এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • খাপের আমি খাপের তুমি

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০১ জুন ২০২৩ | ৫৬৩ বার পঠিত | রেটিং ৪.৮ (৪ জন)
  • কেন শচিন কেন অমুক কুস্তিগিরদের হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠছেননা, কেন মনিপুর-কান্ড নিয়ে টুইট করে ফাটিয়ে দিচ্ছেননা, এই নিয়ে হাহাকার করে কোনো লাভ নেই। শচিন-টচিনরা বড় খেলোয়াড়, খুবই মন দিয়ে খেলেছেনও, ব্যস ওই টুকুই। তার বাইরে কিছু ভাবলে যাঁরা আইকন বানিয়ে মাথায় তুলে নেচেছেন, তাঁদের নিজেদের নাচটাকে বরং ফিরে দেখা দরকার। শুধু শচিন কেন, এই কুস্তিগিররা নিজেরাও কদিন আগে দেশ, মোদি এসব নিয়েই উদ্বেল ছিলেন। বেশিরভাগ বাকি খেলোয়াড় চিত্রতারকা এদেরকেও অন্যরকম কিছু ভাবার কোনো কারণ নেই। 

    শুধু চিত্রতারকা কেন, বড় মিডিয়ায় কোথাও কোনো আলোচনা শুনছেন? বাংলায় সবাই কোন এক কাকুকে নিয়ে ব্যস্ত। ঘ্যামা ঘ্যামা সঞ্চালক, নামীদামী রাজনৈতিক ব্যক্তিত্ব, সব্বাই। কোথায় কুস্তি, মনিপুর। নতুন সংসদ ভবন উদ্বোধন ঘিরে হিন্দুত্বের যে অশ্লীল প্রকাশ হল, তা বোধহয় জনৈক কাকুর চেয়ে একটু বেশিই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তাতেই বা কী। ওসব বাদ দিন, এনআরসি নামক বস্তুটা এখনও ঘাড়ে, আসামে তৈরি হয়েছে বিরাট আটকখানা, সেখানে পালে-পালে বাঙালি ঢুকে আছে, মরেও যাচ্ছে পটাপট, কেউ কিছু বলছে? বলছেনা, কারণ টিভিতে ওসব দেখাচ্ছেনা। তর্জার আসরও বসাচ্ছেনা। এর আগে, ধরুন তরুণ তেজপালের বিরুদ্ধে একটাই অভিযোগ ছিল, সে নিয়ে কী উথালপাথাল। ইন্দিরা জয়সিংহ স্বতঃপ্রণোদিত হয়ে কীসব করলেন, প্যানেলে বসে দোষী চিহ্নিত করে ফেলা হয়, সেসব এই কুস্তিকান্ডে দেখা যাচ্ছে? যাচ্ছে না। কারণ রিপাবলিক টিভি আসর বসাচ্ছেনা। ফুটেজও নাই। রিপাবলিকই আমাদিগের বিবেক, আদানিই আমাদের কণ্ঠস্বর, আম্বানির চ্যানেলই আমাদের চ্যানেল। আজ পর্যন্ত কোনো ব্যক্তিত্বকে দেখিনি এগুলোকে বয়কট করতে। সুযোগ পেলেই গেছেন, আবারও যাবেন, ওদের বেঁধে দেওয়া অ্যাজেন্ডাতেই আলোড়িত হবেন। এই তো ব্যাপার।

    তার মানে এই না, যে, কোত্থাও কিচ্ছু হচ্ছেনা বা হবেনা। ধরুন, কৃষিবিল, সে তো অতি ঝুল, অনুদ্দীপক জিনিস ছিল। পাঞ্জাবের বড় চাষীরা তাকেই বিষয় বানিয়ে দিল। ব্যক্তিত্বদের ধার না ধেরে। পশ্চিমবঙ্গে এনআরসি, পাবলিকের কাছে ইস্যু ছিল এবং থাকবে। এই কুস্তিকান্ডেও যদি জাঠদের খাপগুলো খেপে যায়, তেরোদিন পরেই বিষয়টা বাপ-বাপ করে আলোচ্য হয়ে উঠবে। উনিজির টাকে ঝিলমিল লেগে যাবে। এবার কথা হল, খাপগুলো ক্ষেপবে কেন? ক্ষেপবেই বলা যাচ্ছেনা। কিন্তু সম্ভাবনা আছেই, কারণ, বাকি চাট্টি সামন্ততান্ত্রিক প্রতিষ্ঠানের মতই, বেপাড়ার লোকেদের হাতে নিজেদের মেয়েদের হেনস্থা - খাপের কাছে অতি গুরুতর বিষয়। মেয়েদের যেমন আটকে রাখা খাপের একটা দিক, তেমনই রক্ষা করাও আরেকটা। যেকোনো পুরোনো পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানেরই এই দুখানা দিকই আছে। সর্বাত্মক রেপ-কালচার বলে একটা কথা বাজারে চালু হয়েছে, সেটা ওই টিভি-ওয়ালাদের সেনসেশন-বিক্রির মতোই, বাস্তবে ওরকম বিশুদ্ধ দানব কোথাও নেই। বস্তুত, ভারতের নতুন ধর্ষণ আইনের দাবীতে, প্রত্যক্ষদর্শীদের লেখা পড়েছি, শুনেছি, গাদা-গাদা জাঠ যুবক দিল্লিতে মিছিল করত। তাদের অ্যাজেন্ডা যথেষ্ট গুরুত্ব পেয়েছে আইনে(যেমন ধরুন জিনিসটা লিঙ্গ-নিরপেক্ষ করা যায়নি)। ব্যাপারটা বিজেপি-প্রযোজিত সাধুদের কাজকম্মের ঠিক উল্টোদিকে। সাধুরা তো পস্কো থেকে শুরু করে ধর্ষণের সব আইনই পারলে তুলে দেয়। সেটা, এমনকি খাপ-পঞ্চায়েতের মূল্যবোধেরও উল্টোদিকে যায়।   

    তা, খাপ আপনার অপছন্দ হতেই পারে। আমারও হয়। গোবলয়ের অর্ধেক জিনিসই হয়। একদিকে রোমিও-স্কোয়াড, অন্যদিকে খাপ। একদিকে অযোধ্যার সাধুরা, অন্যদিকে জাঠ মহাপঞ্চায়েত। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে, এরা টিভি চ্যানেলের তোয়াক্কা করেনা। এই কুস্তি কান্ডে আলোড়ন উঠলে হরিয়ানার প্রত্যন্তে সেটা খাপ-টাপই তুলবে। টিভিওয়ালারা না। এবং আমাদেরও দুর্গতি। মহারাষ্ট্রে শিবসেনার জয় দেখে আনন্দ পেয়েছি, পাঞ্জাবে বড় কৃষকদের আন্দোলনে ফুর্তি হয়েছে, খাপের বিজয় হলে তাতেও হবে। পড়েছি টিভিওয়ালাদের হাতে, পরিত্রাণে যাব খাপে, এই আরকি।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০১ জুন ২০২৩ ১২:১৭520167
  • POCSO,  পস্কো  নয়। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন