মাটি কাদা, চিটচিটে, চুপচাপ নোনাজলে লুকোচুরি তাইতেই উদ্ধত শ্বাসমূল জেগে থাক বাতাস আসবে আজ এপথেই। বাতাস আনুক ঝড় সীমাহীন সীমানায় উদ্দাম পরিহাস পরিহাসে কী বা আর আসে যায়হেঁটে চলে ডানাহীন ইকারাস। সূর্যকে ছোঁয়নি এ ইকারাস আশা রাখে, সেও হবে একদিন আপাতত এইটুকু বলা থাকস্বপ্নের কাছে দাবি সীমাহীন। যতদিন বেঁচে আছে ইকারাস রোজ জ্বালে বাতি তার টিমটিম শিশুদের আঁক-কষা উল্লাস গলে যায় ডানামোম নিঃসীম। হার মেনে নেবে না তো ইকারাস পালক কুড়িয়ে ফেরে নিশিদিন ডানা নয়, নয় কোনো ফরমাশ, লেখনীতে রূপ নেবে চিরদিন। ডানা ক্ষয়ে আসে ধীরে, হা-হুতাশইকারাস তবু থাকে দ্বিধাহীন ... ...
================================= "এক যে ছিল বন। রূপকথার বন যেমনটি হয়। গহন। নির্জন। সেই বনে থাকে কোয়েৎজাল পাখি। গহীন বনের গাঢ়সবুজ স্বপ্নে ছোপানো তার শরীর, বুকের পালক সূর্যের অরুণরাগ। লোকে বলে, সৃষ্টির রস ছেনে তৈরি কোয়েৎজালের নরম গা, বুকে তার সূর্যের আদর, পালকে তার চাঁদের ... ...
অনাবিস্কৃত ছায়াপথ ধরে হেঁটে চলি আমি, অনন্তে মিশে যায় শ্বাস-আমাকে ঘিরে ধরে একান্ত আমারই দেহঘ্রাণ-মাথার ভিতর বাসা বাঁধে, নক্ষত্রের ঝাঁক-ধূমকেতু-দিগন্তরেখা-ফসলমাঠ-মাছবাজারআর,নষ্ট পণ্যের ক্লান্ত বিনষ্ট দরাদরি। তবু, হে ছায়াপথ, রক্ষা ক'রো আমার অভীপ্সা,সঙ্গোপনে প্রেমিকার মতো। বুকের মাঝে অনাবিস্কৃত ... ...
একটা মোষ চাই / কিংবা মাংসল হরিণী / নিদেনপক্ষে দুচারটে ভীরু খরগোশ / যাদের অস্থিমাংস শুষে বেড়ে উঠব আমরা- / আমাদের নারীরা- / শিশুরা- / আজ তাই, / একটা মোষ চাই। ... ...