অনভিজ্ঞ সিফাত তার অনভিজ্ঞ প্রেমের দিনে কীভাবে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে শুধু সম্ভাব্য প্রেমিকার হাসির রেকর্ডিং শুনে শুনে আর গুনে গুনে হাসির শব্দ সেই আলাপ একা একা নিজের সঙ্গে করে জহু হলের পুকুর পাড়ে এক রাতের অন্ধকারের কোণে বসে আছে। প্রেমে পড়ার দিনগুলো এত ক্লান্তিকর তবু সব সহনীয় এসব ভেবে নতুন প্রেমিকাকে কল দিবে ভেবে পিছলা পিছলা বৃষ্টির রাতে পাগলের মতো হাসছে। সে হাসি ছড়িয়ে পড়ছে জহু হলের পুকুরের জলের ... ...
নিউজপ্রিন্টের গন্ধমাখা প্রায় ছুটে যাওয়া সন্ধ্যায় ঘুম ঘুম চোখ আটকে, পূবের জানালা খোলে কিংবা লুঙ্গিটা খোলে বসে পড়ার দিনটা রাতে চলে যাচ্ছে৷ অদূরে ভেসে আসা তীব্র চিৎকারের মতো মাগরিবের আজানে ভয় পেয়ে পাখিরা ডানা ঝাপটায় আর একটা দুটো পাতা ঝরে যায় মৃত্তিকার পায়৷ গরমের তীব্র দাবদাহ যেন জ্বালিয়ে দিবে বুক একটু পরেই৷ কিছু শরতের মেঘ কিংবা ধূলিমাখা বাতাসে ছেঁড়া কাশফুলগুলো জানিয়ে যাচ্ছে জানালার পাশে ওই বোকাচোদা আমগাছটাও একদিন মরে যাবে৷ আধখানা ঘুমের ... ...
কবি, কথাসাহিত্যিক, সম্পাদক ... ...
আমার যখন বয়স ৩২ আর বলতে গেলে মনে হওয়া শুরু হয়ে গেছে মৃত্যু আসন্ন। আর নেই কৈশোরের ভাবনাহীন জীবন। তখন মনে হচ্ছিল আমার বোধ হয় নারীসঙ্গ ছাড়াই জীবনটা কেটে যাবে। কিন্তু প্রকৃতি, আল্লাহ বা ঈশ্বরের প্ল্যান তো আলাদা। বা সেই অলৌকিক ব্যাপারগুলো কেউ বা কিছু তো ঘটায়ই। সেই অদৃশ্য আলাপ বা বয়ান রেখেই আমি বলতে চাচ্ছি আমার জীবনের যে ঘটনাটা সেটা হলো ৩২ বছর বয়সে আমার পরিচয় হয় ২২ বছর বয়সী এক ... ...