বাংলাদেশের বিপ্লব(!!!) ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন তসলিমা নাসরিন। যদি এসব পড়ে পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীদের সামান্য কাণ্ডজ্ঞান আসে, সেই আশায় লেখাগুলো দিলাম। অবশ্য এরপরও একশ্রেণীর বিপ্লবী(!!!) এগুলো অস্বীকার করবে, কেউ বা ইতরের মতো রসিকতা করবে!লেখিকা দীর্ঘদিন ধরেই এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে লেখালেখি করছেন, আমাদের সজাগ করার চেষ্টা করছেন! আর আমরা তাঁর বই নিষিদ্ধ করে তাঁকে কলকাতা থেকে তাড়িয়েছি! মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে!
লেখিকাকে সশ্রদ্ধ নমস্কার!
(১)
ছদ্মবেশী বিপ্লব কী রকম হয়, আগে জানিনি, এবার জানা হলো।
জিহাদি-চাষ কী করে হয়, কী করে জিহাদিতে দেশ গিজগিজ করে, জানা ছিল না, এবার জানা হলো।
জিহাদিরা বাংলাদেশের মাটিতে কী করে মিছিল করে, নারায়ে তাকবির স্লোগান দেয়, আর তাদের কালিমা লেখা পতাকা ওড়ায়, আগে দেখা হয়নি, এবার দেখা হলো।
জিহাদিরা কী করে রাষ্ট্রের উপদেষ্টা হয়, শপথ নেয়, প্রেস কনফারেন্স করে, জংগীদের জেল থেকে মুক্তি দেয়, আগে দেখিনি, এবার দেখা হলো।
জিহাদিরা কী করে পুলিশ খুন করে, ছদ্মবেশে ছাত্র খুন করে, কী করে ভাস্কর্য ভাঙ্গে, জাদুঘর পোড়ায়, হিন্দুদের বাড়িঘর লুঠ করে, আগুন দেয়, তাদের সমাবেশ নষ্ট করে, নেতাকে গ্রেফতার করে, কী করে মাজার গুঁড়ো করে, কী করে লালন মেলা, বাউল উৎসব বন্ধ করে, কী করে কাওয়ালী গায়, কী করে মুসলমান আইনজীবিকে খুন করে হিন্দুদের ওপর দোষ চাপায়, আগে জানা ছিল না, এবার জানা হলো।
জিহাদিরা কী করে বিরোধী দলের লোকদের মানবাধিকার লঙ্ঘন করে, কী করে তাদের খুন করে, হত্যা মামলার আসামী করে, জানা ছিল না। কী করে গণতন্ত্রের গলা টিপে মারে, বন্ধুরাষ্ট্র ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণা করে, আগে আইডিয়া ছিল না, এবার হলো।
জিহাদিরা কী করে মাইকে ঘোষণা করে মেয়েদের দোকানপাটে প্রবেশ নিষেধ, তা আগে দেখিনি, এবার দেখা হলো।
(২)
যে ভারতের ১৭ হাজার সৈন্য মারা গিয়েছিল বাংলাদেশকে তার শত্রু পাকিস্তানের হাত থেকে বাঁচাতে গিয়ে, সেই মিত্র-ভারত নাকি আজ শত্রু।
যে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, পরিয়েছিল, সে ভারত নাকি আজ শত্রু।
যে ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে, অস্ত্র চালনা শিখিয়েছে পাকিস্তানী সেনাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, সেই ভারত নাকি আজ শত্রু।
আর যে পাকিস্তান দেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, ২ লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু দেশ।
যে পাকিস্তান জঙ্গি উৎপাদনে এক নম্বরে, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু।
যে পাকিস্তান আজ অবধি একাত্তরের নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু রাষ্ট্র!