এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • ভাষার হিংস্রতা

    অনিচ্ছুক
    আলোচনা | রাজনীতি | ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৩৮৪ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • ভাষার হিংস্রতা নিয়ে সবার-ই ভাববার দরকার আছে। শব্দের ব্যবহারিক প্রয়োগের সুবিশাল অত্যাচারের ইতিহাস তার সাক্ষী। হয়তো আমাদের অবচেতনেই সেই হিংস্রতা বাসা বেঁধে থাকে। আমরা অক্লেশে বলে ফেলি 'অমুক খেলোয়াড় আজ জাত চিনিয়ে দিলেন', 'চায়ে চুধ মিশিয়ে জাত নষ্ট' - সেই সব-ই বর্ণপরিচয়ের সূক্ষ্ম মোহ। আর তার ভেতর থেকে উঁকি দেয় প্রাচীন হিংস্রতা। ঠিক যেরকম এখন চলছে প্রতিনিয়ত। এগুলি প্রচন্ড প্রহারের মত হিংসা নয়, এগুলি প্রাত্যহিক দোতলা থেকে ছুঁড়ে দেওয়া জঞ্জালের মত, মশার কামড়ের মত। ভিকটর ক্লেম্পারের বলেছিলেন, 

    "It's not the big things that are important, but the everyday life of  tyranny, which may be forgotten. A thousand mosquito bites are worse than a blow on the head. I observe, I note, the mosquito bites." 

    এইসব অপমান ঐ সহস্র মশার কামড়। জ্বলুনি হয়। রাগ হয়। তার থেকেও বড়ো কথা দমবন্ধ লাগে। বারংবার মনে হয়,  এই কী প্রতিবাদের ভাষ্য না ভায়োলেন্ট স্পিচ? এ কি শুধু ব্যাঙ্গ না ডমিনেট করার টুল? 

    প্রাজ্ঞ লোকে বলবেন, কৈ না তো। ঐ স্লোগান তো আমিও শুনি, আমার তো কানে লাগে না। আমার আপত্তি হয় না "ছোটোলোক" শুনে, "হাওয়াই চটি" শুনে, "টালির চাল" নিয়ে বিদ্রূপ শুনে। তারা বলবেন, তাদের কানে লাগে না মহিলা রাজনীতিকদের "আপা", "পিসি", "তাই" বলে সম্বোধন। স্বাভাবিক লাগে। লাগবেই। চোখে পড়ে না, যেগুলি আদতে ছিল স্নেহের সম্পর্ক, স্লোগানে তা কেমন ভাবে বদলে গেছে তাচ্ছিল্যে। আরে, চটি মানে তো চটি-ই, পিসি মানেও তো অভিধানেই আছে, তাছাড়া উনি তো "ভাইপো"-র "পিসি"। ইন্ট্রিনজ়িক্যালি শব্দগুলো তো বাজে না। কিন্তু এইরকম একটা স্নেহের সম্পর্ক-কে রাতদিন ভিলিফাই করলে আমি ব্যক্তিগতভাবে কোথাও একটা বিপন্ন বোধ করি। আমার যেমন একমাত্র কাছের আত্মীয় ছিলেন পিসিই। এবার লোকে বলবে ধুত্তেরি এ তো তোর পিসিকে বলেনি। আমি জানি। কিন্তু কেন লোকে এই সম্বোধনগুলো করে সেটা বুঝি। বুঝি এইসব ডাক ভালোবাসার নয়, ভায়োলেন্সের।

    হ্যাঁ, ভাষা-হিংস্রতা বাংলা ভাষায় নতুন নয়। পাবলিক ট্রান্সপোর্টে যারা যাতায়াত করেছেন তারা জানেন। ময়দানে খেলা দেখতে যাওয়া লোক জানেন। রাজনৈতিক পরিসরেও নয়। এপার অথবা ওপারে। বাংলাদেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের সময়ের স্লোগান দেখে চমকে উঠেছিলাম মনে পড়ে। রাজপথে হাতে লেখা পোস্টার ‘পুলিশ কোন চ্যাটের বাল’, ‘পাতার নাম পুদিনা পুলিশ তোমায় …’। গতকাল দেখলাম তার-ই সামান্য ভাঙা প্রতিবিম্ব, অভিনেত্রী দেবলীনা দত্ত গাইছেন, “পুলিশের গালে গালে, চটি মারো তালে তালে।“ তারও কয়েকদিন আগে এক গেরুয়া ছাত্রনেতা পুলিশকে চুড়ি পরতে বলেছিলেন জলকামানের গোলা খেয়ে। আর … আমেরিকা বা পশ্চিম দেশে কী হয় সে প্রসঙ্গ এড়িয়েই গেলাম, কারণ সে তো আমার ভাষা নয়, এবং তার হিংসার ইতিহাস আরও ব্যাপক। 
     
    কেউ হয়তো বলবেন এইসব পোলিটিক্যাল কারেক্টনেস। এই সব ছিদ্রাণ্বেষণ। এবং তোমাদের তো সবেতেই বড্ডো বাড়াবাড়ি। কেউ বলবেন, ভাষা কি আর সত্যিই হিংস্র? সে কী শারীরিক আঘাতের সমতুল? এই প্রসঙ্গে ভিটগেন্সটাইনের ল্যাঙ্গোয়েজ-গেম স্মর্তব্য, যার গোড়ার কথা এই যে শব্দের অর্থ সততই ম্যালিএবল, শেপ-শিফটিং, এবং কনটেক্সট-নির্ভর। অপমানজনক লাগছে কি না বুঝতে গেলে আভিধানিক অর্থ নয়, বুঝতে হবে কনটেক্সট।

    এবং বুঝতে হবে এ বিষয়ে ঐকমত্য সম্ভব না।
     
    "When Milo Yiannopoulos says “feminism is cancer,” for instance, it may be heard differently by Haidt and Lukianoff than by Lisa Feldman Barrett. As white men, Haidt and Lukianoff likely don’t have a reference point to understand what it feels like for a woman to hear these words. They won’t cut the same way.

    For people who occupy positions of power in society, there may not be a single word they would ever consider violence. But that doesn’t mean other people can’t legitimately experience some speech as violence."
     
    তাই, যদি আমি বলি আমার ভয় করে আপনাদের এই প্রখর রাজনৈতিক বাস্তবতায়, আপনাদের ঐ বুটপরা পদধ্বনির আওয়াজে, আর আপনাদের ঐ যূথবদ্ধ হিংস্র ভাষায়ও - আপনি হর্গিজ় বলতে পারেন না, না, সে ভয় অমূলক। 
     

    উপরের উক্তিটি নেওয়া এই লেখাটি থেকে। পড়ার অনুরোধ রইলো। 
    "Wittgenstein on Whether Speech Is Violence," When is speech violence? Sometimes. It depends. That’s a complicated question. (https://daily.jstor.org/wittgenstein-whether-speech-violence/)

     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:196c:2321:778:5634:1232:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০743701
  • সবচেয়ে মজার ব্যাপার, শাসক ও তার আশ্রিত স্তাবকবৃন্দ যখন একটার পর একটা কুৎসিত ব্যক্তিগত আক্রমণ করে, নোংরা গালাগালি দেয়; সে নিয়ে ভাষাতত্ত্ববিদ পণ্ডিত মৌনব্রত অবলম্বন করেন! 
    শাসকের ব্যবহৃত অসংখ্য কুৎসিত আক্রমণ নিয়ে একটা কথাও কিন্তু আপনি বলেননি!
     
  • ar | .***.*** | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৫:১৭743719
  • চাড্ডিদের দলপতির "দিদি-ও-দিদি" ক্যাটকল নিয়ে আপনি দু-চার লাইন লিখে প্রতিবাদ করে দিন!!!
  • ভুতুম | 103.24.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩743743
  • শাসক যখন বলে আমিই  সব,তখন যাবতীয়  অনাচারের প্রতিবাদে  সেই ব্যক্তির দিকেই প্রতিবাদ নিবদ্ধ হবে এটাই স্বাভাবিক।  এবার  নিজের হাওয়াই চটি ব্যবহারটাকে উনি নিজেই মার্কেটিং করে এসেছেন সারা জীবন এবং এখনো করেন। তাই চটি শব্দটিও আক্রান্ত হচ্ছে শ্লোগানে। এটা নিয়ে অত ত্যানা প্যাঁচানোর কিছু নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন