&\ কে অনেকদিন পরে দেখলাম। ভারি চমৎকার লিখেছেন, "মানুষ সন্দেহপ্রবণ, ভীরু, ইন্সিকিওর আর ঝগরুটে হয়ে পড়ছে, কেউ কেউ মনমরা, বিষন্ন, অসংখ্য কুসংস্কারে ঠাসা। একটা সময়ে যাদের যুক্তিবাদী আর খোলামনের দেখেছি, তারা এখন শনিপুজো পর্যন্ত করছে সেও দেখলাম"
বায়ুদূষণের ফলে মানুষের বোধবুদ্ধি, চিন্তা, cognition ক্ষমতা সাংঘাতিক রকমের হ্রাস পায়, ফলে মানুষ rationally চিন্তা করার ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলে, যার অবধারিত পরিণতি এক ধরণের fatalism, পুজো আচ্চা, কুসংস্কারে নিমজ্জিত হওয়া, কারণ কুসংস্কার যে কুসংস্কার, তাকে বোঝার বা উপলব্ধি করার ক্ষমতাটুকু হ্রাস পায়। বস্তুত, ২০১০ থেকে ২০১৪ র মধ্যে চীনে প্রায় ২০০, ০০০ (দু লাখ) লোকের ওপর গবেষণায় গবেষকরা দেখিয়েছিলেন যে
"China Family Panel Studies on 20,000 people across the nation between 2010 and 2014. The scientists compared the test results with records of nitrogen dioxide and sulphur dioxide pollution.
They found the longer people were exposed to dirty air, the bigger the damage to intelligence, with language ability more harmed than mathematical ability and men more harmed than women. The researchers said this may result from differences in how"
এরা বলছেন,
"Utilizing variations in transitory and cumulative air pollution exposures for the same individuals over time in China, we provide evidence that polluted air may impede cognitive ability as people become older, especially for less educated men"
যত বায়ুদূষণ বাড়তে থাকবে, তত বেশী ধর্মের উগ্রতা এবং বাড়াবাড়ি দেশজুড়ে প্রকট হবে।
এদের নিয়ে লিখতে গিয়ে কেভিন স্মাইলি "Polluting Creed" বলে এক শ্রেণীর মানুষের উল্লেখ করেছেন, এঁরা প্রাকৃতিক ভারসাম্য ইচ্ছাকৃত ভাবে নষ্ট করেন। এখন এনার গবেষণা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় গ্রুপগুলোর ওপর করা, ভারতের কোন গবেষণা আমার চোখে পড়েনি, কিন্তু তাও কি লিখছেন দেখুন,
"important distinctions between religious groups show that a greater proportion of conservative Protestant Evangelical adherents are associated with greater pollution, but that Catholic and Mainline Protestant adherents are not. These findings suggest the importance of renewing research between religion and environmental degradation"
Evangelical Adherents এর প্রসঙ্গটা এখানে সবিশেষ উল্লেখযোগ্য, চেনা চেনা ঠেকছে?
এ এক কুচক্র! যত ধর্মের বাই বাড়বে, তত বেশী করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, যাগ-যজ্ঞ তে যে পরিমাণ কাঠ জ্বলে, আর শুধু বাড়িতে পুজোতে ধুপের ধোঁয়া থেকে যে পরিমাণ indoor air pollution হয়, তার ইয়ত্তা নেই, এই রিভিউটা দেখুন, ভালভাবে লিখেছে,
"The toxicities of incense smoke come directly from its harmful constituents and deposition capacity in the body. Besides, reactive oxygen species-driven oxidative stress and associated inflammation seem to be plausible underlying mechanisms, eliciting various unfavorable responses"
মুশকিল হচ্ছে যত বেশী বায়ুদূষণ, তত বেশী অযৌক্তিক চিন্তার প্রভাব, পুজো, যাগ-যজ্ঞ, ধর্ম-ধর্ম বাই, এবং কিছু ধর্মের ক্রিয়া কর্মে দেখা যাচ্ছে তত বেশী বায়ুদূষণ, একটা আরেকটাকে বাড়াতে থাকে।
যাবেন কোথায়?