এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাস্তুহারা

    ranjan roy
    অন্যান্য | ২৫ নভেম্বর ২০০৯ | ১২৯৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 12.149.***.*** | ২১ অক্টোবর ২০১১ ২০:৩৬428452
  • এইজন্যই বলে " ট্রুথ ইস স্ট্রেনজার দ্যন ফিকশন"
    রঞ্জনভাউ আপনাদের আমি শ্রদ্ধা করি!
  • ranjan roy | 14.99.***.*** | ২২ অক্টোবর ২০১১ ২৩:৪০428453
  • ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে।
    কেন্দ্রীয় মন্ত্রী রাজা এবং করুণানিধির মেয়ে কানিমোঝি জেলে গেছে। রিলায়েন্সের এবং অন্য কয়েকটি হাই প্রোফাইল কোম্পানির সি ই ও গ্রেফতার হয়েছে। বিজেপির কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে ইস্তফা দিতে হয়েছে।
    এবং বিনায়ক সেন জামিনে ছাড়া পেয়েছেন।
    হাওয়ামোরগের মুখ ঘুরে যায়। ওরা চারজন হটাৎ আইপিএলে কেকেআর এর সাপোর্টার হয়ে "" করব, লড়ব, জিতব রে'' গাইতে থাকে।
    রঞ্জন দিল্লি দৌড়য়।
    মেয়ে নিজের পেশার সুবাদে ন্যাশনাল ফোরামের জন্যে বেশ অভিজ্ঞ নামজাদা অ্যাডভোকেট ধরেছে। সব শুনে তিনি কেস অ্যাকসেপ্ট করলেন। কিন্তু জানালেন যে ওখানে অনুমানের পেন্ডিং কেসের বিপরীত লম্বা লাইন। এখন ২০০৪ এর কেসগুলোর ফয়সালা হচ্ছে। কাজেই কেস কোর্টে রেজিস্টার হবার পরে এক রাউন্ড নোটিস ও জবাব হবার পরে ডাক পাবে ২০১৬-১৭তে।
    তারপর ফয়সালা ফেভারে গেলে বড়জোর মূল দাম ও এক-দুই লাখ ক্ষতিপূরণ পাওয়া যাবে। অ্যাদ্দিন পর ওইটুকু পেয়ে কার কি উবগার হবে?
    তারচেয়ে ৪২০ এর ক্রিমিনাল কেস এগুলো বিল্ডার ভয় পাবে,একটা স্টেজের পরে আউট অফ কোর্ট সমঝোতা করতে পারে। তাতে বেশি পাওয়ার সম্ভাবনা।
    এবার ওরা হতভম্ব হয়ে অ্যাকশনের জন্যে প্লান-এ, বি, সি ঠিক করতে বসে যায়।
  • ranjan roy | 14.97.***.*** | ১২ এপ্রিল ২০১২ ০৮:৩৩428454
  • নতুন ডেভেলপমেন্ট।
    এক, কনজিউমার ফোরামের ন্যাশনাল লেভেলে গিয়ে হেরে গেছি। এক পাগলা ফ্রাস্টেটেড জজ( বহুদিন প্রমোশন পাননি, একটা ঘটনায় বুক হয়েছিলেন) কেস রেজিস্টার না করে রায় দিলেন-- একবার ফ্ল্যাট কিনে থাকতে শুরু করে বিল্ডারের
    খুঁত ধরা! ইয়ার্কি পেয়েছ? ওসব চলবেনা। কেস খারিজ উল্টে পিটিশনার রঞ্জন রায় সাতদিনের মধ্যে দশহাজার টাকা ফাইন দাও। দেরি করলে ৬% সুদ দাও!!!
    সিনিয়র অ্যাডভোকেট রেগে গিয়ে বল্লেন--তুঘলকি ফরমান।লিগ্যালি রং, আন -অ্যাক্সেপ্টেবল। সুপ্রীম কোর্টে অ্যাপীল করলে কেস রেজিস্টার হবে, পেনাল্টি খারিজ হবে।
    -- তাতে খরচা কত?
    -- কমপক্ষে দশহাজার টাকা।
    রঞ্জন মেয়েকে বলে -যাব না। ফাইন জমা করে দে।
    এবার তো ফ্ল্যাট বিক্রি করে কোলকাতায় যেতে বাধা নেই। লোকজন ফ্ল্যাট দেখতে আসছে।
    এদিকে
    হাইকোর্টে হরিদাস পালের পিটিশন অ্যাকসেপ্ট হয়ে কর্পোরেশন এবং বিল্ডারের ভাল বাঁশ হয়েছে। কর্পোরেশন বিল্ডারের থেকে অফিসিয়ালি দুই লক্ষ বাষট্টি হাজার টাকা জরিমানা আদায় করতে বাধ্য হয়েছে।
    কিন্তু এখনো আরও কাজ বাকি। রঞ্জন রিজয়েন্ডার জমা করে। বিল্ডারের পার্টনারদের মধ্যে ঝগড়া শুরু হয়েচে। খবরের কাগজে নোটিস ছেপে আর্বিট্রেশনে যাচ্ছে।
    আরও ভাল খবর।
    ওদের মার খাওয়ার ঘটনায়
    পুলিশ পয়সা খেয়ে সেকশন বদলে দিয়েছিল। ৪৫২; অধিকতম শাস্তি সাত বছর। মহিলা ম্যাজিস্ট্রেট হরিদাস পাল ও তার স্ত্রীর সাক্ষ্য শুনে ধারা কড়া করে দিলেন। ৪৫৮; অর্থাৎ শাস্তি ম্যাক্সিমাম ১৪ বছর। এবং ঊনিশ জনের বিরুদ্ধে নন-বেইলেবল্‌ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
    হরিদাস পাল গিন্নিকে বলে--আজ বিরিয়ানি করলে হয় না?
    -- বেশি লাফিও না। ওরা এত সহজে হার মানবে না। বাঙালী অল্পে সন্তুষ্ট কেন?
    ২৩ তারিখ শুনানির তারিখ, অপেক্ষা কর। তারপর বিরিয়ানি।
    কথাটা ঠিক।
    হরিজন অট্রোসিটির মিথ্যে মামলায় গিন্নির বিরুদ্ধে এফ আই আর ছিল, একটা আর্মস্‌ অ্যাক্ট ও লাগানো আছে। অ্যাদ্দিন প্রাথমিক তদন্তের পরে ঠান্ডা বস্তায় ছিল।
    ফোন আসে।
    -- আমি ডিএসপি হরিজন থানা বলছি। আপনার স্ত্রীর সঙ্গে কথা আছে।
    -- আগে আমাকে বলুন।
    -- ওনার বিরুদ্ধে পুরনো কেস ছিল। শেষ হয় নি। তাই কোর্টে যেতে হবে, বিলাসপুরে।
    হরিয়ানার জাঠ দম্পতি ফোন তুলছে না। যে তারিখ বলব তখন গিয়ে সব শুনে কোর্ট যদি বন্ধ করার যুক্তি মেনে নেয় তো ঠিক আছে, নইলে চালান পেশ করতে হবে। উকিল সঙ্গে নিয়ে আসবেন।
    -- আমাদের জাঠ দম্পতির সঙ্গে আর যোগাযোগ নেই। (মিথ্যে কথা!)। যেদিন বলবেন আদালতে হাজির হব।
    রত্না বলে-- কোয়্‌হাও কোন গন্ধ পাচ্ছি। নইলে তিন বছর ঠান্ডাবস্তায় পড়ে থাকা কেসগুলো আজকেই মাথা তুলছে কেন? ট্র্যাপ?
    উকিল জানায়-- সম্ভবত: ট্র্যাপ। কারণ পুলিশ যদি "খাতমা" রিপোর্ট পেশ করতে চায় তার জন্যে কারো যাওয়ার দরকার হয় না। আপনারা যে অপরাধী নন। চালান দিতে আগে অপরাধ কায়ম করতে হবে। যাবেন না। চালানের সূচনা পেলে অ্যান্টিসিপেটরি বেইলের আবেদন দেব। কোর্ট রিজেক্ট করবে। তখন বৌদিকে সারেন্ডার করিয়ে রেগুলার বেইল চাইব। হয়ে যাবে। কারণ কেসে কোন দম নেই। খারিজ হওয়ার যোগ্য।
    কিন্তু এই প্রসেসে হয়তো খুব বেশি হলে বৌদিকে দিন দুই জেলে থাকতে হতে পারে।
    রত্না হাসিমুখে বলে-- দিনদুই মাটিতে শুতে হবে, নোংরা কম্বল, মাটির পাতিলে পটি, পাখা ছাড়া থাকা, মশা। এইতো! সাতদিন থেকে যাব। তুমি খালি জামাকাপড় দিয়ে যেও। একবার বেরিয়ে আসি। ওদের অস্ত্র শেষ। তরপর কি করবে?
    -- দাঁড়াও। আমার সময় চাই। আগে ৬ মে অব্দি মাকে কোলকাতায় রেখে আসি। তদ্দিন টাইম কিল করতে হবে।
    -- হয়ে যাবে। আমাদের শহর পাল্টানোর খবর পুলিশ জানে না। আমরা অপরাধী নই। ট্রেস করতে করতে দিন পনের। অন্য জেলা। প্রসেস। তারপর ধরতে পারলে সমন দেবে, আর কি? তখন হাজির হব কোর্টে। তদ্দিন অচেনা কোন ফোন ধরব না।
    রঞ্জন বিচলিত।
    ফোন আসে। ডি এস পি'র অফিস, মোবাইল, অন্য অচেনা নম্বর থেকে। বেলা এগারোটা থেকে রাত সাতটা পর্য্যন্ত। রত্না ধরে না, মুচকি হাসে।
    -- মুখ গোমড়া করে থেক না। টেক ইট অ্যাজ এ স্পোর্টিং গেম।
  • Manish | 59.9.***.*** | ১২ এপ্রিল ২০১২ ১০:৫৯428455
  • Ranjan আরও আপডট চাই। চলুক।
  • ranjan roy | 14.97.***.*** | ১২ এপ্রিল ২০১২ ২২:৪৫428456
  • মনীশ,
    আজ তো ডিএসপির কাছ থেকে কল আসেনি। বুঝে গেছে অচেনা নম্বর হলে আমরা ধরব না।
    ভাবছি ওদের নেকস্ট মুভ কী হবে?
    আমাদের গেস্‌ ২৩ তারিখ। সেদিন দরজা ভেঙে হামলার কেসে ( আই পি সি সেকশন ৪৫৮) শুনানির দিন। সেদিন ওদের ১৯ জনের নন-বেইলেবল ওয়ারেন্টের ভাগ্য নির্ধারণ, কিছু লোকের জামিন হবে, কিছু লোকের রিজেক্ট হবে। তারপর ওদের সেশন কোর্টে গিয়ে জামিন করাতে হবে।
    হরিয়ানী পরিবারটি বিজনেসের খাতিরে বাইরে গেছে। সেদিন ফরিয়াদী(মহিলাটি) এবং উকিল (পুরুষ) হিসেবে ওদের বিলাসপুর কোর্টে আসতেই হবে। তখন ওদের হরিজন অত্যাচার অধিনিয়মের কেসের সামন ধরাতে পারে। দেখি, কি হয়। সেই দেখে আমাদের ট্যাকটিস ঠিক হবে।
    ততদিন অপেক্ষা করা। ১৪ এপ্রিল কোলকাতায় যাব রাজারহাটের ফ্ল্যাট দেখে ফাইনাল করতে। তারপর ২৩।
    আপাতত: এইটুকু।
  • mila | 22.5.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৮428457
  • অফিস এ বসে এক নিশ্বাসএ পুরোটা পড়লাম, সব যেন গন্ডগোল হয়ে গেলো, আপনারা এখন কেমন আছেন?
  • ranjan roy | 132.162.***.*** | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৮428458
  • মিলা,
    ধন্যবাদ!
    এখন ভাল আছি।
    সেই বিল্ডার অন্য এক চিটিং কেসে ফেঁসে গতবছর কোরবা শহরের একটি হোটেল থেকে গ্রেফতার হয়েছে। ওর বিজনেস লাটে উঠেছে।
    বিলাসপুরের ফ্ল্যাট বেচতে বেগ পেতে হয়েছিল। সব পোটেনশিয়াল কাস্টমারকে ওখানের কয়েকটি পরিবার মিলে ভাগিয়ে দিত। অগ্রণী ছিল একজন বাঙালী মহিলা, যাঁর স্বামী আমার ব্যাংকেই কাজ করত, এবং যাকে আমি দুবার ডিফেন্স সাজিয়ে ডিসিপ্লিনারি অ্যাকশন থেকে বাঁচিয়েছিলাম। অবশেষে ২০১২ তেই ঠিক দামে বেচতে পেরেছি।
    কোলকাতায় আমার পুরনো পাড়ায় আপাততঃ ভাড়াবাড়িতে আছি। কাছেই আমার একগাদা কাজিন ও নাকতলা স্কুলের প্রাক্তন বন্ধু ও বন্ধুনীর দল। দিব্যি আছি। বই পড়ছি, নাটক দেখছি, গান শুনছি, গুরুতে আড্ডা দিচ্ছি, তক্কো করছি। হিন্দিতে বললে-- দশো উঙ্গলি ঘিউ মেঁ বা! ( দশটা আঙ্গুল ঘিয়ে ডোবানো!)
    দুই মেয়েই প্রফেশনাল লাইফে প্রতিষ্ঠিত। ফলে নো টেনশন, শুধু এনজয়মেন্ট। আপাতত কয়েকমাসের জন্যে দিল্লিতে ছোট মেয়ের কাছে আছি।

    আপনারা ভাল থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন