এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দত্ত জুয়েলার্স - ১০ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৯ অক্টোবর ২০২২ | ৬৪১ বার পঠিত
  • সুকিয়া স্ট্রীটের এপকন টেস্টিং ল্যাবে কলতানের অনেক বছরের যাতায়াত । ল্যাব চালায় বাদল সাহা । পিওর কেমিস্ট্রিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এস সি  । বাষট্টি বছর বয়েস ।
    কলতান বলল , ' এই স্যাম্পেলগুলো রাখ ।  কাল দুপুরের মধ্যে রিপোর্ট চাই । টিসু পেপারে মোড়া দুটো বোতল সবুজ রঙের বোতাম এবং ক'টা বোতল ভাঙা কাঁচের টুকরো বার করে বাদলকে দিল । বলল, ' আরও দুটো ভাইটাল টেস্ট আছে । ওগুলো পুলিশের ফরেনসিক সেল ক্যারি আউট করবে .... '
    ------ ' খুব ইন্টারেস্টিং কেস মনে হচ্ছে । '
    ----- ' কেস তো সবই ইন্টারেস্টিং । ইন ফ্যাক্ট কেস যত ইন্টারেস্টিং, তত ঘোরাল । ভীষণ টাফ এক্সারসাইজ .... '
    ----- ' সে যাই বল , তোমাদের প্রফেশানে কিন্তু যথেষ্ট থ্রিল আছে .... '
    ----- ' হমম্ .... আচ্ছা আমি আসি এখন .... অনেক কাজ পড়ে আছে ... '
    ----- ' আচ্ছা ঠিক আছে । হয়ে গেলেই আমি ফোন করব ... ' 
    বাইকে ওঠবার আগে ওসি পার্থসারথি  চক্রবর্তীকে ডায়াল করল কলতান, ' ফরেনসিক থেকে স্টাফ এসেছিল ? '
    ----- ' হ্যা... এসেছিল । ও দুটোর স্যাম্পেল নিয়ে গেছে । অন্তত দুদিন লাগবে রিপোর্ট আসতে ...'
    ----- ' আচ্ছা ঠিক আছে ... রিপোর্টটা এলে কাইন্ডলি জানাবেন আমাকে । ওটা খুব ক্রুশিয়াল ... মানে, কি ফ্যাকটর ... ' 
    ------ ' ডোন্ট ওয়ারি মিস্টার গুপ্ত .... ট্রাস্ট অন মি .... ' 
    ----- ' ওকে  ওকে ..... হানড্রেড পার্সেন্ট ...  মিস্টার গুপ্ত ... '

      বাড়ি পৌঁছে বউবাজার থানার ওসি বিদ্যুৎ তরফদারকে ফোন করল কলতান । 
    ----- ' হ্যা... বলুন কলতানদা ... দত্তদের সঙ্গে আর কন্ট্যাক্ট হয়েছে নাকি ? '
    ---- ' না... কন্ট্যাক্ট তো আর করিনি । সেই ব্যাপারেই ফোন করছি ... '
    ----- ' হ্যা হ্যা... আমি কাল ওদের জানিয়ে দিয়েছি যে আপনি কাল ওদের বাড়িতে যেতে পারেন কথা বলতে ... ' 
    ----- ' ঠিক আছে । কিন্তু আমার মনে হয় প্রোটোকল মেনে কাজ করাই ভাল । তুমি সতীনাথকে থানায় ঠেকে পাঠাও । ওকে থানায় কথা বলার জন্য ডাকতেই পার কারণ ও একজন কি সাসপেক্ট মহুয়া মিত্র মার্ডার কেসে।
    ----- ' আচ্ছা ঠিক আছে .... সতীনাথ দত্তকে তা'লে কাল বেলা বারোটা নাগাদ ডাকছি । আপনি আসছেন তো ? '
    ----- ' হ্যা... আমি তো যাবই .... ওকে আসতে বল ... '
    ------ ' ওকে... ' 
      
        পরেরদিন সকালে বিদ্যুতের ফোন এল । 
    ----- ' হ্যা বল ... আসছে নাকি ? '
    ----- ' হ্যা... ওই বারোটার সময় টাইম দিয়েছি । রাজি হয়েছে । তবে, এসব পার্টি ... বুঝতেই তো পারছেন ... না আঁচালে বিশ্বাস নেই ... '
    ----- ' ঠিক আছে ... দেখা যাক ... '

        সতীনাথ দত্ত কিন্তু ঠিক সময়ে এলেন । এসে বললেন , ' এই একটু আগে দোকান খুলিয়ে লোক বসিয়ে তবে এলাম ... হ্যা... বলুন কি বলবেন ... '
    কলতান বলল, ' সতীনাথবাবু আপনি নিউ হরাইজনের মহুয়া মিত্রের কেসটা নিশ্চয়ই জানেন ? '
    সতীনাথবাবু বোধহয় জেনে ফেলেছেন যে, নিউ হরাইজনে তার যাতায়াতের খবরটা এরা বার করে ফেলেছে । তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন । শাক দিয়ে মাছ ঢাকা দেবার চেষ্টা করলেন না ।  
    বললেন, ' আপনারা তো সবই জানেন । আপনাদের কাছে কি আর গোপন করব । আমার স্ত্রীরও অজানা নয় যে মহুয়া মিত্রের সঙ্গে আমার  যোগাযোগ ছিল । যেভাবেই হোক জড়িয়ে পড়েছিলাম । কিন্তু ওর মারা যাবার খবরটা শুনে আমি সত্যি ভীষণ অবাক হয়ে গেছি । আমি ভাবতেই পারছি না এটা কিভাবে হল আর কেনই বা হল .... '
    কলতানের কিছু জিজ্ঞেস করার দরকার পড়ল না ।  সতীনাথবাবুই বলতে থাকলেন ----
    ' আমার আর গোপন করার কিছু নেই । গোপন করতে চাইও না । সেদিন দুপুর আড়াইটে নাগাদ  
    আমি মহুয়ার ফ্ল্যাটে গিয়েছিলাম । সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে এসেছি .... '
    ----- ' ক'টায় বললেন ? '
    ----- ' সাড়ে পাঁচটা নাগাদ ... '
    -----' আচ্ছা ....আচ্ছা ... আপনি কি ওখানে খাওয়া দাওয়া করেছিলেন ?'
    ----- ' হ্যা... দুপুর তিনটে নাগাদ লাঞ্চ করেছিলাম ... '
    ----- ও আচ্ছা । আচ্ছা ... সতীনাথবাবু লাঞ্চে কি মেনু ছিল বলা যাবে ? '
    ------ ' হ্যা নিশ্চয়ই.... তেমন কিছু না ... সাদা ভাত আর চিকেন কারি ... আর স্যালাড । '
    ----- ' আচ্ছা ... আচ্ছা । সতীনাথবাবু , একটা কথা বলুন তো.... আপনাদের মধ্যে নেকলেসের ব্যাপারটা নিয়ে কোন কথা কাটাকাটি হয়েছিল ? ' 
    ----- ' একদম কিচ্ছু না .... আপনারা তো সবই জেনে গেছেন । আপনাদের কাছে লুকিয়ে তো লাভ নেই  । বিশ্বাস করুন নেকলেসের কোন কথাই ওঠেনি সেদিন .... গয়নায় ওর খুব আকর্ষণ ছিল ঠিকই ... কিন্তু তার মানে এই নয় যে সেটার জন্য ঝগড়াঝাঁটি করবে .... '
    ----- ' আচ্ছা মিস্টার দত্ত ... আপনি বেরোবার সময় রেজিস্টারে সাইন করেছিলেন .... এগ্জিট টাইম দিয়েছিলেন ? ' কলতান জিজ্ঞাসা করে । 
    ----- ' সত্যি কথা বলতে কি... করিনি । অনেকদিন ধরে যাতায়াত করছি তো ... তাই ওগুলো ওই ওরাই বসিয়ে দেয় । যারা রেগুলার তারা কেউই দুবার এন্ট্রি করেনা .... ' 
    ------ হুমম .... আপনি তাহলে মোটামুটি আড়াইটেয় মহুয়া মিত্রের ফ্ল্যাটে ঢুকে সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গিয়েছিলেন ? '
    ----- ' হ্যা... একদম ... '
    ----- ' আপনি যখন বেরিয়ে গেলেন তখন কিয়স্কে সিকিউরিটি কে ছিল ? নাম জানেন কি ? '
    ----- ' হ্যা হ্যা... ওই তো .... সুনীল আর বিদ্যানন্দ ... ' 
    ----- ' সুনীল ধাড়া আর বিদ্যানন্দ সাউ কি ? '
    ---- ' হ্যা হ্যা... ঠিক বলেছেন... ওরাই ... '  সতীনাথবাবু  অকপটে বললেন । 
    কলতান বলল, ' আর একটা কথা জিজ্ঞাসা করছি । আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ? মানে, মহুয়াদেবীর সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে আপনার কোন মনোমালিন্য হত না .... ' 
    সতীনাথ এ প্রশ্নটার সরাসরি উত্তর দিলেন না ।
    বললেন, ' হ্যা প্রথমদিকে হত । পরের দিকে সব সয়ে গেল আর কি ... '
    ----- ' সয়ে গেল ... মানে কি ? প্রিয়দর্শিনী দেবী মেনে নিলেন সব কিছু ? '
    ----- ' হুঁ ... ও থাকত ওর কাজ নিয়ে ওর মতো ... আর আমি আমার মতো ... তবে এখন বুঝতে পারছি আমার শুধরে নেওয়া উচিৎ ছিল ... ঠিক কাজ করিনি .... ও যে নেকলেসটা 
    সরিয়ে আপনাদের হাতে তুলে দিয়েছে তাতে আমি কিছু মনে করিনি । ভালই হল ... নইলে
    হয়ত ঝামেলা আরও বাড়ত ।' 
    ----- ' আচ্ছা ঠিক আছে , অনেক ধন্যবাদ আপনাকে ।  আপনি এখন আসতে পারেন ... 
    আবার দরকার হলে আশা করি আপনার সাহায্য পাব ... '
    ------ ' হ্যা নিশ্চয়ই । আপনারা ঠিকমতো তদন্ত চালান যাতে আসল সত্যটা আমরা জানতে পারি । খুব খারাপ লাগছে আমার .... '
    সতীনাথবাবুর ক্লিষ্ট মুখ দেখে খারাপ লাগাটা অকৃত্রিমই মনে হল কলতানের । অবশ্য এতক্ষণের বয়ানে ক'টা সত্যি আছে ,ক'টা মিথ্যে সেটা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে । সতীনাথের অজান্তে তার বলা সব কথাই রেকর্ড করা হয়ে গেছে । 
    কলতান ভাবল আগে ফরেনসিক রিপোর্টগুলো পাওয়া দরকার । সে মোবাইলটা খুলে গতকাল তোলা নিউ হরাইজনের কিয়স্ক রেজিস্টারের পাতার ছবিটা খুলে খুঁটিয়ে দেখতে লাগল ।
     ( ক্রমশঃ )
    ******************************************
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১০ অক্টোবর ২০২২ ১৫:৪৬512680
  • সতীनाथ বলছেন exit time সাড়ে পাঁচটা,  কিন্তু কলতাन বলছেন সাড়ে আট, এটা একটু দেখবেন,  প্লিজ। 
  • Anjan Banerjee | ১১ অক্টোবর ২০২২ ১২:৫৫512707
  • আচ্ছা দেখছি 
  • Anjan Banerjee | ১১ অক্টোবর ২০২২ ১৮:২২512720
  • রঞ্জন রায় ,
       ব্যাপারটা হচ্ছে,  সতীনাথের বলা সময়টার তো সত্যাসত্য জানা যায়নি এখনও , একটা সময় সে বলেছে বটে । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন