এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • রামকেষ্ট ঠাকুর ও জেমস বন্ড 

    একক 
    আলোচনা | রাজনীতি | ০২ ডিসেম্বর ২০২২ | ২৫৬৪ বার পঠিত
  • রামকেষ্ট ও তার যৌনচেতনা নিয়ে নিয়ে গুরুতে প্রতি ছমাসে মিনিমাম একটা আলোচনা নাবে। 

    জেমস বন্ড কে নিয়ে গুরুজনদের  মূল্যবান মতামত জানতে আগ্রহী। কারণ জেমস বন্ড রামকৃষ্ণের থেকেও এককাঠি সরেস। প্রতিটি কাহিনীতেই জেমস অগণিত নারীর সঙ্গে চোদাচুদি  করে কিন্তু দেখা যায় একশন টাইম এলেই জেমস তরাং করে লাফ দিয়েউঠে  বন্দুক চালাচ্ছে বা অপরাধীকে ধাওয়া করচে !!!  মানে এই চুমু খাচ্ছে এই লাগাচ্ছে আবার এই লাফ দিয়ে উঠলো!  কোনো নারীর শরীরের আকর্ষণ তার কাছে তখন তুচ্ছ !!! সে পেছন দিকে তাকে না। শোক পালন করেনা। আরও খেয়াল করলে দেখবেন জেমস যে মহিলাদের সঙ্গে শোয় তাদের কাওকেই ভরসা করেনা। তো কাকে ভরসা করে ?না , মানিপেনি নামে এক মহিলা কে যার সঙ্গে জেমস বন্ড কখনো শোয় নি :)  সিনেমার কথা হচ্ছে না, ক্লাসিক জেমস বন্ড ও মানিপেনির সম্পর্ক একেবারেই গোপীভাব ! 

    তো এই যে যৌনতার  লোভ একটি রিপু, এই  লোভ কে জয় করা বীর ও সাধকের ধর্ম এসব যুগে যুগে দেশে দেশে আচে। আগে এসব এরিয়াতে মূলত ছেলেরা ছিল তাই অডিয়েন্স ও ছেলে এবং বাণী গুলো সেক্সিস্ট। যদি কোনো মেয়ে জেমস বন্ড আজ আসে যার মানিপেনি হয়তো একটি মেয়ে বা ছেলে  --- ডাসন্ট ম্যাটার --- মোদ্দা কথা জেমস মানিপেনির সঙ্গে শোবে কি শোবে না ??? 

    রামকৃষ্ণ জেমস বন্ড নন উনি নিজেও জানতেন। প্রবৃত্তি মার্গ ওঁর পথ নয়। তাই নিবৃত্তির পথে চলতে গিয়ে নারী নরকের দ্বার - হাগু -মুতু এসব আউড়েছেন। বাউলদের পথ ও উনি নেন নি। ও রাস্তায় পা হড়কানোর প্রচুর দৃষ্টান্ত ওঁর সামনে ছিল। নিজের মন মস্তিষ্ক ও টান্টুর মতিগতি বুঝে যা ধাতে সয় তাই করেছেন ও অনুগামীদের করতে বলেছেন। কাজেই তিনি নিজের সঙ্গে  ঠিক করেছেন না ভুল তা দিযে আমার কিছূই এসে যায়না। বাকিদের উপর তার ফলাফল নিয়ে এসে যায়। 

    আমার চোখে, রামকৃষ্ণের যৌনচেতনার আলোচনায় মূল প্রশ্ন যা তা হলো তাঁর দেখানো  নিবৃত্তিমার্গ কি প্রকৃতিগতভাবেই সেক্সিস্ট ও বর্জনীয় ??  

    ব্রহ্মচর্যের ধারণার মূলেই কি সমস্যা আছে ?? তাহলে জেমস বন্ডের মডেল যা কিনা প্রবৃত্তি ও নিবৃত্তির অপূর্ব মিশেল তা কি সেক্সিস্ট নয় ? মোদ্দা কথা, ছেলে মেয়ে ট্রান্স জলপিপি যে কোনো স্পেক্ট্রামেই থাকুন না কেন, মানিপেনির সঙ্গে শুয়ে পড়া কি জেমস এর ধম্মে সইবে ?? এই গোপীভাব এই নিবৃত্তির কি প্রয়োজন ফুরিয়েচে এই যুগে এসে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • হেহে | 185.22.***.*** | ০২ ডিসেম্বর ২০২২ ১৫:২৯739047
  • জেমস বন্ডের বাল্যবিবাহ হয় নি কো
  • যোষিতা | ০২ ডিসেম্বর ২০২২ ১৫:৩৯739048
  • বন্ড গার্লরা সবাই সিনেমার শেষে মরে যায় কেন? 
  • একক  | 49.37.***.*** | ০২ ডিসেম্বর ২০২২ ১৫:৫৩739049
  • মরে যায় কারন তাদের "প্রয়োজন" ফুরোয় !
  • a | 124.17.***.*** | ০২ ডিসেম্বর ২০২২ ১৬:৩১739050
  • না মরে গেলে নতুন বন্ড গার্ল আসবে কিভাবে 
  • সিএস  | 103.99.***.*** | ০২ ডিসেম্বর ২০২২ ১৬:৫১739051
  • হ্যাঁ, ঘুরেফিরে দু'দিন অন্তর রামকেষ্ট ও তার হোমোসেক্সুয়াল টেনডেন্সি বা দেখ গিয়ে বাই, এপিলেপটিক এসব নিয়ে লেখা নামে।

    কিন্তু ভারতীয় ধর্মচিন্তায় বা সাধনায় কী নিবৃত্তিমার্গ ছাড়া অন্য উপায় আছে, ঈশ্বরলাভের ? প্রবৃত্তির আশ মিটিয়ে কী ঈশ্বরলাভ হবে ? কেউ করেছে ?

    বাউল - সহজিয়ারা আছে, কিন্তু তাদেরও তো বিন্দুধারণ করতে হবে। যৌনযৌগিকক্রিয়া means হতে পারে কিন্তু তাতেও তো অনেক ফাঁদ, ঘাটে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কথা তো তাদের মধ্যেই আছে।

    হাসন রাজা, তার টেরিফিক গানগুলো - তিনি তো জমিদার মানুষ, রসেবসে থাকা, প্রবৃত্তির চাষ করেছিলেন নিশ্চয় - তো তার গানগুলোতেও তো সংসার থেকে বিবিক্তির কথাই আছে।

    তো নিবৃত্তিমার্গ ছাড়া উপায় কী ? কোথাও লেখা আছে কিছু ?

    রামকেষ্ট তো তাও balance এনেছিলেন, উনিশ শতকে ইংরেজদের জুতো তো খেতে হবে, কেরানিদের, দারা - পুত্র নিয়ে সংসার তো করতে হবে, তার মধ্যেই গৃহী সন্ন্যাসী হয়ে থেকে একটা অপশন।্দু'দিকই থাকল মোটামুটি।
  • | ০২ ডিসেম্বর ২০২২ ২০:৩৫739052
  • কিন্তু কিন্তু জেমস বন্ড ত ফিকশানাল  চরিত্র রামকিস্টো ত জ্যান্ত মানুঢ। জেমস বন্ড ত কালী কেষ্ট রাম এইরকম একটা ব্যপার। দুটোর তুলনা কেমনে হয় হে এককচন্দর? 
  • | ০২ ডিসেম্বর ২০২২ ২০:৩৫739053
  • *মানুষ।
  • একক | ০২ ডিসেম্বর ২০২২ ২১:০০739054
  • ব্যক্তির তুলনা ত উদ্দেশ্য নয়। পথের তুলনা। ওশো রজনীশ ও বলা যেত নিবৃত্তির উদাহরণস্বরূপ, সেক্ষেত্রে আবার ওশোর অন্য সব বেয়াইনি কাজকর্ম সেদিকে নজর ঘুরে যেত।
     
    এখানে,  পথের কথা হচ্চে।  আর প্রশ্নটা থাকচে,  রামকৃষ্ণর দেখানো নিবৃত্তিমার্গ প্রকৃতিগতভাবেই সেক্সিষ্ট কি না??  
     
    মানে,  ধরা যাক শুধু মেয়েদের গাল না পেরে যদি সব জেন্ডারকে ইনক্লুড করে বলা হয়, নিবৃত্তির পথে হাঁটতে গেলে,  কাংখিত জেন্ডারকে হয় মা - বাপ ভাবতে হবে নয় নরকের দ্বার ---- তবে কি নিবৃত্তি তত্ব গঙ্গাজলে ধোয়া হয়ে যেত??  নাকি এই পথ টাই এসেনশিয়ালি সেক্সিষ্ট। এবং পরিত্যজ্য। 
  • &/ | 107.77.***.*** | ০৩ ডিসেম্বর ২০২২ ০৩:৪৪739055
  • খানাপিনা মদ গাঁজা সাজগোজ নাচগান গয়নাপাতি ---এসবকে ব্যঙ্গ বিদ্রূপ করাও তো শেষমেশ কোথাও না কোথাও গিয়ে   সেক্সিস্ট 
  • সেক্সিস্ট | 96.245.***.*** | ০৩ ডিসেম্বর ২০২২ ০৫:১৭739056
  • এই যে সেক্সের নামে বদনাম ছড়ান - এটাই সেক্সিস্ট - এটাই তো এককের মত! তাই না? 
    তবে পানু দেখার নামে যারা বদনাম দ্যায় তারাই বা সেক্সিষ্ট নয় ক্যানে? 
  • &/ | 107.77.***.*** | ০৩ ডিসেম্বর ২০২২ ০৫:৫২739057
  • মানিপেনি নামটিও খুবই গূঢ়  ইঙ্গিতবহ smiley মানি o পেনি 
  • &/ | 107.77.***.*** | ০৩ ডিসেম্বর ২০২২ ০৬:০০739058
  •  দুনিয়ার সাহিত্য শিল্প গালাগালী ইত্যাদি নামে যা সব চলছে, সেসবের  অধিকাংশই মিসোজিনি। মাস কয় পরপর রামকেষ্ট r ইয়ে না ধরে সেসব(দুনিয়ার মিসোজিনি  i) নিয়ে বিশ্লেষণ হলে অনেক ভালো হত .
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:2388:a56f:a62d:***:*** | ০৩ ডিসেম্বর ২০২২ ০৬:০৭739059
  • জেমস বন্ডকে সেক্সিস্ট বলা হল কি হলো না তাই তো বুঝলাম না।
  • খিকখিক | 162.2.***.*** | ০৩ ডিসেম্বর ২০২২ ০৬:২০739060
  • খিস্তিট্যান নামটিও খুবই গূঢ় - খিস্তি o ট্যান।
  • &/ | 107.77.***.*** | ০৩ ডিসেম্বর ২০২২ ০৬:৪৭739061
  • এই দেখুন শয়তান মিসোজিনিস্ট হাজির বলতে না বলতেই 
  • Q | 2401:4900:1220:4c10:9c1:5900:5c75:***:*** | ০৩ ডিসেম্বর ২০২২ ২১:২৯739063
  • "জেমস যে মহিলাদের সঙ্গে শোয় তাদের কাওকেই ভরসা করেনা"--------জেমস বন্ড একজন গুপ্তচর... সে ভিনদেশে সিক্রেট মিশনে গিয়ে যাদের সঙ্গে চোদাচুদি করে তারা অধিকাংশই 'হানিট্র্যাপ গার্ল'... বন্ড কি করে এদের ভরসা করবে ?? 
  • Ranjan Roy | ০৪ ডিসেম্বর ২০২২ ২২:৫৩739065
  •  তোতাপুরী (অদ্বৈতবাদীরা) বলে-- এ সংসারটা ধোঁকার টাটি। 
    আমি বলি --এ সংসার মজার কুঠি। আমি খাই দাই আর মজা লুটি। 
                        জনক রাজা মহাতেজা তার বা ছিল কিসের ত্রুটি,
                     সে যে এদিক ওদিক দুদিক ।রেখে খেয়েছিল দুধের বাটি।  --ঠাকুর রামকৃষ্ণ
    'আমায় রসে বসে রাখিস মা!
     
     উনি ছিলেন একেবারে 'উপমা কালিদাসস্য'  বা কালিদাসকেও হার মানাতে পারেন। 
    --ব্রহ্ম কেমন? না ব্রহ্ম যেমন। লুনের পুতুল সাগরের  জল মাপতে গিয়েছিল, শেষে নিজেই গলে গেল। 
    --পাঁচ বছরের ছেলেকে কি রমণ সুখের আনন্দ বোঝান যায়? 
     --মা আমাকে সব দেখিয়ে দিলে।
    --দেখলাম, বুড়ি বেশ্যা, ধামা পোঁদ, পড় পড় করে হাগছে। ওই হল ধন প্রতিষ্ঠা , যশ ওইসব। 
     
    আমার একটাই আপত্তি। উনি শুধু পুরুষের মুক্তির কথা বলেন, নারীর নয়। নারী এসেনশিয়ালি নরকের দ্বার। যত নেগেটিভ উপমা উদাহরণ--সব নারীদের নিয়ে। পুরুষদের মধ্যে কোন এসেনশিয়ালি নেগেটিভ ফীচার ওনার চোখে পড়ে না? যা অন্যদের ক্ষতি/ বরবাদ করতে পারে?
     নারীর  কি মুক্তি নেই? নিবৃত্তি নেই? ওদের মুক্তি কী ভাবে?
    একটা কথা বলছেন-একটি দুটি সন্তান হয়ে গেলে স্বামী-স্ত্রী ভাইবোনের মত থাকবে। 
     
    জৈন দর্শনেও দেখেছি (দুটো সেক্টেই) নারীর মুক্তি যে সম্ভব সেটা মানা হয় না। এনারও খানিকটা সেই রকম, টার্গেট গ্রুপ পুরুষ, নারীরা প্রান্তিক। 
  • | 43.25.***.*** | ০৪ ডিসেম্বর ২০২২ ২৩:২৫739066
  • সন্দীপনীতে যা কাজের কাজ হল বিবেকানন্দ নির্মোহ ব তিন পুরো আবার পড়া হয়ে গেল। দুখে-দা ওয়াজ স্প্লেন্ডিড ইনডিড। 
    রঞ্জনদা সব ভুলে আবার পুরোনো কথাই বলে চলেছেন, সেই হ্যান্ডি কোটেশন কপি করে করে। নারীদের দেওয়া বাণী নিয়েও কথা হয়েছিল, গোরী মা কে বলা কথাবার্তা রেফার করা হয়েছিল, চতুর্ভুজ হয়ে এলেও পুরুষদের বিশ্বাস কোরো না-এসব ছিল, পুরুষকাঞ্চনের রেফারেন্স এসেছিল। কথামৃত পুরুষদেরকে বলা কথার সমষ্টি। মহিলাদেরকে বলা কথা শ্রীম ডকুমেন্ট করে যাননি বলে সেসব কথামৃতয় পাওয়া যাবে না। মোল্লা নাসিরুদ্দিনের মত, বাড়ির সামনে যেখানে আলো পড়েছে শুধু সেখানেই চাবিটা খুঁজলে হবে? সে চাবি তো বাড়ির পিছনের অন্ধকার ঝোপে পড়ে আছে।
  • একক | ০৪ ডিসেম্বর ২০২২ ২৩:৪৬739067
  • রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রিক নির্মোহ ব নাবানো উদ্দেশ্য নয়। সেই কানাগলিতে না ঢুকলেই বাধিত হব। 
     
    রামকৃষ্ণ যে ফিয়ার সাইকোসিস বেসড নিবৃত্ত মার্গ দিয়ে গেছেন তাতে নারী পুরুষ সমপ্রেম সবকিছু ইনক্লুড করে নিলেই একটিই মার্গদর্শন পড়ে থাকে, তা হল নিবৃত্তি আনতে গেলে কাংখিত জেন্ডার টিকে ভয়াল - ভয়ংকর - নরকের দ্বার ভাবতে হবে নইলে এসেক্সুয়াল রিলেশন গ্রো করতে হবে। 
     
    এই ফিয়ার সেক্ট্রিক নিবৃত্তি কি আদতেই জেন্ডার ইন্সেন্টিভ নয়?  কাল মিসোজিনি ছিল,  দেখা গেল হেটেরো মেয়েদের মডেলে ইনক্লুড করে একপাল মিস্যান্ড্রিক সাধিকা পেলুম??  তাতে কী লাভ হল??  
     
    প্রশ্ন সেটাই। একটু সিলেবাসের বাইরে তাকান গুরুজন ঃ) 
  • &/ | 107.77.***.*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০০:১৭739068
  • বন্ডকে তো গীতার সেই দুঃখে অনুদ্বিঘ্ন সুখে বিগতস্পৃহ সাধক মনে হল . কর্তব্যে অবিচল। প্রেম পীরিত কাম নৃত্য সবই উদ্দেশ্যসাধনের জন্য অভিনয় মাত্র . চোখ ফোকাস করে আছে লক্ষ্যে . রামকেষ্ট ঠাকুরও সেই কথাই অন্য পথে বলেছেন। তাঁর লক্ষ্য ঈশ্বর , বন্ডের লক্ষ্য হয়তো অন্য কিছু 
  • &/ | 107.77.***.*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০০:৩৪739069
  • নতুন যুগের ইন্টারস্টেলার মহাভারতে কুরুস্পেস যুদ্ধে যদি মহিলা অর্জুন থাকেন , মহিলা কৃষ্ণ তাঁর পথপ্রদর্শক হন , তাহলে সেই 'গীতা' কেমন হবে? 
  • আরে | 185.22.***.*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০০:৪০739070
  • তাইলে তো কুরুক্ষেত্তর টাই হবেনা 
  • &/ | 107.77.***.*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০০:৪৩739071
  • কোনো ' দ্রু' কে  রক্ষা করার জন্য হতেই পারে। 
  • মার্গদর্শন | 2600:1002:b13c:d0e3:69b4:3b6c:851d:***:*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০৪:৩৫739072
  •  
    প্রবৃত্তি নিবৃত্তি কোন পয়েন না, মোদ্দা কতা হল কেলিয়ে যাবেন না! জগজ্জোড়া লাগিয়ে যদি অ্যালার্ট থাকতে পারেন, রূপং দেহি জয়ং দেহি বলে না চেঁচাতে হয়, তবে তাই করুন্না! বন্ড অবদি যেতে হবে ক্যানো, কৃষ্ঞই তো আছে! 
    তবে, সে কিনা থিউরি! কটা বাঙ্গালির বাচ্চা লাগিয়ে না কেলিয়ে সেন্চুরি হাঁকাচ্চে? সেকালে চোকের সাম্নে তন্ত্র করতে গিয়ে কেলিয়ে যাবার উদারণ ঘরে ঘরে! তাই নিবৃত্তিটাই কাজে বেশি দ্যায়! আর এতো সাধারণ কতা - বড় কাজ কত্তে গেলে ছত্রিশ দিকে মাতা দিলে চলে না!  আর নিবৃত্তি তো সব কিচুরিই! রাশি রাশি গিল্লে হব্যা? সারাদিন টিবি দেখলে? অ্যাডিকশান কমাতে হবে! আর সন্ন্যাসি ও অ-সন্ন্যাসির তপাত তো থাকবেই! 
    আর লাগান মানে কি সুদুই লাগান? তার আনুষঙ্গিক প্যারাফার্নেলিয়া কি কম? 
    পয়েনগুলো ধরুন, খামোকা ভ্যানতাড়া ক্ষেপাটে তক্কো তুলবেন না যে মহম্মদ ন বচুরেকে লাগিয়েচ, চোদনবাজ খুনে, বুদ্দ পার্ভাট - শিষ্যদের দিনের পর দিন পচাটে মড়া দেখিয়েচে আর মরার ভয় দেকিয়ে দেকিয়ে নিবৃত্তিমার্গ বেচেচে আর রামকেস্টো সব রকম ধোনের দগায় ফেবিকল লাগাতে বলেচে - শব সালা হারামি! 
  • একক | ০৫ ডিসেম্বর ২০২২ ০৫:১৪739073
  • বেশি মিষ্টি খাবেন্না এই নিবৃত্তি প্র‍্যাক্টিস কত্তে কেও যদি ভেবে নেয় সন্দেশ বিষ্ঠাসমান, তাহলে সন্দেশ মেঠাইরা হেঁটে গিয়ে কোর্ট কেস করবেনা,  কিন্তু লাগাবেন্না এনশিওর কত্তে গিয়ে নারী বা নর কে নরকের দ্বার ভাবলে সেটা বিলক্ষণ সমস্যার। 
     
    মানুষের অস্তিত্ব জিনিসটা ওরকম মদ - সন্দেশ- সিগ্রেটের মত অব্জেক্টিভ না, আর সেইখানেই সমস্যা। নিবৃত্তির থিওরিবাজরা কেসটা ইম্পলিমেন্ট করতে গিয়ে যার সঙ্গে সম্ভোগক্রিয়াটি  হচ্চে তাকেই অব্জেক্টিফাই করে বসে আচেন। বিশেষ করে রামকৃষ্ণর পথটি ত একদম কড়া এন্টিবায়োটিক।  মেয়েমানুষকে নারকীয় ভাব্লে আর চোদনবাই জাগবে না। খুবই কার্যকরী দাওয়াই যার সাইড ইফেক্টে এঁড়ে আর এঁড়ের পোকা দুই মরার যোগার। 
  • &/ | 151.14.***.*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০৫:১৮739074
  • ঘোরতর মিসোজিনি(মিসোঅ্যান্ড্রি ও, যদি সাধিকারা পুরুষ নারকীয় জীব, এই মত গ্রহণ করে নিবৃত্তি অভ্যাস করেন) হয়ে যায়।
  • &/ | 151.14.***.*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০৫:২৩739075
  • বড় বড় কাজের কথাই যখন এল, তখন সে ক্ষেত্রে সন্ন্যাসী না হয়েও অনেকে সংযমী ও নিবৃত্তি অভ্যাসে ছিলেন। হাতের কাছেই মনে পড়ছে ডাক্তার বিধানচন্দ্র রায় ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এঁরা দু'জনেই চিরকুমার ও নিজের কর্মে অত্যন্ত পরিশ্রমী ও নিষ্ঠ ছিলেন। কিন্তু সন্ন্যাসী ছিলেন না, সংসারেই ছিলেন।
  • &/ | 151.14.***.*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০৫:৩২739076
  • একসময় বহু শিক্ষিত মধ্যবিত্ত মহিলা চিরকৌমার্য অবলম্বন করে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করে জীবন কাটিয়েছেন। এঁরা কেউ কেউ ছিলেন ব্রাহ্মসমাজের, কেউ কেউ হিন্দু সমাজের, কেউ বা অন্য ধর্মের অন্য সমাজের। সন্ন্যাসিনী নন, দিব্যি সংসারের, কিন্তু কাজটাকেই সাধনা হিসেবে নিয়েছিলেন বিধানবাবুদের মতন।
    এঁদের কিন্তু এর জন্য অত একস্ট্রিম ধারণা রাখতে হয় নি বিপরীত জেন্ডারের প্রতি, দিব্যি সহকর্মী হিসেবে কাজ করেছেন।
  • &/ | 151.14.***.*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০৫:৩৬739077
  • বিভিন্ন সন্ন্যাসী গোষ্ঠীতে যেরকম নানা কড়া ব্যাপার দেখানো হয়, প্রবৃত্তি ও নিবৃত্তি তত কড়া হয়তো নয়। হয়তো অনেকটাই ম্যানেজেবল। সুস্থ স্বাভাবিক সংসারিক মানুষেরাই যখন পারছেন উগ্র কোনো পদক্ষেপ না নিয়েই, তখন অত মারণ উচাটন আগুনে পোড়ানো জলে ডোবানো ইত্যাদির পথে না গিয়েও সম্ভব।
  • মারণ উচাটন | 2600:1002:b006:a1c2:7855:16b6:c13e:***:*** | ০৫ ডিসেম্বর ২০২২ ০৫:৪৭739078
  • ঐ সব দিয়ে সন্ন্যাসি ডিফাইন করা আর 'কত লোক জেলে ভরা, কেবল চুরি রেপ ডাকাতি ছিনতাই - কি বালের সংসার' - এই বলে সমাজজীবন ডিফাইন করা -  ফারাক কিচু হল কি? 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন