এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ম্যাকলে – দ্য ভেন্ট্রিলোক্যুইস্ট

    Samir Karmakar লেখকের গ্রাহক হোন
    ১১ এপ্রিল ২০২৫ | ১৭৪ বার পঠিত
  • ১৮৩৫। ম্যাকলের জোর সওয়াল আধুনিক শিক্ষার স্বপক্ষে। রক্তে আর বর্ণে ভারতীয়, কিন্তু চিন্তায় চেতনায় মননে মানসিকতায় বুদ্ধিতে নৈতিকতায় ইংরেজ। সেই শুরু। পশ্চিমের আলোকে আলোকিত আমরা শিখলাম “পড়া শোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে”। চিন্তায় চেতনায় মননে মানসিকতায় বুদ্ধিতে নৈতিকতায় ইংরেজ হতে পারলে মুক্তি বই কি!

    সাবধান যে কেউ করে নি, ঠিক তেমনটা নয়। করেছে। আস্ত আস্ত বইয়ে সে সকল কথা প্রবন্ধ করে ছেপে বেরিয়েও ছিলো। বিক্রি বাটাও ভালো। বক্তিমে গবেষণায় সে সকল এখনো বাজারে কাটে ভালো। শুধু একটু একটু করে নিজেদেরই অজান্তে কবে যেন দেউলিয়া হয়ে গেছি সকলে। কেবল চিন্তায় আর চেতনায় নয়, মননে আর মানসিকতায় নয় - জন্ম আর জন্মের অন্তরেও। স্মৃতিতে আর সত্তাতেও।

    ম্যাকলের দেখানো মুক্তির পথেই জেনেছি আমাদের মুক্তি। সেটুকু জেনে হয়তো রণে ভঙ্গ দেওয়া যেত - কিন্তু সে আর হলো কই! আমাদের কান্না, আমাদের চিৎকার, আমাদের বিপ্লব, বিচ্ছেদ কিংবা প্রেম, আমাদের নীতি, দুর্নীতি সবেতেই যেন সেই ম্যাকলীয় পরাবাস্তবতা নিয়তির মতো ফিরে ফিরে আসে।

    জানি ব্যবস্থাটা নিঃস্ব হয়ে আসছে। তাই ম্যাকলীয় পথ বা পন্থা অনুসরণ করে আর শিক্ষা শেষে সকলের কাজের কোনো গ্যারেন্টি নেই। কারণ, সকলের কাজের ধারণাটা আর আদৌ কস্ট এফেকটিভ নয়। আমাদের ঠোঁট নড়ে। মনে হয় যেন আমরা কথা কইছি। আসলে কথা বলেন সেই ম্যাকলে – দ্য ভেন্ট্রিলোক্যুইস্ট।

    শিক্ষার প্রসার ও প্রচারে অবশ্য কোনো খামতি নেই। হবে নাই বা কেন? – ”As of 2024, the global education market is valued at approximately USD 7.6 trillion, with projections indicating growth to nearly USD 10 trillion by 2030.” অথচ, “The deceleration of global GDP growth has directly impacted employment rates. For instance, projections indicated that real GDP growth would slow to 1.4% in 2025, down from 2.5% in 2023, leading to reduced hiring and potential job losses.” ফ্যালাসি মনে হলেও, ফ্যালাসি নয়।

    চাকুরীজীবী হতে শিক্ষার প্রয়োজন। সকলের শিক্ষার অধিকার থাকলেও – সকলের জন্যে চাকরির বরাদ্দ নেই। ফলত, সকলকে টপকে আমাদের সকলকেই প্রথম হতে হবে - যেন তেন প্রকারেন। কাউকে মেধায়, কাউকে টাকায়। মেধা আর টাকা দুইয়ের সাথেই অবশ্য বুদ্ধির অবিচ্ছেদ্য সম্পর্ক। এ দুইই আবার শিক্ষা সাপেক্ষ। সংস্কারের মোড়কে শিক্ষা আসলে পণ্য। তাই প্রায় মরতে বসা ব্যবস্থাটা ফের যেন ফুসফুসে হওয়া পেয়ে যায়। সরকার পুলিশ জুডিশিয়াল মিডিয়া পার্টি লাঠি ব্যারিকেড নিয়ে নিজের স্বাস্থ্য উদ্ধারে উদ্যত হয়।

    মাঝখান থেকে আরও দুর্বল হয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। – বেসরকারির পালে লাগে মন্দ-মধুর হাওয়া। ঠোঁট আমাদের নড়ে বটে, কিন্তু কথা বলে ম্যাকলে: “let us select a few and teach them”। এই কতিপয়ের চোখ দিয়েই বাকি ভারত দেখবে শিখবে। বাকি ছেলেমেয়েদের নিয়ে একটু কম বা না ভাবলেও চলবে।

    কবিরা নাকি ক্রান্তদর্শী হন! তাই লিখেছিলেন,

    “আমরা এ-পৃথিবীর বহুদিনকার
    কথা কাজ ব্যথা ভুল সংকল্প চিন্তার
    মর্যাদায় গড় কাহিনীর মূল্য নিংড়ে এখন
    সঞ্চয় করেছি বাক্য শব্দ ভাষা অনুপম বাচনের রীতি।
    মানুষের ভাষা তবু অনুভূতিদেশ থেকে আলো
    না পেলে নিছক ক্রিয়া; বিশেষণ; এলোমেলো নিরাশ্রয় শব্দের কঙ্কাল;
    জ্ঞানের নিকট থেকে ঢের দূরে থাকে।
    অনেক বিদ্যার দান উত্তরাধিকারে পেয়ে তবু
    আমাদের এই শতকের
    বিজ্ঞান তো সংকলিত জিনিসের ভিড় শুধু— বেড়ে যায় শুধু;
    তবুও কোথাও তার প্রাণ নেই ব’লে অর্থময়
    জ্ঞান নেই আজ এই পৃথিবীতে; জ্ঞানের বিহনে প্রেম নেই।”
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 2409:4060:e8b:3f5a:4b87:3815:8e87:***:*** | ১১ এপ্রিল ২০২৫ ১১:৫১542272
  • খুব ভালো লিখেছেন l
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন