এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আটলান্টিজম বনাম নিও - ইউরেশিয়ানিজম/পুতিনের স্বপ্ন

    Tirtho Dasgupta লেখকের গ্রাহক হোন
    ১৬ জুন ২০২৪ | ২১৭ বার পঠিত
  • অনেক বামপন্থী আছেন যারা পুতিন ও রাশিয়া কে সমর্থন করেন ন্যাটো ও আমেরিকার বিরোধিতা করার জন্যে। আবার অনেক দক্ষিণপন্থী বা বামবিরোধী আছেন যারা এখনো রাশিয়াকে কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক দেশ ভাবেন। সবার জন্যেই পুতিন ও রাশিয়ার পশ্চিম বিরোধিতার কারণ গুলো একটু ব্যাখ্যা করা যাক।

    পুতিনের কথায় আসার আগে ‘পুতিনের মস্তিষ্ক‘ বলে পরিচিত রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক আলেকজান্ডার দুগিনের কথা একটু বলা যাক। আন্টি-কমিউনিস্ট দুগিন আশির দশকের শেষের দিকে আন্টি-সেমিটিক গ্রুপ Pamyat তৈরী করে যা রাশিয়ান ফ্যাসিজমের উত্থান ঘটায়।সোভিয়েতের পতনের পর তিনি ন্যাশনাল বলশেভিক পার্টি তৈরী করেন যার তাত্ত্বিক ভিত্তি মূলত রুশ জাতীয়তাবাদ ও সোভিয়েত স্মৃতিমেদুরতা। এদের চিহ্ন লাল ব্যাকগ্রাউন্ডে সাদা বৃত্তের উপর কাস্তে হাতুড়ি। মূলত ফার রাইট ও ফার লেফট দের নিয়ে তৈরী হয় এই দল।জার ও স্তালিন দুজনকেই এরা আইকন মানে রাশিয়ান সাম্রাজ্য ও বিশ্বব্যাপী প্রভাবের জন্যে।

    নব্বই দশকের শেষের দিকে তিনি আটলান্টিজম (আমেরিকার নেতৃত্বে লিবারেল ওয়েস্টার্ন ডেমোক্রেসি)-এর বিরুদ্ধে নিও ইউরেশিয়ানিজম-এর জাতীয়তাবাদী তত্ত্ব নিয়ে আসেন। এই ইউরেশিয়ানিজম-এর মূল বক্তব্য হলো এংলো-স্যাক্সন লিবারেল সাম্রাজ্যের বিপরীতে স্লাভ-টার্ক জাতিগোষ্ঠী সমূহের সাম্রাজ্য যা ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত হবে - ইউরেশিয়া, পূর্ব এশিয়া ও ওশেনিয়া এই তিন ভৌগোলিক এলাকা ঘিরে হবে সুপারস্টেট। ক্যাপিটালিজম ও সোশালিসমের সংমিশ্রনে তৈরী এই স্টেট ডেমোক্রেসি, ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকারের যে লিবারেল তত্ত্ব অনুসৃত হয় বিশ্বব্যাপী তা বর্জন করবে। স্টালিনিস্ট মডেলের এই অটোক্রাটিক স্টেট মূলত রাশিয়ান অর্থডক্স চার্চ-এর অধীনে সমস্ত চার্চ কে আনবে।এই রাশিয়ান খ্রিষ্টান সংস্কৃতি, পরিবারতন্ত্র, চিরাচরিত ট্র্যাডিশন ও এথনো-রাশিয়ান আধিপত্য দুগিনের তত্ত্বের মূল স্তম্ভ।

    এই নিও-ইউরেশিয়ানিজম এর সাথে অনেকগুলো ব্যাপারেই নীতিগত মিল আছে ইউরোপীয় ফার রাইটের। তাই পুতিন বহুদিন ধরেই ইউরোপীয় ও মার্কিন ফার - রাইট গ্রূপগুলো কে উস্কাচ্ছে। ব্রেক্সিট ও ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পেছনে রাশিয়ান সিক্রেট সার্ভিসের বড় অবদান রয়েছে। পুতিন-দুগিন (একটা বই আছে Great Awakening vs Great Reset) আমেরিকান হার্টল্যান্ড কে কোস্টাল ল্যান্ডের (ইস্ট ও ওয়েস্ট) এলিট দের বিরুদ্ধে সংঘর্ষে যেতে বলছে। যে কারণে এরা ট্রাম্প কে সাপোর্ট করে। আমেরিকান এক্সট্রিম রাইট QAnon পুতিনের বড় সমর্থক এবং এদের সাথে আরো ফার-রাইট গ্রুপ আছে (যেমন অল্ট-রাইটস, white live matters, Proud Boys, Aryan Brotherhood) যারা আমেরিকান কনজারভেটিভ ও ডেমোক্র্যাট দল গুলোর পতন চায় এবং সাথে সাথে লিবারেল রাইটস এর।

    ইউরোপে ও এমন অনেক ফার রাইট গ্রুপ (যেমন Querdrenker anti-vaxxars, Reichs Bürger, Patriotic Alternative) আছে যারা রাশিয়ার ইউক্রেন আক্রমণ সমর্থন করে। এই প্রত্যেকটি গ্রুপের আলাদা আলাদা লক্ষ্য আছে। কিন্তু কয়েকটি বিষয়ে এদের মধ্যে কমন - রেসিজম, ওয়াইট সুপ্রিমেসি, অ্যান্টি - ফেমিনিস্ট, হোমোফোবিক এবং অ্যান্টি-জেন্ডার ফ্লুইডিটি, মিসোজেনি এবং hatred towards western liberal democratic order। এরা ট্র্যাডিশনাল রাইট বা ক্রিশ্চিয়ান কনজারভেটিভ নয়।

    গত সাত-আট বছরে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতির ব্যাপক বদল হয়েছে। এই ফার রাইট ফ্রিঞ্জ গ্রুপগুলো এখন মূলধারায় চলে এসেছে। মানে বহু লোকে এখন এদের সমর্থন করছে। তাদের মধ্যে রাইট ও লেফট দুদলের লোকেরাই রয়েছে। নিও-লিবারেল স্টেট তাদের কাছ থেকে রুটি-রুজি তো কেড়েইছে (বিশ্বায়ন) এমনকি এরা এদের সোশিও- কালচারাল আইডেন্টিটি ও হারিয়েছে। পুতিনের রাশিয়া এই শ্রেণীর মানুষের কাছে তাদের হারানো পৃথিবী পুনরুদ্ধারের স্বপ্ন বেচছে যদিও এরা জানেনা পুতিনের ইউরোপ এশিয়া জুড়ে নতুন সাম্রাজ্য গঠনের যে স্বপ্ন, তাতে এরা বোড়ে।

    তাই এই মুহূর্তে লেফট-রাইট পজিশনিং খুবই ফ্লুইড। খুবই জটিল জিওপলিটিক্যাল ও কালচার ওয়ার শুরু হয়েছে। পুতিনকে সমর্থন করার অর্থ ফার রাইট ফ্যাসিজম কে তোল্লা দেয়া আর পুতিনের বিরুদ্ধে গিয়ে ওয়েস্ট এর পেছনে দাঁড়ানো মানে লাভের নামে সীমাহীন লোভ, অসাম্য ও কমিউনিটি ধ্বংস। বাংলায় যাকে বলে শাঁখের করাত।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন