bah! খুব ভালো 2020 তে ইবুক আরো হোক
pdf এ content page এ page number গুলো কিভাবে কি কি রূপে লিংক করা যায়?
১
কনফু'র লিংক মোবাইল থেকে খুলছে না। পরে ডেস্কটপ থেকে আবার চেষ্টা করবো।
২
মুক্তমনায় একটি ই-বুক প্রকাশ করেছি। টেকনো কানা হওয়ায় পদে পদে ঠোক্কর খেতে হয়েছে। কাজটি ক+ হয়েছে, বলতে পারি না। সে ক্ষেত্রে একটি গাইড লাইন থাকলে খুবই উপকৃত হই।
৩
আমাজনে গুরুচণ্ডালীর বই ই-বুক আকারে আসায় বিশাল অভিনন্দন।
এই সুযোগে চণ্ডালের দাবি, গুরুর পুরনো ও মুদ্রিত সংস্করণ বাজারে নেই এমন বইগুলো ফ্রি ই-বুক আকারে একে একে প্রকাশ করা।
পুরনো চটি পড়তে আরাম!
*ইউরেকা! ব্লগস্পটে গিয়ে কনফুর ব্লগ থেকে গাইড ই-বুক পেলাম। খুব ভাল
এমন হাঁদারাম যেএকেবারে কমেন্ট শুদ্ধু দেখিয়ে দিতে হয়
#thankyoco @thankyou
১
অবশেষে চণ্ডালের দাবি পূরণ হয়েছে, গুরুচণ্ডালী সাইটে "ই-বুক" এর বোতাম যোগ হয়েছে! তবে বাংলিশ "ই-বই" চোখে লাগছে।
২
মূল কাগুজে বইয়ের দামের পাশাপাশি গুরুর ই-বুক সংস্করণের দাম যোগ করার বিষয়টি ভাল লাগলো।
৩
এখন ই-বুক বোতামে গুরুর ফ্রি ই-বুকগুলোও একে একে যুক্ত হোক।
আবারও বলি, ই-বুকগুলো গুরুচণ্ডালীর অমূল্য সম্পদ। এই ফ্রি ই-বুকগুলো হারিয়ে যেতে দেবেন না, বিনীত অনুরোধ।
ই-বুক'ই আগামী!
এই বোতামটি আগে দেখিনি। এখন চোখে পড়তেই কিনে ফেললাম তিনটে--টপাটপ। জয় গুরু!