কয়েকদিন ধরে বাজারী মিডিয়াতে ছত্তিসগড়ে মাওবাদীদের নৃশংসতা নিয়ে বেশ কিছু প্রতিবেদন বেরোচ্ছিলো। কোথায় নাকি মাওবাদীরা শিশুকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে আবার কোথাও ইস্কুল পড়ুয়াদের গুলি করে মেরেছে। মাওবাদীরা যে প্রয়োজনে নৃশংস হতে পারে তা আমরা জানি, পশ্চিমবঙ্গে তারা কি ভাবে নিরস্ত্র ইস্কুল মাস্টার থেকে বৃদ্ধ ক্ষেতমজুর খুন করেছে তা আমরা দেখেছি। কিন্তু তবুও একটা খটকা ছিলো কারণ ছত্তিসগড়ের দুটো ঘটনাতেই সংবাদপত্রগুলো যাকে উদ্ধৃত করেছিলো সে হলো বস্তার জেলার পুলিশ প্রধান এসআরপি কাল্লুরি। এই কাল্লুরি এক ইন্টার ... ...
এবার এরা পড়েছে টিপু সুলতানের পিছনে। খুব স্বাভাবিক, যাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের কোনো ইতিহাস নেই, যাদের জন্ম হয়েছিলো সাহেবদের দালালি করার জন্যে, সেই জগৎ শেঠদের রক্ত যারা ধমনীতে বয়ে নিয়ে চলেছে, তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা টিপু সুলতানকে সম্মান করবে তা কল্পনাই করা উচিত না। এরপর বাহাদুর শাহ জাফরকে ধরে টানবে। তারপর আকবর, জাহাঙ্গীর, শাহ জাহান, কুতুবুদ্দিন - একে একে কবর থেকে টেনে বের করা হবে, ক্ষতবিক্ষত করা হবে। অস্বীকার করা হবে ভারতের সুবিশাল ঐতিহ্যকে, মুছে ফেলা হবে ৬০০-৭০০ বছর ... ...
গত কয়েকদিনে ইরাক, লেবানন, প্যারিস এবং আজকে নাইজেরিয়াতে ইসলামী সন্ত্রাসবাদীদের হামলায় কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে আরো খারাপের দিকেই যাবে। উল্টোদিকে ইসলামী সন্ত্রাসকে ধ্বংশ করার নামে নির্বিচারে বোমাবর্ষণ চলছে সিরিয়া, ইরাক ও লিবিয়াতে যার শিকার আরো হাজার হাজার মানুষ হচ্ছেন। আমার মনে হয় এর দায় আমাদের সকলের, দায় এড়ানো মানে সমস্যার সমাধানের থেকে দুরে সরে যাওয়া।
প্রথমত, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এই গোটা যুদ্ধ পরিস্থিতির পেছনে পশ্চিমী সাম্রাজ্যব ... ...
দিয়েছি বানচোদের হাতটা মাড়িয়ে। দু একটা আঙ্গুলের হাঁড় ভেঙ্গে গিয়ে থাকলে অবাক হবো না। শালা এমনিতেই গরমে টেঁকা যাচ্ছে না, ভাবছিলাম আজকে থানা থেকে বেরোতে হবেনা ডিউটি করতে কিন্তু এই শুয়োরের বাচ্চাগুলো হতে দিলে তো? কি নাকি মাইনে পাচ্ছে না ঠিকমতো তাই মিছিল। তার ওপর আবার পার্মানেন্ট করতে হবে। শালা বাপের জমিদারী পেয়েছে, পার্মানেন্ট করতে বললেই করে দেবে। পুলিশ পারমিশন দেয়নি তাও মিছিল করবে, পেঁদিয়ে পেছন ফাটিয়ে দেওয়া উচিত।
চারপাশে আজকাল দেখছি কিছু হলেই ড্যাং ড্যাং করে নেমে পড়ছে ছেলে মেয়েগু ... ...
আরবে চাকরি করতে যাওয়া ভারতীয় মজুরদের ওপর শেখদের অত্যাচার সম্পর্কে অনেকেই জানি, এই নিয়ে হই চৈ হয় যথেষ্ট, ইন্টারনেটে বেশ কিছু ভিডিও আছে যেখানে ভারতীয় পরিচারকদের ওপর অত্যাচার করতে দেখা যায় শেখদের। ভারত সরকারকে যদিও এই নিয়ে বিশেষ মাথা ঘামাতে দেখা যায় না। গরিব মজুরদের মারধর করা নিয়ে, তাদের মানবাধিকার ভঙ্গ করা নিয়ে ভারত সরকারের ভাববার খুব বেশি কারণ নেই যেখানে আরব দেশগুলো কথা দিয়েছে হাজার হাজার কোটি টাকা দেবে "স্মার্ট সিটি" তৈরী করতে। স্মার্ট সিটিতে স্মার্ট লোকজন থাকবে, আনস্মার্ট গেঁয়ো মজদুরদের অধিকারে ... ...
"ডিজিটাল ইন্ডিয়া" নিয়ে ফেসবুক সরগরম। অনেকেই ফেসবুক কর্তা জুকারবার্গের দেখাদেখি নিজেদের প্রফাইল পিকচারে তেরঙ্গা লাগিয়েছেন এই প্রকল্পের সমর্থনে। আবার অনেকে এর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ অভুক্ত শিশু বা আত্মঘাতী কৃষকের ছবি লাগিয়েছেন তাঁদের প্রফাইলে। প্রথমেই বলে নি যে আমি মনে করি না যে দেশে অভুক্ত শিশু রয়েছে বলে ইন্টারনেটের প্রয়োজন নেই। ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকে বসে, যখন অভুক্ত শিশুদের কথা বলছি তখন স্বীকার করে নেওয়ার সৎ সাহস থাকা উচিত যে ইন্টারনেট একটা প্রয়োজনীয় জিনিস। ইন্টারনেট মানুষকে মতপ্রকাশের স্ ... ...
সম্প্রতি একটি ছবি চোখে পড়ল বাংলাদেশে এক গৌরাঙ্গ মন্দিরের সামনে ঈদ আল আধাতে গরু কোরবানী দেওয়া হচ্ছে। প্রেক্ষাপট যেখানে বাংলাদেশে হিন্দুদের ক্রমাগত প্রান্তিকীকরণ সেখানে ছবিটি দেখে রাগ আর দুঃখ ছাড়া কিছুই হচ্ছে না। আমার গরু নিয়ে কোনো ধর্মীয় আবেগ নেই, জোর করে গরু খাওয়া বন্ধ করার বিরোধিতা নিজের দেওয়ালেই আগে করেছি। কিন্তু কারুর ধর্মাচরণে জোর করে আঘাত দেওয়ার পক্ষপাতিও নই।
আমার ধর্ম নিয়ে জ্ঞান সীমিত তাই ধর্ম নিয়ে আলোচনা করতে চাই না, কোনটা ধর্মে জায়েজ কোনটা নয় সেটা জানি না। আমি বরং ইতিহাস নিয়ে সা ... ...