এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হয়তো রূপকথা_১

    moumita chanda লেখকের গ্রাহক হোন
    ২০ জানুয়ারি ২০২৪ | ৪৫২ বার পঠিত
  • =================================

    "এক যে ছিল বন।
    রূপকথার বন যেমনটি হয়। গহন। নির্জন।

    সেই বনে থাকে কোয়েৎজাল পাখি। গহীন বনের গাঢ়সবুজ স্বপ্নে ছোপানো তার শরীর, বুকের পালক সূর্যের অরুণরাগ।

    লোকে বলে, সৃষ্টির রস ছেনে তৈরি কোয়েৎজালের নরম গা, বুকে তার সূর্যের আদর, পালকে তার চাঁদের ঝিলমিল।

    সে পালকে গাঁথা হয় সম্রাটের শিরোভূষণ। আহরিত হয় প্রকৃতির কাছে নতজানু হয়ে।"

    কুঁড়েঘরের আঙনে বসে শিশুরা পরনকথা শোনে।

    গল্পবলিয়ে বুড়োদাদু, সামনের তুষারমরসুমে যাঁর বয়েস ছোঁবে ন'শো পূর্ণিমার আয়ু - বলে চলেন পরনকথার মাঝে বোনা নীতিকথা।

    "প্রার্থী হও, নতজানু প্রার্থী হও প্রকৃতির কাছে। শিশুকালে ভালোবাসো তাকে আপন মায়ের মতো, কৈশোরে বিস্মিত হও প্রথম পরিচয়ের মতো, দুর্দান্ত যৌবনকালে কামনা করো আপন প্রিয়সঙ্গীর মতো - খুঁজে পাবে অকল্পনীয় সম্পদ। দস্যু হয়ো না - তাতে শেষে রিক্ত হয়ে, নিঃসঙ্গ হয়ে বিদায় নিতে হয়।"

    শুনতে শুনতে আধফোকলা শিশুটি সন্তর্পণে খুলে দেয় সকালে ধরা নীলরঙা ফড়িংটির পায়ের সুতো।

    সদ্য শরীর জেগে ওঠা অবুঝ কিশোরী স্রোতস্বিনী অবগাহনে শান্ত হতে চায়।

    রঙিন পাখির দিকে তাক করা ধনুক নামিয়ে নেয় তরুণ শিকারী - দুটি হরিণেই তো মিটে গেছে গোষ্ঠীর প্রয়োজন।

    এমনি করে দিন কাটে। সময় ঘোরে।
    .................................................................

    তারপর একদিন সাগরতটে ভেসে এল জাহাজ।

    বয়ে আনলে অচেনা মানুষ, অজানা লোভ, অনৈতিক কামনা। উদগ্র কৌতূহল নিয়ে তারা দেখলে চারিদিক।

    তটভূমিতে পা দিয়েই তারা মেপে নিলে চৌহদ্দি। এ দেশে যাদের নামও কেউ শোনেনি, সেইসব রাজা-রানীর নামে, অচেনা অদ্ভুত এক ঈশ্বরের নামে দাবি করলে মালিকানা।

    তাদের সন্ধানী চোখের হিসাবে ধরা দিতে বাধ্য হল শত-শত চঞ্চল হরিণের চামড়া, পাহাড়ের বুকে ঘুমানো স্বর্ণরেখা আর রঙিন পাথর, মহীরুহের রূপে আত্মগোপন করা দামী কাঠ।

    বিনিময়ে কত কিছুই না তারা দিতে প্রস্তুত ! বর্ণবিন্যাসে প্রজাপতিকে হার মানানো গয়না - কাপড় ! উত্তেজক মাদকের সম্ভার !

    আমরা বিস্মিত হলাম, জানলাম, উপভোগ নয়, ভোগই সুখী জীবনের চাবিকাঠি।

    জানলাম, রক্তের মৃদুমন্দ রিনিঝিনি নয়, রক্তে আগুন লাগিয়ে দেওয়াই আসল মাদকের লক্ষণ।

    আরো শিখলাম, সাচ্চা মরদ সে-ই, যে সবাইকে পায়ের নীচে রাখে। আগ্নেয়াস্ত্র মাধ্যম মাত্র।

    এমনি করে আরো অনেক কিছু শিখতে শিখতে, শেষ অবধি শিখলাম, দ্বিধাগ্রস্ত প্রিয় নারীকে কেশাকর্ষণে বশীভূত করাই প্রশস্ত।

    ঠিক সেই মুহূর্তেই আমরা সভ্য হয়ে গেলাম।

    --------------------------------
    মৌমিতা চন্দ

    17.01.2024
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | 96.23.***.*** | ২০ জানুয়ারি ২০২৪ ২৩:০২527828
  • ভালো লাগলো।
    এই সভ্য হয়ে যাওয়া এক দ্বন্দ্ব বটে।
  • Aranya | 2601:84:4600:5410:6d65:8a23:43b7:***:*** | ২১ জানুয়ারি ২০২৪ ০৬:৪৮527853
  • সুন্দর 
  • moumita chanda | ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫২528325
  • হ্যাঁ, এইসব দ্বন্দ্ব এড়িয়েই তো বেঁচে থাকা।
  • dc | 110.224.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৪528327
  • আর ইলেকট্রিসিটি? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন