নিট কেলেঙ্কারি - পর্দা ফাঁস : ভিডিও গুরু
বুলবুলভাজা | ভিডিও গুরু | ১৪ জুন ২০২৪ | ১০৪৫ বার পঠিত | মন্তব্য : ২
নিট কেলেঙ্কারি নিয়ে নিয়ে বাংলা মিডিয়া এখনও মোটামুটি চুপচাপ, যেটুকু না বললে নয়, সেইটুকু বলছে। যদিও এরকম হবার সম্ভাবনা আছে, যে, নিটই স্বাধীন ভারতবর্ষের বৃহত্তম কেলেঙ্কারি। হ্যাঁ, আদালতের রায়ের পরেও ব্যাপারটা বদলায় না। কিন্তু মূলধারার মিডিয়ার হাতে ছেড়ে দেব বলে তো আমরা কাজ করছিনা। এই ভিডিওটা দেখুন, বিশদে পুরোটা বলা আছে।
লুঠ হয়ে গেল আস্ত জঙ্গল : ভিডিও গুরু
বুলবুলভাজা | ভিডিও গুরু | ২২ জুন ২০২৪ | ৭৯১ বার পঠিত | মন্তব্য : ২
অনেকেই নিট বা নেটের দুর্নীতি নিয়ে চিন্তিত। সঙ্গত কারণেই। দেশে লুঠের রাজত্ব চলছে, এ খবর নতুন না। হাজার হাজার কোটি টাকা শিল্পপতিরা লুঠ করে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন, আমরা জানি। তাঁদের অনাদায়ী ঋণ মকুব করে দেওয়া হচ্ছে, আমরা জানি। সরকারি সংস্থাগুলিকে খোঁড়া করে বা না করে জলের দরে বেচে দেওয়া হচ্ছে, আমরা জানি। কিন্তু যা অনেকেই জানেননা, আস্ত পুকুর শুধু নয়, আস্ত জঙ্গল, জলাভূমি, নদী সবই চুপচাপ চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বাস না হলেও খবরটা শত শতাংশ ঠিক।
বাংলায় গণপিটুনির ভয়াবহ ভাইরাল ভিডিওরা : ভিডিও গুরু
বুলবুলভাজা | ভিডিও গুরু | ০২ জুলাই ২০২৪ | ১০৭২ বার পঠিত | মন্তব্য : ৭
কে এই পেটানোর নেতৃত্বে? অভিযোগ, এই লোকটি স্থানীয় তৃণমূল নেতা। নাম তাজিমুল হক। ডাকনাম জেসিবি। একটি বুলডোজার কোম্পানির নামও জেসিবি। ইনিই বোধহয় আস্ত বুলডোজার। অভিযোগ, যে, ইনি পিটিয়েছেন তো বটেই, নৃশংস মারধরের পরেও আহত দুই যুবক-যুবতীকে পুলিশের কাছে যাওয়া তো দূরের কথা, চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে দেওয়া হয়নি। তাঁদের সাহায্য করলে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ভিডিও ভাইরাল হয়ে পড়ার পর, রবিবার রাতে উত্তর দিনাজপুরের পুলিশ জেসিবি-কে গ্রেপ্তার করেছে। কিন্তু তার আগেই কে ভিডিও ছড়িয়েছে তার সন্ধানে গ্রামে দাপিয়েছে জেসিবি'র বাহিনী, সন্দেহের ভিত্তিতেই তারা মাসুদ নামের এক যুবকের বাড়ি ভাঙচুরও করে দিয়েছে।
শিক্ষার এই দুর্গতি কেন? দায়িত্ব কার? : ভিডিও গুরু
বুলবুলভাজা | ভিডিও গুরু | ০২ আগস্ট ২০২৪ | ১২২৪ বার পঠিত | মন্তব্য : ৮
রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে হাহাকার প্রায়ই নজরে পড়ে। অথচ পিছনের এর বড় চিত্রটা নিয়ে কাউকেই বলতে শোনা যায়না। ২০২৩ সালে রাজ্যের শিক্ষামন্ত্রীর একটা ঘোষণ নিয়ে খুব হইচই হয়েছিল। ঘোষণা করা হয়েছিল, রাজ্যে আট হাজারেরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হবে, কারণ ছাত্র নেই। ত্রিপুরাতেও অবিকল একই রকম একটা ঘোষণা করা হয়েছে এই বছরই। সেখানে ৫০০ রও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হতে চলেছে বলে খবর। এর আগে ২০১৮-তে বিজেপি সরকারে এসে ছাত্র সংখ্যা কম রয়েছে রাজ্যের এমন মোট ৯৬১টি বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। সেই সঙ্গে আরও ৮০০ সরকারি বিদ্যালয়কে বেসরকারি হাতে দেওয়ার কথাও ঘোষণা করা হয়। এপর্যন্ত মোট কত বিদ্যালয় বন্ধ হয়েছে এবং কটিকে বেসরকারি হাতে দেওয়া হয়েছে তার কোনও স্পষ্ট যদিও তথ্য পাওয়া যাচ্ছে না, কিন্তু কারণটা দুই রাজ্যেই একই। ছাত্ররা আর রাজ্যসরকারের সরকারি বা আধাসরকারি স্কুলে পড়তে যাচ্ছেনা।
ফেক বনাম ফেক বনাম ফেক বনাম ... : ভিডিও গুরু
বুলবুলভাজা | ভিডিও গুরু | ০৯ মে ২০২৫ | ১১১২ বার পঠিত | মন্তব্য : ৯
গত কয়েকদিন ধরেই, বিশেষ করে গতকাল রাত থেকে প্রায় সমস্ত মূলধারার মিডিয়া, ডিজিট্যাল প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাপে (ট্যুইটার/এক্স, ফেসবুক, হোয়াটস-অ্যাপ ইত্যাদি) নাগাড়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। সেইগুলি ছড়ানোর কাজ শুরু করেছে মূলধারার মিডিয়া এবং তাদের প্রচার করা খবর সত্যি বলে ধরে নিয়ে সেগুলিকে দাবানলের মত সারাদেশে ছড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছে অভূতপূর্ব আতঙ্ক (এবং কোনোক্ষেত্রে উল্লাস)। এই ভুয়ো খবরের যুদ্ধে ভারতের মূলধারার মিডিয়া, যা বহুদিন ধরেই শুধুমাত্র প্রোপাগাণ্ডা মেশিন, যেমন দুষ্ট, তেমনি দুষ্ট পাকিস্তানি ফেক নিউজের কারখানাগুলিও। যুদ্ধবিক্ষত গাজা বা অন্যান্য অঞ্চলের ফুটেজ তো আছেই, তার সাথে খুঁড়ে বের করা হয়েছে কোথায় গ্যাস সিলিণ্ডার ফেটে পুরনো বিস্ফোরণের ভিডিও, কোথায় পুরনো এয়ারপ্লেন ক্র্যাশের ভিডিও, কোথাও আবার ভিডিও গেম সিমুলেশনের ছবি। এইগুলি দুইদেশের মিডিয়া অজান্তে, দুর্ঘটনাবশত করে ফেলেনি, করেছে রীতিমত পরিকল্পনা করে এবং সম্ভবত অনেকে মিলে, এবং কো-অর্ডিনেটেড ভাবেই, এক একটি মিডিয়া দখল করেছে এক-একটি অঞ্চল, কেউ শিয়ালকোট, কেউ লাহোর, কেউ করাচি, কেউ ইসলামাবাদ। ভুয়ো খবরের লক্ষ্যবস্তুগুলিও যথাসম্ভব আলাদা আলাদা করার উদ্দেশ্য মানুষ এবং ফ্যাক্ট-চেকিং এজেন্সিদের আরও আরও দিশেহারা করে দেওয়া, আর কিছু নয়।