এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টইপত্তরে কেন লিখবেন?

    Tim
    অন্যান্য | ০২ সেপ্টেম্বর ২০০৭ | ৮৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 204.***.*** | ০২ সেপ্টেম্বর ২০০৭ ২৩:১৯391835
  • টইপত্তর সম্পক্কে দুটো প্রশ্নের জবাব সম্পাদক আগেই দিয়ে রেখেছেন। কিন্তু কেন কেউ লিখবেন সেটা নিয়ে কিছু বলা হয়নি। সত্যি-ই তো, কেন লিখবেন? মানে উদ্দেশ্যটা কি? ""আমি জানি- তুই জানিসনা-শিখে নে এইবেলা"" প্রমাণ করার জন্য? "" বুঝেও বুঝিনা-কত চেঁচাতে পারিস দেখি"" বলার জন্য? নাকি এইদুটো এবং এদের বাইরে আরো অনেক ""সু-অভ্যাস"" সরিয়ে রেখে খোলামনে বক্তব্য রাখার জন্য? আলোচনা করার সময়, হাত মেলানোর সময়, আঙুলের ফাঁকে তবে ছুরি থাকে কেন?
    নিয়ম তৈরীর আগেই তার ফাটল খোঁজা আমাদের মজ্জাগত। সুতরাং, স্বাধীনতার ফাটল দিয়ে ""যাকে যা ইচ্ছে বলার"" প্রবণতা বেড়ে ওঠে। সম্পাদক প্রতিবাদ করলেই বলব "" দেকেচো, এখানেও কাঁচি!"" আর না করলে, বলতেই থাকব, আঁচড়াবো, কামড়াবো, ইমিউনাইজেশানের বাবাও কিস্যু করতে পারবে না।
    অতএব, এবার থেকে টই খোলার সময়, সেখানে স্পষ্ট করে লেখা থাকুক, উদ্দেশ্যটাও। কোন দায়বদ্ধতা থেকে, ঘুম না হওয়া ভাবনা থেকে লিখতে, জানতে এবং আলোচনা করতে হলে লিখে দিন। আর যদি নিজস্ব ঝাল মেটানোর সুপ্ত উদ্দেশ্যে খোলা হয় কোন টই, সেটাও লিখুন। কিম্বা যদি ""আমি যা জানি সেটাই, এবং একমাত্র সেটাই ঠিক-প্রমাণ করবই"" এই ভেবে খুলে বসেন কোন বিষয়, সেটাও আমাদের মত চন্ডালদের জানালে ভাল হয়। চুটিয়ে ঝগড়া মারামারি করার লাইসেন্স তো দেওয়াই আছে প্রথম পাতায়, শুধু যারা বিষয়টা জানার জন্যে পাতাটা ওল্টান, তাদের একটু সুবিধে হয়। সময়ও বাঁচে।
    ও হ্যাঁ, এই টইটাও খোলা হল আলোচনা করার জন্যই। সেই যে কথায় আছে না, ""যতদিন বাঁচি... ততদিন শিখি"", সেই নিয়মে অনেক প্রশ্ন টুকে রেখেছি। উত্তর পাওয়ার প্রয়োজন এবং উপায় দেখতে পেলে সেসবও আনা যাবে'খন। আপাতত শুনি বাকিরা যদি কিছু বলেন।

  • ranjan roy | 122.168.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ২১:০৬391846
  • Tim কে ডিট্টো। তবে এতটা আইডিয়াল সিচুয়েসন ! আশা না করাই ভালো। তবে সম্পাদকের কাঁচির কিঞ্চিত অধিকার অবশ্যই থাকা উচিৎ।
  • Arijit | 128.24.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ২১:১০391849
  • কাঁচি থাকলে কমপ্লেনও থাকবে। আর না থাকলেও বাঁশ। তবে ফ্রীডম অব স্পীচ মেনে না থাকাই ভালো। অল্পস্বল্প অধিকার আছে - যেমন টপিক থেকে ফুটকি ছাঁটা:-)

    দায়িত্ববোধটা জরুরী। সকলেই ছড়িয়ে ফেলে, তাও সেভাবেই চলুক।
  • d | 210.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ২১:১২391850
  • দুত্তেরি এত কনফিউশান কিসের? ভাট ও টই মডারেটেড নয়। বাকী বিভাগগুলো মডারেটেড। ব্যাস।
  • Tim | 204.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ০০:৪২391851
  • রঞ্জনদা,
    আশা করা যায় না কেন? তাহলে টই-ভরে রোজ এই অ্যাত্তসব ভাল ভাল আলোচনা, এত পড়াশুনো, প্রগতিশীল ভাবনা, এগুলো তবে কি? ঠাট্টা? টাইমপাস? দায়িত্ববোধ ছাড়া বাকিসব কি মিথ্যে হয়ে যায় না?
    হ্যাঁ, মডারেটেড করার কোন প্রয়োজন নেই সত্যি-ই। কারণ তাহলে প্রকারান্তরে স্বীকার করেই নেওয়া হয়, জনতা দায়িত্বজ্ঞানহীন এবং নোংরামিটাও চলবে।
  • Tim | 204.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ০০:৫৮391852
  • তবে কোন আইডিয়াল সিচুয়েশান আশা করে না, অবস্থা এরকমই থাকবে ধরে নিয়ে, শুধু টই-এর শুরুতে সেটা জানিয়ে দেওয়ার প্রস্তাব করেছি। দরকারে একটা নতুন বিভাগও চালু করা যায় ""বই"", ""সিনেমা"" ইত্যাদির পাশাপাশি, শুধুই ঝগড়া করার জন্য। নাম দেওয়া যেতে পারে, ""নোংরামি""।
  • tan | 131.95.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ০১:০১391853
  • হ্যাঁ,সেটাই ঠিক মনে হয়। মুখোশের আড়াল দিয়ে সভ্য সাজা বহু লোক তাইলে নিশ্চিন্তে "নোংরামি" "খিস্তি দেয়া" ইত্যাদির একটা জায়গা পাবে।

  • tan | 131.95.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ০১:০৯391854
  • টিম,
    সেই যে শিক্ষক নামধারী জানোয়ারদের দেখেছিলে, ভন্ড ও লুচ্চা যারা, কুৎসিত আলোচনা করতে করতে যাদের মুখ দিয়ে লালা গড়াতো----সেই অসুখ সমাজের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে গেছে মনে হচ্ছে।
  • Tim | 204.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ০৪:৫০391855
  • অন্য ক্ষেত্রে যে ছড়িয়ে গেছে সে তো জানাই ছিলো। ঐ দুই শ্রেণীর জনতাকে বয়স, পেশা বা অন্য কোন পরিচয়েই আলাদা করা যায় না। শিক্ষাটিক্ষা ভেসে যায়।

    আরেকটা কথা। ওপেন ফোরাম, বাক-স্বাধীনতা, ইত্যাদির জন্য বা আরো কোন অজানা সঙ্গত কারণে গুরু'তে বেশির ভাগ সদস্য ছদ্মনামে লেখেন। তাহলে আলোচনায় বারবার পূর্বপরিচয়ের প্রসঙ্গ ওঠে কেন? এতে কি অন্যদের (যার মধ্যে আমিও পড়ি) একরকম আলাদা করে দেওয়া হয় না? কারণ তর্কের শুরুটা যদি হয় 'অ' সাইটের 'ক' থ্রেডে, আর তার পরের অংশ চলে 'আ' সাইটের 'খ' সুতোয়, তাহলে যাঁরা শুধু 'খ' এ আসেন তাঁরা তো এমনিতেই পুরো ছবিটা জানতে পারলেন না।
    নিতান্ত ব্যক্তিগত আঁচড়া-আঁচড়িগুলো তো চ্যাট বা ই-মেলেই করা যায় (বিশেষত:, মেল চালাচালি যখন হয়ই)। শত্রুকে প্রকাশ্যে অপমান করার লোভ সামলানো কি খুব কঠিন?
    এই কথাগুলো লিখতে ভাল লাগছে না, কিন্তু না লিখেও পারলাম না। ঠিক এই মুহুর্তে টই/ভাট মিলে যা চলছে, তা গুরু'র পক্ষে ক্ষতিকর তো বটেই, আমার নিজের পক্ষেও ক্ষতিকর। যাঁদের বন্ধু ভেবে গর্বিত হই, তাঁদের নিচে নেমে যেতে দেখলে কষ্ট হয়। গুরু যত ভাগ হবে, ততই একটা একটা করে বন্ধু খসে যাবে আমাদের তালিকা থেকে।
  • tan | 131.95.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ০৫:০৪391836
  • ওরেব্বাবা টিম,
    প্রথম দিককার কামড়াকামড়িগুলো তো তবু তুমি দেখোনি!!!! সে সাংঘাতিক সব কান্ড হতো! খোলাখুলি সব ঝগড়া,কুৎসিত সব গালিগালাজ,অত্যন্ত জঘন্য সব ভাষা। পরে আইপি এলো,আইপি এসে যেতে লোকে সতর্ক হলো একটু,খোলাখুলি আর অমন কুৎসিত কান্ড হতো না।
    তবু এই যে দলাদলি ও দাদাগিরি-কোথায় কোন গোয়ালে শুধু এঁড়েরা ঢুকতে পারে,কোথায় কে নক্তচারী রক্তলোলুপ এইসব দিব্যি সাঙ্গোপাঙ্গ নিয়ে দাঁত কেলিয়ে বলে যেতো এক মানুষ নামধারী অন্য কিছু, সঙ্গে "বটেই তো বটেই তো" করতো তেনার মোসাহেবরা।
    এইসব চোখের সামনে দেখা,তবু গুরুর প্রতি বিশ্বাস ছিলো হাতে গোণা কিছু ভালো লোকের জন্য,এনারা এঁদের শুভবুদ্ধির দ্বারাই প্রধানত এই সাইট ধারণ করে রেখেছিলেন।এঁরা প্রত্যেকেই জ্ঞানী ব্যক্তি,স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত সফল। এঁদের জন্যই আসতাম।বেশ কয়েকবার বাজে লোকেদের ন্যক্কারজনক নোংরামি আর ঠোকরানো দেখে ভেবেছি আর আসবো না,কিন্তু এইসব কিছু ভালো ভালো লোকের প্রতি বিশ্বাস ছিলো বলেই আসতাম।
    এখন সেই বিশ্বাসটাও টলে উঠছে।
  • d | 192.85.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ০৯:২৮391837
  • এই অন্য জায়গার সূত্র টেনে না আনতে বলে বলে হয়রান হয়ে গেলাম!! "চন্দ্রবদনী দিদি' অথবা "--- আমার প্রেমে পড়ে গেছে গো' ইত্যাদি বলাটাও যেমন জঘন্য, তেমনই "অমুকজায়্‌গায় আগেই দেখেছি, কাজেই ----" এটাও একইরকম জঘন্য। আবার অমুক জায়গায় কায়দায় পাইনি কাজেই এখানে এসেই চাট্টি ঝাল ঝেড়ে যাই সেটাও তো হচ্ছে।

    পুরো জিনিষটা আর তার এই রিকারসিভ লুপে চলে যাওয়া ---- পুরোটাই অসহ্য বিরক্তিকর।
  • Tim | 204.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ০৯:৫৪391838
  • হ্যাঁ, খুব সত্যি কথা। আর এটা চলার এমনিতেও কোন দরকার নেই। যা বলার দরকার মনে হয়েছিলো, বলা হয়ে গেছে। এবার টইটা মুছে দিলেই হয়। জঞ্জাল বাড়িয়ে লাভ নেই। ইতিহাস তো, ফিরে ফিরে আসাটাই হয়ত স্বাভাবিক।
  • ranjan roy | 122.168.***.*** | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ২১:০৪391839
  • Dএর সঙ্গে একমত। ভাট ও টই মডারেটেড অন্যগুলো নয়। চলুক। আর টিম যা বলেছে ঠিক সেই জন্যেই রোজ রাত দশটার থেকে সাড়ে এগারোটা অবদি গুরু না খুললে আমার পেটের ভাত হজম হয় না। একটা সুতোয় m-s ফাটিয়ে দিচ্ছে। যারা বেদের বা পুরাণের রচনাকাল গণনায় নক্ষত্রের সাহায্য নিচ্ছেন তাদের পদ্ধতি বা লজিকটা বুঝতে চাইছিলাম। বোঝানোর লোক না পেয়ে আজ ছুটির দিন appointment নিয়ে বিলাসপুরের পুরাতঙ্কÄবিদ ড:রাহুল সিংহের কাছে গিয়েছিলাম। m-S অসাধারন। তয় লজিকটাকে ব্যাখ্যা করার জায়গায় আপ্তবাক্যের মত করে reference ঝাড়ছে। আর আনন্দে "গোল, গো-ও-ল'' করে চেঁচাচ্ছে। সরি, এতে সিরিয়াস বিদ্যাচর্চার দিকটা হাল্কা হয়ে যাচ্ছে।

  • tan | 131.95.***.*** | ০৫ সেপ্টেম্বর ২০০৭ ০৬:২০391840
  • হ্যাঁ তো। সেই কোন্‌ পাড়ার কাকে যেন "টেমপ্লেট কাকু" নাম দিয়েছিলো কে? সেটা এই গুরুতেই দিয়েছিলো বলে মনে হচ্ছে য্যানো! পাঁচিল টপকানোর নাটক পজ্জন্ত লেখা হয়ে গেছিলো যে!
    সেই যে প্রবাদে আছে না....
  • D | 170.213.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০০৭ ০১:২২391841
  • টই আর ভাট লিখে ভরিএ ফেলুন
    আমি ডকুমেন্ট করার দায়িত্ব নিলাম
  • tan | 131.95.***.*** | ১৫ সেপ্টেম্বর ২০০৭ ০২:২৮391842
  • নিলেন বুঝি? তাইলে ডকু করতে শুরু করুন।
    পরে ডকু ফিল্ম ও নাহয় হয়ে যাবে তা থেকে।ভালো ভালো জায়্‌গায় ফেলবেন।:-)))
  • arjo | 168.26.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২৭391843
  • যা করবে ঢং সে করো। স্যানের ঝগড়ার কি ওজন রে বাবা। সব চাপা রয়েছে।

    টই:-

    ১। টই মডারেটেড হলে আমার লেখা ছাপবে কোথায়? অতএব টই যেমন আছে তেমনি থাকা উচিত।

    ২। এই ঝাঁকে ঝাঁকে টই ক্ষণকালের আনন্দ। দু একবার মারতে গিয়ে আউট হলেই লোকে ধরে খেলতে শিখবে।

    ৩। সবথেকে গুরুত্বপুর্ণ পয়েন্ট মনে হয় টই এর পাতার ডিজাইন। একটু ভালো করে সাজিয়ে দিলে বোধহয় ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। এখন যেমন কোনো টই খুঁজে পাওয়া বেশ চাপের।

    ৪। টই খোলার সময় কি ম্যাচিং টই আছে কিনা তার কোনো অ্যালগো লেখা যায়। থাকলে যে খুলছে তাকে জানান দেওয়া।

  • arjo | 168.26.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৩৫391844
  • প্রথম লাইন ভাটে যাওয়া উচিত ছিল। কপি এবং পেস্ট এরর।
  • RATssss | 63.192.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:২৩391845
  • লিখুন লিখুন,
    ভাটে টইতে লেখা আপনার অধিকার।

    ভার্চুয়াল আড্ডা হলেও পুরো আড্ডার মুডে মারুন, নাম গোপন রাখতে পারেন, আপনার ইচ্ছা, তবে আপনার আইপি ঠিকানা আপনার অনুমতি ছাড়াই প্রকাশিত হয়, আড্ডার স্থলে দুস্কর্ম রোধে এটুকু ছার দেওয়াই যেতে পারে।

    সকলেই তো বাড়িতে/রকে/ কলেজে আড্ডা মেরেছেন, বহুবার নিত্যনতুন গ্রুপের সঙ্গে পরিচিতও হয়েছেন। আড্ডার ঠেকে নিজ নিজ আসন পাকা করতে ঠেলে ঠুলে বসেও পরেছেন। ভাটের আড্ডাতেও তাই করুন, জমিয়ে বসে পরুন। খিল্লি করলে উল্টে খিল্লি করুন, তবে তো জমবে! (র‌্যাগিংএর রোগ আমাদের যায়নি এখনো)

    আমার আবার অনেক আড্ডায় মনে হত "ধুর - এ আমার জন্য না'। আমার আরেক প্রিয় বন্ধু গঠনমূলক আলোচনা ছাড়া আড্ডা দেয় না। তাই এই ভাটপাতা সকলকে খুশী করবে - সেটা আশা করা অন্যায়।

    যাদের ভাল লাগে - কাজ কম্ম ফেলে ভাটায়। ভাল না মন্দ ভগা জানে। তবে ভাটপাতা যে আড্ডা গুলো হয়ে যায় সেগুলো ভাটে না করে টই খুলবার মানে হয় না। মামু কেন ফাল্‌তু টই ওড়ায় না মামু জানে।

    যারা অনেকদিন আসছেন তাদের একটা ভালবাসা তৈরি হয়ে গেছে, কেউ সেটা নষ্ট করতে চাইলে অনেকেই ফোঁস করে উঠতে পারে, আমি তো মাত্তর দেড় বচ্ছর পুরোনো এখানে। কত কিছু নতুন শিখেছি, নতুন করে দেখতে শিখেছি। অনেক নতুনরা এসে পুরোনো সব ভাট পরে সকল কে চিনে তবে লেখা শুরু করেছেন, তবে এটা সকলের জন্য সম্ভব নয়, তবে পুরোনো টই গুলো পরে ফেলতেই পারেন। আপনার পছন্দের বিষয় নিয়ে এখানে আলোচনা হয় কি না, আপনার মনের তরঙ্গের সঙ্গে এই ভাটপাতা মিলছে কিনা সেটা জেনে নিয়েই আড্ডায় যোগদান উচিৎ বোধহয়।
    আর আমাদের প্রচুর নিরব পাঠক পাঠিকা আছেন সেটা মাথায় রাখবেন।

    যে গুলো হলে ভাল হত:
    একটা ভাল খোঁজাখুঁজির সুবিধা থাকা দরকার।
    টই খুলতে গেলে বই, গান, সিনেমা, নাটক, অন্যান্য ছাড়াও আরো অনেকগুলো বিষয় থাকলে ভাল হত।
    বিষয় অনুযায়ী একটা একপাতার আলাদা তালিকাও খুব জরুরী, যাতে সহজে খোঁজা যায়।
    অপ্রয়োজন (JUNK)টইপত্তর বলে আর একটা লিঙ্ক থাকতে পারে, তাতে উল্টোপাল্টা টইগুলো পাঠিয়ে দেওয়া যেতে পারে। ২ মাসের মধ্যে কেউ সেই অপ্রয়োজনীয় টইতে লিখলে সেটা আবার টইপত্তরে ফিরে আসতে পারে। আর কেউ না লিখলে উড়িয়ে দেওয়া যেতে পারে।

  • arun | 60.48.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০৫:৫৭391847
  • শেষ যদিও এখনো হতে অনেক বাকি তবু লিখছি। যারা সাক্ষর তারা মাঠের একদিকে দাঁড়াও আর যারা শিক্ষিত তারা অন্যদিকে দাঁড়াও। দেখি ব্যাপারটা কোথায় গড়ায়।
  • kallol | 122.167.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:৩৯391848
  • আমার মনে হয় এখন ঠিক যেমনটা চলছে তেমনটাই চলুক। আমার গুরুপ্রেমের এটাই সবচেয়ে বড় কারন। এই যে কোনরকম কোন সেন্সরশিপ না থাকা অথচ দিব্যি সুন্দর একটা খোলামেলা আলোচনার জায়গা তৈরী হওয়া - এইটা সেন্সর-যুক্তির গালে ক্রমাগত যে বোম্বাই থাপ্পর মারছে তাতে আমি বড় বিমলানন্দ পাই। আমার অনেক ""না, না, একটা ডিসিপ্লিন তো থাকতে হবে"" মার্কা বন্ধু-অবন্ধুদের প্রায় ঘাড় ধরে গুরুদর্শন করিয়েছি। ব্যতিক্রমহীনভাবে প্রত্যেকেই হাঁ করে ছিলো এবং প্রত্যেকের হাঁয়েই বিস্তর মাছি ঢুকেছে।
    বলবে ইদানিং এমন বেশ কিছু টই খোলা হচ্ছে যা গুরুর এতকালের মূল-টই-সুরের সাথে যায় না। তো যায়না। সে টই এমনিতেই লেখাল্পতায় শুকিয়ে যায়। কিছু টই তো আমরা অনেকে গুঁতিয়েই ফুটিয়ে দিয়েছি (যদিও এটাও এক ধরনের সেন্সরই বটে-অনিবার্য কারন বশত: উপরে তুলিলাম)। তারও দরকার নেই। যারা এটাকে ঘেঁটে দেবার জন্য আসবে - পাত্তা না পেলে এমনিই ফুটে যাবে। তাইই গেছে এতোকাল, তাই যাবে।
    আরে আমাদের কি মাঝে মধ্যে অসুখও করতে নেই ? তা বলে কি রোগ সারানোর বদলে রোগী মারার নিদান দেবো ?
    কাজেই সমস্ত রকম কাঁচি - দূর হটো।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন