এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ডাক্তারদের আন্দোলন, রোগীর অসহায় অবস্থা এবং দুর্নীতি....

    RUPA MODAK লেখকের গ্রাহক হোন
    ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ৪৬১ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • ডাক্তাররা মেধাবী, এতে তো কোনো সন্দেহ নেই। পূর্বে মেডিক্যাল জয়েন্ট দিয়ে ডাক্তার হতো মাত্র ১০০০ জন, অত্যন্ত টাফ কম্পিটিশন ছিল। এখন ডাক্তারি সিট বাড়ায় ডাক্তার হওয়া তাও কিছুটা সহজ হয়েছে৷ টাকা থাকলে বড় কোচিং এ পড়ে অনেকেই ডাক্তারি পাচ্ছে সহজে। তাও মেডিক্যাল নীট দিয়ে ডাক্তারি পাওয়া খুবই উচ্চ মেধারই কাজ। চিকিৎসার পেশা অত্যন্ত দায়িত্বের পেশা। মানুষের জীবন ডাক্তারদের উপর নির্ভর করে। সেই জন্যই সরকারও একটা ডাক্তার তৈরি করতে ৩০ লাখ মতো টাকা খরচ করে। সেটা সাধারণ মানুষের টাকা। অন্য পেশার কাউকে তৈরি করতে সরকার এত খরচ করে কি? এত টাকা খরচ করে কারণ তারা সাধারণ মানুষের জীবন বাঁচায়।

    প্রতিটা পেশাই গুরুত্বপূর্ণ। এক পেশার উপর দাঁড়িয়ে সমাজ বা জীবন চলে না। একজন ডাক্তার থ্রেট দিলেন, সবাইকে দিনের শেষে ডাক্তারের কাছে আসতেই হবে৷ অবশ্যই সবাইকে তো ডাক্তারের কাছে যেতেই হবে৷ কিন্তু সেজন্য এমন ব্ল্যাকমেইল? এমন থ্রেট? সেই জন্যই সাধারণ মানুষের টাকায় ডাক্তার তৈরি হয়? বেসরকারিতে ডাক্তারি পড়তে এক থেকে দেড় কোটি লাগে লাগে। সরকার যদি এই টাকা নিতো? নেয়না তো, কারণ ডাক্তার তৈরি করা সরকারের কাজ। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াও ডাক্তারের কাজ।

    এবার কটা কথা বলা যাক। একটা পেশা যাকে নীচু চোখে দেখা হয়, মেথরের পেশা। ধরুন ওই থ্রেট দেওয়া ডাক্তারের বাড়িতে কমোড থেকে পায়খানা লিক করছে। পায়খানা গোলা জলে বাথরুম ভরে গেল। থ্রেট দিয়েছে ডাক্তার, তাই মন কষ্ট থেকে মেথররা বলল আমরা ওই ডাক্তারের বাড়ি গু পরিষ্কার করবো না, কেমন হবে? ধরুন পৌরসভা থেকে যারা বাড়ি বাড়ি গিয়ে ময়লা নেয়, তারা বলল ডাক্তারদের বাড়ি থেকে ময়লা নেব না। কি হবে? ধরুন কাজের লোক বলল- আমরা ওই বাড়িতে কাজ করতে যাবো না। কদিন কেএফসি হোক বা ভজহরি মান্নায় খাবেন? শরীর সুস্থ থাকবে তো ডাক্তারবাবু? বা, ডাক্তার ম্যাডাম?

    আপনার পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন বাঁচানোর কাজ৷ এই সুযোগ নিয়ে গরীব মানুষকে বিপদে ফেলছেন, সরকার কে ব্ল্যাকমেইল করছেন সরকারি স্বাস্থ্য পরিষেবাকে অচল করে দিয়ে? অন্য কোনো পেশায় এতটা ব্ল্যাকমেইলের সুযোগ নেই। কিন্তু আপনাদের আছে, তাই যা ইচ্ছে করবেন? গরীব ও নিম্ন মধ্যবিত্ত মানুষ কে মারবেন বিনা চিকিৎসায়- মানুষ দেখছে না?

    আপনাদের অনেক দাবিই ন্যায্য হয়ত৷ স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি নিশ্চয়ই আছে। কোন রাজ্যে নেই? সিন্ডিকেটও চলছে। কিন্তু সরকারকে চাপ দিতে গিয়ে কাদের ক্ষতি করছেন?

    গত কয়েকবছরে নীটের কারণে গরীব বাঙালি ছেলেমেয়েরা বা বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা বা গ্রাম-বাংলার ছেলেমেয়েরা ডাক্তার হওয়া কমে গেছে। আর্থ-সামাজিক ভাবে উপরের দিকের লোকজন ডাক্তার হওয়া অনেক বেড়ে গেছে। তাই কি এত গরীব বিদ্বেষ বাড়ছে? এত নাক উঁচু? এত ব্ল্যাকমেইল? এখন ডাক্তাররা কেউ কলকাতা থেকে দূরের জেলায় বা ব্লক হাসপাতালে যেতে চায় না। শোনা যায়, কলকাতার বাইরে পোস্টিং দিলেই অনেক ডাক্তার দুদিন চিকিৎসা করে ৫ দিন কলকাতায় থাকে। অনেকটা একারণেই জেলা বা মফস্বলের হাসপাতাল গুলো থেকে ভালো চিকিৎসা পায়না মানুষ। কলকাতায় এত রেফার কেন করা হয় জেলা থেকে? কেন আপনারা দায়িত্ব নিয়ে রোগীদের চিকিৎসা করেন না? জটিল রোগ হলে পিজি, এন আর এস, কলকাতা মেডিক্যালে পাঠাতেই হবে। কিন্তু ছোটো ছোটো কারণেও রেফার করেন কেন? ডাক্তারি কেন পড়েছেন? এই প্রশ্ন গুলো অন্যায্য?

    উত্তর প্রদেশ বা গুজরাট হলে এভাবে আন্দোলন করতে পারতেন? বুকে হাত দিয়ে বলুন৷ যতই ন্যায্য দাবি হোক - এভাবে ধর্ণা দিতে পারতেন অন্য রাজ্যে? পারছেন এটা বাংলা বলেই। তিলোত্তমার বিচারের দাবিতে AIIMS এর ডাক্তাররা ধর্মঘট বা আন্দোলন করেছিল। অমিত শাহের দিল্লি পুলিস ২১ জন ডাক্তারের নামে FIR করেছে। উত্তর প্রদেশে এসমা জারি করে আন্দোলন ভেঙেছে যোগীর পুলিস।

     বাংলার মানুষ আমরা, প্রতিবাদ সকলের রক্তে। আমরা কেউ চাইনা আপনাদের লাঠিপেটা করে আন্দোলন ভাঙুক সরকার।

    আন্দোলন করা আপনার অধিকার৷ দুর্নীতি বা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই বা তিলোত্তমার জন্য বিচার চাওয়া- সবই উচিত বা ন্যায্য কাজ। কিন্তু এতদিন চুপ করে সার্কাস দেখছিলেন? তিলোত্তমা ধর্ষণ ও খুন হওয়ার জন্য অপেক্ষা করছিলেন? কি অদ্ভুত কথা। তিলোত্তমার এই নারকীয় পরিণতি না হলে আপনারা কি মুখ খুলতেন? ভয়ে মুখ খুলতেন না? সিনিয়র ডাক্তারদের চাকরির ব্যাপার, কিন্তু তারাও তো মুখ খুলতে পারতেন। অনেক সরকার বিরোধী ডাক্তার সংগঠন এতদিন কি করছিল? আর জুনিয়র ডাক্তাররা কি করছিল? অনেকেই "টু পাইস" কামাইয়ের ধান্ধায় ছিলেন না তো? যারা প্রতিবাদ করে তারা ভয় উপেক্ষা করেই করে৷ আপনারা এখন এত শক্তি দেখাচ্ছেন, এত সাহস দেখাচ্ছেন যে সুপ্রীম কোর্টের নির্দেশ মানছেন না। এই সাহস দেড় মাস আগে কোথায় ছিল? মেরুদণ্ড কোথাও বন্ধক দেওয়া ছিল?

    ডাক্তাররা দুর্নীতি পরায়ণ না? নিজেদের মুখ আয়নায় দেখেছেন কখনও? ডাক্তারকে সাধারণ মানুষ আজকাল "ডাকাত" বলে কেন? যারা রাজনৈতিক কারণে বা শাসক দল বিরোধী বল সরকারক চাপে ফেলত আপনাদের ইন্ধন দিচ্ছে বা ধর্নামঞ্চে খাবার দিয়ে আসছে- তারাও আপনাদের সব সময়ই ডাকাত বা অমানুষ বলে। যেকোনো সরকারি হাসপাতাল ব বেসরকারি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রুগির পরিবারের কথা শুনুন, আপনাদের কতটা ঘৃনা করে বুঝবেন৷ বাধ্য হয়ে যেতেই হয়, তাই নিজেদের দুর্নীতি ও অমানবিকতাটা সহ্য করে নেয়।

    কয়েকটা পয়েন্ট এবার বলা যাক-

    ১. ওষুধ কোম্পানীর থেকে কত টাকা পান? কেন এত MR দের সাথে গা ঘষাঘষি? সবাই জানে।

    ওষুধ কোম্পানীর টাকায় ফ্ল্যাট, গাড়ি কেনা, বিদেশ যাওয়া বা পুরুষ ডাক্তার হলে অনেক সময় ওষুধ কোম্পানীর টাকায় দামি কলগার্ল নিয়ে বিলাস বহুল হোটেলে যাওয়া- এগুলো কি মানুষ জানে না?

    ২. প্যাথোলজি বা ল্যাব গুলোর সাথে এত লেনদেন কিসের? সামান্য শরীর খারাপ নিয়ে গেলে এত টেস্ট কেন? প্যাথলজি থেকে কামাই ভালোই হয় বলুন। অনেকে আবার রাখঢাক করেন না, পরিষ্কার বলে দেন যে ওই প্যাথলজি থেকেই টেস্ট করতে হবে।

    ৩. যারা আন্দোলনের পক্ষে, বা আন্দোলনে আছেন, এমন অনেক ডাক্তার নিয়ম করে চেম্বারে বা প্রাইভেট নার্সিংহোমে রোগী দেখছেন। এই সময় প্রাইভেটে রোগীও বাড়ছে৷ সরকারিতে মাইনে বা ভাতা তো পাচ্ছেনই। সাথে সরকারি পরিষেবা অচল থাকায় গত এক মাসে প্রাইভেটে ইনকাম অনেক বেড়েও গেছে- তাই না ডাক্তার বাবু? এত আরও অনেকদিন চললে কি মজা বলুন৷ কাজ না করে সরকারির মাইনে/ ভাতা সাথে বেসরকারিতে আরও বেশি ইনকাম। ওষুধ কোম্পানীগুলো থেকে মিডিয়ায় বিজ্ঞাপন দাতা বেসরকারি হাসপাতাল সকলেই খুশি আপনাদের প্রতি৷ আন্দোলন মিটে গেলে বিদেশ যাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে।

    ৪. অনেক ডাক্তার দুর্নীতির বিরুদ্ধে কি গলা ফাটাচ্ছে দেখে অবাক হয়ে যেতে হয়। তাদের সরকারিতে ডিউটি সকাল ৯- বিকাল ৫ টা। কিন্তু দুপুরে অন্য কোথাও ৩০-৪০ টা করে রোগী দেখে দিনে প্রায় সরকারি ডিউটি আওয়ার্সেই আরও ২০ হাজার কামিয়ে নিয়ে চলে আসছেন। এটা দুর্নীতি না? অন্যদিকে সরকারিতে বসতে আপনাদের কি ব্যথা! রোগীদের সাথে কি দুর্ব্যবহার! ১০ সেকেন্ডে রোগীকে দেখে ফেলা, তার সমস্যা বলত না দেওয়া, কথা বলতে গেলেই ধমক দেওয়া- মানুষ দেখে না কিছু?

    ৫. প্রাইভেট চেম্বার করে এমন ৯৯% ডাক্তার কোনো বিল দেয় না। মানে ইনকাম ট্যাক্স দেয় না ওই টাকার। একবেলায় ইনকাম ১০-৫০ হাজার টাকা ডাক্তার বিশেষে। শুধুমাত্র ক্যাশে টাকা নেয়। কার্ড এমনকি ফোন পে, গুগুল পে চলে না। এগুলো সব কালো টাকা। যদি সাধারণ মানুষ এই সমস্ত কালো টাকার বিরুদ্ধে সোচ্চার হয়? সরকারকে বাধ্য করে ডাক্তারদের কালো টাকা ধরতে অভিযান করতেই হবে?

    ৬. আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট- ডাক্তারদের একাংশ নাকি নার্সদের বা হাসপাতালের মহিলা স্টাফদের যৌন হেনস্থা করে৷ শোনা কথা৷ ঠিক কিনা আপনারাই বলতে পারবেন৷

    বিচার চান, আন্দোলন করুন। সকলের গণতান্ত্রিক অধিকার৷ তিলোত্তমার জন্য বিচার সব মানুষ চাইছে। সবাই৷ সাধারণ গরীব ও নিম্ন মধ্যবিত্ত মানুষও বিচার চাইছে। দুর্নীতির বিরুদ্ধে বলছে।

    কিন্তু আপনারা সেই মানুষকেই থ্রেট দিচ্ছেন। ভোগাচ্ছেন। চিকিৎসা না দিয়ে মেরে ফেলছেন। কেন? আপনার পেশা মানুষ বাঁচানোর পেশা তাই এই ব্ল্যাকমেইল করার সুযোগ পাচ্ছেন৷ অন্য কোনো পেশা হলে মানুষ কবেই বুঝে নিত৷

    আর গরীব মানুষক বিপদে ফেলবেন না। হাতজোড় করে অনুরোধ, কাজে ফিরুন৷ মানুষকে পরিষেবা দিন।

    সরকারকেও বলবো- দ্রুত আলোচনা করে স্বাস্থ্য ব্যবস্থাকে সচল ও দুর্নীতি মুক্ত করতে সদর্থক পদক্ষেপ নিন।।

    আমরা সাধারণ মানুষ হাসপাতালে স্বাভাবিক পরিষেবা চাই এবং তিলোত্তমার বিচার চাই।

    হাসপাতালে দালাল চক্র ভাঙুক। কাউকে যেন সরকারি হাসপাতালে বেড পেতে ঘুষ না দিতে হয়। কাউকে যেন এই হাসপাতাল বা ওই হাসপাতালে ইচ্ছাকৃত রেফার করা বন্ধ হয়। যেন বেসরকারিতে মৃতদেহকে আইসিউ তে রেখে আরও এক বা দুদিনের ভাড়া নেওয়া না হয়।

    আমরা সাধারণ মানুষ ভালো স্বাস্থ্য পরিষেবা চাই। ডাক্তারদের "ডাকাত" নয়, মানুষ রূপ দেখতে চাই।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঠিক | 2405:8100:8000:5ca1::165:***:*** | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:২১537726
  • খুব ঠিক লেখা। সাহস করে যে লিখতে পেরেছেন তার জন্যে কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
  • dc | 2402:e280:2141:1e8:ad37:f3fd:50d6:***:*** | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৬537727
  • এমনিতে এই লেখাটার সাথে একমত (একটা জায়গা বাদে)। ইন্ডিয়ার পুরো স্বাস্থ্য ব্যবস্থাই ধ্বসে গেছে, সমস্ত হাসপাতালে দুর্নীতি, ডাক্তাররা আনএথিকাল, এ তো সবাই জানে। তবে এগুলো সিসটেমিক, আর তাছাড়া ইন্ডিয়ার আর সমস্ত ক্ষেত্রে যে সীমাহীন করাপশান, তার একটা অংশ হলো স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি। 
     
    কিন্তু এই জেনেরিক, সিস্টেমিক করাপশান এর সাথে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কনফ্লেট করার দরকার নেই মনে হয়। জুনিয়র ডাক্তাররা একটা বিশেষ ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলন যে হয়েছে সেটাই তো ভালো! তার ফলে সরকার তাঁদের দাবী মানতে বাধ্য হয়েছে, সেটা একটা ভালো আউটকাম। এই আন্দোলন করার জন্য ডাক্তারদের কেন জবাবদীহি করতে হবে? লেখায় যে সব পয়েন্ট আছে সেসবের জন্য পুরো ইন্ডিয়া জুড়ে আন্দোলন করলেই তো হয়! 
     
    লেখাটার যে অংশের সাথে একমত না -  "ডাক্তাররা মেধাবী, এতে তো কোনো সন্দেহ নেই"। ডাক্তার হওয়ার সাথে মেধার এরকম অ্যাসোসিয়েশান নাও থাকতে পারে। ডাক্তার, তাই মেধাবী - এরকম মেরিটোক্রেসির বিরুদ্ধে দুয়েকদিন আগেই  ভাটে কথা হয়েছে। আর ডাক্তারি পড়ার জন্য নিট পাশ করতে হয়, সে পরীক্ষায় ভালো ফল করার জন্য চাই অনেক টাকা আর দু বছর মুখ গুঁজে পড়ে যাওয়ার উদ্যম। তার সাথে মেধার সম্পর্ক নেই।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

RGKar
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন