@ অরিন লান,
আপনার দুটো ব্যাপার আমায় বেশ অবাক করে:
১. Resourcefulness - নানা প্রসঙ্গে অভিমত প্রকাশ করতে গিয়ে আপনি বিভিন্ন অথেন্টিক রেফারেন্স দেন। এতো কিছু পড়তে পারা, মনে রেখে নির্দিষ্ট প্রসঙ্গে, দ্রুত সঠিক রেফারেন্স দেওয়া - আমার কাছে বেশ কঠিন কাজ মনে হয়।
২. Tenacity - বিভিন্ন লেখার ওপর মন্তব্য করায়, ভাটে নানা আলোচনায় আপনি প্রখরভাবে, প্রবলভাবে উপস্থিত। অথচ আপনি ডাক্তার, আছে রিসার্চের কাজ। অবশ্য ভাটে dc, অরিত্র, r2h, দময়ন্তী, রমিত, kk, &\, অরণ্য, পলিটিশিয়ান প্রমুখরাও বেশ Actively participate করে। এদের জন্যই ভাট-হাট গমগম করে।
একটা কথা আমার বারবার মনে হয় কিছু মানুষের TMS (Time Management Skill) জাস্ট অন্য লেভেলের। অবশ্য বহু ক্ষেত্রে বিখ্যাত, সফল, ব্যস্ত মানুষের নানা গুণাবলীর মধ্যে TMS একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ বলে মনে হয় আমার।
বুঝতে পারছি জল দাও আপনাকে ছুঁয়ে গেছে। একটা ভিডিও পোষ্ট করছি - Avian Affairs. বিভিন্ন সময়ে, নানা জায়গায় আমার তোলা কিছু ভিডিও ক্লিপ দিয়ে আমাদের পুত্র ওটা বানিয়েছিল যখন ও বছর তেরো। কিছু ফাজিল ক্যাপশন আমার সাজেশন। বাকি ক্যাপশন, মিউজিক দিয়ে সাজিয়ে পুত্রদেবই বানিয়েছিল ভিডিওটা।
ওতে পাখির ছবিগুলো তোলা চকৌরি, নৈনিতাল High Altitude Zoo, ইন্দ্রোদা নেচার পার্ক গান্ধীনগর, নর্মদাতীরে নারেশ্বরধাম এই সব জায়গায়। মনে আছে বড় পারিবারিক দলে উত্তরাখণ্ড ভ্রমণে সবাই যখন হোটেলে ঘুমোচ্ছে - আমি ভোরে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তখনই তোলা পাখিদের প্রাতরাশের ভিডিও। অর্থাৎ দলে বেড়াতে গিয়েও বহুদিন ধরে কিছু সময়ের জন্য একাকী হয়ে যাওয়া আমার স্বভাবেই ছিল। এখন সেটা বেড়ে দুমাসের একাকী ভ্রমণে।দাঁড়িয়েছে
পরিযায়ী পাখিগুলো জামনগরে সুবিশাল লাখোটো লেকে তোলা। ওখানে প্রথম দফায় তিন ও দ্বিতীয় দফায় আটবছর ছিলাম। তখন বিভিন্ন ঋতুতে সময় পেলেই ঐ লেকে ক্যামেরা নিয়ে ঘুরতে যাওয়া ছিল আমার মোস্ট ফেভারিট পাস্টাইম। বড় সুন্দর জায়গা জামনগর। বদরি পাখি গুলোও ঐ লেকের ধারে পাখিরালয়ে তোলা। এক রবিবার সকালে ওখানে গিয়ে ওদের মিষ্টি, মজার রকমসকমের ছবিগুলো তুলেছিলাম সময় নিয়ে একটা ভালো Sony HD vdo ক্যামেরায়।
এখন ফটো তোলার সেই শখ মিটে গেছে। বয়সের সাথে কিছু ব্যাগেজ ত্যাগ করে ভালোই লাগে। তাই দুম্বো Nikon D750 Full Frame DSLR কিনেও বেচে দিয়েছি দু বছর বাদে। Sony VDO ক্যামেরা খারাপ হয়ে গেছে। এখন বেড়াতে যাই হালকা হয়ে। ছবি তুলি মোবাইলে - শুধু কিছু স্মৃতি ধরে রাখতে।
@ অমিতাভ
আমারও বনদপ্তরের ঐ কাব্যিক আঙ্গিকে আবেদন বেশ ভালো লেগেছিল। নিছক শুষ্ক দায়িত্বপালন নয় - ওতে পেয়েছিলাম নিখাদ আন্তরিকতার ছোঁয়া।