এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   সমাজ

  • বাংলাদেশ ও চিন্ময় ব্রহ্মচারী

    দীপ
    আলোচনা | সমাজ | ২৬ নভেম্বর ২০২৪ | ৩০৯ বার পঠিত
  • বাংলাদেশ ও চিন্ময় ব্রহ্মচারীকে নিয়ে কলম ধরলেন ইমতিয়াজ মাহমুদ। আশা করি শুভবুদ্ধিসম্পন্ন মানুষ লেখকের সঙ্গে একমত হবেন।
    ------------------------------------------------
     
    (১) 
    আমার খুব লজ্জা লাগছে। বিষণ্ণ এবং ক্রুদ্ধও খানিকটা। আমার প্রিয় মাতৃভূমিতে কেবল ধর্মবিশ্বাসের কারণে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। মানুষকে প্রহার করা হচ্ছে রাস্তাঘাটে। এরকম গ্লানি আমার এর আগে যখন বিরানব্বই সনে বা দুই হাজার এক সনে হিন্দুদের উপর আক্রমণ হামলা এসব হচ্ছিল তখনো হয়নি। কেননা সেইসময় একদল লোক হিন্দুদের উপর হামলা করছিল বটে, কিন্তু সেই সাথে আবার একতা বৃহৎ অংশের মানুষ প্রতিবাদও করেছে। আপনারা জানেন যে সেসময় তসলিমা নাসরিন 'লজ্জা' লিখেছেন। সাপ্তাহিক একতা এবং আরও কিছু কাগজ বিস্তারিত প্রতিবেদন করেছে। প্রতিবাদ করেছে অনেকে, লিখেছে, মিছিল করেছে। 
    আমার মনে আছে আমার বন্ধু একরাম ভাই অনেক কষ্ট করে দেশে প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে হিন্দুদের উপর সহিংসতার তথ্য সংগ্রহ করেছিলেন। একরাম ভাইয়ের সংগৃহীত সেইসব তথ্যের ভিত্তিতে এখনো গেলনা আঁধার নামে একটা প্রকাশনাও হয়েছিল। দলীয়ভাবে আওয়ামী লীগ প্রতিবাদ করেছিল, সিপিবি বিক্ষোভ মিছিল করেছিল। আরও অনেক ব্যক্তি দল ও সংস্থা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেছে। বিরানব্বই আর দুই হাজার এক সনে মনে একতা সান্ত্বনা ছিল যে, না, কতিপয় তস্কর সন্ত্রাস করছে কিন্তু সন্ত্রাসীদের চেয়ে এবং সন্ত্রাসীদের সমর্থকদের চেয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ যারা করেছে ওদের সংখ্যা বেশী ছিল। 
    এইবার তো আমি হিন্দুদের বিরুদ্ধে এইরকম সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে কাউকে দেখছি না। আওয়ামী লীগ তো নেইই, সিপিবি নিশ্চয়ই এখনো প্রতিবাদ করছে কোন না কোনভাবে, কিন্তু ওদের কণ্ঠও যেন খানিকটা মৃয়মান। ব্যক্তিগত পর্যায়ে যেসব ভালো মানুষেরা টুকটাক প্রতিবাদ করছেন, ওদের কথাও একটু কেমন যেন। 'বৈচিত্র্যের ঐক্য' নামে একটা অনুষ্ঠান করেছেন একদল ভালো মানুষ, চমৎকার ধারণা, চমৎকার অনুষ্ঠান, খুবই সুন্দর জমায়েতও হয়েছে। যেসকল ভালমানুষেরা সেই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন ওরা তো সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধেই প্রতিবাদ করা কথা। ওদের হাবভাব দেখলে মনে হচ্ছে যেন সেটা একটু অধিক প্রত্যাশা হয়ে যাচ্ছে। 
     
    (২) 
    দৈনিক পত্রিকাগুলি নানা খবরের লাইভ ভিডিও দেখায় অনলাইনে। সেরকম একটা লাইভ স্ট্রিমিং দেখলাম খুলনা শহরের। কিছু লোক নিজেদেরকে ছাত্র জনতা নাম দিয়ে ইস্কন নিষিদ্ধের দাবী জানাচ্ছেন। সেটা ওরা জানতেই পারেন, ওদের ইচ্ছা। কিন্তু ওদের পাশ দিয়ে কয়েকজন যাচ্ছিলেন চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবীতে মিছিলে যোগ দিতে। ওদেরকে ধরে ধরে পেটানো হচ্ছে আর 'দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা' শ্লোগান দেওয়া হচ্ছে। চট্টগ্রামের একটা আদালতে চিন্ময় ব্রহ্মচারীকে হাজির করা হয়েছিল, তাঁর পক্ষে জামিন চাওয়া হয়েছে, জামিন হবে কিনা জানিনা। চট্টগ্রামের একটা সমাবেশে পতাকা উঁচু নিচু হয়েছে বলে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে বিএনপির একজন- সেই মামলাটায় তিনি আটক। দেখেন, চিন্ময় ব্রহ্মচারী জেলে আছে নাকি বাইরে আছে সেটা নিয়ে আমার অধিক দুশ্চিন্তা নাই। তিনি ব্রহ্মচারী মানুষ, তাঁর জন্যে জেল কি আর সংসারই বা কি! দুশ্চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই লোকটাকে হয়রানী করা হচ্ছে শুদ্ধ সাম্প্রদায়িক কারণে। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে তিনি সেটার প্রতিবাদে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, কথা বলেছেন। শুধু এই কারণেই তাকে এই হয়রানী করা হচ্ছে। আমাদের এখন যে সরকার আছে সেই সরকারে একাধিক উকিল আছেন, একজন আইনের অধ্যাপক আছেন। অনুমান করি এরা ঠিকই জানেন যে পতাকা উঁচু হলো নাকি নিচু হলো সেটার জন্যে আর যাইই হোক রাষ্ট্রদ্রোহিতা হয় না। 
    ব্রহ্মচারীর গ্রেফতারের খবরে গতকাল রাতে অনেকেই শাহবাগে জড়ো হয়েছিলেন প্রতিবাদ করবেন বলে। এটা তো একটা খুবই স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি। সেখানে জড়ো হওয়া সনাতনী বিক্ষভকারীদের বেধড়ক পেটানো হয়েছে। পুলিশ পিটিয়েছে, তার চেয়ে নাকি বেশী পিটিয়েছে উপস্থিত হিন্দুবিদ্বেষী সরকার সমর্থকরা। দেশের অন্যান্য জায়গা থেকেও এইরকম খবর পাওয়া যাচ্ছে। এটার বিরুদ্ধে কাউকে কিছু বলতে শুনছি না। চট্টগ্রামের আদালত পাড়ায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবীতে। খবর পেলাম যে সকাল বেলা একজন ম্যাজিস্ট্রেট জামিন দিতে অস্বীকার করেছেন। কোর্ট প্রাঙ্গণে অসংখ্য মানুষ জড়ো হয়েছে, পুলিশ মিলিটারিও আছে। 
     
    (৩) 
    এই দেশ আমার দেশ, আমার পিতা-পিতামহের দেশ। একটা ধর্মভিত্তিক রাষ্ট্রের অংশ হতে চাইনি বলে আমরা এই দেশ স্বাধীন করেছি, আমার পূর্বসূরিরা যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। এই রাষ্ট্রটি আমার রাষ্ট্র, এই রাষ্ট্রকে একদল লোক উচ্ছন্নে নিয়ে যেতে চাইবে আর আমি বসে বসে দেখব! না। এই দেশে যদি মন্দ কিছু হয় সেই গ্লানি আমারও গ্লানি। আমি যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই না করি তাইলে তো আমি আমার শিরায় প্রবাহিত শোণিতের সাথে বেইমানি করলাম। আমি লড়বো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমি লিখতে পারি, আমার কিবোর্ড আমার তলোয়ার আমার বন্দুক- সেই নিয়েই আমি লড়বো। 
    আর যদি লড়াই অন্য কোন আকারে হয়, সেইভাবেই লড়বো। আমার দেশ আমার জননী, এই দেশ চিন্ময় ব্রহ্মচারীরও দেশ- এই মাতি চিন্ময়েরও জননী। চিন্ময় আমার ভাই। এই দেশে চিন্ময় একটা প্রতিবাদ সংগঠিত করতে পারবে না সেটা তো হবে না। আমরা লড়বো। এই মুহূর্তে চট্টগ্রামের আদালত পাড়ায় বীর চট্টলার সংগ্রামী জনতা জড়ো হয়েছে। ওরা সূর্যসেনের উত্তরাধিকারী, প্রীতিলতার বংশধর। ওদের সাথে আমি আছি। লড়াই আমরা ছাড়বো না। চিন্ময়ের বিশ্বাসের সাথে আমি একমত নাও হতে পারি- কিন্তু চিন্ময় তাঁর নিজের কথাটা বলতে পারবে না সেটা তো হয় না। আমি আমার নিজের স্বার্থেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বো। 
    আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোন পক্ষে থাকবেন- লিবার্টির পক্ষে? নাকি সাম্প্রদায়িকতার পক্ষে। কেবল এই কথাটা মনে রাখবেন স্বাধীনতার প্রশ্নে আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 42.***.*** | ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৩১744189
  • চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শীতার সর্বোচ্চ দৃষ্টান্ত হল। বিশেষত যে অনর্থক রহস্য ও গোপনীয়তা সৃষ্টি করে কাজটা করা হল তা খুবই বিশ্রী দেখাল। চিন্ময় ষড়যন্ত্র করলেও এত ক্ষতি হত না, যে ক্ষতিটা আপনারা করে দিলেন। কংগ্র‍্যাচুলেশানস, ইউ হ্যাভ জাস্ট টার্নড আ ডেঞ্জারাস আই.এন.জি.ও. ইনটু আ মার্টার। এত দিন আপনাদের সন্দেহের মূল জায়গা ছিল ইসকন। এখন কি আর 'ইসকনই তো চিন্ময়কে বহিষ্কার করেছে' এই যুক্তি বাজারে টিকবে? আপনারা গোটা হিন্দু কমিউনিটিকে ইসকনের পাশে দাঁড়াতে বাধ্য করছেন। আপনারা আমার মতো একজন ঘোরতর ইস্কন-বিরোধী হিন্দুকেও চিন্ময়ের পক্ষে স্ট্যাটাস দেওয়ার সামাজিক ও রাজনৈতিক কম্পালশান সৃষ্টি করে দিচ্ছেন। রংপুরের মহাসমাবেশে বৈষ্ণব, শাক্ত, শৈব, মতুয়া সব এক মঞ্চে দাঁড়িয়েছে, ইস্কনের পার্সিকিউশানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইস্কন-বিরোধীরাও। এই পদক্ষেপের পর কি তা আরও বাড়বে না? 
     
    আমার স্ট্যাটাস হা হা দিয়ে ভাসায়ে দেন। কারণ আমি খুব ভালো জানি, কাল যখন বিশ্বের ত্রিশ-চল্লিশটা দেশে ইস্কনের লোকজন একযোগে চিন্ময় বাবুর জন্য নেমে একটা ইন্টারন্যাশনাল নিউজ তৈরি করবে, তাকে একটা মর্ডান ডে চৈতন্য মহাপ্রভু বানায়ে তুলবে, সরকার প্রচণ্ড একটা পি.আর. ক্রাইসিসে পড়বে, তখন এই হা হা দেনেওয়ালারাই বিজ্ঞজনের মতো করে বলবে ইউনূস সরকার কেন যেন এই কাজটা করতে গেল! 
     
    জাতীয় পার্টির অফিস ভাঙচুর, সিপিবি-বাসদের নামে রিট করা, প্রথম আলোর অফিসের বাইরে ভাঙচুর করা, সারোয়ার ফারুকীয় নিয়োগরে অনর্থক জাতীয় ইস্যু বানানো এই কোনো হুজুগের পক্ষেই কেউ তিন দিনের বেশি থাকে নাই। এই ক্ষেত্রেও ঘটনা একই হবে। 
     
    শাহবাগে প্রতিবাদরত এক দল হিন্দু ছাত্রের উপর কে বা কারা আক্রমণ করেছে একটু আগে। এর বিচার হওয়া জরুরি। হিন্দু কমিউনিটিকে আস্থায় নেওয়া জরুরি। 
     
    কিছু দিন আগ পর্যন্ত কথায় কথায় সমন্বয়করা, অধিকার পরিষদের লোকজন মাঠে কলেজের ছেলেপেলেকে নামাত। আজ কলেজে কলেজে মব কালচার ঠেকাতে তাদের বৈঠক করতে হচ্ছে। 
     
    যে তরিকায় কাজ হচ্ছে, তা দূরদর্শী হচ্ছে না। আমি ক্ষুদ্র মানুষ, আপনারা অনেক পীর-মুনি-ঋষি-খলিফাই আমার লিস্টে আছেন। নিশ্চয়ই আপনাদের বিবেচনাবোধ আমার চেয়ে প্রখর।
     
    -লিখলেন বাংলাদেশের মেঘমল্লার বসু
  • | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ২৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৮744192
  • কি হিরণ্ময় নীরবতা। গুরুদের সব বারফট্টাই কোথায় এসে ফুস হয়ে যায় দেখতেও মজা।
  • দীপ | 2402:3a80:198d:eab4:778:5634:1232:***:*** | ২৭ নভেম্বর ২০২৪ ০১:৩৬744196
  • কেন সেদিন বাংলাদেশে ছাত্র আন্দোলন সমর্থন করিনি এবার বুঝুন। ইউনিসের নেতৃত্বে আরেকটা সিরিয়া বানিয়ে ছেড়েছে দেশটাকে। এই দেশের বামেরা অবশ্যি ঝান্ডা নিয়ে নেমে গেছিল আন্দোলনের স্বপক্ষে। হাসিনার সময় যেটুকু ধর্মান্ধতা ছিল আজ বর্বরতায় নেমে গেছে। আমি না ইস্কন পছন্দ করি, না মোল্লাতন্ত্র। এখানের যে মুসলমান ভাইরা সাথে বামেরা গাজা নিয়ে ডুকরে কেঁদে উঠেছিল তারাও অবাক ভাবে চুপ। এখানে বাধ্য হয়ে বিজেপি চিল্লাচ্ছে আর তাদের বাবারা দিল্লি তে প্যাঁচ কষছে। এদের কাছে হিন্দু কী মুসলমান কোন ব্যাপার না। কোন দিকে ফায়দা সেটাই দেখে। আর তৃণ? হে হে আদানি ইস্যুতেই বুঝিয়ে দিয়েছে তারা কংগ্রেসের পাশে নেই। বাংলাদেশে সংখ্যালঘু কারুর ভোট ব্যাঙ্ক না। অতএব সেই নিয়ে মাথা ব্যথা ও নেই। 
    #ভেনোচরিতকতা
  • বঙ্গবাবু | 2405:8100:8000:5ca1::3c0:***:*** | ২৭ নভেম্বর ২০২৪ ০৭:৫৯744197
  • সব মুদির চক্রান্ত। ইসলামোফোবিয়া। ফ্যাসিস্ট আরএসএস নিপাত যাক। বইমেলায় বাংলাদেশের বই না এলে বয়কট করব, হ্যাঁ।
  • দীপ | 2402:3a80:196f:3332:878:5634:1232:***:*** | ২৭ নভেম্বর ২০২৪ ২০:১৩744198
  • হাসিনা সরকারের পতনের জন্য জঙ্গিরা ছাত্র নিধন করেছিল, সেটি ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ। ছাত্র নিধন করেছে হাসিনা, এই গুজব ছড়িয়ে জনগণের সমর্থন আদায় করা হয়েছিল। 
    এবারের সাইফুল হত্যাও মেটিকুলাস ডিজাইনের অংশ। ইসকনকে নিষিদ্ধ করার জন্য  সাইফুলকে নিধন করেছে জঙ্গিরা। সাইফুলকে নিধন করেছে হিন্দুরা, এই গুজব ছড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে জনগণের সমর্থন আদায় করা হয়েছে।
     
    -তসলিমা
     
    বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে আলোচনার অর্থ ট্রোলিং/স্প্যামিং! 
    বাপরে বাপ, কি জ্ঞান!
     
     
  • ভুসুকু | 165.***.*** | ২৭ নভেম্বর ২০২৪ ২১:০৭744199
  • আলোচনা আর ফেসবুক থেকে কপি করার মধ্যে একটা তফাত আছে।

    আগে মনে হতো এই তফাতটা যেকোন প্রাপ্তবয়স্ক মানুষ বোঝেন, তবে এখন সেই ধারনার পরিবর্তন হয়েছে।

    ফেসবুক বা অন্য যেকোন মাধ্যম থেকে মুক্ত কন্টেন্ট কপি করাতেও দোষের কিছু নেই, তবে কেউ যখন অনবরত তাই করতে থাকেন, তখন তাঁর 'আলোচনা'র খুঁটিনাটি বিষয়ে নজর পড়ে।

    (তবে বিপ্লবদা এমজাল টইয়ে যা করেছেন তাও কিছুটা এই লাইনেই পড়ে। একটা থ্রেডে লোকজন নিজের মত মৌলিক লেখাপত্র করছিল, সেখানে পাতার পর পাতা, অত্যন্ত ভালো ভালো হলে, বিখ্যাত কবিদের কবিতা পোস্ট করে, একাধিক অনুরোধ উপেক্ষা করে টইটাকে ভোগে পাঠানোর কথা মনে পড়লে এখনও খারাপই লাগে।)
  • ভুসুকু | 165.***.*** | ২৭ নভেম্বর ২০২৪ ২১:১১744200
  • অত্যন্ত ভালো ভালো হলে *হলে
  • দীপ | 2401:4900:3fbb:9238:3e59:932a:8b71:***:*** | ২৭ নভেম্বর ২০২৪ ২৩:৪৪744201
  • মুসলমানের অন্যায় দেখলে সেটা অন্যায় বলার সাহস না থাকলে আপনি মানুষ না। আমি হিন্দু অন্যায় নিয়ে বললে দাঁত কেলিয়ে চলে আসেন। হিন্দু অন্যায় করলে সেটা যেমন অন্যায়, মুসলমান করলেও সেটা অন্যায়। আপনি গাজা নিয়ে ডুকরে কাঁদবেন, কোবতে লিখবেন আর মুসলমান কাউন্সিলর অবৈধ বাড়ি ভাঙতে গেলে সরকারি কর্মীদের খিস্তি দেবে, এটা চলবে না। আমি অবাক হয়ে দেখি মুসলমানের বিরুদ্ধে বললেই সাম্প্রদায়িক তকমা লাগানো হয়। অদ্ভুত ব্যপার, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে মুসলমানরা প্রায় সবাই চুপ। তারা বাঙালি না? তাহলে কি ধরে নেবো, বাঙালি কালচারের থেকে ধর্মের নিরিখে আরব কালচার বেশি প্রিয়?  আরব পোঁছে এদের? সেখানে গান বাজনা হয়, ফ্যাশান শো হয়। পাকিস্তান অব্দি এদের থেকে উন্নত। যে পাকিদের  হাতে এত অত্যাচারিত  হয়েছে , আজকের বাংলাদেশ তাদের কাছের লোক মনে করছে। আজ যদি প্রশ্ন করি এত বাঙালি নাম থাকতে কী কারণে আরব নাম রাখা হয় মুসলমানদের? মুসলমানরা নিজেদের বাঙালি মনে করে না? হুমায়ুন কিসের ভরসায় বলে মুর্শিদাবাদে, চাইলে সব হিন্দু কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি? কোন প্রতিবাদ, সাসপেন্ড কিছু হয়েছে?  একটা বিবৃতি আছে সরকারের? কী দেবে? দিতে গেলেই তো মুসলমান আক্রমণের নিন্দা করতে হবে। করলেই ভয়, যদি ভোট ব্যাঙ্ক হাতছাড়া হয়ে যায়! কী হাস্যকর কথা, ছাত্র আন্দোলনের সময় সুপ্রিমো সাপোর্ট করে বসেছিল, এখন সেকেন্ড কমান্ডার বলছে দিল্লী যা করার করবে? এখন যদি দলে দলে হিন্দু বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে আসে কী হবে? যিনি আগ বাড়িয়ে সব বিষয়ে কথা বলেন, এই টুকু ক্ষমতা হলনা নিন্দা করার? আর বাম? সাধে এদের ভাম বলি! আজাদ কাশ্মীর চাইবে। গাজা নিয়ে হেঁটে পায়ে হাজা বানিয়ে ফেলবে, এখন মুসলমান নিন্দা করার বেলায় চুপ। শুয়োর গুলো গরু খেয়ে ধর্ম নিরপেক্ষতা দেখাবার পরেও মুসলিম ভোট পায়না। মানুষ এখন বুঝে গেছে এরা কী পরিমাণ ধান্দাবাজ। হিন্দুর নিন্দা করতে দাও, সব পাকা চুল রাস্তায় নেমে আসবে পতাকা নিয়ে, মুসলমানের নিন্দা করতে বললেই দে দৌড়! শালা হিপোক্রেট। আমি  বাপু হিন্দুর বদমাইশি দেখলেও খিস্তি দেই, মুসলমানের দেখলেও। তাই আমি ভীষন রকমের সাম্প্রদায়িক। যারা এই সুযোগে পারবেন কেটে পরুন। আমার এখানে চোদনামো হয় না।
    #ভেনোচরিতকতা
     
    গালাগালিগুলোর জন্য আন্তরিক দুঃখিত।
  • দীপ | 2402:3a80:198b:e697:678:5634:1232:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ১৪:৪৬744203
  • যথারীতি পোষ্যকুল বেনামে নেমে পড়েছে! এতোটাই মেরুদণ্ডহীন!
    তবে মনে হচ্ছে ভুসুকুকে চিনতে পেরেছি! এই বলেছিলো হিন্দুরা টাকার লোভে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে!
    এদের জানোয়ার বললে জানোয়ারদের অপমান করা হয়!
  • দীপ | 2402:3a80:1968:12ae:578:5634:1232:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ২০:২৯744207
  •  মহাবিপ্লবী বিশু নন্দের থিয়োরি 
     
    "বাংলাদেশ নিয়ে ভারতীয় রাজনৈতিক দলগুলোর স্ট্যান্ড খুব খারাপ - জায়নিস্ট বিজেপির সঙ্গী প্রত্যেকেই। ইস্কনের দুষ্কর্মের সমর্থক প্রত্যেক রাজনৈতিক দল। শুধু ইস্কন ইস্যুই নয়, অভ্যুত্থান নিয়েও তাদের এক রা। শুধু অর্ণব গোস্বামীকে গালি দিয়ে কি হবে, আমার দেওয়ালে বিভিন্ন মাধ্যমের বাংলাদেশ নিয়ে যে সব মিডিয়া ক্লিপ আসে সে সব আরও ভয়ঙ্কর - কারন সেসবের মুখোশ 'সত্য' প্রকাশের।
     
    বাংলাদেশ বাবদে সাম্প্রতিক ভদ্রবিত্ত কলকাতার ভূমিকা খুব খারাপ। জুডাদের আন্দোলন চালাবার তরিকা বিস্ময়কর। এক দফা থেকে ঘড়ির ঘন্টা বাজানোয় আন্দাজ করা যায় কলকাতার আন্দোলন বাংলাদেশ অনুপ্রাণিত - তবে মাইনাস গণমানুষ। যে গণ বাংলাদেশে অভ্যুত্থান করে সরকার প্রধানকে দেশ ছাড়া করল কলকাতার আন্দোলনে সেই গণের চোখে পড়া অনুপস্থিতি থেকে পরিষ্কার আন্দোলনের রাশ নবজাগরণী প্রগতিশীল হিলেলি-মুলেলি-কাবাবদের নিয়ন্ত্রণে ছিল, তারা সে লাগাম হাতছাড়া হতে দেয় নি। অভ্যুত্থান উত্তর বাংলাদেশ নিয়ে স্থিতাবস্থার প্রতীক কলকাতার ভদ্রবিত্তর অবস্থান আরও ভয়ঙ্কর - তিনু-বাম-ডান-মধ্য-লিবুরা প্রত্যেকেই অদ্ভুতভাবে বিজেপিভাষী। 
    লিবু-বামেরা [সঙ্ঘ-ইস্কনের সহায়তায়] বাংলাদেশ আওয়ামি লিগ (পশ্চিমবঙ্গ) শাখা খোলার কথা ভাবতে পারেন।"
     
    এখানেও অনেকেই এসব থিয়োরি নামায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন