এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিষ শুধু বিষ দাও অমৃত চাইনা 

    Rajat Das লেখকের গ্রাহক হোন
    ০৯ মার্চ ২০২৫ | ৩২ বার পঠিত
  • গত দশ বছরে গোটা পৃথিবীটাই আদ্যপান্ত বদলে গেছে। দ্রুততালে বদলে যাচ্ছে চারপাশটা। ক্রমশ বদলে যাচ্ছি আমরা। একটু খেয়াল করে দেখুন আমাদের চারপাশের মানুষগুলোও কেমন যেন একটু একটু করে বদলে যাচ্ছে। মাঝে করোনা কাল দুনিয়ার খোল নলচে বদলাতে বড় ভূমিকা পালন করেছে। এবার একটু মনে করে দেখুন, তার আগের দশ বছর এত দ্রুততালে বদলে ছিল কি? তেমনি তারও আগের দশ বছর? তার আগের...

    না। এরকম ভাবে বদলায়নি। বদলে যেত না। আজকের মত মা মেয়ে মিলে স্যুটকেসে ভরে গঙ্গায় লাশ ফেলতে বের হত না। কোনো ব্যবসায়ীর পরিবার শুদ্ধ বিষ খেয়ে, হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করত না। ভাগাড়ের মাংস অক্লেশে রেস্তোরাঁতে খাইয়ে দিত না। ছেলে বাপকে, বাপ ছেলেকে, ছেলে মাকে কুপিয়ে খুন করে ফেলতে পারত না। যেথায় সেথায় মেয়েদেরকে ধর্ষণ খুন করে ফেলতে পারত না। সেই ধর্ষণ খুনকে ঢাকতে রাষ্ট্র সর্বশক্তি প্রয়োগ করে পথে নামতে পারত না। 

    আসুন একটু বিশ্বের দিকেও দেখা যাক...

    ভারত পাকিস্তানের বৈরিতা বহুকালের ছিলই। উত্তর দক্ষিণ কোরিয়া যুযুধান বরাবর। চীন ভারতের নতুন করে সম্পর্ক খারাপ হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ দুবছর ধরে চলছে। প্যালেস্তাইন আর ইজরায়েল লড়ে মরছে। এরকম আরও অনেক ছোটখাটো দেশই যুদ্ধে লিপ্ত রয়েছে। আজকের তাজা খবর, চীন সরকার নিজস্ব প্রতিরক্ষা খাতে খরচ বাড়িয়ে দেওয়ায় অনেক দেশেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের সঙ্গে শত্রুতা আছে এমন দেশ মূলতঃ আমেরিকা, জাপান, তাইওয়ান ও ভারত।

    এবার দেশের ভিতর তাকালে দেখা যাবে, দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক ছকে বিশেষত দুটি ধর্মীয় গোষ্ঠী ক্রমশ দুদিকে সরে যাচ্ছে। বেকারত্ব চরম সীমায় পৌঁছে গেছে। নবীন প্রজন্মের কাছে ভবিষ্যতের সুনির্দিষ্ট কোনো দিশা নেই। সবাই হতাশাগ্রস্ত। আজকের যুগে যারা চাকরি বা ছোটখাটো ব্যবসা করছে তারাও কম হতাশ নয়। নোটবন্দী ও করোনা কালের পর ছোট ও মাঝারি ব্যবসায়ীরা প্রায় খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। বেশিরভাগ ব্যবসায়ীরা ব্যাংকের ডিফলটারে পরিণত হয়েছেন। আগের ঋণ ঠিকমত পরিশোধ না করতে পারার কারণে তাঁরা নতুন করে ঋণ পাওয়ার যোগ্যতা হারিয়েছেন। কম বেতনযুক্ত চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীদের মধ্যে তাই গোল্ড লোন নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। যেটা দেশের অর্থনৈতিক স্থিতির জন্য অশনি সঙ্কেত। তারই মধ্যে ধারাবাহিক ভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। এইসব কারণে ধনী আরও ধনী হচ্ছে। আর মধ্যবিত্তশ্রেনী ক্রমশ সম্পদহীন হয়ে পড়ছে। দরিদ্র আরও দরিদ্র হচ্ছে। দিশেহারা অবস্থা। 

    আবার আসি এই রাজ্যের কথায়। অযোগ্য নেতৃত্বের ভূমিকায় বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের চোরাস্রোত বইছে। দুর্নীতিকে প্রশাসনিক অলঙ্কারে পরিণত করা হয়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক যুবসমাজের ভবিষ্যতকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভোটমুখী রাজনীতির কারণে রাজ্যের প্রকৃত উন্নয়ন অধরাই রয়ে গেছে। ভাতা বা উৎকোচ দিয়ে ভোট কেনার পথ প্রদর্শক হয়ে গেছে এই রাজ্য। এখানে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা, চাকরি ও স্বাস্থ্য হাটে বাজারে বিক্রি হচ্ছে। 
    যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি বাবা মা, এখন চান তাঁদের সন্তান খুব ধনী হোক। তার প্রচুর টাকা হোক। সন্তান, মানুষের মত মানুষ না হলেও ক্ষতি নেই। দামী ফ্ল্যাট ও গাড়ি কেনার ক্ষমতা যেন তার পকেটে থাকে। মানুষ হয়ে কি হবে? কেরানীর জীবন এখন আর কেউ চায়না। বিশ ত্রিশ বছর আগে স্কুল শিক্ষক মানুষ গড়ার কারিগর হতেন। এখন আর হন না। কারণ শিক্ষকের চাকরি টাকা দিয়ে কেনা। মেধা দিয়ে কেনা নয়। সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে বিষ। হলাহল গরল। সেই বিষের মধ্যেই তরল গরল মেখে জন্মাচ্ছে নতুন প্রজন্মের মানুষ। তাদের হাত পা চোখ মুখ সব থাকছে। শুধু থাকছে না আর মনুষ্যত্ব। 

    সত্যম_শিবম_সুন্দরম 

    ____________
    ©রজত দাস
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন