#ব্যক্তিগত_গদ্য
#চলছে_চলবে
একটা ছোট থান পরা খুনখুনে বুড়ি। হাতে বাগান থেকে সদ্য তোলা কয়েকটি ফুল। একজন নাইটি পরা মহিলা সেই দেখে না বলে ফুল নেওয়ার জন্য বুড়িকে বেধড়ক মারতে লাগল। চড়থাপ্পড়, চুলের মুটি ধরে টানা কিছুই বাদ গেল না।
ভাইরাল হওয়া ভিডিওটা দেখে সবাই অবাক। বুড়ি চোর নয়।নিজের বাড়ির গাছ থেকে ফুল পাড়ার অপরাধে নিজের বৌমার হাতে ওইরকম মার খাচ্ছে। প্রতিবেশী ভিডিও তুলে ভাইরাল করেছেন।
ভিডিওটা সোশাল মিডিয়ায় পুলিশের পেজে শেয়ার হওয়ার পর অত্যাচারী বৌমা গ্রেপ্ত ... ...
#সর্ব
অদ্যকার দিবস আমার জীবনে এক পরম আনন্দের দিবস হইতেই পারিত। অদ্য বৈকালে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমার সপত্নী( প্রয়াত স্বামীর পঞ্চম পক্ষীয় বিধবা) নয়নতারা দেবী ব্রাহ্ম সমাজের অন্যতম অনুসারী শ্রীযুক্ত প্রভাসচন্দ্র দত্ত মহাশয়ের সহিত পুনর্বিবাহ বন্ধনে বাঁধা পড়িলেন। বিধবা বিবাহ হইলেও উহা সুষ্ঠুভাবেই সম্পন্ন হইল। রাঙাদিদি নয়নতারা সদ্যবিবাহিত পতির সহিত শ্বশুরালয়ে গমন করিলেন। নিকট ভবিষ্যতে তিনি পতির সহিত বিলাত যাত্রা করিবেন।
আজ হইত ... ...
আজ কোনও বিশেষ তিথি নয়। তবু বিকেল হতে না হতেই চন্ডিকাপুরে রাধামাধবের মন্দিরপ্রাঙ্গণে বহিরাগত মানুষের ঢল। রিসর্টের গ্যারেজ গাড়িতে ভর্তি। কিন্তু কই, তারা তো এল না! কখন আসবে তারা?
উত্তেজনা চাপতে না পেরে রাধারাণি স্বপ্নলোক রিয়েলটি এস্টেটমুখো হলেন। প্রত্যয়ী- জয়স্মিতা ওখানকার ফ্ল্যাটেই থাকে।
মন্দির কর্তৃপক্ষ যেন আগে থেকেই এত অতিথির আগমনবার্তা জানতেন। তড়িঘড়ি মন্দিরপ্রাঙ্গণ বিশেষভাবে সাজানোর ব্যবস্থা করলেন। মূল সান্ধ্য অনুষ্ঠান ঠাকুরদালান থেকে সরিয়ে না ... ...
প্রতিবাদে ঢাকি সর্বাঙ্গ
- শর্মিষ্ঠা নাহা
রাধামাধবের মন্দিরে বিগ্রহের পায়ে মাথা রেখে বসে আছেন রাধারাণী দেবী। মনটা বড় খারাপ। পরণের কাপড়ে, চাদরে এখনও সেই আহত মেয়েটির রক্ত লেগে আছে।ধর্মস্থানে এত বড় একটা অনাচার ঘটে গেল, কেউ এতটুকু টুঁ শব্দটি করল না।
প্রায় সত্তর বছর হল এই চন্ডিকাপুরের বাসিন্দা তিনি। সেই ছোট্টবেলায় অভাবের তাড়নায় বাবা মা এই মন্দিরের চত্বরে ছেড়ে দিয়ে গিয়েছিল ভগবানের ভরসায়। চন্ডিকাপুর তখন গন্ডগ্রাম। মন্দিরের পুরোহিত বিজয় গোস্বামী একাকী পিতা ... ...
#গোলমেলে_গিন্নি_৮
~শর্মিষ্ঠা নাহা
হবু ননদ : গায়ের রং বড্ড চাপা।(পাত্রীর গালে আঙুল ঘসে) আবার মেক আপ করে দু পোঁচ হাল্কা করে রাখো নি তো?
হবু জা: ( পাত্রীর হাত টিপে) এঃ কি কেঠো হাত। দিনরাত কম্পিউটার চালালে এমন তো হবেই।
পাত্রী: আচ্ছা, আপনাদের ধবধবে ফর্সা নরম তুলতুলে মেয়ে দরকার?
লুসি, আঃ আঃ চুঃ চুঃ
নেপথ্যেঃ ভৌ ভৌ.... গররর গররর
হবু ননদ+ জা : থাক, থাক
এই লুচি আলুছেঁচকি তুমি রান্না করেছ? ভাল হয়েছে। কিন্তু তুমি সাউথ ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ, মাঞ্চুরিয়ান বানাত ... ...
#গোলমেলে_গিন্নি_৩
~শর্মিষ্ঠা নাহা
- দাদা, বিয়ের পর দেখসি তুমি একবারে বৌয়ের আঁচল ধরা হয়ে গেছস। সংসারের কোনও কিছুতে তোমার নিজের কোনও হাত নাই। ক্যান, দাদা?
- মাই ডিয়ার ঠাম্মা, এর কারণের ব্যাখ্যা আমার কাছে আছে। টিংটিং।
- তুমি আবার কি কইবা, কও।
-দেখুন ঠাম্মা, আপনাদের সময় বৌরা শাড়ি পরত।রাইট?
-হ হ। না তো পরব কি?
- তখনকার বাঙালি বিবাহিত পুরুষ এক হাতে বৌয়ের আঁচল ধরে থাকলেও একহাত মুঠো করে শূন্যে ছুঁড়ে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দিত। বাঙালির কন্ঠ তখন সারা ভারতে ছড়ি ... ...
#গোলমেলে_গিন্নি_২
~ শর্মিষ্ঠা নাহা
(১)
-বৌমা, বেড়া খোঁপা বাঁধতে পারো?
- না
পায়ে আলতা পরতে?
- ন্যাঃ
-পুণ্যিপুকুর ব্রতর নিয়ম জানা আছে?
- ওহ নো।
কি হবে কি এইসব ছাইপাঁশ দিয়ে? এসব এখন ব্যাকডেটেড।
-কে বলল? আমার পিসতুতো বোনের ছেলের বৌ তো আচার বিচার সব মানে।
তা তোমার আর দোষ কি বাপু? ওই তো মায়ের ছিরি! এই বয়সে প্যান্ট শার্ট পরে ঝুঁটি করে আপিস যায়। যেমন মা তার তেমনই তো মেয়ে হবে? আমড়া গাছে তো আর আম ফলবে না। ... ...
#গোলমেলে_গিন্নি_১
~শর্মিষ্ঠা নাহা
- হে প্রিয়তমা,তুমি আমার অর্ধেক আকাশ।
-ক্ষিঃ!!!!!!!
- ইয়ে, মানে, আজ, এই আন্তর্জাতিক নারী দিবসে, অর্ধেক আকাশ তোমায় দিলাম।
- আকাশ তো ভগবানের। তুমি দেওয়ার কে গা গোঁসাই? অসীম মুক্ত আকাশের যেখানে ইচ্ছে নারী পুরুষ যে কেউ অবাধে ডানা মেলবে। গোটা আকাশ ই তো আমার। তার থেকে অর্ধেক কেটে আমার জিনিস আমাকেই দিলে?
-
-
-
-
তা বেশ, বেশ। দিলেই যখন, ওই অদ্দেকটার সীমা বরাবর আমি এবার কাঁটাতারের বেড়া দিয়ে দেবো যাতে তুমি আর এর ত্রিসীমানা ... ...
কান্না
~ শর্মিষ্ঠা নাহা
ইউটেরাস বাদ দেওয়া এখন মামুলি ব্যাপার । পেট কাটার তো কোনও ব্যাপারই নেই, ফুটোও করতে হয় না। শরীরের ওপর ধকল প্রায় নেই বললেই চলে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একা একা বাড়ি যাওয়াটা কোনও ব্যাপার নয়। শুধু হাসপাতালের রেজিস্টারে সই করে ডিসচার্জ সার্টিফিকেট নেওয়ার জন্য একজন পেশেন্ট পার্টি দরকার, তাই অফিস কলিগ দেবযানীদিকে ডেকেছিল তনিমা।
সব ফর্মালিটি মিটিয়ে বেরিয়ে দেখে দুটো লিফট ই অকেজো। অগত্যা আস্তে আস্তে সিঁড়ি বেয়েই নামা। ... ...
#গোলমেলে_গিন্নি_১২
~ শর্মিষ্ঠা নাহা
ফুলশয্যার রাত
--------------
(যথারীতি আঙটি পরানো ইত্যাদির পর)
বর - সুতপা, তোমাকে আমার কিছু বলার আছে। আমার সঙ্গে থাকতে হলে তোমাকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে এবং সারা জীবন মানতে হবে।
বৌ- কি কথা, আদিত্য?
বর - আমার জীবনে মা ই সব। তোমাকে আমার মা র কথা সব অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।
বৌ- আচ্ছা
বর - মা যেমন যেমন আচার বিচার পালন করেন, তোমাকেও তাই তাই করতে হবে।
বৌ - বেশ, তাই হবে।
বর - কোন বাড়িতে কি শিখে এসেছ, আজ ... ...