আজ ১৯শে মে। ৬৪ বছর আগে আজকের দিনে, বরাক উপত্যকার তারাপুর রেলওয়ে স্টেশনের ( আজকের শিলচর) কাছে নীরবে হেঁটে চলেছিলেন কিছু সত্যাগ্রহী।ঠিক তার কয়েক মাস আগে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা আসাম বিধানসভায় একটি বিল পাস করেছিলেন, যেখানে অসমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।এটা সেই সময়ের আসাম, যেখানে বাংলা ভাষায় কথা বলেন ৬৬ শতাংশ মানুষ, অসমিয়া ৩৩ শতাংশ। আর বরাক উপত্যকার ৮০ শতাংশ মানুষ বাঙালি। বাংলা তাদের মাতৃভাষা।১৯ শে মে, বেলা দ্বিপ্রহর। নিরস্ত্র, নীরবে হেঁটে চলা, মাতৃভাষাতে কথা বলার অধিকারের দাবীতে হেঁটে চলা, সত্যাগ্রহীদের উপর বন্দুকের বাট আর ব্যাটন নিয়ে ঝাঁপিয়ে পড়ে আধাসেনা। তারপর কয়েক মিনিটের ... ...
আজ ১৯ শে মে। ৬৪ বছর আগে আজকের দিনে, বরাক উপত্যকার তারাপুর রেলওয়ে স্টেশনের ( আজকের শিলচর) কাছে নীরবে হেঁটে চলেছিলেন কিছু সত্যাগ্রহী।ঠিক তার কয়েক মাস আগে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা আসাম বিধানসভায় একটি বিল পাস করেছিলেন, যেখানে অসমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।এটা সেই সময়ের আসাম, যেখানে বাংলা ভাষায় কথা বলেন ৬৬ শতাংশ মানুষ, অসমিয়া ৩৩ শতাংশ। আর বরাক উপত্যকার ৮০ শতাংশ মানুষ বাঙালি। বাংলা তাদের মাতৃভাষা।১৯ শে মে, বেলা দ্বিপ্রহর। নিরস্ত্র, নীরবে হেঁটে চলা, মাতৃভাষাতে কথা বলার অধিকারের দাবীতে হেঁটে চলা, সত্যাগ্রহীদের উপর বন্দুকের বাট আর ব্যাটন নিয়ে ঝাঁপিয়ে পড়ে আধাসেনা। তারপর কয়েক ... ...