এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কম্পিউটার, বামপন্থী শ্রমিক আন্দোলন এবং একটি  মিথ

    Sandipan Majumder লেখকের গ্রাহক হোন
    ০৩ নভেম্বর ২০২৫ | ১০৩৪ বার পঠিত
  • ব্যাংকে গেছি একটা কাজে। প্রতিবেশী মানব বাবুর সঙ্গে দেখা। ছেলে ব্যাঙ্গালোরে থাকে। ছুটিতে এসেছে।আমরা গুড্ডু বলে ডাকি। 

    আমি বললাম, কিরে গুড্ডু? অনেক দিন পর দেখলাম। কবে এলি? 
    গুড্ডু বলল, এই তো লাস্ট ফ্রাইডে। ভালো আছ আংকল? 

    আমি কিছু বলার আগেই মানববাবু  বললেন, আমার ছেলেকে বোধহয় সারাজীবন বাইরেই কাটাতে হবে। এর জন্য দায়ী লাল ঝাণ্ডার রাজনীতি। 

    মানববাবু বিজেপির ঘোরতর সমর্থক শুধু নন, ওঁর অফিসে বিজেপির ট্রেড ইউনিয়ন বি এম এসের নেতা বলে জানি।

    আমি বললাম, দেখুন পশ্চিমবঙ্গে তো কমপিউটার বিরোধী আন্দোলন হয়েছিল প্রধানত দুটি। একটি বীমাশিল্পে, কিন্তু সেটা ১৯৬৮ সালে আর সেটা এখনকার কমপিউটার নয়। আর দ্বিতীয়টা হয়েছিল আটের দশকের মধ্যভাগে ব্যাংকশিল্পে। কিন্তু কম্পিউটারের সার্বিক বিরোধিতা কোথাও ছিল না। দাবি ছিল কম্পিউটার বসানোর ফলে কর্মচারী ছাঁটাই চলবে না আর বসানোর বিভিন্ন দশায় কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করতে হবে। এটাতো পৃথিবীর সবজায়গায় ট্রেড ইউনিয়ন আন্দোলনের গণতান্ত্রিক নীতি। এটা তো আপনারও জানার কথা।

    - সে আপনি যাই বলুন। এত লোক যখন জানে যে লাল ঝাণ্ডা কম্পিউটার বসাতে দেয় নি সেকথা কি মিথ্যা?

    সত্য মিথ্যা বিচার আপনি করুন। তবে এটা ঠিক একটি সর্বভারতীয় শ্রমিক সংগঠন ১৯৮৪ সালে গোটা বছরটিকে কম্পিউটার বিরোধী বছর বলে পালন করেছিল। 

    - ওই সিপিএমের যেটা আছে সিটু, ওরা তো? 

    আজ্ঞে না। যে সংগঠনটি আপনি করেন, বিজেপির শ্রমিক সংগঠন বি এম এস।

    মানববাবু এক মিনিট স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলেন। তারপর থমথমে মুখে বললেন, কোথা থেকে পান এসব তথ্য? 

    আমি বললাম,ঘাবড়াবেন না। হোয়াটসঅ্যাপ থেকে নয়। ভারতে কম্পিউটার আসার অগ্রপশ্চাৎ ইতিহাসের অথেন্টিক বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত সি আর সুব্রামানিয়ানের 
    ‘India and the Computer’ বইয়ে আছে এই ইতিহাস। তবে কষ্ট করে বই যদি না খুলতে চান তাহলে গুগলে গিয়ে ‘Did BMS observe1984 as anti computer year’ লিখে সার্চ করে দেখতে পারেন।

    মানববাবু হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, গুড্ডু, দেখ তো ড্রাফটটা হল কিনা। বলেই সামনের একটা ফাঁকা চেয়ারে বসে বিড়বিড় করতে থাকলেন কীসব।

    আমি বললাম, আপনি রাগ করলেন নাকি? আমি কিন্তু বি এম এস কে দোষী করছি না। সেই সময়, একটা নতুন প্রযুক্তি যখন আসছে তখন বিরোধিতা স্বাভাবিক। 

    মানববাবু লোকটা এমনিতে সরল। বললেন, তাহলে সবাই লাল ঝাণ্ডাকে দায়ী করে কেন? 

    আমি বললাম, যারা করে তাদেরকে সেভাবেই বোঝানো হয়েছে। তারা খেয়াল রাখে না যে ভারতের আই আই টি গুলোতে কমপিউটার সায়েন্স যখন পড়ানো শুরু হয় সেই ১৯৮১,৮২  নাগাদ সেই একই সময়ে শিবপুর এবং যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজেও শুরু হয়েছিল আর সেটা করেছিল লাল ঝাণ্ডার সরকার। কম্পিউটারের বিরোধী হলে তারা এই কাজ করত?  আর কম্পিউটার সায়েন্ন্টিস্ট তৈরি না করেই দেশে কম্পিউটার বিপ্লব আসে নাকি? 

    মানববাবু এবার দেখলাম আমার কথায় সমর্থন সূচক মাথা নাড়লেন।

    উৎসাহ পেয়ে আমি বললাম, বামপন্থীরা কখনোই প্রযুক্তির সার্বিক বিরোধিতা করে না। কিন্তু প্রযুক্তির মালিকানা যাদের হাতে থাকে তারা যেহেতু শ্রমিক স্বার্থের কথা মাথায় রাখে না তাই সতর্ক থাকতে হয়, বিরোধিতাও করতে হয় প্রয়োজনে।

    মানববাবু এবার গলা নামিয়ে বললেন, আপনাকে বলি। এই এ আই আসার পর আমার ছেলের চাকরি নিয়েও ভয় পাচ্ছি।

    আমি বললাম, সেই একই কথা। এ আই য়ের সার্বিক বিরোধিতা করে লাভ নেই। কিন্তু তাকে কার স্বার্থে কাজে লাগানো হচ্ছে সেটা দেখা দরকার। সেটা কে দেখবে?  

    মানববাবু বললেন, তাই তো। কে দেখবে?  

    আমি বললাম, আই টি কর্মচারীদেরও ইউনিয়ন হয়েছে। বাড়ছে আস্তে আস্তে। সেকটর ফাইভে শুধু নয়, ব্যাঙ্গালোরেও। কিন্তু সেগুলোও লাল ঝাণ্ডার। 

    মানববাবু যে ভঙ্গীতে বসে থাকলেন তাকে বাংলায় একটি শব্দে প্রকাশ করলে ‘কিংকর্তব্যবিমূঢ়’ বলে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • r2h | 134.238.***.*** | ০৪ নভেম্বর ২০২৫ ২২:০৯735508
  • এই কম্পিউটারের বিরোধিতা জিনিসটা ঠিক কীরকম হত? মানে, আপিসের কাজে কম্পিউটার লাগানো যাবে না, কম্পিউটার শেখা যাবে না- ঠিক কীরকম? যা বুঝছি এটা খুবই পবতে স্থানীয়ভাবে হত, সেসব কোন আর্কাইভে আছে কিনা তাও জানি না, এইটা নিয়ে খুবই কৌতূহল, ঠিক কী হত ব্যাপারটা? তো, ঐসব প্রবন্ধের বক্তব্য কী ছিল, তা নিয়ে কৌতূহল।
    আমেরিকার কালো হাত- এইটাও মজারই বটে। আমেরিকার হাত যে কালো, তা নিয়ে আগে লোকেরা দেওয়ালে লিখতে তেমন কুন্ঠিত হত না। এখন সবাই রাজনীতি বোঝে না, মোদিজিকে ভালোবাসেঃ)

    আর একটা কৌতূহল আমার - পবতে বামির শিক্ষার্থী যারা ক্লাস ওয়ান থেকে ইংরেজি পড়েছে - তারা কি পরবর্তী জীবনে ইংরেজিতে বেশ দক্ষ, দড়, আত্মবিশ্বাসী- এরকম হয়েছে? ত্রিপুরায় তো ইংরেজি ওঠেনি কখনও, কিন্তু তাও আমারা, বামির লোকেরা ইংরেজি বলতে কইতে গিয়ে কেঁদে কঁকিয়ে একশা হতাম।
     
    মানুষ বিশ্ব রাজনীতি, বাকি পৃথিবী নিয়ে ভাবছে, শ্রমিকের অধিকার নিয়ে ভাবছে, নিজের দুঃখ দুর্দশার পাশে ভিয়েতনাম নিয়ে নিকারাগুয়া নিয়ে ভাবছে - এইসব কেন খোরাক, সেটা আমার একেবারেই মাথায় ঢোকে না। ইনফ্যাক্ট ভাবছে-টা খোরাক না, খোরাক যাঁরা করেন তাঁরা নিজেরা অনেকেই এসব নিয়ে ওয়াকিবহাল, ইনফর্মড, সচেতন। খোরাক হল, পাঁচপেঁচি জনগন, যাদের নিজের পেটে খাবার নেই, পকেটে পয়সা নেই, মাথায় বিদ্যে নেই - তারা এসব নিয়ে কেন লম্ফঝম্প করবে!
    এমনিতে তাতে অবাক হওয়ার কিছু নেই, আমার মাথায় বেশিরভাগ জিনিসই ঢোকে না। তাও কই আরকি।  
  • | 2a0d:bbc7::f816:3eff:fe77:***:*** | ০৪ নভেম্বর ২০২৫ ২২:২৬735510
  • পার্টি যদি জান হয়, মানুষের কত যে বাধকতা থাকে!
  • dc | 2402:e280:2141:1e8:c527:a7f3:8af6:***:*** | ০৪ নভেম্বর ২০২৫ ২২:২৯735511
  • "আপিসের কাজে কম্পিউটার লাগানো যাবে না, কম্পিউটার শেখা যাবে না" - এটা নিয়ে আমার সেরকম আইডিয়া নেই, সিটু সমর্থকরা নানা ইস্যু নিয়ে পবতে একেকটা অফিসে বা কারখানায় আন্দোলন শুরু করে দিত আর ঘেরাও ইত্যাদি করত এরকম মনে আছে, মানে এরকম খবরে পড়তাম মনে আছে। (সেসব খবরের লিংক দিতে পারব না)। স্পেসিফিকালি কম্পিউটার ইস্যুতে কি বিরোধিতা করতো? জানি না, তবে একটা ছোট পার্সোনাল অ্যানেকডোট দিতে পারি। আমার বাবা স্টেট ব্যাংকে কাজ করত আর সিপিএমের ডেডিকেটেড সমর্থক ছিল, ব্যাংকের কাজে কেন কম্পিউটারের ব্যবহার শুরু হচ্ছে সে নিয়ে খুব গজগজ করতো (আবারও বলি, এটা পার্সোনাল অ্যানেকডোট, এ দিয়ে কিছু প্রমান হয় না। তবে কম্পিউটারের বিরোধিতা করে অনেক প্রবন্ধ লেখা হতো, এটা মনে আছে। 
     
    খোরাক প্রসঙ্গেঃ আমার কাছে চিরকালই গণশক্তি খোরাক কাগজ ছিল, কারন এমন আগুন ঝরানো সব লেখা বেরতো যে পড়ে মনে হতো এই বুঝি পুঁজিবাদ ধসে পড়লো। আর একেকটা স্লোগান যা ছিল! মার্ক্সবাদ সত্য কারন ইহা বিজ্ঞান - পড়লেই হাসি পেত। আজকালের প্রবন্ধ আর সম্পাদকীয় বিভাগও তাই, তবে আজকালের খেলার পাতা পড়তে খুব ভালো লাগতো। আমার নাম তোমার নাম ভিয়েতনাম, এটা আমাদের ছোটবেলায় ছিল খোরাক স্লোগান, এর বহু প্যারডি বেরিয়েছিল। কেন? তার কারন বোধায় আমরা যথেষ্টভাবে সিপিএমের অবেগের দ্বারা অনুপ্রাণিত হতে পারি নি। আমাদের বয়সী অনেক কলেজ ছাত্র নিশ্চয়ই ছিল যারা বামেদের মিছিলে যেত আর আমার নাম তোমার নাম ভিয়েতনাম বলে গিয়ে যাদের আবেগে গলা কেঁপে উঠত, কিন্তু আমার মতো দুয়েকজনও ছিলাম যারা ইয়ার্কি মারতাম। 
  • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০৪ নভেম্বর ২০২৫ ২২:৩৫735513
  • আর UTUC মানে তো যারা ব্র‌্যাকেটে লিখত (লেনিন সরণী) ? এদের গুরুত্ব কতদিন ছিল ? বা কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেলে সিপিএম ও তাদের ইউনিয়নই তো প্রধান বাম শক্তি, ফ্রন্টের অন্য দলের প্রার্থীদের জেতাত পর্যন্ত। ফলে, গালি যখন খেয়েছে, তাদেরই ওপর বেশী পড়েছে !
  • r2h | 134.238.***.*** | ০৪ নভেম্বর ২০২৫ ২৩:০৯735514
  • হুঁ, মানে সিপিয়েমের আবেগ দ্বারা অনুপ্রাণিত খুব কম লোকই হতে পেরেছে, সত্যি বলতে কি যারা সবচে' বেশি অনুপ্রাণিত হয়েছিল তারা বোধয় আজকাল অন্যান্য দলে টলে যোগ দিয়েছে। নব্বইয়ের শেষে দালাল ফড়ে প্রকৃতির ছোট ছোট বাম নেতাদের দাপটে লোক বিরক্ত হয়ে থাকতো; কিছু নির্দিষ্ট নীতি টীতি নিয়ে যে দল সাড়ে তিন দশক ক্ষমতায় থাকলো, ধর্মনিরপেক্ষ চেতনা ইত্যাদি তৈরিতে তারা আরেকটু কার্যকর কিছু করতে পারতো বলে মনে হয়।

    অবশ্য বলা সহজ, কার্যক্ষেত্রে বিংশ শতকের শেষ অর্ধেকে বাংলার ইতিহাসে কত কী হয়ে গেল।

    অন্তঃসারশূণ্য পাড়াস্তরের বাম নেতাদের চোখের সামনে দেখে চিরকাল বিতৃষ্ণাই হয়েছে, গণশক্তিও কখনও পড়ে দেখিনি, ইন্টারনেটের আগে, কোতূহলই হয়নি। আমাদের ওখানে ছিল ডেইলি দেশের কথা, তাও পড়ার আগ্রহ হয়নি।

    দল হিসেবে ক্ষমতাসীন বামদলের প্রতি তেমন কোন অনুরাগ নেই। কিন্তু বিশ্ব রাজনীতি ও ভারসাম্য নিয়ে সচেতন থাকা ও রাখার, কর্মসংস্থান মানে খেয়ালখুশি মত ছেঁটে ফেলতে পারা না, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার - রাজনৈতিক দলের নীতি হিসেবে এগুলিতে নিন্দের কিছু দেখি না।
    ইম্প্লিমেন্ট করার ক্ষেত্রে কতটা সাফল্য এসেছে তা অবশ্যই প্রশ্নযোগ্য, আজ পব বা ত্রিপুরায় লাগামছাড়া চাড্ডি উত্থান দেখে বেশিটাই ব্যর্থ বলে মনে হয়। সেটা উদ্বেগের ও দুঃখের, সে তো অবশ্যই।
  • dc | 2402:e280:2141:1e8:c527:a7f3:8af6:***:*** | ০৪ নভেম্বর ২০২৫ ২৩:২৪735515
  • আমি গণশক্তি মাঝে মাঝে পড়তাম আমাদের পাড়ার দেওয়ালে। অনেক পাড়াতে আলাদা দেওয়াল বানিয়ে সেদিনের পুরো কাগজটা সেঁটে দিত। কোথাও আসা যাওয়ার পথে অল্প একটু পড়তাম আর নিজের মনে হাসতাম। অনন্ত খোরাক। তবে আজকাল পয়সা দিয়ে কিনে পড়তাম, খেলার পাতা পড়বো বলে। ইন্টারনেটে কখনো ​​​​​​​পড়ি ​​​​​​​নি। ​​​​​​​
     
    আমি মনে করি আজকের দিনে পবতে বা ইন্ডিয়ার রাজনীতিতে বাম দলগুলোর উঠে আসা খুব দরকার। ২০১১ এ যদি পবতে থাকতাম তো অবশ্যই সিপিএমকে ভোট দিতাম, কারন বুদ্ধবাবুর শিল্পনীতি সঠিক ছিল মনে করতাম। আর এখন যদি পবতে থাকতাম তো এখনও অবশ্যই সিপিএমকে ভোট দিতাম। 
  • r2h | 134.238.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ০০:২৯735516
  • তো ঐসব কারনেই, কম্পিউটার বিরোধিতা বা জঙ্গী ট্রেড ইউনিয়নের কারনে পুঁজি চলে গেল -এইগুলি শুনলে কীরকম একটু অবাক লাগে। মানে এতই সোজা হিসেবে নাকি সব?পাট শিল্প, ছোট কল কারখানা, জমি, আকরিক, মালিকানা বদল, লাভের হিসেবে, পিএফ, ভাতা, শ্রমিক অসন্তোষ - কত কী ছিল।

    সেইসব পেরিয়ে আজ যেখানে এসেছে - তা দেখে খুব ভরসা হয় না। আন্তর্জাতিক পরিস্থিতি, আমেরিকার কালো হাত, মোটামুটি একরকম রাজনীতি সচেতনতা ইত্যাদির থেকে চক্ষু বুঁজে আজকের প্রায় নিঃশর্ত সমর্পন - এসব গোলমেলেই লাগে। মানে আমেরিকার কালো হাত তো উনিশশো একাত্তরে একেবারে ঘাড়ের ওপরেই ছিল, এখন বাংলাদেশে আছে। তো এসব তো বাস্তব ব্যাপারই। নব্বই অনোয়ার্ডস গ্লোবালাইজেশন ইত্যাদির পর দেশিয় শিল্প ইত্যাদি ইত্যাদি।

    আর বড় পুঁজি আনতেই যদি হয় তাহলে লোকে কেন বামেদের ভোট দেবে, এই প্রশ্নটারও আমি উত্তর পাইনা, বড় পুঁজি যদি ভবিতব্যই হবে, তাহলে কেন বাম, কেন লোকে উনিজিকেই ভোট দেবে না, এইটাও আমি বুঝি না। ট্রেড ইউনিয়ন জব্দ, লোকে ভিয়েতনাম বা নিকারাগুয়া একেবারে ভুলে গিয়ে অযোধ্যা অখণ্ড ভারত কাশ্মীরে জমি নিয়ে ভাববে, পাহাড় পর্বত সমান করে কল কারখানা হবে, জমি টমি নিয়ে কেউ ট্যাঁফোঁ করতে পারবে না, পরিকাঠামো রমরম করে উঠবে, কাঞ্চনজংঘা থেকে সুন্দরবন পর্যন্ত রাস্তা হবে, হাতি বাঘ সব ভ্যানতারায় চলে যাবে - এসব উনিজি ছাড়া আর কে?
  • <> | 2405:201:802c:7858:f12f:59df:2845:***:*** | ০৫ নভেম্বর ২০২৫ ০১:২৭735517
  • "পাহাড় পর্ব সমান করে কলকারখানা হবে"

    মাওবাদীদের কী ভূমিকা রইল এসব আঁটকাতে ? শেষ পর্যন্ত কোন বিকল্প দিল জঙ্গলে থেকে আট - দশ বছর ধরে ? গত এক বছরে ক্যাডাররা মরে, আত্মসমর্পণ করে naxal menace আজ শেষ ! গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে তাদের কি আসা উচিত ছিল ? তাদের সঙ্গে সিপিএম বা সিবিআই বা এমএলএ পার্টির কোন সম্বন্ধ তৈরী হল ? তৈরী করা উচিত ছিল দেশের এই পরিস্থিতিতে ? ভারতের কমিউনিস্ট পার্টির ইতিহাস তো নিরন্তর নিজেদের মধ্যে বৈরীতার ইতিহাস, সহজ করে এ কথা তো বলা হয়। তাদের কী একজোট হওয়ার দরকার ছিল, বিকল্প দেওয়ার জন্য ? পঃবঃ এ সার পরিস্থিতিতে সত্যি তারা কোন বিকল্প দিতে পারবে, আদৌ কোন ক্ষমতা আছে, সেটিং তত্ত্ব কী কমেছে ? শুধু, দলের তথাকথিত "আদর্শ" দিয়ে তো আর ভোট রাজনীতি চলে না।
  • ar | .***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ০৫:২৪735519
  • "আর হ্যাঁ, অনেক পাড়ার দেওয়ালের এক কোনে স্লোগান লেখা থাকত দেখেছি, আমেরিকার কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। সেসব স্লোগান পড়ে আমেরিকা কি ভয়ই না পেত! "

    SFIরা "নেলসন ম্যন্ডেলার মুক্তি চাই" স্লোগান দিতে দিতে ক্লাস এসে পড়াশোনা ডকে তুলে দিত!!! বোথা আর ক্লার্ক এট অল সেই আওয়াজ শুনতে পেত!!! ঃ))
  • dc | 2402:e280:2141:1e8:198f:63fd:15c6:***:*** | ০৫ নভেম্বর ২০২৫ ০৭:৪২735520
  • "তো ঐসব কারনেই, কম্পিউটার বিরোধিতা বা জঙ্গী ট্রেড ইউনিয়নের কারনে পুঁজি চলে গেল -এইগুলি শুনলে কীরকম একটু অবাক লাগে। মানে এতই সোজা হিসেবে নাকি সব?পাট শিল্প, ছোট কল কারখানা, জমি, আকরিক, মালিকানা বদল, লাভের হিসেবে, পিএফ, ভাতা, শ্রমিক অসন্তোষ - কত কী ছিল।"
     
    অনেক কারন তো ছিলই, তবে সিটুর জঙ্গি ট্রেড ইউনিয়নিজম যে একটা বড়ো কারন ছিল তাতে সন্দেহ নেই। 
  • dc | 2402:e280:2141:1e8:198f:63fd:15c6:***:*** | ০৫ নভেম্বর ২০২৫ ০৮:৪০735521
  • আরও কতো স্লোগান ছিল! "চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান", "কমরেড () অমর রহে! লালে লাল লাল সালাম", আর ছিল মানছি না, মানব না, চলছে না চলবে না (আমরা বলতাম চলছি না চলবো না)। হায় সেই রামরাজ্য!   
  • :) | 2a0e:97c0:3e3:460:1337:b02b:1337:***:*** | ০৫ নভেম্বর ২০২৫ ০৯:২৪735522
  • জঙ্গী ট্রেড ইউনিয়নের কারনে পুঁজি চলে গেল -এইগুলি "মমতার জঙ্গী আন্দোলনের কারনে টাটা চলে গেল" দাবির মতই অদ্ভুত।
  • r2h | 134.238.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ০৯:৩৬735523
  • চীনের চেয়ারম্যান তো আপনার জন্মের আগের ব্যাপার হওয়ার কথাঃ) সিনেমায় টিনেমায় দেখেছি বটে। ঐ স্লোগান যারা লিখতো তারা তো সিপিয়েমের সব থেকে বড় শত্রু!

    আর রামরাজ্য - সে তো কেন্দ্রে, উত্তর প্রদেশেঃ)
    (এইসব বলতে গিয়ে মনে হচ্ছে, কেউ কি আমাকে সিপিয়েমের সমর্থক ভাবছে? আমি নিজেকে সিপিয়েমের বিরোধী ঠিক ভাবি না, কিন্তু ওরকম হলে আমার সিপিয়েম বন্ধু বা প্রাক্তন বন্ধুরা মূর্ছা যাবে যে! এমনকি একবার একজন এমনও বলেছিল যে ওরকম ধরি মাছ না ছুঁই পানি সমর্থক সিপিএয়েমের দরকার নেই!)
  • dc | 2402:e280:2141:1e8:198f:63fd:15c6:***:*** | ০৫ নভেম্বর ২০২৫ ০৯:৪৯735524
  • চীনের চেয়ারম্যান স্লোগান যাদবপুরে দুয়েকবার শুনেছি মনে হয়, কারা দিতো সে আর মনে নেই। 
     
    আর রাম রাজ্য কি শুধু গুজরাটে হয়? এক সময়ে পবতেও ছিল, কিউবাতেও ছিল। চাল নিয়ে বৈদিক বিমান পব থেকে সোজা কিউবাতে উড়ে যেত, বলিভিয়া হয়ে ফিরে আসত :-) 
  • curious | 149.88.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১০:০৪735525
  • কিন্তু ফ্রি ট্রেড কবে কোথায় ছিল? যখন ব্রিটিশরা দুনিয়াজুড়ে দাদাগিরি করত, তখন আমেরিকানরা তো প্রচন্ড প্রোটেকশনিষ্ট ছিল। ব্রিটিশ প্রোডাক্টের ওপর ট্যারিফ চাপাত। আমেরিকান বিপ্লব তো এই নিয়ে ঝগড়া থেকেই হোল। তারপর ধীরে ধীরে আমেরিকা দাদা হল। তখন শোনা গেল ফ্রি ট্রেডেই মোক্ষ। এখন আবার চীন টেক্কা দিচ্ছে। ফলে আমেরিকা আবার ট্যারিফ ও প্রোটেশনিজমের পলিসিতে ফিরে যাচ্ছে।
     
    ফ্রি ট্রেড ব্যাপারটা অনেকটা বাড়িতে ডাকাত এসে 'আহা ঢুকতে দিচ্ছেন না, লুটতে দিচ্ছেন না, এ আপনাদের ভারী ছোট মন' বলার মত। ওতে পাত্তা দেওয়ার কিছু নেই। 
  • <> | 103.99.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১১:১২735530
  • ডিসি এত সব পুরোন স্লোগান দিচ্ছেন কিন্তু আসলটাই দেননি। দেওয়ালে দেওয়ালে বড় বড় করে লেখা থাকত - জনগণতান্ত্রিক বিপ্লব ! এর মানে তখন তো বুঝিইনি, এখনও বুঝিনা। হয়ত এর সঙ্গেই স্কুল - কলেজে কম্পু পড়িয়ে কম্পিউটার বিপ্লব করা যুক্ত ছিল।
  • কৌতূহলী | 103.249.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১১:১৫735532
  • ভাবলাম এ আই ইস্যুতে অন্তত শ্রমঘন্টা কমানোর দাবিটা নিয়ে কিছু কথা হবে , তা না হয়ে দেখছি এখানে কমিউনিস্টদের পিন্ডি চটকানো চলছে। যাজ্ঞে , কী আর করা !!
  • dc | 2402:e280:2141:1e8:198f:63fd:15c6:***:*** | ০৫ নভেম্বর ২০২৫ ১১:১৬735533
  • সব কি আর মনে আছে? laugh
  • dc | 2402:e280:2141:1e8:198f:63fd:15c6:***:*** | ০৫ নভেম্বর ২০২৫ ১১:১৮735534
  • ওরম হয় 
  • ~ | 103.244.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১৪:২১735544
  • ক্লাস থ্রি, রোল নং ৫ মনে পড়েছে। অমিত দেব।
  • ~ | 103.244.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১৪:২৬735545
  • ৭ বোধয় ছিল তারক। ওঃ ১০ মনে পড়ছে না। রাজীব ১২, ঋতম ৮
  • ~ | 103.244.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১৫:২৮735550
  • পার্থ প্রতিম মণ্ডল তো ৬ ছিল। তাহলে সিরিয়াল গুলিয়েছে। যাকগে. সব গুলো  নাম মনে তো পড়েছে। 
  • ~ | 103.244.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১৫:৫৬735552
  • ১০ ছিল প্রসেনজিৎ রায়। বাকিদের কার রোল ক্লাস ফোরে ওঠার সময়কার রোলের সঙ্গে গুলিয়েছি নির্ঘাত।
    যাকগে আর এই নিয়ে বোর করছি না। খুব ইরিটেশন হচ্ছিল আসলে সবগুলো নাম মনে পড়ছিল না বলে। ১ থেকে ১২ এই সেদিন অবধি মুখস্ত ছিল কিনা।
  • কৌতূহলী | 103.249.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১৭:৩৬735554
  • পার্থপ্রতিম কি কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল?
    ওঁর ''দেবী'' বইটা কীভাবে পেতে পারি একটু খোঁজ নিয়ে জানাবেন তবে। 
  • ~ | 103.244.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১৭:৫৩735555
  • মণ্ডল লিখলাম তো। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৬735558
  • ও সরি প্রথমে খেয়াল করিনি। অনেক ধন্যবাদ
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন