এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • তবুও বৃষ্টি আসুক / শফিকুল ইসলাম

    শফিকুল ইসলাম লেখকের গ্রাহক হোন
    বইপত্তর | ২৪ নভেম্বর ২০১৭ | ১৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শফিকুল ইসলাম | ২৪ নভেম্বর ২০১৭ ১২:৪৩370272
  • তবুও বৃষ্টি আসুক” …..শফিকুল ইসলাম
    গ্রন্থ পর্যালোচনায়
    – ডঃ আশরাফ সিদ্দিকী,
    সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমী।

    ‘তবুও বৃষ্টি আসুক’ কবি শফিকুল ইসলামের অনন্য কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। তার কবিতা আমি ইতিপূর্বে পড়েছি । ভাষা বর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। ‘তবুও বৃষ্টি আসুক’ গ্রন্থে মোট ৪১ টি কবিতা রচিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থ পাঠ করে পূর্বেই বলেছি, মন অনাবিল তৃপ্তিতে ভরে যায়।

    বইটির প্রথম কবিতায় মানবতাহীন এই হিংস্র পৃথিবীতে কবির চাওয়া বিশ্ব মানবের সার্বজনীন আকাংখা হয়ে ধরা দিয়েছে। কবি বলেছেন–
    ‘তারও আগে বৃষ্টি নামুক
    আমাদের বিবেকের মরুভূমিতে-
    সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
    আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি…
    (কবিতা:তবুও বৃষ্টি আসুক’)

    প্রকৃতি, প্রেম, নারী, মুক্তিযোদ্ধা, মা এবং সুলতা নামের এক নারী তার হৃদয় ভরে রেখেছে। তাকে কিছুতেই ভোলা যায় না। মা তার কাছে অত্যন্ত আদরের ধন। মাকে তার বারবার মনে পড়ে।

    মনে পড়ে সুন্দরী সুলতাকে, যে তার হৃদয়ে দোলা দিয়েছিল। বেচারা তার জীবন, মৃত্যুহীন মৃত্যু । তাই তিনি এখন ও সুলতাকে খুঁজেন । যার জন্য তিনি অনন্তকাল প্রতীক্ষায় আছেন। এই প্রিয়তমা তার হৃদয়-মন ভরে আছে। নদীর জল ও তীরের মত এক হয়ে মিশে আছে ।

    এই প্রেম বড়ই স্বর্গীয়, বড়ই সুন্দর । একে ভোলা যায় না। প্রকৃতি আর সুলতা কখন একাকার হয়ে যায় হৃদয়ে।
    কাব্যগ্রন্থটি পড়ে আমার খুব ভাল লেগেছে। বইটির ছাপা অত্যন্ত সুন্দর। ধ্রুব এষের প্রচছদ চিত্রটি অত্যন্ত প্রশংসনীয়।

    [প্রাপ্তিস্থান– আগামী প্রকাশনী, ৩৬ বাংলাবাজার, ঢাকা–১১০০। ফোন– ৯৫৯১১৮৫, ৭১১০০২১। মোবাইল– ০১৮১৯২১৯০২৪] এছাড়া থেকে অনলাইনে সরাসরি বইটি সংগ্রহ করা যাবে।

    তবুও বৃষ্টি আসুক…শফিকুল ইসলাম

    বহুদিন পর আজ
    বাতাসে বৃষ্টির আভাস,
    সোঁদা মাটির অমৃত গন্ধ-
    এখনই বুঝি বৃষ্টি আসবে
    সবারই মনে উদ্বেগ-
    তাড়াতাড়ি ঘরে ফেরার ব্যস্ততা।
    তবু আমার মনে নেই বৃষ্টি ভেজার উদ্বেগ
    আমার চলায় নেই কোনো লক্ষণীয় ব্যস্ততা।

    দীর্ঘ নিদাঘের পর
    আকাঙ্ক্ষিত বৃষ্টির সম্ভাবনা
    অলক্ষ্য আনন্দ ছড়ায় আমার তপ্ত মনে –
    আর আমি উন্মুখ হয়ে থাকি
    বৃষ্টির প্রতীক্ষায় –
    এখনই বৃষ্টি নামুক
    বহুদিন পর আজ বৃষ্টি আসুক।

    দীর্ঘ পথে না থাকে না থাকুক বর্ষাতি –
    বৃষ্টির জলে যদি ভিজে যায় আমার সর্বাঙ্গ
    পরিধেয় পোশাক-আশাক-
    তবুও বৃষ্টি আসুক –
    সমস্ত আকাশ জুড়ে বৃষ্টি নামুক
    বৃষ্টি নামুক মাঠ-প্রান্তর ডুবিয়ে।
    সে অমিতব্যয়ী বৃষ্টিজলের বন্যাধারায়
    তলিয়ে যায় যদি আমার ভিটেমাটি
    তলিয়ে যাই যদি আমি
    ক্ষতি নেই।

    তবুও বৃষ্টি নামুক
    ইথিওপিয়ায়, সুদানে
    খরা কবলিত, দুর্ভিক্ষ-পীড়িত
    দুর্ভাগ্য জর্জরিত আফ্রিকায়-
    সবুজ ফসল সম্ভারে ছেয়ে যাক
    আফ্রিকার উদার বিরান প্রান্তর।

    তার ও আগে বৃষ্টি নামুক
    আমাদের বিবেকের মরুভূমিতে
    সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক,
    আর পরিশুদ্ধ হোক ধরা, হৃদয়ের গ্লানি।

    মানুষের জন্য মানুষের মমতা
    ঝর্ণাধারা হয়ে যাক
    বৃষ্টির সাথে মিলেমিশে –
    সব পিপাসার্ত প্রাণ ছুঁয়ে ছুঁয়ে
    বয়ে যাক অনন্ত ধারাজল হয়ে।

    বহুদিন পর আজ
    অজস্র ধারায় অঝোরে বৃষ্টি নামুক
    আজ আমাদের ধূলি ধূসরিত
    মলিন হৃদয়ের মাঠ-প্রান্তর জুড়ে ॥
  • pi | 24.139.***.*** | ২৪ নভেম্বর ২০১৭ ১৯:৩৮370273
  • অভয় দিলে কয়েকটা প্রশ্ন করতে চাই। যদি বলেন অভয় দিলেন না, তাইলে প্লিজ ইগনোর। আর পড়ে ফেললেও রাগটাগ করবেন না যেন।

    ১। মৃত্যুহীন মৃত্যু কীরকম ব্যাপার ?

    ২। মরুভূমিতে অনন্ত ধারাজল বইলে সে তো আর মরুভূমি থাকবে না। উটেরা বিলুপ্তপ্রায় হলে কী হবে সেই নিয়ে কবি নীরব কেন ? তখন কাঁটাঅ বেছে কে খাবে ? সেটা খেতে না পরলে সে কি সভ্যতার সংকট নয় ?

    ৩। বিবেকের মরুভূমিতে মানবতা ফুল হয়ে ফুটুক বলতে মরুভূমির ফুল, মানে ক্যাকটাস গোত্রের ফুল চাইছেন নাকি মরুভূমিকে বৃষ্টি নেমে সুজলা সুফলা হবার পর সেই অনুযায়ী অন্যান্য ফুল?

    ৪। বিবেকের মরুতে ভৌগোলিক মরুর চেয়ে আগে বৃষ্টি চাওয়ার কোন গূঢ় কারণ আছে ?

    ৫। সর্বোপরি, কবির সমালোচক বলেছেন, 'মানবতাহীন এই হিংস্র পৃথিবীতে কবির চাওয়া বিশ্ব মানবের সার্বজনীন আকাংখা হয়ে ধরা দিয়েছে।' এটা একটা কথা হল ? আমাদের সবাইকে বর্ষাতি না থাকলেও ভিজতে চাইতে হবে ? বন্যায় ভিটেমাটি ডোবাতে চাইতে হবে ? নিজে তলিয়ে যাই চাইতে হবে ?

    এইটা একটা কথা হল দাদা ?
  • শঙ্খ | 113.242.***.*** | ২৪ নভেম্বর ২০১৭ ২২:০০370274
  • পাপী মনে আমি আবার পড়লুম

    বহুদিন পর আজ
    বাতাসে বুগুর আভাস,

    যাইহোক কবিতা লিখে নাইটহুড পেতে দাদুকে বাদ দিয়ে এই প্রথম এক্জনকে পেলুম। দাদু অবিশ্যি নেন নি, ইনি স্বীকার করেছেন দেখে ভারি ভালো লাগল। কুদোস!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন