চারিদিকে সুগাঢ় মেরুন গোলাপের মাঝে,সে জুঁইফুলের মতো ফুটে ছিল।
কিচ্ছু বলেনি সে,একটা কথাও না,
কিন্তু তার ফুটে থাকা প্রতিটি মুহূর্ত চপেটাঘাত ছিল;
অনুচ্চারিত প্রতিটি শব্দ বলছিল,
"না তুমি সব জয় করতে পারোনি,এক খন্ড জমি আছে,যেখানে আমি ফুটে আছি।"
সে অভিজাত সমাজে খুব সুন্দর, সুগন্ধী,বিরল কিংবা দামী বলে খ্যাত ছিল না,
শুধু কিছু অশিক্ষিত মূর্খ লোক ছিল,
আর ছিল আমার মতো কয়েকজন পাগলাটে কবি,
যারা জনপ্রিয় নয়,স্নিগ্ধ সৌন্দর্য্য খুঁজত,
তারা মাঝে মাঝে জল দিত তাতে,
আর পরে কয়েকজন বিপ্লবী এসেছিল,
ওরা পূজা করত ওর,
বিপ্লবের প্রতীক হিসেবে।
কিন্তু না,অভিজাত ফুলের মর্যাদা ও পায়নি।
সে তো চায় না তা,
সে শুধু ফুটে থাকতে চায়,
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই আগ্রহী,
লোকে কি বলে তা নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়!
যাদের অঢেল সময় তাদের স্বীকৃতি দরকার,
তা ওদেরই থাক,
আমার জুঁইফুল শুধু টিকে থাক,
ওদের বলে দিও,
আমরা হার মানব না।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।