এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  পর্যালোচনা (রিভিউ)  বই

  • ব্যোমকেশ বক্সী সিরিজের কিছু খটকা

    avi
    পর্যালোচনা (রিভিউ) | বই | ১৭ মার্চ ২০২১ | ২০৪১ বার পঠিত
  • কিছুদিন পরে আজ সন্ধ্যায় ব্যোমকেশ পড়তে বসেছিলাম একটু ফাঁকা পেয়ে। প্রথমদিকের গল্পগুলো পড়তে পড়তে কয়েকটা প্রশ্ন পেল। কিছু আগেও মনে হয়েছে, কিছু এখন মনে হল। এখানেই বলি। দেখুন তো, আমি কোথাও গুলিয়ে ফেলছি, নাকি এগুলো আপনাদেরও মনে হয়েছে? অতিরিক্ত সন্দেহ করছি কিনা, সেটাও বিচার্য। 


    সত্যান্বেষী


    যে রাতে অশ্বিনীবাবু নিহত হলেন, তার সন্ধ্যায় তিনি অনুকূল ডাক্তারের সঙ্গে দেখা করেন। ডাক্তার যখন ভাটিয়া এজেন্টকে খুন করেন, অশ্বিনীবাবু সেটা জানালা থেকে দেখতে পান। সেই কথাই বলতে যান। তার উত্তরে ডাক্তার জানান, 'আপনি বড় উত্তেজিত হয়েছেন। ওটা আপনার দৃষ্টি-বিভ্রম ছাড়া আর কিছু নয়। ঘুমের ঘোরে মাঝে মাঝে অমন হয়। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে। কাল সকালে উঠে যদি আপনার ঐ বিশ্বাস থাকে, তখন যা হয় করবেন।" 


    এই কথা ওপরের তলায় ব্যোমকেশের পাশে শোয়ার পর অজিত শুনতে পায়। তার অনেক আগে থেকে ব্যোমকেশ সেখানে শুয়ে। সেই সময়ের মধ্যে অজিত ঘরে ঢুকেছে, আলতোভাবে পায়চারি করেছে, বেরিয়ে অশ্বিনীবাবুর ঘরে ঢুকে কিছুক্ষণ সময় কাটিয়েছে, নিচে ডাক্তারের দরজা অব্দি গেছে, আবার ফিরে এসেছে। অশ্বিনীবাবু খুব বেশিক্ষণ নিশ্চয় কথা বলেন নি। বেশিরভাগ সম্ভাবনা ব্যোমকেশ পুরোটাই শুনেছে। অশ্বিনীবাবু খুব আতঙ্কে ডেলিরিয়াস ছিলেন, এমন কোনো সঙ্কেত নেই, একটু আগেই দরজায় কান পেতে ধরা পড়ে স্মার্টলি ডজ করেছেন। ব্যোমকেশ ঘুমিয়ে পড়েছিল, ওঁদের কথায় চটকা ভেঙে গেছে বলেছিল। সেটা কথার শুরুতেই হওয়ার কথা, অশ্বিনীবাবু উত্তেজিত ছিলেন। ব্যোমকেশও বাস্তবে সারাদিন চাকরি খুঁজে ক্লান্ত ছিল না, যে নিঃসাড়ে ঘুমোবে। অস্যার্থ, অশ্বিনীবাবুর সে রাতে জীবন সংশয়, ব্যোমকেশের আন্দাজ করার কথা। ডাক্তার অলরেডি সন্দেহের তালিকায় এসে গেছেন, হাজার টাকার নোটের খবরে চোখেমুখে লোভ দেখিয়ে দিয়ে। সুতরাং সজাগ থাকলে সেই রাতেই রেড হ্যান্ডেড ধরার সুযোগ ছিল, এবং একটা খুন কম হওয়ার। 


    সীমন্ত হীরা


    একটাই কৌতূহল মেটে নি। ব্যোমকেশের বাড়ি থেকে নটরাজ পুতুল পাল্টে নিতে বিকেলে কি স্যর দিগিন নিজেই এসেছিলেন, নাকি তাঁর কোনো এজেন্ট? সেই সময়ে ব্যোমকেশরা ও বাড়ি গিয়ে জেনেছিল যে কর্তা বাড়ি নেই। এবং শেষে ব্যোমকেশ জানায়, "তারপর আর একটা ঠিক ওই রকম মূর্তি তৈরি করে কাল সন্ধ্যেবেলা গিয়ে আসলটার সঙ্গে বদল করে এনেছিল।" অর্থাৎ স্যর দিগিন নিজেই। তো, ব্যোমকেশ যেহেতু নিজের বাড়িতেই বুঝে যায় যে মূর্তি বদল হয়েছে, চাকরকে একবারও জিজ্ঞেস করা হবে না আগন্তুকের চেহারার বিবরণ? স্যর দিগিনের যা বর্ণনা, ও চেহারা মিস করা অসম্ভব। গল্প তো ওখানেই নিশ্চিত হয়ে যায়, শেষে 'শাস্ত্রের অনুমান-খণ্ডটা একেবারে মিথ্যা' বলার প্রয়োজনই পড়ে না।


    অর্থমনর্থম


    ১, মৃতদেহের পাশে রাখা অনাস্বাদিত চা। ব্যোমকেশ অনেকক্ষণ দেখে তারপর তা হাতে তুলে চুমুক দিল। খুব বিপজ্জনক এবং অ্যামেচার কাজ হয়ে গেল না? ফরেন্সিক তদন্ত সেযুগে কলকাতা পুলিশ পুরোদমে করছে অলরেডি।


    ২, ফণী একজন পাকা গ্রন্থকীট। সব বই-ই দাগ দিয়ে পড়ে। বিভিন্ন স্থানেই দাগ দেয়। গ্রে অ্যানাটমি বইয়ে শুধুমাত্র একটি স্থানেই দাগ দেয়। ব্যোমকেশ আবার সুকুমারকে প্রশ্ন করতে করতেই আলগোছে দেখতে থাকে এবং খুঁজে পায় যে সারা বইতে মাত্র ওই কয়টি লাইনেই দাগ দেওয়া। গ্রে অ্যানাটমি বইয়ের যা অতিকায় ভলিউম, এই কাজটাই যথেষ্ট কঠিন। 


    চোরাবালি


    ১, যে স্থানে চোরাবালি, তার খুব কাছেই জঙ্গল ও ঘাসজমি। সেখানে রাখাল ছেলেরা নিয়মিত গরু চরাতে আসে, হিমাংশুবাবু শিকারে আসেন, আরো দশজন আসতেই পারে। এবং এককালে কোনো সদাশয় জমিদার তাকে ঘিরে বাঁধও বানিয়েছেন, যা নাকি সবাই ভুলে গেছে। শুধু সেটা আবিষ্কার করতে পারেন কুটীরবাসী কাপালিক আর শিকারে হঠাৎ আসা অজিত-ব্যোমকেশ। এমনকি দিনরাত শিকার করে বেড়ানো জমিদারের গুলি লেগে কোনো পাখি সে বালিতে পড়ে না। 


    ২, জমিদারের তালুক মুলুক বন্ধক দিয়ে মহাজনের কাছে টাকা নেন, সে তমসুক মহাজন কালীগতি দেওয়ানকে রেজিস্ট্রি করে বিক্রি করেন। অর্থাৎ, রেজিস্ট্রি অফিসে কিন্তু কালীগতির নামেই রয়েছে। এবং কালীগতির স্ত্রী আছেন দেশের বাড়িতে, তিনিই ওয়ারিশ। এমতাবস্থায় ব্যোমকেশের পরামর্শ: "ওগুলো এখন ছিঁড়ে ফেলতে পারেন, কারণ কালীগতি আর আপনার কাছ থেকে টাকা আদায় করতে আসবেন না।" অ্যামেচার সাজেশন।


    উপসংহার


    এটা ঠিক গোয়েন্দার প্রতি খটকা না, অপরাধীর প্রতি। অনুকূল ডাক্তার ব্যোমকেশের মেসে এসে উঠেছিলেন চিঠি পেয়ে ব্যোমকেশের মুখভাব দেখে প্রতিহিংসা চরিতার্থ করতে। যথেষ্ট ঝুঁকি নিয়েছেন। অথচ দেখা করার আগেই, চিঠি ব্যোমকেশের হাতে আসার আগেই ট্রামে দেশলাই বদলে দিয়েছেন। ব্যোমকেশ যদি ট্রাম থেকে নেমেই সিগারেট ধরাত সেই কালান্তক কাঠিটি বের করে? হাবুল আর রেখার ক্ষেত্রে কিন্তু প্রথম কাঠিটিই ছিল মৃত্যুবাণ। প্রতিহিংসার আনন্দ পেতে যে পরিমাণ কাঠখড় পোড়ানো হয়েছিল, তাতেই অনুকূলবাবু ধরা পড়েন। অথচ প্রতিহিংসার আনন্দ নাও পেতে পারেন, এমন প্ল্যান ছিল অনুকূলবাবুর। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সম্বিৎ | ১৮ মার্চ ২০২১ ০৩:২৫733753
  • সত্যান্বেষীতে অশ্বিনীবাবুর আতঙ্কটা ভালই ফোটান হয়েছিল। যেটা "স্মার্টলি ডজ" বলা হয়েছে, সেটা তো আমার খুবই এমেচারিশ, অপ্রস্তুত ডজ মনে হয়েছে, যেটা উদভ্রান্ত লোকেরা করে থাকে।


    সীমন্ত হীরায় স্যার দিগিনের লোক এসেছিল। ইঙ্গিত আছে না বর্ণনা থেকে আমি ধরে নিয়েছি, মনে নেই। 


    শেষের অনুকূলবাবুর খটকাটা বুঝলাম না। বাকিগুলো ঠিকই মনে হল।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন