এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্ল্যান্ডেস্টাইন ইন চিলে

    Ishan
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০১৮ | ১১৭০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২০:৫০381243
  • অথচ আমি কিন্তু অনেকগুলো ফুলটস পেয়েও ছেড়ে দিয়েছি :d
  • পিনাকী | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২০:৫৮381244
  • ডিফেন্সিভ খেলার তো এই সমস্যা। ;-)
  • Ishan | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:০২381245
  • ১। আন্দোলনে আপত্তি কে কইল? সমালোচনা থাকতেই পারে। আপত্তি নেই। নানা লোকে নানা কথা তো বলবেই। বলছেও। আপত্তি হল, ডিউ প্রসেস হীন সিদ্ধান্তে। এই জিনিস তো এটাই প্রথম দেখছিনা। জ্যান্ত লোকেদের ক্ষেত্রেও দেখছি। টিম হান্টকে নিয়ে একজন টুইট করসেন, ব্যস বিচার হয়ে গেল। আর কিছুর প্এরয়োজন পড়লনা। আবারও, এখানে টুইট করায় কোনো আপত্তিনেই। আপত্তি সিদ্ধান্ত নেবার পদ্ধতি, বা পদ্ধতিহীনতায়।

    ২। “যদি দেখা যায় জীবদ্দশায় কেউ কাউকে রেপ করেছিলেন”। এই “যদি দেখা যায়” অংশটাতেই সমস্যা। রেপ করা একটা ক্রাইম। সেটা প্রমাণ করার একটা পদ্ধতি আছে। জনৈক ডিসি বা কিছু আন্দোলনকারীর একটা প্যারাগ্রাফ পড়ে মনে হতেই পারে, এটা রেপের অব্যর্থ প্রমাণ। মনে হওয়ায় দেষ নেই, কিন্তু ওটা সত্যিই অব্যর্থ প্রমাণ নয়। তাই এই মনে হবার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলে, সেই পদ্ধতিটাকে খুব লঘু করে দেখালে মরাল পিসিমাগিরি বলা যেতে পারে। বাস্তবোচিত করে বললে ওটা খাপ পনচায়েতের সমতূল্য। সেটায় আপত্তি।
  • dc | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:০২381246
  • এনিওয়ে, নেরুদা ও এয়ারপোর্ট বিষয়ে আর নতুন কিছু বলার নেই ঃ-)
  • পিনাকী | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:০৮381247
  • আচ্ছা আমি একটু গুগল করে দেখলাম এটা কেবল কিছু অ্যাকটিভিস্টের প্রোটেস্টের জন্য বাতিল হয়েছে তা নয়। সরকারে সেন্টার লেফটরা এর পক্ষে ছিল। কিন্তু রুলিং কনজার্ভেটিভ কোয়ালিশন, যারা লোয়ার হাউসে মেজরিটি তারা পাশ করাতে দেয় নি।
  • পিনাকী | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:১১381248
  • ৪৪-৩৮ ভোটে ডিশিসন হয়েছে। ওরা বলেছে এখন ওদের এয়ারফোর্সের ফাউন্ডারের নামে আছে, সে বেটার ক্যান্ডিডেট।
  • পিনাকী | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:১৪381249
  • না না সরি। এটা ২০১০ এর খবর। মানে এই ঘটনা আগেও একবার ঘটেছে? শালা আবার ঘেঁটে গেলাম।
  • dc | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:২১381250
  • ক্যান্সেল হয়ে গেছে না হয়নি?
  • dc | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:২২381251
  • এখনো ডিবেট চলছে মনে হয়।
  • একক | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:৩৪381253
  • আজকে যদি এই লেখার ভিত্তিতে নেরুদা বাবুর চাকরি যেত কলেজে , তাহলে অবশ্যই তার পাশে দাঁড়া তুম | এবং লিগালি প্রমাণ না হওয়া পর্যন্ত ভাতা থেকে বঞ্চিত করা, লম্বা সাসপেনশন এসবের বিরোধিতা কর্তুম | কোন সন্দেহের অবকাশ নেই |

    এবার কবির স্মৃতিতে এয়ারপোর্ট এর নাম হবে কি হবে না , এই সিদ্ধান্ত তাই তো একটা আবেগের ব্যাপার , মরাল জজমেন্ট | তার বিরোধিতা হলেও মরালি হবে |

    নাথুরাম গডসে গান্ধীকে পটাং করে মেরে দিল এ তো লিগালি ক্রাইম | এখন যদি গডসে পন্থীরা চায় , কোন স্টেশনের নাম রাখবে গডসের নামে , আমি তার বিরোধিতা কিভাবে করব ? অবশ্যই মরালি ! কোন আইনে বলা আছে প্রাক্তন খুনির নামে স্টেশনের নাম হতে পারে না ? লিগালি ব্যাপারটা দাঁড়াবেই না |
  • একক | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:৪৩381254
  • মরালিটি শব্দ টা এখন নট সো ফ্যাশনেবল হয়ে দাঁড়িয়েছে | মরালি প্রটেস্ট বলে না , লোকে বলে "রাজনৈতিকভাবে বিরোধিতা করব" ! আরে রাজনৈতিক বিরোধিতা টা আলাদা করে কি ? আ সেট অফ মরালিটি ইউ সাবস্ক্রাইব | কালেকটিভ মরালিটি থেকেই লিগালিটির জন্ম হয় , রাষ্ট্রীয় রাজনীতি মানে মুদ্দা কথায় দল বানিয়ে , কালেকটিভ মরালিটি থেকে লিগালিটি তে উত্তীর্ণ হওয়া |
  • pi | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:৪৪381255
  • মরালি গান্ধীর নামে এম জি রোডের বিরোধিতা করবিনা? হাট বাজার মাঠ ময়দান স্টেশন এয়ারপোর্ট টাকা পয়সা, নিত্যনতুন জিনিসও গান্ধীর নামে হচ্ছে। যস লিখে গেছেন, সেনিয়েও সন্দেহের অবকাশ নেই আবার, তবে?
  • dc | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:৫৬381256
  • মাইরি চতুর্দিকে এই পাতলা পটির মতো গান্ধীর নাম ভয়ানক বিরক্তিকর একটা ব্যপার ঃ(
  • একক | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:৫৯381257
  • আমিতো গান্ধীর নাম নোটে ছাপা নিয়ে বিরোধিতা করে কঙ্গু দের খিস্তি খেয়েছি অনেক আগেই :/

    আমার রিসেন্ট পাপ হল ; ওশো রজনীশ কমিউনিটিতে অরিগন কিলিং নিয়ে প্রশ্ন তুলে , ইন্টার্নেশনালি খিস্তি খাওয়া :):) :)
  • Ishan | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২২:১১381258
  • হাঃ। এর চেয়ে অনেক ট্রিভিয়াল এবং আনকনফার্মড বক্তব্যের জন্য টিম হান্টের চাকরি গেছে। কে পাশে দাঁড়িয়েছে দেখা গেছে। সেই একই কথা বলা হয়েছিল। "এটি একটি টোকেন, পৃথিবীর মেয়েরা জেগে উঠছে মিসোজিনির বিরুদ্ধে, দুনিয়াজোড়া গন্ডারের রাজত্বের বিরুদ্ধে" ইত্যাদি প্রভৃতি।
  • Ishan | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২২:১৬381259
  • আর ব্যক্তিগত বিরোধিতা এবং রাজনৈতিক বিরোধিতার মধ্যে একটি লাইন আছে তো। ২০১১ সাল। "কবীর সুমন অগণতান্ত্রিক, দিনে পাঁচটি করে সিপিএম মারতে বলেছেন" -- এইটা হল রাজনৈতিক বিরোধিতা। "কবীর সুমনের পাঁচটা বিয়ে, একটা নাকি ৪৯৮ এ ও আছে" -- এইটা হল মরালিটির নামে কুৎসা।
  • pi | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২২:২২381260
  • পয়েণ্টে থাকুন বস। চতুর্দিকে না হয়ে একদিকে শক্ত হাগা বা ননহাগা কিছু হলে আপত্তি করতেন?

    আপত্তি ্পাতলা হাগা নিয়ে না গান্ধীর নামে নামকরণ( সে একটি এয়ারপোর্টের হলেও) নিয়ে?

    একক, নেরুদার নামে এয়ারপোর্টের নামকরণের প্রতিবাদ করবি বলেছিস, তাহলে গান্ধীর নামে প্রতিবাদ কই? আর এই। তোর গান্ধীর নামে আপত্তি কি এই গ্রাউণ্ডে?
    এগুলো না জানলে যুক্তিটা বুঝতে অসুবিধে হচ্ছে।
    কেউ আবার এখুনি এসে দুম করে এটাকে হোয়াটাবাউটারি বলে দেবেন না আশা করি। আমার বেসিক্যালি খুব সমস্যার লাগে বিতর্কের স্পেসটাই না থাকাটা বা ক্রমে চলে যাওয়াটা। এই এখানে মিনিময় হ্চে। সেটা ভাল ব্যাপার। কারুর কোন কথায় সহমত হচ্ছি। কোনোটায় হচ্ছিনা, পড়তে পড়তেও হয়তো শুরুর কোন অবস্থান বদলায় বা বদলায় না, নিজের সঙ্গেও তর্ক করা যায়, নিজের মতের উল্টোদিকে গিয়েও যুক্তি সাহানোর চেষ্টা করেছি অনেক সময়, কিন্তু মেয়েদের কোন ইস্যু হলেই দিন কে দিন দেখি, সেই স্পেস থাকেই না। অন্যমত ভিন্নমত কেউ কিছু বলতে গেলেই আগেই ভিক্টিম ব্লেমিঙ্গ, রেপ আপোলজিস্ট, হোয়াটাবাউটারির তকমা। এটা কেন? কেউ যদি সিরিয়াসলি মনে করে ( তার কাছে থাকা কোন কারণে) যে অভিযুক্ত নির্দোষ, তাহলেও দেখি তাকে ভিক্টিম ব্লেমার, রেপ হলে রেপ আপোলজিস্ট বলে দেওয়া হয়। এগুলোতে সত্যি ভিক্টিম ব্লেমিং, যা খুবই আপত্তিকর, তা তো গুরুত্বও হারায়। এখনে ভিক্টিম ব্লেমিং এর প্রশ্ন আসেইনা কিন্তু কয়েকটা জায়গায় কেউ কিছু বলতে গেলেই রেপ আপোলজিস্ট বলা দেখে আবার মনে হল। এইসব বিষয়ে এরকম বিতর্কের স্পেস ক্রমে কমিতেছে।
  • পিনাকী | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২২:২৭381261
  • কিন্তু সিদ্ধান্ত রিট্র্যাক্টেড হয়েছে - এরকম খবর তো গুগল করে পেলাম না। দেখলাম এর আগে ২০১০ সালে একবার রিট্র্যাক্টেড হয়েছিল। সেসময় রেপ টেপ এসব বক্তব্য ওঠে নি। কনজার্ভেটিভরা পাশ করাতে দেয় নি। এরপর ২০১৩ না ১৪ র কিছু লেখা দেখলাম। এরকম নাম বদলের প্রস্তাব নিয়ে আলোচনা। সেখানেও কোনো রেপ টেপ নিয়ে কেউ লেখে নি দেখলাম। আর তারপর এই নভেম্বরে গার্ডিয়ান আর দুএকটা রিপোর্ট, যে এরকম ভাবা হয়েছে কিন্তু ফেমিনিস্টরা প্রোটেস্ট করছে। কারণ মিটু এবং এবর্শন রাইট নিয়ে ওখানে হাওয়া অলরেডী গরম ছিল। কিন্তু সিদ্ধান্ত বাতিল হয়েছে এরকম কিছুই পেলাম না। ফলে পুরোই ঘেঁটে গেলাম।
  • dc | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২২:৩৩381262
  • পাই ম্যাডাম আমাকে বললেন? গান্ধীর নামে নাম দেওয়াতে তো অবশ্যই আমার আপত্তি আছে! তবে কখনো কোথাও এই আপত্তি ডকুমেন্ট করিনি, বা কোথাও কোন আন্দোলনে যাইনি (গান্দীর নামের বিরোধিতা করে কিছু হয়েছে বলেও শুনিনি)। এমনকি নেরুদার নামের বিরোধিতা করেও আগে কখনো কিছু বলিনি বা লিখিনি, ইন ফ্যাক্ট নেরুদার নামের বিরোধিতা করা হয়েছে এটাই ঈশানের পোস্ট থেকে জানতে পারলাম।

    আর এই লেবেলিংগুলো আমারও অস্বস্তি লাগে। রেপ অ্যাপোলজিস্ট, শাইনিং লিবারাল ইত্যাদি লেবেলগুলো দেখে মনে হয় বক্তব্য ছেড়ে বক্তার দিকে চলে যাচ্ছে, মানে তর্কটা প্রায় শেষ হয়ে এসেছে।
  • De | ***:*** | ০৪ ডিসেম্বর ২০১৮ ২৩:৩৮381265
  • বাপরে
    এতো জার্গন দেখলে নেরুদা নিজেই বলতেন ক্ষ্যামা দে মা, এয়ারপোর্ট চাইনা!
  • | ***:*** | ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:০৪381266
  • সদ‍্য মৃত দের মধ্যে আকবর কেও লোকে পার্সোনাল আ্যটাক করে ছে, এবং সেটা নেরুদা প্রসঙ্গে। জাস্ট চিল
  • aranya | ***:*** | ০৬ ডিসেম্বর ২০১৮ ২২:১৪381267
  • পিনাকী, ঘোরতর কিছু নয়, অল্প-স্বল্প আপত্তি :-) ।
    চন্দ্রবিন্দু আমার প্রিয় ব্যান্ড, তাই লেখা, নাহলে হয়ত লিখতামও না। আপত্তিকর বিষয় তো আর কম পড়ে নাই
  • aranya | ***:*** | ০৬ ডিসেম্বর ২০১৮ ২২:১৫381268
  • খ- কথিত এই আকবর কোনজন?
  • pinaki | ***:*** | ০৬ ডিসেম্বর ২০১৮ ২২:৪২381269
  • মুঘল সম্রাট আকবর মনে হয়। :-D
  • Du | ***:*** | ১৯ ডিসেম্বর ২০১৮ ০৯:৫১381271
  • গান্ধীজী নিজ হাতে হাগা পরিস্কার করে অন্যদের উৎসাহ দিয়েছিলেন এইটা মনে থাকলে এতোটা খারাপ লাগবে না।
  • Kissing Sailor | ***:*** | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:১৭381273
  • Kissing Sailor statue #MeToo এর আওতায় চলে এসেছে। সেক্ষেত্রে নেরুদা কোন ক্ষেতের মুলো যে ওকে benefit of doubt এ ছাড় দিতে হবে, সমালোচনা করা যাবে না? বামপন্থী আর আঁতেল বলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন