লালা রাজপথ রায়?
লালা রাজপথ রায় বোম্বাই ঃ-)
এই হল সোর্স। এবারেও গুগল ট্রানশ্লেটই চালিয়েছে। তবে লোকে স্যাটাস্যাট ধরে ফেলছে দেখে প্যারাগ্রাফগুলো আগে পরে করে দিয়েছে।
https://www.livehistoryindia.com/story/herstory/bharat-mata-from-art-to-reality/?amp=1
কি অত্যাচার!
বিশ্বজ মহোদয়, আপনি দয়া করে ক্ষ্যামা দিন। আর পারা যাচ্ছে না মশায়। লেখক তকমাটা কি আপনার না জুটলেই চলছে না ?
আমি বলেইছিলাম গোয়েন্দা দময়ন্তী গুরুতেই থাকেন। তা যা হোক, কমলাকান্ত প্রসন্ন গোয়ালিনীকে বলেছিল বঙ্গজদের ঝাঁট দিয়ে বিদায় করতে। বিশ্বজকে ইগনোর করা ছাড়া গতি দেখি না। মাঝে মাঝে ফূর্তি ভালোই কিন্তু এ বড্ড বোরিং হয়ে যাচ্ছে।
এ তো কুম্ভীলক ও !
Ami লেখক হতে চাইনা এমনি শখ এ টাইম পাস এর জন্য ল
Key board thik thak kaj kore na
Hey online theke kichu resource collection করেছি
কিছু রিসোর্স?? পুরোটাই তো টোকা। আবার ঋণ স্বীকারও করেন নি, আর অনুবাদটাও নিজে করেন নি!!
খামোখা এই গুগল ট্র্যানলেটারের অতি অসহ্য অতি জঘন্য, অতি কদাকার বাংলা পড়ানোর অত্যাচার কেন রে বাপু? ইংরিজি লেখার লিংক দিয়ে দিলে যার ইচ্ছে হবে সে পড়ে নেবেখন।
Ami লেখক হতে চাইনা এমনি শখ এ টাইম পাস এর জন্য ল
বুঝলাম আপনি টাইম পাসের জন্য ল পড়ছেন। তা পড়ুন না। সে তো খুব ভাল কথা। কিন্তু মেশিন ট্রান্সলেটেড গল্প পড়ানোর উপদ্রব না করলেই ভাল হয়।
ভাই বিশ্বজ , আপনি কি লেখাটা একবার পড়েও দেখেন না? বাক্যগুলো পর্যন্ত অসম্পূর্ণ , অর্থ অস্পষ্ট।
প্লাগিয়ারিজম যে লেখা ও প্রকাশনার জগতে অপরাধ সে কথা আর নতুন করে নাই বা বললাম ।
বিশ্বজ আপনিই কি গুগল ট্রান্সলেটার? নিজের নাম দিয়েছেন বিশ্বজ? তাই যদি হয় তো আমাদের মানুষদের জগতে স্বাগতম। আপনি কি স্বপ্ন দেখেন? স্বপ্নে ইলেকট্রিক ভেড়া দেখেন?
গুরুর এডমিন কী শীতনিদ্রায়? আইপি ব্যান করা হোক
1) অবনীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ - বিরোধী স্বদেশী আন্দোলনের সময় ' বঙ্গমাতা' চিত্রটি অঙ্কন করেন| পরে ছবিটির গুণগ্রাহী "তাঁর বোন ভগিনী নিবেদিতা" এর নাম দেন ' ভারতমাতা '।
2)মূল চিত্রকর্মটি "রবীন্দ্র ভারতীয় সমাজে "সংরক্ষিত রয়েছে -
আপ রবীন্দ্র ভারতীয় সমাজ জানতে হ্যাঁয় ? - no sir, রবীন্দ্র ভারতী yes, ভারতীয় সমাজ yes, রবীন্দ্র ভারতীয় সমাজ - no.
3) কারা যে "ছিল" আর কারা যে "ছিলেন"- তা মা গঙ্গাই জানেন।
বলতে হয় WTF -> এ কী রতি!!
এই লেখাগুলোর জন্য গু চ খুলতে ভয় করছে। মানসিক ভাবে খুব ক্লান্ত হয়ে এখানে আসি, মন ভালো হয়ে যায়। দয়া করে পাতাগুলো নষ্ট করবেন না।