হোয়াটস্যাপ ছাড়া জুম, গুগল মিট, টিমস ইত্যাদি ভিডিও কলিং অ্যাপে ব্যাকগ্রাউন্ড সেট করে রাখা যায়। সেক্ষেত্রে ভিডিও ওন করলে সেট করা ব্যাকগ্রাউন্ডে যে কল নিচ্ছে তাকেই দেখাবে, ঘর দরজা ইত্যাদি নয়।
এতো কয়েকটা প্রত্যক্ষ করা ঘটনা মাত্র
মিউট, আন মিউটের বাস্তব চিন্তা ভাল লেগেছে, আরও লিখুন।
গ্রাহক হলাম
হ্যাঁ ওই প্রত্যক্ষ করা ঘটনাগুলো এড়ানো যেত। ঘটনার পাত্রপাত্রীরা সামান্য একটু ঘাঁটাঘাটি বা নিদেন গুগল সার্চ করলেই এগুলো এড়াতে পারতেন সেটাই বললাম।
তাহলে আমি লিখতাম কি করে
বিপ্লব বাবু ধন্যবাদ
'ক্লাসের মধ্যেও মা, পড়া এবং পড়ানো দুই এর মধ্যেই ঢুকে পড়ছে'
মায়েদের নিজেদের অফিস, কাজকর্ম নেই?
মা রা তো দশভূজা
কত লোকের কত কথা শুনতে ইচ্ছে করে না, বেশ মিউট করে দেব।
আপনি যদি মিটিংটির অর্গানাইজার হন তবেই কাউকে মিউট করতে পারেন। যেকোনো পার্টিসিপেন্ট কিন্তু পারে না নিজেকে ছাড়া অন্য কাউকে মিউট করতে।
:(
পুনশ্চ :
লেখার শিরোনামটি যে গান থেকে নেওয়া হয়েছে, তার লেখক জাহিদ হাসান , একদা আমার কবিতার মাস্টার ছিলেন, তাকে নিয়ে দু কলম লিখেছিলাম। শুভ
প্রনাম