এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আমার দুষ্টুমি

    Bratin Das লেখকের গ্রাহক হোন
    ২৯ এপ্রিল ২০২৫ | ৫৮ বার পঠিত
  • ছোট বেলা থেকেই  আমি একটি ন্যাজ বিশিষ্ট  হনুমান ছিলাম বললে অত্যুক্তি  হবে না। এখনকার ছেলে পিলে বলবে এ আর এমন কী আমিও ওইরকম ছিলাম অর্থাৎ কিনা "আমার অনুমান,আমি একটা হনুমান "। ওমন বদমাইশি আমিও কত করেছি। ওকে বন্ধুগণ তাহলে বদমাইশি টা পরিমাপ করা যাক।
    ১. কামড়ে ব্লাউজ শুদ্ধ  কিছু মাংস তুলে নেওয়া( বয়েস ৪)
    ২. আবোলতাবোল আবৃত্তি  না করে ভাত ঘুমে ঢলে পড়া পিসি র বুকে আস্ত থান ইঁট দিয়ে মারা( বয়েস ৫)
    ৩. ক্রিকেট  খেলতে গিয়ে ন্যাড়া ছাদ থেকে পরে যাওয়া( বয়েস ১৩)
    ৪.  পাড়ার অনিচ্ছুক বন্ধু রং দিতে গিয়ে দুজনে মিলে জড়াজড়ি করে দুজনেই নীচে পড়া(বয়েস ১৫)
    ৫. কুয়োর পাড় -> লিন্টন-> ছাদ এইভাবে উঠতে গিয়ে হাত ফস্কে পপাত ধরণীতলে দু পায়ের হাঁটুতে ব্যাপক চোট।
    এবার এক এক করে বিস্তারিত  বর্ণনা তে আসা যাক।
    ১. পিসি আমাকে ছোটবেলা থেকে "মানুষ" করেছে তাই যাবতীয়  আদর,ভালোবাসা, দুষ্টুমি পিসি কে ঘিরেই। ছোট বেলায় রেগে গেলপ আমি খুব কামড়াতাম আর গোসাপের মতোন বাজ  না চমকালে ছাড়তুম না। এবার কী কারণে পিসির ওপর রাগ হয়।  হাতে কামড় বসাই। সবাই  মিলে যখন ছাড়ায়। দেখা যায় আমার মুখে পিসির ছেঁড়া ব্লাউজের কিয়দংশ । কিছুটা মাংস উঠে এসছিল।সামান্য  মাংস হলেও কালক্রমে  বাড়তে বাড়তে এখন সেটা ২৫-৩০ গ্রাম মতো দাঁড়ায়িছে।
    ২. তিন চার বছর বয়েস, তখন আমার অক্ষর জ্ঞান হয় নি। কিন্তু  পিসি বাপি মা কে আবোলতাবোল, যোগীন্দ্রনাথ সরকার  থেকে ছড়া,কবিতা পড়ে শোনাতে হতো। এমন এক বিষন্ন  দুপুরে, পিসি ভাত টাত খেয়ে বিছানা য় শুয়ে শুয়ে আমাকে আবোলতাবোল শোনাচ্ছে।  আমি মন দিয়ে শুনছি। কিছুক্ষণ পরে সারাদিন  কাজ করতে  করতে  ক্লান্ত পিসি ঘুমিয়ে গেছে। আমি অনেক বার ও পিসি বলো না গো বলতে বলতে ব্যর্থ  হয়ে খাটের পায়ার নীচে যে ইঁট রাখা ছিল সেটা হয়তো একটু বাইরে ছিল। সেটাকে দু'হাতে  কোনরকমে তুলে সজোরে পিসি র বুকে মারি। তখন বাড়িতে বাবা মা ছিল না।আমাদের বাড়িওয়ালা এবং অন্যান্য প্রতিবেশী  ডাক্তার বদ্যি ডাকেন। তো বাড়িওয়ালা ছেলপ টুলু কাকু আমাকে " তুই পিসি কে মারলি,এবার তোর পিসি মারা যাবে আর পুলিশ  তোকে ধরে নিয়ে যাবে"। সেই  শুনে খাটের তলায় ঢুকে আমার কী কান্না। "ও গো এইবার আমার পিসি মরে যাবো গো। আমাকে পুলিশে ধরে নিয়ে  যাবে গো"। পিসি মারা যাবার জন্য  না পুলিশে ধরে নিয়ে  যাবার জন্য  কান্না টা কীজন্য বেশি  সেটা ঠাহর করা মুশকিল।
    ৩. তখন ক্লাস সেভেন  আমি মেজদা ( জেঠুর মেজ ছেলে), আর অশোক (জেঠুর ছোট  ছেলে)  তিনজনে  মিলে ক্রিকেট  খেলছি। আমাদের স্কুল  বাড়ি প্যাটার্নের বাড়ি র লম্বা  ছাদ।আমি  ব্যাটিং করছি। একটা  রান নিয়েছি,আরেকটা রান নিতে গিয়ে  গতিবেগ  বেড়ে গেছে, থামতে না পেরে ন্যাড়া ছাদের ছোট করে গাঁথা ইঁটের সারণী টপকে একেবারে তলায়। ভাগ্য ভালে মাথা টা পরেছিল কুয়ো তলায় মাটিটা তরম ছিল।জল পড়ে কিছুটা শ্যাওলাও ছিল।।কুয়ো খোলা  ছিল। কুয়োর মধ্যে  পরে গেল ভগবান কা পেয়ারা হয়ে যাওয়া কেউ ঠেকাতে পারতো না।
    ৪. পাড়ার জিগরি দোস্ত সঞ্জয়  ওরফে কে দোলের দিনে রঙ মাখাবো না,তাই কী হয়? সেও মহা সেয়ানা ছাদে উঠে বসে আছে। আমি এক বালতি রঙ নিয়ে সন্তর্পণে  সিঁড়ি  দিয়ে ওপরে উঠছি।তারপরে সেও রঙ দিতে দেবে না,আমিও নাছোড়বান্দা।  শেষ কালে রঙ তো দিলাম কিন্তু  ধাক্কাধাক্কি  করতে করতে ছাদ থেকে দুটো সিঁড়ি র মাঝে যে গ্যাপ সেখান থেকে গলে আমি পড়লাম একেবারে এক তলায়।দুটো হাতের কনুই এ বড় চোট পেয়েছিলাম।
    ৫. সিঁড়ি  বেয়ে ছাদে উঠা কখনোই  পছন্দ  ছিল না।আমি উঠতাম। কুয়োর পাড় বা পাঁচিল  থেকে লিনটন।সেখান থেকে ছাদে। সেজবেলা থেকে এই ভাবেই  ছাদে উঠি। একবার এরকম ভাবে উঠতে গিয়ে ( আগের দিন বৃষ্টি  হওয়াই  ছাদের দেওয়াল পিচ্ছিল ছিল) হাত ফসকে সটান তলায়। কুয়োতে পা দুটো সজোরে ঠুকে গেল, হাঁটু দুটোয় অসন্ভব ব্যথা।  ডাক্তারের  কাছে নিয়ে  যাওয়া হল..
    আপনারা ছোট্ট অপুকে কিছুটা চিনলেন? smileywinkdevilcool
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন