এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শিবদাস মিত্র: রেল শ্রমিক আন্দোলনের এক অজানা বিপ্লবী

    Koushik Chatterjee লেখকের গ্রাহক হোন
    ২১ জুলাই ২০২৫ | ১৭৭ বার পঠিত
  • "কত যে নাম না জানা মনি মাণিক্য ছড়িয়ে আছে ভারতে, তার তুলনা অন্য কোথাও পাওয়া যাবে কিনা জানি না!"

    এই কথাটি যথার্থই প্রমাণ করে শিবদাস মিত্রের জীবনকাহিনি। ২০২৫ সালের ২০শে জুলাই ছিল এই রেল শ্রমিক নেতার ১৩তম মৃত্যুবার্ষিকী। তাঁর সংগ্রামী জীবন ও অবদান ভারতের রেল শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।

    শিবদাস মিত্রের জন্ম ১৯৩১ সালের ২৫ জানুয়ারি, তৎকালীন ব্রিটিশ ভারতের খুলনা জেলার (বর্তমান বাংলাদেশ) বৈঠাঘাঠা থানার আমিরপুর গ্রামে। তবে তাঁদের আদি নিবাস ছিল যশোর জেলার নড়াইলের শুভনারা গ্রামে। তাঁর পিতা রতিকান্ত মিত্র কলকাতার ট্রাম কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে গ্রামবাসীদের অনুরোধে আমিরপুরে একটি অবৈতনিক পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন। ছোটবেলা থেকেই পিতার এই আত্মত্যাগ শিবদাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল ।

    মাত্র ছয় বছর বয়সে শিবদাসের পিতৃবিয়োগের পর পারিবারিক দায়িত্ব এসে পড়ে তাঁর বড় দাদা শচীন্দ্রনাথের কাঁধে। আর্থিক অনটনের কারণে শিবদাস ম্যাট্রিক পরীক্ষায় বসতে পারেননি। তবে ফুটবলের প্রতি আগ্রহ তাঁকে কলকাতার সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের শ্যালক "হাবলু"-র সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হাবলুবাবুর মাধ্যমেই প্রেমেন্দ্র মিত্র শিবদাসের দুরবস্থা জানতে পারেন এবং তাঁকে ইম্পেরিয়াল ব্যাংকে (পরবর্তীতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) চাকরি পাইয়ে দেন ।

    শিবদাসের জ্যাঠা লক্ষীকান্ত মিত্র দানাপুর রেলওয়ে ডিভিশনের চিফ ক্যাশিয়ার ছিলেন। একদিন দুজনের দেখা হয় ইম্পেরিয়াল ব্যাংকে। জ্যাঠার জোরাজুরিতে শিবদাস ব্যাংকের চাকরি ছেড়ে রেলওয়েতে যোগ দেন। তবে একটি শর্তে—তাঁকে রানিং স্টাফ (লোকোমোটিভ ক্রু) ওহিসেবে নিয়োগ দিতে হবে, যাতে পরবর্তীতে তিনি লোকো পাইলট হওয়ার সুযোগ পান ।

    রেলওয়েতে যোগ দেওয়ার পর তিনি স্টিম ইঞ্জিনের কর্মীদের দুঃখ-দুর্দশা দেখে মর্মাহত হন। তখন ১৪/১৬ ঘন্টা টানা ডিউটি কিন্তু ছিল না ওভারটাইম, ছিলনা নাইট অ্যালাওয়েন্স, কর্মরত অবস্থায় দুর্ঘটনা হলে ছিল না ক্ষতিপূরণের ব্যবস্থা। তিনি বুঝেছিলেন শক্তিশালী সংগঠন ছাড়া কোন দাবি-দাওয়া ও কাজের পরিবেশের উন্নতি ঘটানো সম্ভব হবে না। ধীরে ধীরে তিনি দানাপুর ডিভিশনে রানিং স্টাফদের সংগঠিত করতে শুরু করেন। ১৯৬০-এর দশকের মাঝামাঝি Loco Running Staff Association (LRSA) গঠন করেন, যা পরবর্তীতে ১৯৭০ সালে বিজয়ওয়ারা সম্মেলনে All India Loco Running Staff Association (AILRSA)-এ রূপ নেয়। তিনি প্রথম সর্বভারতীয় কমিটির সদস্য ছিলেন। এটি ছিল রেলওয়ে রানিং স্টাফদের প্রথম দলীয় প্রভাবমুক্ত স্বাধীন গণ সংগঠন।

    ১৯৭৪ সালের রেল ধর্মঘট ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এটি ছিল রানিং স্টাফদের কাছে বড় চ্যালেঞ্জ। এই ধর্মঘটে প্রায় ২০ লক্ষ রেল কর্মী*অংশ নিয়েছিলেন। যদিও সর্বভারতীয় স্তরে ধর্মঘট ২৮ দিন স্থায়ী হয়েছিল, কিন্তু দানাপুর ডিভিশনে এটি চলেছিল ৪৬ দিন ধরে—শিবদাস মিত্রের নেতৃত্বেই। বহু ত্যাগ তিতিক্ষা স্বীকার করে গড়ে তুলেছিলেন রেলওয়ে রানিং স্টাফদের সংগঠন। রেলওয়ে শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের কারণে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়, চাকরিতে সাসপেন্ড হন এবং পরে সাড়ে তিন বছর কর্মচ্যুত থাকেন। কিন্তু তাঁর অদম্য মনোবল ও সংগঠন দক্ষতা রেলওয়ে ম্যানেজমেন্টকে ব্যতিব্যস্ত করে তুলেছিল ।

    শিবদাস মিত্র মা চপলাবালা মিত্রকে নিয়ে প্রথমে কলকাতায়, পরে মুঘলসরাইয়ের রেল কোয়ার্টারে বসবাস শুরু করেন। পরে দাদা, বৌদি ও ভাইঝিকে নিয়ে আসেন। ১৯৫২ সালে বিয়ে করেন পদ্মরানী বসু(মিত্র)কে। তাঁর পরিবার তাঁর সমস্ত আন্দোলনের পাশে ছিলেন সর্বদা। তাঁর সংগ্রামী চেতনা ও নেতৃত্ব আজও রেল কর্মীদের মধ্যে স্মরণীয়। তিনি শুধু একটি সংগঠনই গড়ে তোলেননি, বরং রেল শ্রমিকদের অধিকার আদায়ের পথ প্রশস্ত করেছিলেন।

    শিবদাস মিত্রের মতো বিপ্লবীরা ইতিহাসের পাতায় নাম না উল্লেখ না করলেও তাঁদের অবদান অমূল্য। তিনি ছিলেন একজন প্রকৃত শ্রমিক নেতা, যিনি নিজের স্বার্থ ত্যাগ করে সমষ্টির কল্যাণে কাজ করে গেছেন। আজও রেলওয়ে কর্মীদের অধিকার সংগ্রামে তাঁর আদর্শ অনুপ্রেরণা জোগায়।

    "যারা ইতিহাস লেখে না, তারাই ইতিহাস গড়ে"—অনালোচিত শিবদাস মিত্র ছিলেন সেই ইতিহাস-গড়া মানুষদের মধ্যে একজন।

    লেখক কৃতজ্ঞ শিবদাস মিত্রের সুযোগ্য সন্তান বিখ্যাত সাংবাদিক শ্রী সুকুমার মিত্র এর কাছে।
    যদি এ বিষয়ে পাঠকদের কাছে কোনও তথ্য থাকে দয়া করে কমেন্ট বক্স এ মন্তব্য করে বাধিত করবেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Koushik Chatterjee | ২২ জুলাই ২০২৫ ০৯:০৮732602
  • শিবদাস মিত্রের সহকর্মী বা তাঁদের পরিবারের কেউ বা বর্তমানে AILRSA কোন সদস্য যদি আর কোন তথ্য যা উপরের লেখাকে সমৃদ্ধ করবে, দয়া করে তাঁরা মন্তব্য করুন। বর্তমানে রানিং ষ্টাফ দের অবস্থা কেমন ও তাঁদের আন্দোলনের অবস্থা কি তাও এখানে লিখতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন