এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ডাক্তারগুলা চিল্লায় ক্যান?

    PRABIRJIT SARKAR লেখকের গ্রাহক হোন
    ১৫ অক্টোবর ২০২৪ | ৩৪৩ বার পঠিত
  • লিখেছেন কৌশিক দত্ত:
    বিচারের দাবিতে আমি কেন পথে নামব?
    কারণ এই আন্দোলন হেরে গেলে, অপরাধচক্রগুলো বেঁচে গেলে আমরা কেউ নিরাপদ নই। যে-কোনওদিন, যে-কেউ ধর্ষিত বা নিহত হতে পারি।
    একটা মেয়ের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে এত হাঙ্গামা কেন?
    তিলোত্তমা হত্যাকাণ্ড হিমশৈলের চূড়ামাত্র। অজস্র অপরাধের একটা, যা ভয়াবহতার কারণে সকলকে নাড়িয়ে দিয়েছে। এরকম ঘটনা প্রতি মাসে বা সপ্তাহে ঘটার সম্ভাবনা প্রবল। সেগুলোকে আটকানোর জন্যই আন্দোলন।
    কোন দলের আন্দোলন এটা?
    আন্দোলনের পাশে দাঁড়ানো অগণিত মানুষের অনেকেরই নানারকম রাজনৈতিক আনুগত্য বা বিশ্বাস থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত আন্দোলনটি নিজের অদলীয় চরিত্র ধরে রেখেছে।
    এ তো এলিটদের আন্দোলন!
    তাই কি? যে তিনজন গরিব ম্যাটাডোর ড্রাইভারকে মিথ্যা কেস দিল পুলিশ, তাঁরা ধনী এলিট ছিলেন? কুলতলির বালিকা?
    এ আন্দোলন কি কর্পোরেট স্বার্থে নয়?
    ঠিক উল্টো। একে তো প্রাইভেট হাসপাতালের চিকিৎসক বেশিরভাগ দু-মাস ধরে রাস্তায়। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল দশ দফা দাবি। পড়ে দেখুন। বেশিরভাগই জনস্বাস্থ্য সংক্রান্ত। সেগুলো পূর্ণ হলে সরকারি চিকিৎসায় মানুষের আস্থা বাড়বে, পরিষেবা উন্নত হবে এবং কর্পোরেটমুখী রোগী কমবে। বরং যারা এই অব্যবস্থা বজায় রাখতে চাইছে, তারাই কর্পোরেট স্বার্থে কাজ করছে৷
    ডাক্তারদের নিরাপত্তার দাবিগুলো নিয়ে আমি কেন মাথা ঘামাব?
    কারণ এগুলো হাসপাতালের নিরাপত্তার দাবি এবং অপরাধচক্র ভেঙে ফেলার দাবি। হাসপাতালে আপনিও এখন নিরাপদ নন। রোগিণীও ধর্ষিতা হতে পারেন। আজ সকালে এসএসকেএম হাসপাতালে হকিস্টিক হাতে তাণ্ডব চালিয়ে বহিরাগত গুণ্ডারা মাথা ফাটিয়েছে এক রোগীর আত্মীয়ের। সুতরাং নিরাপত্তার দাবি সবাইকে বাঁচানোর জন্য।
    এসব অপরাধের ভুক্তভোগী ডাক্তারেরা এতদিন মুখ খোলেননি কেন?
    কেউ মুখ খোলেননি, তা নয়, তবে অনেকেই পারেননি। কেন? আতঙ্কে। তিলোত্তমার অবস্থা দেখে বুঝতে পারছেন, আতঙ্কটা কেমন ছিল? সেইজন্যই এর নাম ‘’থ্রেট কালচার”।
    আন্দোলন করে লাভ কী হল? বিচার তো হয়নি।
    ধর তক্তা মার পেরেক বিচার দাবি করা হচ্ছে না। বিচার সম্পূর্ণ হতে সময় লাগবে। তদন্ত এবং বিচার যাতে হয় আদৌ, তা নিশ্চিত করতে আন্দোলন চলছে এবং চলবে। কিছুটা তো এগোনো গেছে। সব প্রমাণ লোপ করে মাত্র একজনকে ‘ধনঞ্জয়’ বানানোর চেষ্টায় রত কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার গেছে। সিবিআই পুরোপুরি ভরসাযোগ্য না হলেও এক্ষেত্রে মন্দের ভাল। সুপ্রিম কোর্ট নিজেকে জড়াতে বাধ্য হয়েছেন আন্দোলনকারীদের প্রবোধ দেওয়ার জন্য। কয়েকজন অন্তত গ্রেফতার হয়েছে, পুলিশ আধিকারিক-সহ। খেয়াল করুন লালবাজার অভিযানের সময় সন্দীপ ঘোষ এবং কালীঘাটের ব্যর্থ বৈঠকের রাতে টালা থানার ওসি গ্রেফতার হয়। অন্তত কিছু অভিযুক্তকে পদ থেকে সরাতে সরকার বাধ্য হয়েছে। এতদিনে নিরাপত্তার প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। দুর্নীতির মামলাও সিবিআইয়ের হাতে গেছে, যা রাজ্য সরকার এতদিন চাপা দিয়ে রেখেছিল। বিভিন্ন কলেজ কমিটি থ্রেট সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকার করেছে এবং কয়েকজনকে শাস্তি দিয়েছে। এতদিন বিভিন্ন রাজনৈতিক দল মিলেও এগুলো অর্জন করতে পারেননি। সবচেয়ে বড় কথা অসংখ্য মানুষকে জাগিয়ে তোলা গেছে। একমাত্র বহু মানুষের বিবেক জাগলেই সমাজ বদলায়।
    তাহলে চাইছেন কী? মুখ্যমন্ত্রী বা শাসকের নতুন নাম?
    শুধু শাসকের নাম বদল নয়, চরিত্র বদল চাইছি। অফিসে যেই থাকুন, তাঁরা যেন মানুষের হয়ে কাজ করতে বাধ্য হন, ক্রিমিনালদের হয়ে নয়। সরকারি কুর্সিকে রাজসিংহাসন ভাবা চলবে না।
    from কৌশিক দত্ত

     https://www.4numberplatform.com/?p=37808&fbclid=IwY2xjawF6supleHRuA2FlbQIxMAABHeVLauq8AeJNltyvhBYID-RTXlhD1HkZ0gCl3vhXeAByiHvqT9NxHByXuQ_aem_LkF3Qz7IK6PT1VXgIW_ftA
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছোট্ট প্রশ্নাবলী | 2409:40e0:46:d163:bc28:b4ff:fe65:***:*** | ১৫ অক্টোবর ২০২৪ ০৯:৫৭538530
  •  
    'শুরুতেই এটা পরিষ্কার হওয়া দরকার যে আন্দোলন “ডাক্তার বনাম অডাক্তার” নয়, বরং এক অচিকিৎসক সিভিক ভলান্টিয়ারকে (যে ব্যক্তি হিসেবে একেবারেই ভাল নয়) একমাত্র অপরাধী বানিয়ে সরকারপক্ষ যখন তাৎক্ষণিক এনকাউন্টার বা এক সপ্তাহের মধ্যে ফাঁসির নিদান দিচ্ছিলেন, তখনই চিকিৎসকেরা রুখে দাঁড়িয়ে “প্রকৃত অপরাধী সকলের” শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন, এটা জেনেই যে এর ফলে কয়েকজন চিকিৎসক দোষী সাব্যস্ত হবেন। অর্থাৎ চিকিৎসকেরা লড়ছেন একটা নষ্ট সিস্টেম এবং কিছু ভ্রষ্ট চিকিৎসকের বিরুদ্ধেও, যাঁরা এই নষ্ট ব্যবস্থার অংশ।'

    লেখকের এই শুরুর অংশ পড়েই হোঁচট খেতে হয়।

    এঁরা যদি জানেনই, তথ্যপ্রমাণ সহ, অন্য আর  কারা অপরাধী,  কেন তার সব বৃত্তান্ত সিবিয়াই আর কোর্টকে দিচ্ছেন না?
    দিলে তাঁদের সেই নিয়ে কী প্রতিক্রিয়া, সেটা খোলাখুলি জানাচ্ছেন না? 
    নাহয় পাব্লিকলিই প্রকাশ করুন।  কেন করছেননা, বলুনতো? এখন তো সব ভয় ভেঙ্গে গেছে। 

    নইলে সবকিছু তথ্যপ্রমাণ সহ না জেনে, শুধু ডাক্তাররা বলছেন বলে বিশ্বাস করে এই দাবিতে সকলকে গলা কেন মেলাতে হবে? বিষাণ বসুও সেই একই দাবি করেছিলেন, পক্ষ বেছে নেওয়ার লেখায়। 

    এই দিনের পর দিন এত অনিয়ম, এই এত ডাক্তার যে টুকে পাস করে টাকা দিয়ে বেরিয়ে গেল, আজ প্রাক্টিসও করছে, তাদের নাম ধরে সবাইকে চিহ্নিত করিয়ে রেজিস্ট্রেশন ক্যান্সেল করাচ্ছেন না কেন? 
    আপনারা এতদিন সবই জানতেন, অথচ বলতে ভয় পেতেন?  কোথায়,আরজিকরে তো ঝামেলা প্রতিবাদ লেগেই থাকত,  গত কয়েক বছর ধরেই, ভয়ের চোটে সেসব কোন প্রতিবাদে কোন খামতি ছিল না। সেইসব প্রতিবাদে একটিবারও এইসব ইস্যু আসেনি কেন, ডাক্তারবাবু? আপনারা অন্যত্র কর্পোরেটের নিরাপস ছত্রছায়ার থেকে এইসব প্রতিবাদ নিয়ে বলেননি কেন ডাক্তারবাবু? আপনারা সরকারের বিরুদ্ধে মুখ খোলেননি তা তো নয়, মুখ খোলার জায়গা ছিলবা, তা তো নয়। নিজেদের কাউন্সিল নির্বাচনের দুর্নীতি নিয়ে খুবই সরব ছিলেন, সেই নির্বাচনের ইস্যুতে এসব আসেনি কেন?

    আর কর্পোরেট স্বার্থ না থাকলে কর্পোরেট হাস্পাতাল নিয়ে দাবি নেই কেন?  কাল তো মুকুন্দপুরের আমরিতেও ভাংচুর হল। আমরির ডাক্তারবাবুরা কর্মবিরতি করেছেন?  এই লেখক ডাক্তারও তো আমরিতেই কর্মরত। এত হোলিয়ার দ্যান দাউ আটিচুড যে লেখকের, তিনি বুকে হাত দিয়ে বলুন, নিজে যে বেসরকারি সিস্টেমে কাজ করেন, সেটা ধোওয়া তুলসিপাতা?  রোগিদের এক্সপ্্লয়টেশন হয়না?  এত হাজার হাজার টাকা কেন ভিসিটে দিতে হয়, লাখ লাখ টাকা হাস্পাতালে প্রসিডিওরে?  স্বাস্থ্য সাথী নেন নিয়মিত?  গরীম মানুষ কেমন ট্রিটমেন্ট পান?  ম্যানেজমেন্টের টার্গেট থাকেনা?  ম্যানেজমেন্ট কি বিপুল লাভ ঘরে তোলেন না?  অনর্থক বিল বাড়ানো হয়না?  
    এতই টনটনে নৈতিকতা বোধ থাকলে 

    ডাক্তাররা জানেননা?  কিছু বলেছেন?   উলটে এই সরকার ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট এক্ট আনায় তো ক্ষোভ উগড়ে দিয়েছেন। আপনাদের আগের সব আন্দোলন তো ছিল পেশেন্ট পার্টির আচরণের বিরুদ্ধেই।

    আর শেষমেশ আরো দুটি ছোট্ট প্রশ্ন রইল।  

    এক, আমরির অগ্নিকাণ্ডে কে কে কী শাস্তি পেয়েছিলেন? কাদের দোষে অত রোগীর প্রাণ গেল, একটু জানাবেন?  আপনি তো ওখানেই কর্মরত, বিস্তারিত নিশ্চয় জানবেন।

    দুই, কোরপান শাহের হত্যায় অপরাধী কারা ছিল, সেই নামগুলো আর তাদের কী শাস্তি হয়েছে এবং তাঁরা এখন কোথায়?  ডাক্তারি ফ্রাটার্নিটিতে অবশ্যই জানার কথা।

    আপনি চরম বিবেকবান, নৈতিক, সৎ, আদর্শ ডাক্তার ( অন্তত সেরকমই ফুটে ওঠে) বলেপ আপনাকেই এই প্রশ্নগুলো সঠিক উত্তরের আশায় করলাম, ডাক্তারবাবু। 
     
  • Ranjan Roy | ১৬ অক্টোবর ২০২৪ ১১:৩৯538556
  • এই ডাক্তারবাবু কে?
    কৌশিক দত্ত? প্রবীরজিৎ সরকার? বুঝতে পারছিনা। 
  • হিজি-বিজ-বিজ  | 2603:8000:a403:4186:bdb6:6a8e:167b:***:*** | ১৬ অক্টোবর ২০২৪ ১১:৫১538557
  • @রঞ্জন দা ,   কৌশিক দত্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন