'শুরুতেই এটা পরিষ্কার হওয়া দরকার যে আন্দোলন “ডাক্তার বনাম অডাক্তার” নয়, বরং এক অচিকিৎসক সিভিক ভলান্টিয়ারকে (যে ব্যক্তি হিসেবে একেবারেই ভাল নয়) একমাত্র অপরাধী বানিয়ে সরকারপক্ষ যখন তাৎক্ষণিক এনকাউন্টার বা এক সপ্তাহের মধ্যে ফাঁসির নিদান দিচ্ছিলেন, তখনই চিকিৎসকেরা রুখে দাঁড়িয়ে “প্রকৃত অপরাধী সকলের” শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন, এটা জেনেই যে এর ফলে কয়েকজন চিকিৎসক দোষী সাব্যস্ত হবেন। অর্থাৎ চিকিৎসকেরা লড়ছেন একটা নষ্ট সিস্টেম এবং কিছু ভ্রষ্ট চিকিৎসকের বিরুদ্ধেও, যাঁরা এই নষ্ট ব্যবস্থার অংশ।'
লেখকের এই শুরুর অংশ পড়েই হোঁচট খেতে হয়।
এঁরা যদি জানেনই, তথ্যপ্রমাণ সহ, অন্য আর কারা অপরাধী, কেন তার সব বৃত্তান্ত সিবিয়াই আর কোর্টকে দিচ্ছেন না?
দিলে তাঁদের সেই নিয়ে কী প্রতিক্রিয়া, সেটা খোলাখুলি জানাচ্ছেন না?
নাহয় পাব্লিকলিই প্রকাশ করুন। কেন করছেননা, বলুনতো? এখন তো সব ভয় ভেঙ্গে গেছে।
নইলে সবকিছু তথ্যপ্রমাণ সহ না জেনে, শুধু ডাক্তাররা বলছেন বলে বিশ্বাস করে এই দাবিতে সকলকে গলা কেন মেলাতে হবে? বিষাণ বসুও সেই একই দাবি করেছিলেন, পক্ষ বেছে নেওয়ার লেখায়।
এই দিনের পর দিন এত অনিয়ম, এই এত ডাক্তার যে টুকে পাস করে টাকা দিয়ে বেরিয়ে গেল, আজ প্রাক্টিসও করছে, তাদের নাম ধরে সবাইকে চিহ্নিত করিয়ে রেজিস্ট্রেশন ক্যান্সেল করাচ্ছেন না কেন?
আপনারা এতদিন সবই জানতেন, অথচ বলতে ভয় পেতেন? কোথায়,আরজিকরে তো ঝামেলা প্রতিবাদ লেগেই থাকত, গত কয়েক বছর ধরেই, ভয়ের চোটে সেসব কোন প্রতিবাদে কোন খামতি ছিল না। সেইসব প্রতিবাদে একটিবারও এইসব ইস্যু আসেনি কেন, ডাক্তারবাবু? আপনারা অন্যত্র কর্পোরেটের নিরাপস ছত্রছায়ার থেকে এইসব প্রতিবাদ নিয়ে বলেননি কেন ডাক্তারবাবু? আপনারা সরকারের বিরুদ্ধে মুখ খোলেননি তা তো নয়, মুখ খোলার জায়গা ছিলবা, তা তো নয়। নিজেদের কাউন্সিল নির্বাচনের দুর্নীতি নিয়ে খুবই সরব ছিলেন, সেই নির্বাচনের ইস্যুতে এসব আসেনি কেন?
আর কর্পোরেট স্বার্থ না থাকলে কর্পোরেট হাস্পাতাল নিয়ে দাবি নেই কেন? কাল তো মুকুন্দপুরের আমরিতেও ভাংচুর হল। আমরির ডাক্তারবাবুরা কর্মবিরতি করেছেন? এই লেখক ডাক্তারও তো আমরিতেই কর্মরত। এত হোলিয়ার দ্যান দাউ আটিচুড যে লেখকের, তিনি বুকে হাত দিয়ে বলুন, নিজে যে বেসরকারি সিস্টেমে কাজ করেন, সেটা ধোওয়া তুলসিপাতা? রোগিদের এক্সপ্্লয়টেশন হয়না? এত হাজার হাজার টাকা কেন ভিসিটে দিতে হয়, লাখ লাখ টাকা হাস্পাতালে প্রসিডিওরে? স্বাস্থ্য সাথী নেন নিয়মিত? গরীম মানুষ কেমন ট্রিটমেন্ট পান? ম্যানেজমেন্টের টার্গেট থাকেনা? ম্যানেজমেন্ট কি বিপুল লাভ ঘরে তোলেন না? অনর্থক বিল বাড়ানো হয়না?
এতই টনটনে নৈতিকতা বোধ থাকলে
ডাক্তাররা জানেননা? কিছু বলেছেন? উলটে এই সরকার ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট এক্ট আনায় তো ক্ষোভ উগড়ে দিয়েছেন। আপনাদের আগের সব আন্দোলন তো ছিল পেশেন্ট পার্টির আচরণের বিরুদ্ধেই।
আর শেষমেশ আরো দুটি ছোট্ট প্রশ্ন রইল।
এক, আমরির অগ্নিকাণ্ডে কে কে কী শাস্তি পেয়েছিলেন? কাদের দোষে অত রোগীর প্রাণ গেল, একটু জানাবেন? আপনি তো ওখানেই কর্মরত, বিস্তারিত নিশ্চয় জানবেন।
দুই, কোরপান শাহের হত্যায় অপরাধী কারা ছিল, সেই নামগুলো আর তাদের কী শাস্তি হয়েছে এবং তাঁরা এখন কোথায়? ডাক্তারি ফ্রাটার্নিটিতে অবশ্যই জানার কথা।
আপনি চরম বিবেকবান, নৈতিক, সৎ, আদর্শ ডাক্তার ( অন্তত সেরকমই ফুটে ওঠে) বলেপ আপনাকেই এই প্রশ্নগুলো সঠিক উত্তরের আশায় করলাম, ডাক্তারবাবু।