এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   বিবিধ

  • দাবা খেলা নিয়ে চর্চা

    অপু
    আলোচনা | বিবিধ | ০৭ মে ২০২২ | ৫৮৫৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • দেখুন মহায় আমি একজন বাঙলা
     দাবা পাগল লোক। পাচ বছর বয়েসে দাবা খেলতে শিখান বাপি। দেশে এবং  বিদেশে
     ( মূলত: USA) প্রচুর দাবা প্রতিযোগিতা য় অংশগ্রহণ করেছি।এবং সাফল‍্য পেয়েছি। এখন ও দিনে অনলাইন  চেস খেলে থাকি এক থেকে দেড় ঘন্টা। 
     
     
    এখানে আমি দাবা খেলা শেখাবো। যারা দাবা ভালোবাসেন। তারা কমেন্ট করুন। Lwts have an iteactive session!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 42.***.*** | ০৭ মে ২০২২ ০৪:৫৫736478
  • স্বামী বিবেকানন্দের একটা বাণী আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলি।সেটা হল
    " চালাকির দ্বারা কোন মহত কাজ হ য় না"
     
    Everything  has to be hard earned!!!  
     
    প্রচুর পড়তে হবে। বড় বড় প্লেয়ার দের খেলা চেলে দেখতে হবে।  উনি কেন ওই বিশেষ দান টি দিলেন। দুমিনিট ভাবুন।
     
    তখন আমি নকাকার আর সেজকাকার সাথে খেলতম। নকাকার সাথে সারাবছর মোট খেলার একটা হিসেব রাখা হতো। আমি প্রতিবার জিততাম। নকাকা কলকাতা 
     বইমেলা থেকে দাবার একটা বই উপহার  দিত। 
     
    আপনারা সবাই জানেন কে বিশ্বনাথন আনন্দ। কিন্তু জানেন কি আমার দ‍্যিবেন্দু কীভাবে ভিক্টর করশন কে এবার  নাকের জলে চোখের জলে করে ছেড়েছিলেন। করশনয় তখন বিশ্বে 
     নাম্বার  
    টু। আনাটলি কারপভ তখন ওয়ার্ল্ড  চ‍্যৃম্পিয়ন।
     
    অসাধারণ  সেই খেলা। খেলার শেষে একটি ঘোড়াকে  তিনবার ম‍্যুভ করেন আর
     ভিক্টর বাবু পরাজয়  স্বীকারে বাধ‍্য হন। কালকে সেই খেলা দেবো। আর কিছু কিছু ব ই এর তালিকা  যেটা আপনাদের সংগ্রহ করত হবে। 
     
    সঙ্গে  থাকুন...
  • a | 59.102.***.*** | ০৭ মে ২০২২ ০৫:০৩736481
  • ব্রতীন্দা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। 
     
    একটু ভাষা আর বানানের যত্ন নিয়ে লিখলে আরো জমবে 
  • অপু | 42.***.*** | ০৭ মে ২০২২ ০৫:২৮736487
  • আচ্ছা অয়ন। 
  • অপু | 42.***.*** | ০৭ মে ২০২২ ০৫:৫৬736494
  • প্রথমে কিছু থাম্ব রুলস। মেনে চলুন। সাফল‍্য অবধারিত।
     
    1. দাবার বোর্ডে সবথেকে গুরুত্বপূর্ণ 4 টে ঘর হল মাঝের চারটে। অর্থাৎ  দাবার নোটেশনের ভাষায় e4, e5,d4, d5. চেষ্টা করুন এইটে চারটে ঘরের নিদেন পক্ষে  একটাতে যাতেআপনার একটা বোড়ে যাতে থাকে। দুটো থাকলে আরো ভালো।
    2. আগে ঘোড়া বার করুন তারপরে গজ
    3. খবরবার মন্ত্রী কে খেলার প্রথম দিকে বার করবেন না। মন্ত্রী  কে সহজেই  আক্রমণ  করা যায় তখন দান নষ্ট হয়।
    4. শুরুর দিকে এক ই ঘুটি একবারই 
     চালবেন না
  • lcm | ০৭ মে ২০২২ ০৮:২৩736497
  • আরে, সাগর শাহ দেখো - আইএম সাগর শাহ - খুব ভালো কম্যুনিকেশন - ফুলস মেট, ফিশিং পোল - হরেকরকমের মুভ -
  • অপু | 42.***.*** | ০৭ মে ২০২২ ০৮:৪৬736498
  • আসছি আসছি এলসিএম দা। ধাপে ধাপে। ওই যে চারটে থাম্ব রুল লিখলাম। ওগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে যেটা আসবে। সেটা হল গ‍্যামবিট। যেটা তুমা দিয়েছো।
  • যদুবাবু | ০৭ মে ২০২২ ১৬:২২736501
  • আরে দারুণ তো চ্যানেল টা। থ্যাংক ইউ লসাগু দা। সাবস্ক্রাইব করে ফেললাম। সামারে বসে বসে দেখবো। 
     
    ব্রতীন দা, চালিয়ে যাও। আমার ধৈর্য নেই কিন্তু মাঝে মাঝে পড়বো। 
  • যোষিতা | ০৮ মে ২০২২ ০১:৫০736502
  • চলুক। সাত বছর বয়সে বাবার কাছে শিখেছিলাম। দীর্ঘ অনেক বছর চর্চা নেই। আগ্রহ নিয়ে পড়ছি।
  • Bratin Das | ০৮ মে ২০২২ ০৬:২৮736503
  • তো আমি যে প্রথম নিয়ম টা বললাম।
     
    অর্থাৎ  e4 বা d4 এ তোমার একটা রাখতে হবে। সেটা কে মানতে গেলে তোমাকে হ য় e4 বা d4 খেলতে হবে।
     
    তার মানে হয় রাজার দিকের বোড়ে টা বা মন্ত্রীর দিকে  বোড়েটা দু ঘর এগিয়ে দিতে হবে।
     
    এখন গোদ ভাবে বলতে গেলে রাজার দিকের  এগিয়ে দিলে Kings side। মন্ত্রীর দিকে বোড়ে টা দিলে Queen side..
  • Bratin Das | ০৮ মে ২০২২ ০৬:৪৫736504
  • এবার একটু  অন‍্য লাইনে বলি। কোন পিসের কত দাম।
     
    বোড়ে কে আমরা ধরি 1 পয়েন্ট। ঘোড়া বা গজ 3 ( 3.25 টু বি প্রিসাইজ) প য়েন্ট  নৌকা বা রুক = 5 পয়েন্ট  মন্ত্রী বা কুইনের দাম 9 পয়েন্ট।
     
    রাজার আলাদা করে দাম নেই। তাই রাজা অমূল‍্য। এটা কেন বললাম?  
     
    একটা ঘোড়া বা নাইটের বদলে একটা গজ বা বিশপ পাওয়া যেতে পারে। দুটো রুকের বদলে একটা কুইট। তিনটে বোড়ের বিনিম য়ে একটা গজ বা ঘোড়া। 
     
    এক এক জন এক এক রকম ভাবে খেলে কেউ ঘোড়া নিয়ে ভালো খেলে কেউ গজ নিয়ে। কারোর মিডল গেম ভালো। কারোর এন্ড গেম ভালো।
     
    ।কারোর ওপেনিং  ভালো। কেউ সাদা নিয়ে ভালো খেলেন। কেউ কালো নিঋএ
     
    এই প্রসঙ্গে উদাহরণ দিচ্ছি বিশ্ববিখ‍্যাত দাবাড়ু আর বহুদিনের বিশ্বচ‍্যাম্পিয়ন। ক‍্যাপাব্ল‍্যাঙ্কার।
     
     উনি বোর্ডে অনেক খুটি থাকলে খেলতে পারতেন না। কাজেই ওনার খেলার টেকনিক টা ছিল সরল গোলগাল। প্রথম সুযোগেই বল বা পাওয়ার এক্সচেঞ্জ করে বোর্ড টা ফাকা করে নিতেন। এবং  তাতেই উনি প্রতিপক্ষের থেকে এগিয়ে যেতেন। অর্থাৎ  ওনার শক্তি ছিল ওপেনিংস।. মিডল আর এন্ড এ উনি অনেকবার ভুলভাল ছ ড়িয়েছেন।
     
     
  • Bratin Das | ০৮ মে ২০২২ ০৬:৪৯736505
  • আমার ব ই গুলো একটু দেখিয়ে দি। যদুবাবু তখন ইউটিউব এসব ছিল না। তাই আমি এই গোদা মৃথডৃই দক্ষতা অর্জন করেছিলাম অর্থাৎ  এই ব ই গুলো তে খেলা আছেসেগুলো চেলে চেলে দেখতাম।
  • Ranjan Roy | ০৮ মে ২০২২ ১০:২৪736506
  • বা: ব্রতীন। আড়াই ঘরের চালে আগে বঢ়ো
  • যদুবাবু | ০৯ মে ২০২২ ০০:১১736507
  • কই দাবার বইয়ের ছবি কই? ভালো গল্পের মতো পড়ার হলে, মানে অদাবাড়ু কিন্তু আগ্রহী লোকও পড়তে পারবে এমন হলে, রেকো দিও। 
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:০৪736508
  • আরে লগিন করে ছবি দিতে পারছি না। আর কোথা হতে কী হ য়ে গেল এখন ডিফল্ট লগিন হ য়ে যাচ্ছে। sad
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:০৫736509
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:০৬736510
  • এই ব ই গুলোর প্রত‍্যেক টির খেলা আমি একাধিক বার চেলে দেখেছি
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:০৮736511
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:১৫736512
  • ওপরের দুটো ব ই বিদেশের টূর্ণামেন্টে জিতে পেয়েছি। এইসব টুর্নামেন্টে 10/15 $ এন্ট্রি ফি হতো প্রথম দ্বিতীয় বা তৃতীয় হলে যথা 30/20/15 $ দিয়েছিল! আমি দ্বিতীয় হ য়ে 20$ পেয়েছিলাম। প য়সা ডলারে দেওয়া ছাড়া ওরা প্রচুর ব ই রেখে দিত প য়সার বদলে প্রদম হলে তিনটে/দূটো /একটা ব ই নিতে পারো। স্কুলের বন্ধু  বিশূ র বাড়িতে যতবার USA তে গেছি তার মধ‍্যে একবার 4 ম‍্যাচের 1 টা জিত তিনটে ড্র করে দ্বিতীয় হ য়েছিলাম। তখন এই দুটো বই নিয়েছিলাম
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:১৮736513
  • সেইযে বলেছিলাম নকাকার সাথে সারাবছর খেলার হিসেব রাখা হত। বছর শেষে আমি এগিয়ে থাকলে ব ইমেলা থেকে একটা ব ই কিনে দিত। সাল গুলো লক্ষ‍্য করবেন।
     
    1984 অর্থাৎ  তখন আমি 11 বছরের।
     
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:১৮736514
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:১৯736515
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:২০736516
  •  এটা 87 এর ব ইমেলায় বাবাকিনে দিয়েছিল আমার End game র উন্নতি করতে
  • Bratin Das | ০৯ মে ২০২২ ০৪:২৫736517
  • আজকে আমার প্রাণ দাবার ব ই এর কালেকশন। FB থেকে কপি পেসটট মারলাম।
     
     

    অরিজিত দুটো দিয়ে ফেরত দেয়নি
    1. হিমানীশ গোস্বামীর " দাবা খেলতে হলে"
    2. Max Eiu " Your first move"
     

    TCS এর  মাল্টি ট‍্যালেন্টেড পারসনালটি বিশ্বজিত দার সাথে আমার ঘনিষ্ঠতা  দাবা খেলার সূত্রে। TCS এ অনেক ঘন্টা আমরা দাবা খেলে কাটিয়েছি। বিশ্বজিত দাও আমার মতো দাবা নিয়ে প‍্যাশানেট ছিলেন। USA তে থাকতেন আমরা দাবা খেলতাম। সেখান থেকে প্রচুর দাবার
    বই কিনেছিলাম। বিশ্বজিত দাকে উপহার দিয়েছিলাম। কিন্তু 3 টে ব ই উপহার দিই না
    পড়তে দিয়েছিলাম। সেগুলো  কোন ভাবে মিস প্লেস হয়ে যায়
  • যদুবাবু | ০৯ মে ২০২২ ০৪:৫১736519
  • অপুদাঃ বাঃ খুব ভালো কালেকশন। বিশেষ করে প্রাইজ পাওয়া বই দেখতেই ভালো লাগে। এগুলোর মধ্যে কোনটা কি নভিশদের পড়ার যোগ্য? নভিশ মানে ধরুন যে দাবা খেলতে পারে অলস্বল্প কিন্তু ওপেনিং/এন্ডগেম এসব জানে না বা e4d5nf4 এইসব বললে পাঁচ মিনিট সময় নেবে কড় গুণে গুণে বের করতে কোনটা কোথায় গেলো। হতে পারে অতো আতা লোকের জন্য কেউ বইটুই লেখে না কেউ কিন্তু তাও জিগালাম। 

    আচ্ছা, এই বিশ্বজিত-বাবু-ই কি অভেদা ফাউণ্ডেশন (https://abhedafoundation.org/) পরিচালনা ইত্যাদি করেন? ওঁকে খুব-ই শ্রদ্ধা করি, যদিও উনি আমাকে চেনেন না, ওঁর কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হই বললে এক বিন্দু অত্যূক্তি হয় না। 
  • Bratin Das | ০৯ মে ২০২২ ১৯:৩৭736526
  • একদম উনিই বিশ্বজিৎ  মিত্র। TCS এ বিশ্বামিত্র নামে খ‍্যাত। MStat, MTech CS... ISI 
  • Bratin Das | ০৯ মে ২০২২ ১৯:৪৮736527
  • যা বলছিলাম ক‍্যাপাব্লাঙ্কায় একেবারে উল্টো হলেন আরেক বিশ্ব চ‍্যাম্পিয়ান মিখায়েল তাল। উনি মাঝে মাঝেই বিচিত্র বিচিত্র সব চাল দিলে প্রতিপক্ষ  কে ঘাবড়ে  দিতেন। ভানে প্রতিপক্ষ  যা গাথিয়ে এসছে আর থেকে কমন পেত না। আর তাল বিদ‍্যুত গতিতে চাল দিতে পারতেন। এই দুই এর মিশেলে প্রতিপক্ষ  ঘাবড়ে  যেতেন। আর বাঙলায় যাকে সিলি মিসটেক করতেন তা করে ফেলতো। তাল কে "দাবার কবি" বলা হতো। অর্থাৎ  ওনার বুৎপত্তি মিডল গেমে।
     
    আরেক চ‍্যাম্পিয়ান দাবাড়ু টাইগ্রান পেট্রোশিয়ানের কথা বলে আমরা ফিরে যাবো গ‍্যামবিট এ। কারণ পেট্রোশিয়ান নিমোচিভিজের একলব‍্য শিষ‍্য। " My system " নিমচোভিচের বিশ্ববিখ‍্যাত বই। বেশ কিছু ওপেনিস এ ওনার নাম।  
  • যোষিতা | ০৯ মে ২০২২ ২০:০৭736528
  • চালিয়ে যা
  • Sobuj Chatterjee | ০৯ মে ২০২২ ২৩:১৫736530
  • দারুন চর্চা! 
  • 4z | 5.***.*** | ০৯ মে ২০২২ ২৩:৩৪736531
  • ব্রতীনদা, খুব ইন্টারেষ্টিং ​​​​​​​সাবজেক্ট ​​​​​​​শুরু করেছ। ​​​​​​​
     
    একটা সাজেশন। পোস্ট সাবমিট করার আগে একটু সময় দিয়ে প্রুফরিড করে নাও। তাহলে বাকিদের পড়তে সুবিধে হয়। 
  • Ranjan Roy | ১০ মে ২০২২ ০০:৩৮736532
  • ব্রতীন,
      কয়েক দশক আগে বুক স্টলে বৃটিশ লেখকদের দাবার বইয়ে দেখতাম যান্ত্রিক ভাবে আগে ওপেনিং গেম, তারপর মিডল ও এন্ড গেমের লেসন থাকত। বড্ড বোরিং। কিন্তু একটা রাশিয়ান বই -সম্ভবতঃ হাউ টূ প্লে চেস' বা অমনি কিছু, রুশ বইয়ের স্টলে পেয়েছিলাম। ছোট্ট বই, কিন্তু ইন্সপায়ারিং। ওরা শুরুই করল এন্ড গেম এবং বিভিন্ন কম্বিনেশনের কিস্তিমাৎ বুঝিয়ে। গোড়ায় ওই ফুলস মেট, স্কলার্স মেট এবং তারপর একটা ঘোড়া ও মন্ত্রী থাকলে তিন চালে মাত বা হাতি ও মন্ত্রীর কম্বিনেশনে তিন চালে মাৎ করার এক্সারসাইজ দিয়ে। দারুণ লেগেছিল। হারিয়ে ফেলেছি। খোঁজ পেলে জানিও, প্লীজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন