানুষের চেতনাকে, যে বিজেপি ক্ষমতায় আস্তে পারবে না। এই আন্দোলনে তারা বিচ্ছিন্ন। আপনি যদি বিজেপি বিরোধিতার সঙ্গে সঙ্গে তৃণমূলের অপশাসনের বিরোধী হন তাহলে পরিষ্কার করে বাম কংগ্রেসকে সমর্থন করার আহ্বান দিন, আর তো বিকল্প নেই। আর যদি তা না হন, তাহলে আন্দোলনকে লঘু করতে ও বিভাজিত করতে চাইছেন।

     
    আর অন্যজনকে বলছি, একশোবার তৃণমূল শাসনের অবসান চাই। দায়হীন দুর্নীতিবাজ তো ছোট কথা আপাদমস্তক জালিয়াত তৃণমূলের ক্ষমতার ওপর বসে তের বছরের উলঙ্গ নৃত্য দেখার পরে পরিষ্কার করে বলছি তৃণমূল শাসনের অবসান চাই। এই নৃত্য চলতে থাকুক এটাই চান যখন সেটাও পরিষ্কার করে বলুন না।
  • অরিত্র | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৬537186
  • ভুতনয়া ২১:২৫, আপনি যা বলছেন তা আন্দোলনকে ভেস্তে দিয়ে তৃণমূলের সুবিধে করে দেওয়া হয়। হাথরসের উন্নাওয়ের বেলা আমরা বিজেপি বিরোধিতায় কামদুনি পার্কস্ট্রিট তুলতে দিই নিই, বিজেপির কোনো বিরোধিতায় হোয়াটাবাউটারি করি নি। এখনো করবো না, আন্দোলন স্বচ্ছ হবে, কোনো জলঘোলা হবে না।
  • dc | 2401:4900:232b:f3f9:79c9:e0b4:c3a5:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯537187
  • "এই আন্দোলন দেখিয়েছে বিজেপি ছাড়াও তৃণমূল বিরোধী শক্তি রয়েছে"
     
    সেরকম হলে তো ভালোই। সিপিএম বা কং যদি ক্ষমতায় আসে তাহলে তো খুবই ভালো। আমার অবশ্য প্রথম পছন্দ সিপিএম। 
  • অরিত্র | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৩537188
  • আপনাদের কথায় যা দাঁড়াচ্ছে, রাজ্যের শাসক দলের কোনো বিরোধিতা করতে গেলেই বিজেপি বিরোধটা আগে করে নিতে হবে! আজব তো, এটা আবার কোথাকার আবদার! এইসব ফালতু অবস্থানের জন্যেই বিজেপির পালে লোক বেড়েছিল, যারা আমাদের বিজেপি সব বিরোধিতাগুলো ভণ্ডামী মনে করে, বিশ্বাস করে নি।
  • অরিত্র | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭537189
  • হ্যাঁ ডিসি, পজিটিভ থাকুন।
  • Bhutanoya | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯537190
  • @অরিত্র,
     
    তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে আমি গত দশ বছরের বেশী সময় কাটিয়েছি, নোনাডাঙা উচ্ছেদবিরোধী আন্দোলন, কামদুনি থেকে শুরু করে এখন এই আর জি কর। তৃণমূল ওদের মুখপত্রে আমার নামে আজেবাজে কথা লিখে আর্টিকলও ছাপিয়েছে একবার। ফলে, তৃণমূলের কুকীর্তি আজ এসে আমাকে নতুন করে শিখতে হবে না। বরং যে অজুহাতে বিজেপি বিরোধিতা করবেন না বলছেন সেটা একটু ভেবে দেখবেন। বিজেপির সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও বিজেপি যত ভোট পাচ্ছে বাংলায় সেটা ভীতিপ্রদ। আপনার 'মানুষের ওপর বিশ্বাস' ছাড়া আপনার বক্তব্যের সমর্থনে আর কিছুই নেই। বিজেপি-আর এস এস বিভিন্ন জায়গায় এই আন্দোলনে সভাসমাবেশ করে চলেছে। নারীনির্যাতন নিয়েও প্রচার চলছে - সাম্প্রদায়িক প্রচার। আপনি খবর রাখেন না বলে এগুলো হচ্ছে না তা কিন্তু নয়। বিজেপিবিরোধিতাকে জুড়লে আন্দোলন 'লঘু' হয়ে যাবার কোনও কারণ নেই যদি না বিজেপির ভরসায় আন্দোলন হয়। তৃণমূল বিরোধিতা করতে কোনও ঘাটতি রাখতে তো কেউ বলছে না। বিজেপিবিরোধিতা করতে বললেই যাদের গায়ে লেগে যাচ্ছে, তারা বিজেপিকে নিয়েই আন্দোলন করতে চায়।
  • dc | 2401:4900:232b:f3f9:752e:500a:484c:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০537191
  • না, আমার কথা হলো, এই আন্দোলন যখন বিজেপি / আরেসেস হাইজ্যাক করতে চাইছে, তখন মিছিল বা আন্দোলনে স্পষ্ট করে দেওয়া উচিত যে তারা বিজেপি বিরোধী। 
  • dc | 2401:4900:232b:f3f9:ca7:fe83:53e9:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৮537192
  • আমার আগের পোস্ট অরিত্রকে। 
  • Bhutanoya | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৫537194
  • হাথরস, উন্নাওয়ের বেলা হয়ত আপনি কামদুনি, পার্ক স্ট্রিটের কথা তোলেননি, কিন্তু তৃণমূল হাথরস নিয়ে বলতে এলে আমি তুলতাম। আর আমার মনে হয় whataboutery অবশ্যই করা উচিত, কারণ সেটা না করলে হিপোক্রিসিকে ছাড় দেওয়া হয়। হিপোক্রিসির কথা না তোলার মানে আপনার পছন্দের দল অপরাধ করলে সমস্যা নেই। যাকে যা তাকে সেই নামে ডাকা অনেকদিন দেখছি রাজনীতিতে বন্ধ হয়ে গেছে, কিন্তু চাড্ডিরা যা করে তা whataboutery নয়, মিথ্যা প্রচার আর সাম্প্রদায়িকতার সমর্থন যেটা মুসলমান সম্প্রদায়ের একজনের কাজের শাস্তি গোটা সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেয়।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:51ae:7649:12b1:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:১১537195
  • লালবাজারের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে অভিজিত গাঙ্গুলী এসেছিল। গো ব্যাক বলে খেদিয়ে দিয়েছে।
     
    শুনলাম।
     
    এটা কি যথেষ্ট বিজেপি বিরোধীতা?
  • &/ | 107.77.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৯537196
  • মন দিয়ে পড়ছি , এই আলোচনা ও বিতর্ক খুবই  মূল্যবান 
  • অরিত্র | 103.77.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬537198
  • ডিসি, হাইজ্যাক করতে চাইলেই, পারছে কি? নাক গলাতে পারছে না, ওদের হাঙ্গামা মূল আন্দোলন থেকে বিচ্ছিন্ন, লোকে সাড়াও দেয় নি। 
     
    ভুতনয়া, দিয়েছি ২১:১৭ আপনি পড়তে চান না। আপনি যা বলছেন তা করলে ক্রেডিবিলিটি হারাবো/বে। আবার জিজ্ঞেস করছি, আগে কি করেছেন সেসব নয়, এখন আপনি যদি বিজেপি বিরোধিতার সঙ্গে সঙ্গে তৃণমূলের অপশাসনের বিরোধী হন তাহলে পরিষ্কার করে বাম কংগ্রেসকে সমর্থন করার আহ্বান দিন আর যদি বামফ্রন্ট কংগ্রেসকে পছন্দ না হয়, তাহলে তৃণমূলকেই চান কি না পরিষ্কার করুন। পার্টি টানলে অবস্থান পরিষ্কার করুন।
  • dc | 2409:40f4:1119:b0ed:28b7:e9f3:46ed:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩২537201
  • "হাইজ্যাক করতে চাইলেই, পারছে কি? নাক গলাতে পারছে না, ওদের হাঙ্গামা মূল আন্দোলন থেকে বিচ্ছিন্ন, লোকে সাড়াও দেয় নি"
     
    এরকম হয়ে থাকলে তো খুবই ভালো। তবে আইটি সেল সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না, আর আরেসেসের সংগঠনের আর টাকার তো অভাব নেই। সেইজন্য সাবধান থাকা উচিত, আর ভুতনয়া যেমন বলছেন, বিজেপি বিরোধীতাটাও স্পষ্ট করে দেওয়া উচিত। তিনোদের বিরুদ্ধে তো অবশ্যই আন্দোলন করা উচিত, কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া উচিত যে এই আন্দোলন একই সাথে বিজেপি বিরোধীও। 
  • অরিত্র | 103.77.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৫537202
  • আর শুধু মানুষের ওপর বিশ্বাস মানে! মানুষের ওপরই তো বিশ্বাস। পবতে বিজেপিকে এতদিন পশ্চিমবঙ্গের মানুষই আটকেছে, কোনো পার্টি নয় তারা জাস্ট বাহন। তৃণমূলের বদলে সিপিএম বা কংগ্রেস থাকলেও আটকাতো, আরও ভালোভাবে আটকাত।
     
    আরএসএস বিজেপি প্রশ্নে আমি তৃণমূলের ওপর কোনো ভরসাই করি না, ওই শক্তিকে নির্মূল করার কোনো ইচ্ছেই নেই তৃণমূলের, কোনো চেষ্টাও দেখা যায় নি। উল্টে সাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি তৈরি করে গেছে যেটা আগে ছিল না।
  • অরিত্র | 103.77.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৭537203
  • না, বিজেপি স্পষ্টতই আন্দোলন থেকে বিচ্ছিন্ন, কিন্তু বিজেপির ভোটারদেরও বিচ্ছিন্ন করে দিতে চাওয়াটা কোনো কাজের কথা নয়।
  • &/ | 107.77.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২২537206
  • অরিত্রর বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত।  এই কথাগুলোই বলতে ও শুনতে চাইছিলাম বহুকাল ধরে। এই সাইটে  ... 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:51ae:7649:12b1:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৮537208
  • অরিত্র চমৎকার লিখেছেন। সম্পূর্ণ সহমত (যেটা আমি চট করে হই না)।
  • . | ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৭537209
  • আমিও অরিত্রকে সাপোর্টালুম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন