এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জিজেক ও ফেসবুকে বিপ্লব

    সৌম্য
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৭ | ৭৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৌম্য | 116.2.***.*** | ২৪ মার্চ ২০১৭ ২১:০২364910
  • মনে পড়ে ছোট বেলায় বাবা মিছিলে যেতেন। মা ভয় পেতেন একটু এই নিয়ে। সাদামাটা মানুষ- আক্ষরিক অর্থেই ছা পোষা। কেন আবার ওই সবে যাওয়া। একটা কিছু গণ্ডগোল হলে? বাবা তেমন উত্তর দিতেন না। বেসরকারি ইন্সুরেন্স অফিসের কেরানি- ইউনিয়ন এক বড় ভরসা। না গেলে চলে না। হাজার হোক, ব্যাঙ্ক- এলাইসি তো না। সব সময় কেমন যেন একটা লড়াই লড়াই প্রস্তুতি দরকার। তা কয়েক বছর পর বেসরকারিকরণের ঝোঁকে সে কোম্পানি ছেড়ে দিতে হয় তাকে। বাড়িতেই থাকেন একটু মুহ্যমান হয়ে। ওদিকে বেসরকারিকরণের হাওয়া একটু একটু করে ব্যাঙ্ক এলাইসিতেও ঢুকছে। নিচিন্তে বসে না থেকে বাবুরা লাঞ্চ ব্রেকে স্লোগান দেন রোজ। বাড়ির সামনেই এলাইসির বড় অফিস ছিল। ঘর থেকে শোনা যেত ভাঙা গলায় "মানছি না মানবো না।" বাবা হাসতেন। বলতেন, "এদের স্লোগান দেয়ার প্র্যাকটিস নেই। তাই স্লোগানেও প্রাণ নেই।"

    তা যাই হোক, কয়েক বছর হল ফেসবুকে বহু বিপ্লব হয়ে দেখেছি। বহু মানুষ নিজের পক্ক-অপক্ক রাজনৈতিক চিন্তা ভাবনা লেখেন- আমিও লিখি। অনেকে রীতিমত আদর্শের যায়গা থেকেই লেখেন- হাজার ভয় হুমকি নিয়েই লেখেন। তাই এর সবটা ফাঁকা আওয়াজ না ভাল করেই জানি। অভিজিৎ রায়কে মরতে হয়েছে। তারক বাবুকে (পদবি অলরেডি ভুলে গেছি) জেলে যেতে হয়েছে। অনির্বাণ মাইতি, স্রিজাতর বিরুদ্ধে হয়েছে এফাইয়ার। আর নরম গরম মতামত দেবার মানুষও অনেক। কিন্তু এই সবের মধ্যে কেমন যেন একটা ফাঁকি আছে। জিজেকের একটা ভিডিও দেখছিলাম। বেশিরভাগ কথাই বুঝি না। তবে একটা বক্তব্য বেশ মনে ধরেছিল। ভদ্রলোক বলছেন, এই প্রতিবাদ গুলোও যেন প্রায় স্ক্রিপ্টেড। যারা ক্ষমতায় থাকে, এই "ফলস মোমেন্টারি ট্রান্সগ্রেসন"-কে তারা এক রকম ভাবে এলাউ করে যায়। চিরকালই এটা চলে। সেই "ভি ফর ভেন্ডেটা" ছবির শেষ দৃশ্যের মত একটা ফ্যান্টাসি এর পেছনে কাজ করে। এতে পয়সা লাগে না। একটা করা হবার ভাব করে কায়েক দিনের জন্য জেলে ঢোকালেও এর বিশাল কিছু শাস্তি হয় না। উন্নত দেশ গুলতে জেলেও ঢোকান হয় না- হয় আউটরেজ। ট্রাম্প কি বললেন, সে নিয়ে আউটরেজ। চিরবিপ্লবীরা আমেরিকার বুকে আমেরিকার পতাকা পোড়ান- দোকানের কাঁচ ভাঙ্গেন। পুলিশে একটু আধটু পিপার স্প্রে ছড়ায়- মহান মেহেনতি মানুষের বিপ্লব পৃথিবীর সবথেকে বড় ক্যাপিটালিস্ট দেশে সার্থকতা পায়। আবার পরদিন সবাই কাজে যায়- কলেজ খোলে। উলটো দিকে, ট্রাম্প ভক্তরা সেই একই ফ্যান্টাসি নিয়ে হিলারি কে গাল পারে। এই ফ্যান্টাসি টাকে ভোটের ইঞ্জিন করেই প্রায় ট্রাম্প ক্ষমতায় এসেছে বলে মনে হয়। ওই যে কি যেন বলেছিল- "every rise of Fascism bears witness to a failed revolution."

    দেশে ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় এসেছে, এ নিয়ে সন্দেহের অবকাশ খুব একটা নেই। এদের বিরুদ্ধে বহু মানুষ অনেক কিছু পোস্ট করে যাচ্ছে অবিরত। এর ফলটা কি হচ্ছে বলতে পারেন? নিজের বিবেকের গোঁড়ায় কিছু ধোঁয়া দেয়া ছাড়া? নিজের গায়ের ঝাল মেটানো ছাড়া? ভাঙা গলায় "মানছি না মানবো না" করার অভ্যেস টুকুও কি আছে আমাদের? আর এ যুগে বসে মানুষে বলছে "বসন্ত এল বলে"?

    জিজেকঃ
  • dc | 181.49.***.*** | ২৪ মার্চ ২০১৭ ২১:০৬364911
  • এইজন্যই আমি ফেসবুকে যাইনা, পাছে কখন কি লিখে ফেলি।
  • Ekak | 53.224.***.*** | ২৪ মার্চ ২০১৭ ২১:৩১364912
  • যাঁরা জিজেক পড়েন সবাইকেই আমি যেচে একটা জ্ঞান দি , সেটা হলো ওনার বক্তৃতা ইত্যাদি শোনার আগে ওনার নব্বই এর শুরুর দিকের বই দ্য সাবলাইম অবজেক্ট অফ ইডিওলজি পড়ে নিন । খাঁটি ভালো কাজ । পরের দিকে জিজেক অনেক আজগুবি কথা বলেছেন , ইউটিউব ষ্টার হয়েছেন, জনপ্রিয়তাএবং ধোয়াঁশা উত্তরোত্তর বেড়েছে । কিন্তু সাবলাইম অবজেক্টের মতো বই আর লিখেছেন বলে মনে হয়না ।
  • pi | 192.66.***.*** | ২৫ মার্চ ২০১৭ ২২:১৭364913
  • মূল কনসার্নের জায়গাটা বুঝতে পারছি, কিন্তু শুধু ফেসবুক প্রতিবাদের অসারতা বললে একটু ফ্যালাসি মতন লাগছে। কারণ, আপনি নিজেই রাস্তায় নেমে প্রতিবাদ নিয়েও সেই একই কনসার্ন দেখিয়েছেন।

    'একটা করা হবার ভাব করে কায়েক দিনের জন্য জেলে ঢোকালেও এর বিশাল কিছু শাস্তি হয় না। উন্নত দেশ গুলতে জেলেও ঢোকান হয় না- হয় আউটরেজ। ট্রাম্প কি বললেন, সে নিয়ে আউটরেজ। চিরবিপ্লবীরা আমেরিকার বুকে আমেরিকার পতাকা পোড়ান- দোকানের কাঁচ ভাঙ্গেন। পুলিশে একটু আধটু পিপার স্প্রে ছড়ায়- মহান মেহেনতি মানুষের বিপ্লব পৃথিবীর সবথেকে বড় ক্যাপিটালিস্ট দেশে সার্থকতা পায়। আবার পরদিন সবাই কাজে যায়- কলেজ খোলে।'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন