এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • একবার যদি অন্যভাবে ভাবা যায়

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ২৩ এপ্রিল ২০২৫ | ১৪০ বার পঠিত
  • যে কোনও ঘটনার একটা মোটিভ থাকে:
    মোটিভটা কী? পহেলগাও হত্যাকাণ্ডের ফলে কারা লাভবান হলো? হত্যাকারীরা মানবতার শত্রু। মুসলমানদের শত্রু। কাশ্মীরিদের শত্রু। 
    কাশ্মীরিদের জীবন জীবিকা অনেকটাই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। 
    এপ্রিল মাস। 
    পর্যটনের ভরা মরশুম। 
    এখন এই হত্যাকাণ্ড পর্যটন শিল্পের বড় ক্ষতি করবে। 
    এটা জেনে বুঝে কারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে পারে? 
    তাঁরা কি কাশ্মীরিদের পক্ষে? 
    মুসলমানদের পক্ষে? 
    সারাদেশে ওয়াকফ নিয়ে তীব্র আন্দোলন চলছে। 
    এই সময় অশান্তি হত্যাকাণ্ড ঘটালে মানুষের সহানুভূতি মুসলমানদের প্রতি বাড়বে না কমবে? 
    মুম্বইয়ে জৈন মন্দির ধ্বংস করা হয়েছে। সেই নিয়ে সারা দেশে সব শহরে জৈনরা মিছিল করেছেন। 
    তার পরদিনই এই হত্যাকাণ্ড। 
    কাদের সুবিধা করবে? 

    পুলওয়ামা হত্যাকাণ্ডে ৪২ জন জওয়ানের প্রাণ গিয়েছিল। 
    কোনও তদন্ত হয়নি। 
    অথচ সারা দেশে এই হত্যাকাণ্ড ঘিরে তীব্র প্র চার চালিয়ে একটি দল বিপুলভাবে ক্ষমতায় আসে। 
    তারা ক্ষমতায় থাকলেই এত জঙ্গি হামলা হয় কেন? 
    সীমান্ত রক্ষা কাদের দায়িত্ব? 
    কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল। 
    আইনশৃঙ্খলা রক্ষা কাদের দায়িত্ব? 

    কাশ্মীরে ১০ জন পিছু একজন সেনা। 
    এত উন্নত প্রযুক্তি। 
    সেই সময় বহুজনকে দিনের বেলায় সবার সামনে একদল হত্যাকারী এসে মেরে ফেলল, এমনি এমনি। 
    কাশ্মীর যাঁরা গেছেন, তাঁরা জানেন, কীভাবে চেকিং চলে।



    শুধু মানুষ হত্যা নয়, এই হত্যাকাণ্ডের আসল লক্ষ্য কাশ্মীরের অর্থনীতি তথা পর্যটন শিল্পকে ধ্বংস করে কাশ্মীরিদের আরও গরিব বানানো। যাতে জমিজমা বেচে দিতে বাধ্য হয়।



    বেছে বেছে হত্যাকাণ্ড? 
    দেখুন তো প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার। 
    ১০-১৫ মিনিট আড়াল থেকে গুলি চালিয়েছে। 
    কারা? 
    এই সময় নিরাপত্তা বাহিনী কোথায় ছিল? 

    https://www.facebook.com/share/v/15P6LXiJnf/



    নীল বসু লিখেছেন

    খবরের হেডলাইন দিচ্ছে হিন্দু কিনা জেনেই মেরেছিল। আর এদিকে আহতরা বলছে কারা গুলি চালিয়েছিল সেটা তারা দেখতেই পায়নি। টানা ১০-১৫ মিনিট ধরে ফায়ারিং চলেছে। এমনকি যে সংবাদ মাধ্যম এই ইন্টারভিউ দেখাচ্ছে সেই একি সংবাদমাধ্যম পোস্ট নামাচ্ছে হিন্দু মুসলমান দেখেই গুলি চালানো হয়েছিল। লাভজনক দ্বিচারিতা। (লিঙ্ক কমেন্টে)

    আহতদের ইন্টারভিউ অনুযায়ী কে হিন্দু কে মুসলমান জানার কোনো প্রশ্নই ওঠে না। তারা বেশিরভাগই টুরিস্ট ছিল। কোনো টুরিস্ট মুসলমানও হতে পারতো। এখন বিদেশি টুরিস্টদের ওদিকে যেতে দেয় কিনা জানিনা। যেতে দিলে কেউ বিদেশিও হতে পারতো। তবে আহতদের এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে এটুকু বোঝা যায় যে আড়াল থেকে একাধিক লোক অনেকক্ষন ধরে এলোপাথাড়ে গুলি চালিয়েছে। তারা কারা, তাঁদের কি দাবি সেসব এখনো পর্যন্ত জানা যায়নি। অন্তত আমার ফিডে বিশ্বাসযোগ্য কিছু এখনো আসেনি। তবে আহতদের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে জাত ধর্ম দেখে গুলি চালানো হয়নি।

    কিন্তু তারপরেও একটা হিন্দু মুসলমান ন্যারেটিভ নামাতেই হবে। এসব ক্ষেত্রে সাংবাদিকের নাম জানার চেষ্টা করুন। কোন ইউনিভার্সিটি থেকে সেই সাংবাদিক পড়াশুনো করেছে সেটা খোঁজ করুন। খারাপ জার্নালিসমের টিকিট শুধু সেই সাংবাদিকের নামে না কেটে গোটা ইউনিভার্সিটির নামে কাটুন। যতক্ষণনা পর্যন্ত ইউনিভার্সিটি তাকে ডিসওন করে কোনো বক্তব্য দিচ্ছে ততক্ষন পর্যন্ত ধরে নেবো এটাই তাদের প্রশিক্ষণ পদ্ধতি।
    ( Neel Basu  লিখেছেন)



    লজ্জিত ব্যথিত বেদনাহত সবাই। 
    আবার যাতে পুলওয়ামা হত্যাকাণ্ড পহেলগাও / বৈশরন হত্যাকাণ্ড না ঘটে তাই প্রশ্ন তো করতেই হবে, কী করে এত কঠোর  নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এটা ঘটল?



    পুলওয়ামা হত্যাকাণ্ড দেশের একমাত্র হত্যাকাণ্ড যার কোনও তদন্ত হয়নি। 
    কেউ সাসপেন্ড হননি। কাউকে শাস্তি দেওয়া হয়নি। 
    পুলওয়ামা হত্যাকাণ্ডের তদন্ত হলে পহেলগাও/ বৈশরন হত্যাকাণ্ড ঘটতো না। 



    পহেলগাওয়ের মানুষ রাস্তায় নেমেছেন নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে।

    সে কথা কতজন প্রচার করছেন? 



    অনেকে বলছেন, মুসলমানদের ক্ষমা চাইতে হবে। লজ্জিত হতে হবে। 
    কেন? 
    মানুষ হিসেবে বেদনাহত লজ্জিত ব্যথিত। 
    মুসলিম বলে কেন আলাদা করে করতে হবে? 
    হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়েছে? 
    হলেও তারা যদি মুসলমান হয়, তাহলে সেটা তাদের দোষ। সব মুসলমান দোষী হবেন কেন? ক্ষমাপ্রার্থী হবেন কেন? 
    গুজরাট গণহত্যার দায় কি হিন্দুদের? 
    না কিছু সাম্প্রদায়িক ব্যক্তির? 
    কেউ লিখেছিলেন, হিন্দু হিসেবে ক্ষমা চান? 

    হাথরস, উন্নাওয়ের ঘটনায় কেউ কোনও ধর্মের দোষ দিয়েছিলেন? 
    কেউ ক্ষ মা চেয়েছিলেন? 
    কেনই বা চাইবেন? 



    Partha Banerjee লিখেছেন

    সন্ত্রাস সন্ত্রাসই। সে মুর্শিদাবাদে হোক, অথবা কাশ্মীরে। অথবা আমেরিকায়। আগে স্বীকার করুন সন্ত্রাসবাদ সভ্যতার শত্রু। এবং সোজাসুজি বলুন, জঙ্গী সন্ত্রাসী ইসলামীরা সভ্যতার শত্রু। ঠিক আছে? এবারে তারপর প্রশ্ন করুন, পুলওয়ামা অথবা পহেলগাঁও -- সাধারণ মানুষের জীবনের, সৈনিকদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? সে দায়িত্ব পালনে ব্যর্থ যারা, তারা কেন সে দায়িত্বে থাকবে? মুর্শিদাবাদের ঘটনায় বাংলায় যাঁরা মমতার পদত্যাগ দাবী করছেন, তাঁরা কি কাশ্মীরের ঘটনায় মোদী অথবা অমিত শাহর পদত্যাগ দাবী করবেন? জানিনা আজ এ প্রশ্ন করা উচিৎ হবে কিনা। কিন্তু অতি চালাক বিগ মিডিয়া, হোয়াটস্যাপ ইউনিভার্সিটি, বিজেপি আরএসএস'এর আই টি সেল যেহেতু এই প্রশ্ন করবে না আজ, তাই আমাদের মতো বোকাদেরই এসব প্রশ্ন করতে হবে। পুলওয়ামার তদন্ত আজ পর্যন্ত হয়নি।

    ১০

    নিহতরা সকলেই মানুষ। 
    যাঁরা বলছেন, বেছে বেছে হত্যা করা হয়েছে, তাঁদের জন্য এই তথ্য: নিহতদের মধ্যে 'মুসলিম'ও আছে।

    ১১

    কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল। 
    ঘটনার দায় কাদের? কী করে কারা ঘটাল? লক্ষ লক্ষ সৈন্য যেখানে আছে। #পুলওয়ামা তদন্ত হয়নি কেন? পহেলগাওয়ে নিরীহ মানুষ হত্যার বিচার চাই। তীব্র ধিক্কার

    ১২

    ঘটনার নিন্দা তো করেছি। 
    কিন্তু ঘটনা যাতে আর ঘটাতে না পারে, সেইজন্য প্রশ্নও তোলা দরকার। কারা ঘটাল? কীভাবে ঘটাল? 
    একজন লেখকের দায় তো থাকেই আবেগে শুধু ভেসে না গিয়ে। 
    যা দেখানো হয়, তার অন্তর্গত সত্যকে তুলে ধরাই সাংবাদিক বা লেখকের কাজ।

    ১৩

    আজ বই দিবস। 
    মুম্বাই হামলায় তিনজন আইপিএস নিহত হয়েছিলেন। তাঁদের নিয়ে লেখা, হু কিলড কারকারে, পড়ুন। 
    পুলিশের একজন আই জি-র লেখা। পড়েন। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PRABIRJIT SARKAR | ২৪ এপ্রিল ২০২৫ ১৯:২২542627
  • কদিন আগে ভারতের কোর্টে  এক শিয়া ধর্মগুরু কোরআনের কিছু পাতা বাদ দেবার আবেদন করেছিলেন। তখন যে কোর্ট বাবরি মসজিদ নিয়ে উদ্ভট রায় দিয়েছিল সেই কোর্ট আবেদন ছুঁড়ে ফেলে বেচারাকে ফাইন করেছিল। কোরআনের ওই সব অংশ সভ্যতার অগ্রগতি জেনেভা কনভেনশনের সঙ্গে যায় না। ওর মধ্যে মেয়েদের পর্দা করা স্কুল কলেজ না যাওয়া এসব আছে কিনা।
    আমি এসব লেখা মাত্র কিছু লোক হিন্দু ধরে নিয়ে বলবে তোমাদের জাত পাত আছে মনু সংহিতা আছে। আছে দেশের আইন সেগুলো সমর্থন করে না। মুসলিমদের মানুষ হতে হবে। অনেকে বেশি পড়েনি তাই তারা মুসলিম হলেও মানুষ। কাল যা ঘটাল আগেও নানা জায়গায় ঘটায় ধর্মের নামে তা নরকের কীট করে। অমিত শা বা তার দল হয়তো এই কীট গুলোকে নানা ভাবে কাজে লাগায়। পুলওয়ামা হতে দেওয়া বা পহেলগাঁও ঘটতে দেওয়া নিশ্চিত তাদের ব্যর্থতা বা সিনিস্টার ডিজাইন কিন্তু ঘটায় কিন্তু ওই মুসলিমরা।কাল একটা ভিডিও তে হিন্দিতে বলছিল এলোপাথারি গুলি চলেছে। আর সব সদ্য বিধবারা বলছে ভেরিফাই করে হিন্দু দেখে মেরেছে। কাশ্মীরে টুরিস্ট কম গেলে গরিব মানুষ টেররিস্ট হবে। ধর্মে আছে। ধর্ম ও হল পেট ও চলল।। ওয়াকফ নিয়ে আন্দোলন হবে না তাই অমিত শা করিয়েছে একটু বেশি কষ্ট কল্পিত। কোর্টে না গিয়ে দাঙ্গা করা মোল্লা জনিত কাজ। কথায় কথায় দাঙ্গা হিন্দু খুন বরং চাড্ডিদের সুবিধা করে দেয়। বেশি আর লিখব না। যেটুকু চট করে মনে পড়ল লিখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন