এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য

  • আমার বাংরেজি হিজিবিজি

    প্রত্যয় ভুক্ত লেখকের গ্রাহক হোন
    কাব্য | ২৮ মার্চ ২০২২ | ১৪৭২ বার পঠিত | রেটিং ৫ (৪ জন)
  • অষ্টনায়িকা ২
     
    বিরহোৎকন্ঠিতা
     
     
    ফুটপাথের ওপারে শপিং মলের আলোগুলো নিভে গেছে 
    অনেক আগেই নেমে গেছে শেষ দোকানটার‌ও শাটার,
    কোনো কোনো দোকানের ঝাঁপের সামনে এখনো পোড়া ছাই,
    ছেঁড়া খবরের কাগজ পাকিয়ে জ্বালানো মশালের অবশেষ।
     
    শুনশান গলিতে খেলে বেড়াচ্ছে দেয়ালে দেয়ালে ধাক্কা দিয়ে দখিন হাওয়া,
    এতক্ষণে চিত্রা নক্ষত্র জ্বলজ্বল করছে আকাশের গায়ে,
    পাশের বাড়ির পোড়ো বাগানে গন্ধরাজ ফুটেছে,গন্ধ পাচ্ছি বেশ,
    দূরে কোথাও কুকুর ডাকল কয়েকটা বেশ জোরে জোরে কয়েকবার।
     
    খাবার টেবিলে খাবার ঠান্ডা হয়ে গেছে,যেমনি তোমার স্পর্শগুলোও বহুকাল;
    আমার গায়ে পাউডারের গন্ধ মরে এসেছে-
    কণিকা গাইছেন শখের ভিন্টেজ ভিনাইলে-
    'অনেক দিনের সে কোন ব্যথা... ' ; গান ফুরিয়ে এল।
     
    আজকেও কি ড্রিঙ্ক করে ফিরবে ,বলবে খেয়ে এসেছি,
    পার্টি ছিল অফিসে লেটনাইট-নিরুত্তাপ স্বরে অজুহাত দেবে....
    গায়ে পাব অচেনা সুগন্ধি,জামায় বেরঙের লিপস্টিকের দাগ?
    তবে প্লিজ ফিরো না আজ রাতে,যতক্ষণ না একটা গোলাপ আনতে পারছ-
    আমার জন্য,শুধু আমার জন্য,আমাদের দুজনের জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রত্যয় ভুক্ত | ১০ এপ্রিল ২০২২ ২৩:৪৪736225
  • ধন্যবাদ @ইন্দিরা ব্যানার্জি <3,উত্তর দিতে দেরি হয়েছে অনেক,ভালো থাকবেন।
  • প্রত্যয় ভুক্ত | ১০ এপ্রিল ২০২২ ২৩:৪৮736226
  • আত্মহত্যা
    প্রতিনিয়ত এত বিচিত্র রং দেখতে দেখতে
    ক্লান্ত হয়ে যাই বড়ো, দুঃখের রং দেখি,সুখের,
    আনন্দ ,ঘৃণা-শোক,হাসি,বাঁকা চোখ,অন্ধকার,
    ক্লান্তি ঘিরে ধরে ,অবসাদ,হিমশীতল ভীতি।
     
    কখনো তো ইচ্ছা করে ,চোখের উপর কেউ টেনে দিক কালো পর্দা
    আর সাদা কাপড়ে ঢেকে দিক দেহ-
    রজনীগন্ধার মালায় লেগে থাকুক শেষ রক্তের বিন্দু,
    চন্দনগন্ধী কমলা আগুনে জীবনের অবশেষ ছাইখানি।
     
    Suicidal thoughts
    I grow weary by looking at the colours abundant
    In life's games and plays,the pale shades , the warmth-
    The hues of sorrow,joy and grins and daunted smiles
    Make me tired of folks-depressed, and cold numbing fears.
     
    At moments I wish ,let someone draw the veil of darkness over my eyelids and moony shroud of death covers my body , guarding and perishing all its shames;
    The jasmine wraths carrying the last blood-drop of mine,
    Ashes mixing with the brown earth and yellow dust.
  • প্রত্যয় ভুক্ত | ১০ এপ্রিল ২০২২ ২৩:৫৩736228
  •  
    Suicidal thoughts
    I grow weary by looking at the colours abundant/
    In life's games and plays,the pale shades , the warmth-/
    The hues of sorrow,joy and grins and daunted smiles/
    Make me tired of folks, depressed and cold numbing fears.
     
    At moments I wish ,let someone draw the veil of darkness/
     over my eyelids and moony shroud of death/
     covers my body , guarding and perishing all its shames ; /
    The jasmine wraths carrying the last blood-drop of mine , /
    Ashes mixing with the brown earth and yellow dust.
  • প্রত্যয় ভুক্ত | ১৬ এপ্রিল ২০২২ ১২:৪৮736277
  • Waters within us 
     
    The lake is a keeper , the lake within us -
    The dark blue deep waters holding our sorrows,
    The cyan bubbles of past merry laughters,
    The oysters turning our tears into pearls.
     
    The first splash,the long breaths and dips
    And the tranquil water- it verily rips
    Our solemn hearts,desolate isles,silent lips
    And we float lone ; hiding like iceberg tips.
     
    The waters in my eyes, the waters making me wet, 
    The waters dropping in my blood,the waters of my sweat-
    Trailing down my cheeks,my veins ,my hips-everywhere...
    A dewdrop or two sneaking in my heart.
     
    This lake we bear within , it keeps our secrets,
    Conceals our fond moments ,washes away our bloods.
     
    But I wish we all could've our one own ocean together.
  • প্রত্যয় ভুক্ত | ২২ এপ্রিল ২০২২ ২৩:৫৫736323
  •  
    পাললিক
     
    ভাবতেই খারাপ লাগে , কেউ কোনদিন আর একটাও হামি দেবে না বিনা ছুতোয়,
    একদিন না একদিন।
    সেই ১২-১৩ বছরে শেষ হয়ে গেছে দুধগন্ধী চুমুর বেলা।
    আর কোনদিন এ ঠোঁটে , কপালে , মাথায় ঠোঁট রাখবে না কেউ।
    কেউ ফেলে-ছড়িয়ে আদর করবে না।
     
    কারোর গায়ে হাত রেখে আচমকা , মিচকি হেসে বলা হবে না ," কিছু না , এমনিই"-
    যখন প্রিয় সব তারারা উঠবে পুরনো সব হারিয়ে যাওয়া হাসি-কান্নার মতন,
    কেউ পাশে থাকবে না তারাদের চেনানোর জন্য নতুন করে, কেউ না-
    একদিন না একদিন।
     
    সেসব দিনের কথায় বড় ভয় করে, বুকের উপর চাপ চাপ দুঃখের পলি পড়তে থাকে...আর জমে জমে দুঃখ
    ঢাকে।
     শিলীভূত হয়ে যাবার আগে মনে হয়, "প্রেম কি তবে দ্বিতীয় শৈশব ?"
     
  • প্রত্যয় ভুক্ত | ১০ মে ২০২২ ১০:৩২736540
  • Waters within us
     
    The lake is a keeper , the lake within us -
    The dark blue deep waters holding our sorrows,
    The cyan bubbles of past merry laughters,
    The oysters turning our tears into pearls.
     
    The first splash,the long breaths and dips
    And the tranquil water- it verily rips
    Our solemn hearts,desolate isles,silent lips
    And we float lone ; hiding like iceberg tips.
     
    The waters in my eyes, the waters making me wet, 
    The waters dropping in my blood,the waters of my sweat-
    Trailing down my cheeks,my veins ,my hips-everywhere...
    A dewdrop or two sneaking in my heart.
     
    This lake we bear within , it keeps our secrets,
    Conceals our fond moments ,washes away our bloods.
     
    But I wish we all could've our one own ocean together.
  • প্রত্যয় ভুক্ত | ২৫ জুলাই ২০২২ ১৬:৩৭737973
  • ফিরতিপথে
     
    মাঝেমধ্যে ভাবি আকাশের মায়ানীল হয়ে যাই এক টুকরো,
    ঠোঁটে নিয়ে পালাক হলুদবরণ রোদ-
    তন্দ্রা আসে বাসের জানলায় ; যেন জরাগ্রস্ত শক্র-
    ভিড় জমেছে পথে , মিছিল-অবরোধ।
     
    মায়া তো এখনি, মায়াবিনী মহামায়া,
    ছলোছলো শব্দে স্রোতস্বিনী জলছায়া
    কলস্বর রাজপথে,মন পা বাড়ায় রণপায়
    লুটেই আনবে কচি কলাপাতার পান্নাসম্পদ।
     
    এই অলোকে,অলখ আলোকে বেঁচে থাকি
    অলক ছুঁয়ে চিবুক বেয়ে গড়িয়ে পরে হীরে
    কত লোকের মাঝেও রয়েছি একাকী-
    লকলকে জিভ চেটে যায় ভয় শিরশিরে।
     
    নীল‌ও হয়ে যাব একদিন ঠিক,ব্যথা,বেদনা,যন্ত্রণায় আঘাতে-
    তারা হয়ে মিশে যাব নীলিমায় নীল , লুকাব আঁধাররাতে-
    বুকে ভাসবে হলাহলের ফেনার মতো মেঘ , জটার চাঁদ
    সূর্যকিরণে মিশিয়ে দেব ধুলোমুঠি সোনামুঠি সুখ।
  • প্রত্যয় ভুক্ত | ২৮ জুলাই ২০২২ ১৩:১৯738020
  • Drudgery
     
    Everyday I get out of my home,
    Unfinished sleep in my eyes ,emotions numb-
    Broken dreams kept hidden in my heart;
    Futile wishes to get them back at night.
     
    I wake up , clean myself up ,declutter my mind
    Of heavy sighs and lone tears of midnight...
    To again cry and throw up , weep alone at long nights of seclusion and gentle old songs happy.
     
    I dive in blindly ,amidst the ocean of dark heads
    Dark hearts , filthy hands and dirty toungues
    And mucky lips , fill my limbs with tremor-
    My eyes get clouded by tears , my head foggy
    My feet shaky - i feel lost , dumb ,enraged.
     
    I ride a train ,of haunting emotions , twisted scenes
    I reach a crowd heading towards unknown
    I cross magnificent bridges with shiny pillars 
    And i see men roaming ,deluded by truance.
     
    I reach a place ;faces unseen, words unheard-
    Sounds unclear touching me once and hiding again
    A chaos ,within I float ; in quiet steps trudge 
    Over the floor of glass and sit in rooms.
     
    Nobody talks there ,'tis a silent world
    Where my voices get frozen,so are my feelings-
    A silent robot writes letters of white on black
    And a class of robots follow.
     
    I conceal my colors ,paint a face of white like death
    Hide under the black viscous covers of seclusion.
     
    Still ,songs of muses never leave my side-
    Hold my hands in this nefarious abyss;
    I brood and breed infinite rainbows serene ,
    I wake up in nightmares, I awaken dreams within.
  • প্রত্যয় ভুক্ত | ১০ আগস্ট ২০২২ ১৩:১৫738174
  • Written in a local train
     
     
    Crowd is despicable-
    Like long black , brown worms
    All mucky and smelly ;
    Humans gathering .
     
    I hate the squealing calves of mankind-
    They r my kin , I know but little can I feel
    That feeling of warmth n comfort
    Amidst drudgery ,drastic din of man.
     
    Those feelings of hatred ,disgust-
    Loom large on my heart , a black shadow
    It veils my awakened senses n my empathy
    Feelings gentle , of kindness , sorrow and love.
     
    The odour of sweat ,the sweltering heat-
    Makes my limbs soggy , sappy-my heart 
    Becomes void , and fills my brain with fog ;
    I can't feel my usual self -passionate , cheerful.
     
    My soul screams-
    Seeks for a cozy haven , fond seclusion-
    Lovely zephyrs of darkness and silence,
    Fragrance of moist air and rain-soaked earth.
     
    I see humans treating themselves in
    Unkind and cruel ways of remorse 
    And foul torturous guilt , unknown fears;
    Souls laden with regret , stone and moss.
     
    Tired of void words ,empty empathy and gestures...
    I get off the train , trudge towards home.
    My mind keeps dwelling over the sufferings
    Of man , in hands of man ......
     
     
     
     
  • প্রত্যয় ভুক্ত | ০৫ নভেম্বর ২০২২ ১২:৫৮738782
  • অধিবাস
     
    এই যে এনেছে আগুন আকাশের কোণে কোণে 
    আশ্চর্য আলোর দল , বোরখার ফ্রেমে আঁটা চোখের আগুন আর মেশা জল , তাতে তীব্র শৈত্য কনকনে
    আর নীলফুল চিৎকার বোবা - ঘোমটা-পর্দার নীচে নখের
    দাগ , কামড় আঁচড়ানি ,চাবুক, জুতোর মারে কালশিটে;
    মিলিয়ে যায় ,কেবলি লুকিয়ে লুকিয়ে যায় প্রলয়বহ্নিতে।
     
    এখন আগুন আনছো অগ্নিহোত্র গ্রন্থাগার বিদ্যালয় থেকে ; পুড়ে পুড়ে যায় অঙ্গের আবরণ মাংস ত্বক
    কঙ্কাল‌হাতে দিই অস্ত্র , ফিরে দাও অক্ষয় অভয় -
    অপূর্ব ক্রোধ জেগে থাকে দেহচরাচর জুড়ে বীতশোক।
     
    আগুন আনি ধর্ষকের চিতা আর ধকধকে অ্যাসিডপোড়া মুখচোখ থেকে ; রামধনু পোড়া ছাই আর জোয়ান দ্য আর্কের জ্যান্ত জ্বলন্ত শরীর আর জান্তব আর্তনাদে ভরা
    বদ্ধ হারেম আর অবরোধ, বালজাক ভাস্কর্যগর্ভ রঁদ্যার-
    লোহিত সন্ধ্যার মুখে ওড়ানো মশাল আর ধূমল কাটাচুল বিজয়কেতন
    আগুন এসে মেশে; দলিস শিব আর শব অচেতন। 
     
    এসো কালী এসো করালী, ডানা জ্যাটোপেক ছুটেছো মনোজবা-
    সুলোহিতা জিভ তোমার সুধূম্রবর্ণা কেশে আগুন যজ্ঞসম্ভবা
    স্ফুলিঙ্গিনী যে নুপূরটি জড়িয়েছ লংমার্চ হাঁটা পায়ে;
    বিশ্বরুচি সেই দগ্ধ চরণে প্রণত, অনন্ত মহামায়ে।।
  • প্রত্যয় ভুক্ত | ০৪ জানুয়ারি ২০২৩ ২১:১৪739212
  • That evening I found love
     
    I hear a crimson cycle ringing 
    when I was singing on the street
    strumming my uke and laughing-
    my heart was dancing to its beat.
    -----
    Wisteria vines swinging by the air
    the lavender fields swaying its heads
    how delicate shutting is the soir
    like a curtain of purple crystal beads.
    ---- 
    Your bike stopped near my doorstep
    as a chariot from the upper sky
    the clouds are taking bizarre shapes 
    in my heart do they pry.
    ------
    Stare at my eyes for this moment
    and for the next and the one after
    let your eyes do the torment 
    burn my rosé soul to char. 
    ----- 
    Freeze the time o lovely Eros
    play the panpipes-come close mon cheri,
    I have no maiden heart to lose 
    for I have poured my heart into thee. 
    -----
    May our lips speak the words 
    Which only can lips read
    And the lightning swords of gods 
    Shine bright o'er the mead. 
    -----
    The bards of olden times
    Homer,Pindar and Sappho 
    Sing quiet in the birds' rhymes 
    Lyrics lingering to and fro. 
    -----
    Ah, I see the moon there
    hanging on the alder twigs 
    onto yer blond long hairs- 
    shining on your stubbled cheeks.
    -----
    It was one or couple of jiffs
    I stared at you and you looked at me;
    smelt a faint Marlboro whiff
    'n I lost u forever, mon ami.
    -----
    Now your sight is fading away
    over the turns and the adenium-curled fences,
    bells on your bike ringing on the way
    spreading fragrant pieces of reminiscence.
  • প্রত্যয় ভুক্ত | ০৭ জানুয়ারি ২০২৩ ০১:০৭739222
  • Lasses of the dingle
     
     
    They were walking by the sunset-
    Two shadows moving over the sunball
    Of red and orange and white fire and light,
    And lilies in the vale were shaking their heads.
    --------
    The sundown was glorious, magnificent and all.
    The twilight as a pilgrim of night's shrine in hurry,
    Was wrapping up swiftly its last threads of gold-
    And its children clouds were squealing in scurry.
    -------
    The night was descending fast on its wings
    Of black and blue velvety touches in the air,
    The star-studded feathers were shedding down
    Floating free in forms of dandelion florets.
    -------
    They were silent, only the messenger wind
    Talked in their ears and caressed their necks;
    Shivering they came closer and their bosoms
    Touched each other, warm and tender.
    -------
    The stardusts were pouring in, showering
    Blessings of heavens; and one's hair strands
    Long and brown, golden in light of dusk-
    Tickled at other's supple, long finger ends.
    -------
    As the day drifted away in her primrose gown,
    They stood on the cliff of the valley, alone--
    And with the setting sun waning over the horizon
    A gentle liplock settled on the silent stones.
  • প্রত্যয় ভুক্ত | ২০ জুলাই ২০২৩ ১০:০৮740344
  • Autumn Lights  
     
    I feel like I can,
    I can walk miles after miles,
    In this abundance of sun
    And over sparkling avenues.
     
    I will hold my purple parasol,
    Will wear my lavender shoes,
    Will I, tramp over the brick heart
    Of the concrete city of castles.
     
    Shall I not let my heart
    Step out of the cement pavements,
    But wonder if it'd fall 
    Silent of songs looming within.
     
    I'd save myself from that.
     
    Walk walk and walk a mile,
    Another mile of arcade, through rush
    Of folks crooning as hive bees,
    I will pass as a whiff of erstwhile wind,
    Leaving my evanescent trails.
     
    And soon I will walk, over the crooked bridge
    Over the silent jade brook 
    And the paddy fields and truant meads
    And the solitary vineyards at noon.
     
    The azure sky stretching long 
    Yonder me, you and the horizon
    And the carefree white clouds floating 
    In the void ether, in cosmic waters.
     
    The traces left by the grazing cattle
    Would lead my perpetual way unto thee,
    You who await me beyond worldly tunes
    On this cotton candy day of autumn.
     
    Crooning the music that plays mid these greens,
    that comes gliding the stairs of afternoon breeze-
    I dream of drifting smooth and mix within the popy plains, 
    Grains of me playing gleefully in the air.
     
    But...know I, at heart- there will be thunder,
    The thin veil on diasters face will bare itself soon
    And there will be hailstorms, harsh stones befalling me, moments of clouds and mist.
     
    Will I stop? Will I fall? Will my flesh fail my heart?
     
    For I know, that will never be.
    For the light I hold within me,
    Is my child, needs warmth and abode-
    I will not let her die- she'll thrive forever-
    Amidst all these hazards; tiny commotions on
    Life's eternal way to salvation.
     
    I will break free, break free and walk
    On the fire roads, primrose paths 
    And deserts and jungles and lands,
    On waters shall I fly as the keen swan-
    Heading towards your lotus-arbour. 
  • প্রত্যয় ভুক্ত | ১৮ অক্টোবর ২০২৩ ১১:২৩741025
  • কত সাধ থাকে মনে- পোষা কুকুরটির মতো কুন্ডলী পাকিয়ে ঘুমাবে শরতের রোদ জানলার তলাটিতে, সূক্ষ ধুলো উড়বে গুঁড়ো গুঁড়ো, মেজেনাইন ফ্লোরের ওপর পাতা ঢালা কার্পেটে উপুড় হয়ে শুয়ে দেখবো অলস চোখে, কখনো সাদা সাদা পেঁজা মেঘ ঢেকে দেবে সূর্যের মুখ, আর নীল আভায় ছেয়ে যাবে ঘরের দেওয়ালে শান্ত সরস্বতীর ছবি, আশেপাশে ব‌ই-খাতা-পেন ছড়ানো থাকবে আদুরে বেড়ালগুলোর মতো-পাশের ঘরে কেউ পিয়ানোতে সুর তুলবে- চোপিনের নকচার্ন বা বাখ শেষ করেই 'আজি ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়', স্নেকপ্ল্যান্টের জাফরি কাটা পাতা আসমানি পর্দার তলায় বুঁদ হয়ে স্বপ্ন দেখবে- কোথায় কোন সুদূর নদী, গহন আদিম উপত্যকা জঙ্গল আর অজানা সব ফুল আর লতার।
  • প্রত্যয় ভুক্ত | ২৬ নভেম্বর ২০২৩ ১৪:২৯741472
  • ঈশ্বর যেন এক নির্জন সাগরবেলা, নিশুতি নিশীথে যেখানে ঘুরে বেড়ানো যায় একা একা নগ্ন হয়ে। ত্বকের ওপর চাঁদের আলো পিছলে পিছলে যায় জেলিফিশের মতো, চিকচিক করে ঝুরঝুরে মিহিন সাদা বালি। ঝাউঝোপগুলি খালি সরে সরে যায়, খালি দূরে দূরে সরে সরে যায়, শনশন করে হাওয়ার ছড় চলে আর থেকে থেকেই দিগন্তে বেহালা খালি খালি কেঁদে কেঁদে ওঠে।ফসফরাসের দীপাবলি ভাসে সাগরের ঢেউয়ে, পরিত্যক্ত আলোকস্তম্ভে কঁকিয়ে ওঠে রাতচরা পাখি। 
     
    এমনি ঘুরতে ঘুরতে, দেখা হয়ে যায় কোন নাগা বান্ধবের সাথে কখনো সখনো- বাড়িয়ে দিই ধুধু জ্বলন্ত চিতার পাশে কুড়োনো আধপোড়া হাত; নিঃশব্দে কামড় বসাই দুজনে-আমাদের জিভে, লালায়, নাভিতে, চামড়ার তলায় ছড়িয়ে পড়ে লবণাক্ত স্বাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন